Dr. Shirin Jahan- Infertility Specialist and Gynaecologist

Dr. Shirin Jahan- Infertility Specialist and Gynaecologist # Dr. Shirin Jahan is a renowned Gynaecologist, Obstetrician and Infertility Specialist.

15/07/2025

টুইন প্রেগন্যান্সি….ওভুলেশন ইনডাকশনের ফলাফল…...আলহামদুলিল্লাহ।

মেয়েটির পুরো পরিবার দেশের বাইরে থাকেন, বিয়ের বয়স আট বছর। একটি বাচ্চা আছে। এরপর কয়েক বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু কনসিভ করতে পারছিলেন না । ২০২১ এ অনেক চিকিৎসা করেছিলেন, ল্যাপারোস্কপিও করেছিলেন, তাতে দুটো টিউবই খোলা পাওয়া যায়। এখন আবার দেশে এসেছেন ফার্টিলিটি ট্রীটমেন্ট করাতে। হাতে সময় আছে তিন মাস, এরপর আবার ফিরে যাবেন পরিবারসহ। বাইরের দেশে জেনারেল প্র্যাকটিশনারদের সিরিয়াল পেতেই কয়েক মাস লেগে যায়। আবার সিরিয়াল পেলেও ওনারা সহজে ফার্টিলিটি স্পেশালিষ্ট এর কাছে রেফার ও করতে চান না।

মেয়েটির পিরিয়ড অনিয়মিত ছিলো, ওজনও বেশি ছিলো। পরীক্ষা নিরীক্ষার পর আমরা দেখলাম মেয়েটির পিসিওএস, এডিনোমায়োসিস ও ছোট ফাইব্রয়েড আছে। AMH ছিলো >৯। স্বামীর সিমেন টেষ্ট নরমাল ছিলো। আমরা ওজন কমাতে বলি এবং কিছু মেডিসিন দিয়ে হরমোনাল সমস্যা কারেকশন করি। এরপর ওভুলেশন ইনডাকশন দেই। ইনডাকশনের প্রথম মাসেই কনসিভ করে মেয়েটি। আজকের টিভিএস এর সময় ৬+ সপ্তাহের টুইন প্রেগন্যান্সি পেলাম আমরা….দুটো বেবীরই হার্টবিট চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এরকম ছোট ছোট আনন্দঘন ঘটনাগুলোই আমাদের প্রতিদিনের ক্লান্তিকর সময়টাতে মনে অনাবিল শান্তি ও ভালোলাগা এনে দেয়।

পরম করুণাময় আল্লাহর কাছে আবারও অশেষ কৃতজ্ঞতা জানাই। মেয়েটি যেনো সুস্থভাবে দুটো সুস্থ শিশুর জন্ম দিতে পারে, সেজন্য রইলো নিরন্তর দোয়া, আমীন।

Happy moments 💕……….Alhamdulillah.

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

গতকালের রিপোর্ট-আলহামদুলিল্লাহ।বাচ্চার জন্য চেষ্টার সময়টা ছিলো তিন বছর। মেয়েটির পিসিওএস, হাইপোথাইরয়েডিজম আর প্রি- ডায়াবে...
14/07/2025

গতকালের রিপোর্ট-আলহামদুলিল্লাহ।

বাচ্চার জন্য চেষ্টার সময়টা ছিলো তিন বছর। মেয়েটির পিসিওএস, হাইপোথাইরয়েডিজম আর প্রি- ডায়াবেটিসের সমস্যা ছিলো । AMH ছিলো ৮। স্বামীর শুক্রাণুর নড়াচড়াও কম ছিলো। কিছু মেডিসিন দেয়া হলো দুজনের সমস্যাগুলো কারেকশন করার জন্য। স্বামীর শুক্রাণুর সমস্যা ভালো হলে আমরা ওভুলেশন ইনডাকশন দেই। বেশিদিন লাগেনি, দ্বিতীয় মাসেই কনসিভ করলো মেয়েটি, আলহামদুলিল্লাহ। মেয়েটির প্রেগন্যান্সির সময়টা নির্বিঘ্নে কাটুক, আর একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারুক এই দোয়া করি। আমীন।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

11/07/2025

ইনফার্টিলিটি ট্রিটমেন্টে ল্যাপারোস্কপি কখন দরকার?

ACME'S Gynocare নিবেদিত নারী স্বাস্থ্য বিষয়ক ভিডিও বার্তায় এ নিয়ে বলেছেন

ডা. শিরিন জাহান
এফসিপিএস (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
এফসিপিএস (অবস্ এন্ড গাইনী)
এমএস (অবস্ এন্ড গাইনী), এমবিবিএস (ডিএমসি)
ইনফার্টিলিটি ও টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কপিক ও হিস্টেরোস্কোপিক সার্জন
আই ভি এফ ও বন্ধ্যাত্ব চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (বাংলাদেশ, ইন্ডিয়া)
কনসালটেন্ট

চেম্বারঃ ১
ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার (ICDC)
সিটি টাওয়ার, ৪৪/৭, লিফটের ১০, পান্থপথ মেইন রোড, ঢাকা
(বি আর বি হাসপাতালের বিপরীতে)
রোগী দেখার সময়:
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৬.৩০টা পর্যন্ত
০১৮৯৪৮৯২৮৮৭, ০১৯৪০৩৩৩৭৭০

চেম্বারঃ ২
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
রুম নং-৫০৭ (লেভেল-৫),ভবন-৬, রোড-২, ধানমন্ডি, ঢাকা
রোগী দেখার সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা (রবিবার ও শুক্রবার বন্ধ)
০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

Powered by: Fezol, D-gest / Media Partner - MediTalk Digital

Happy moments, Alhamdulillah❤️ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম এই শিশুটির, মাশাআল্লাহ। মায়ের সাথে বেড়াতে এসেছিলো ...
03/07/2025

Happy moments, Alhamdulillah❤️

ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম এই শিশুটির, মাশাআল্লাহ। মায়ের সাথে বেড়াতে এসেছিলো চেম্বারে। আল্লাহ সুবহানুতালা শিশুটিকে সুস্থ রাখুন এবং ভালো মানুষ হিসেবে বড় হবার তৌফিক দিন এই দোয়া করি, আমীন।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

দীর্ঘ অপেক্ষার পালা শেষে অবশেষে রাজপুত্রের আগমনের মাধ্যমে মা- বাবা হলেন এক দম্পতি- আলহামদুলিল্লাহ। মেয়েটির পিসিওএস এর সম...
01/07/2025

দীর্ঘ অপেক্ষার পালা শেষে অবশেষে রাজপুত্রের আগমনের মাধ্যমে মা- বাবা হলেন এক দম্পতি- আলহামদুলিল্লাহ।

মেয়েটির পিসিওএস এর সমস্যা ছিলো। এর আগে একটা মিসক্যারেজও হয়েছিলো। এর পর আর কনসিভ করতে পারছিলেন না। অনেক চিকিৎসাও নিয়েছিলেন এর আগে বন্ধ্যাত্বের জন্য। আমরা সব ধরনের পরীক্ষা করাই। Lupus Anticoagulant positive ধরা পরলো। এরপর ওভুলেশন ইনডাকশন দেই - এরপরই কনসিভ করলো , আলহামদুলিল্লাহ।
এরপরের জার্নিটা খুব smooth ছিলো না। প্রেগন্যান্সির শুরুতে ব্লিডিং হওয়া, ডায়াবেটিস ধরা পরা , সবকিছুই সুন্দরমতো ম্যানেজ হচ্ছিলো। ৩২ সপ্তাহ পর্যন্ত বাচ্চার বৃদ্ধি স্বাভাবিক ছিলো, এরপর থেকে বৃদ্ধি কম হচ্ছিলো।এরমধ্যে ৩৭ সপ্তাহে হঠাৎ পানি ভেঙে গেলে ইমারজেন্সী সিজারিয়ান সেকশন করা হয়। বাচ্চার ওজন ১৭০০ গ্রাম হলেও বাচ্চার সবকিছু ভালো ছিলো। প্রথম সপ্তাহে বাচ্চার ওজন ২০০ গ্রাম বেড়েও গেলো।
মা ও বাচ্চাকে আল্লাহতালা সুস্থ রাখুন , এই দোয়া করি, আমীন।
আল্লাহ তালার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই এই মা-বাবার কোলকে পূর্ণ করার জন্য আর এ নিয়ামতে আমাকে রাখার জন্য।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

ল্যাপারোস্কপির পর প্রেগন্যান্সিঃ একটি সন্তানের জন্য স্বামী-স্ত্রীর অপেক্ষার পালাটা ছিলো বেশ দীর্ঘ…৮ বছর। স্ত্রীর পলিসিস্...
25/06/2025

ল্যাপারোস্কপির পর প্রেগন্যান্সিঃ

একটি সন্তানের জন্য স্বামী-স্ত্রীর অপেক্ষার পালাটা ছিলো বেশ দীর্ঘ…৮ বছর। স্ত্রীর পলিসিস্টিক ওভারী সিনড্রোম ছিলো । আগে একটা এবরশনের ইতিহাস ছিলো। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছিলেন। অনেক বার ওভুলেশন ইনডাকশন নিয়েছিলো, ডিম্বানুও ম্যাচিউর হয়েছিলো কিন্তু প্রেগন্যান্সি হয়নি। AMH ছিলো ৯। আমরা ল্যাপারোস্কপি করে টিউবাল পেটেন্সি টেষ্ট করলাম, ওভারিয়ান ড্রিলিংও করলাম। দুটো টিউবই ভালো ছিলো এবং খোলা ছিলো। এরপর আমরা আবার ওভুলেশন ইনডাকশন দেই। দ্বিতীয় মাসেই কনসিভ করে মেয়েটি। পিরিয়ডের ডেট ওভার হলে ওনারা বাসায় একটা স্ট্রিপ টেষ্ট করেন তাতে দুই দাগ আসলো। আলহামদুলিল্লাহ। পরদিনই আমাদের সেন্টারে সবার জন্য মিষ্টি নিয়ে হাজির।এরপর আমরা বিটা এইচসিজি টেষ্ট করি, রিপোর্ট আসলো ৭৩৩। গতদিন TVS করি, ৭ সপ্তাহের প্রেগন্যান্সি আসলো, বাচ্চার হার্টবিট ও চলে এসেছে। মা ও গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও সুন্দর একটা ফলাফলের জন্য দোয়া রইলো, আমীন। সবকিছুর জন্যই আল্লাহতালার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম এই পরীটির ❤️, আলহামদুলিল্লাহ। ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে কনসিভ করা প্রথম ব...
18/06/2025

ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম এই পরীটির ❤️, আলহামদুলিল্লাহ।
ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে কনসিভ করা প্রথম বাচ্চা মিসক্যারেজ হবার পর খুব ভেঙে পরেছিলো মেয়েটি।
ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে বললাম। না বেশিদিন ধৈর্য ধরতে হয়নি। তিন মাসের মধ্যেই আল্লাহতালা মুখ তুলে চাইলেন। আমাদের চেষ্টা ও মেয়েটির ধৈর্য ধরে চিকিৎসা চালানোর ফলস্বরূপ আজ এই পরীটি ❤️মেয়েটির কোল আলোকিত করলো। আনন্দ আজ আমাদের সবার। পরম করুণাময়ের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই এই আনন্দের ভাগীদার হতে পারার জন্য।

Happy moments 💕……….Alhamdulillah.

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

Happy moments 💕……….Alhamdulillah.এক দম্পতি ১ বছর যাবত বাচ্চার জন্য চেষ্টা করছিলো, মেয়েটির বয়স ছিলো ২৯ বছর। মেয়েটির ডিম্ব...
15/06/2025

Happy moments 💕……….Alhamdulillah.

এক দম্পতি ১ বছর যাবত বাচ্চার জন্য চেষ্টা করছিলো, মেয়েটির বয়স ছিলো ২৯ বছর। মেয়েটির ডিম্বাশয় ডিম্বানুর রিজার্ভ কম ছিলো। AMH ছিলো মাত্র ০.৫৮। গোনাডোট্রপিন ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণু ম্যাচিউর করা হলো। প্রথম মাসেই কনসিভ করলো মেয়েটি আলহামদুলিল্লাহ।

প্রেগন্যান্সির দীর্ঘ নয় মাসের যাত্রা শেষে অবশেষে এই শিশুটির আবির্ভাব ঘটলো পৃথিবীতে।সব কিছুর জন্যই পরম করুণাময় মহান আল্লাহর আছে অশেষ কৃতজ্ঞতা জানাই।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

15/06/2025

ল্যাপারোস্কপি'র মাধ্যমে কি কি রোগ নির্নয় করা যায়? / ACME'S Gynocare নিবেদিত নারী স্বাস্থ্য বিষয়ক এ ভিডিও বার্তায় এ নিয়ে বলেছেন ডা. শিরিন জাহান / Powered by: Fezol, D-gest / Media Partner - MediTalk Digital

07/06/2025
Inspiring message from one of my patients………Alhamdulillah for being a Fertility Specialist.
04/06/2025

Inspiring message from one of my patients………Alhamdulillah for being a Fertility Specialist.

আই ইউ আই এর সফলতার গল্পঃবিয়ের দশ বছর পর প্রেগন্যান্সি……আলহামদুলিল্লাহ!স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন ১০ বছরের। স্বামী বিদেশ...
25/01/2025

আই ইউ আই এর সফলতার গল্পঃ

বিয়ের দশ বছর পর প্রেগন্যান্সি……আলহামদুলিল্লাহ!
স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন ১০ বছরের। স্বামী বিদেশে থাকেন।
এবার চার মাসের জন্য দেশে এসেছেন। এর মধ্যে প্রথম আড়াই মাস নিজেরা চেষ্টা করে আমার কাছে এসেছেন। স্ত্রীর মাসিক অনিয়মিত ছিলো, পিসিওএস এর রোগী ছিলেন। AMH ছিলো ১২.২। স্বামীর সিমেন টেষ্টের রিপোর্ট ভালো ছিলো। আমরা কাউন্সেলিং করে SIS পরীক্ষা করে আই ইউ করার সিদ্ধান্ত নেই। টিউব খোলা ছিলো। ঔষধ এবং ইনজেকশন দিয়ে ডিম্বানু বড় করি। ডান দিকের ওভারীতে দুটো ডিম্বানু ম্যাচিউর হয় এবং সময়মতো আই ইউ আই করি। মাসিকের ডেট পার হলে নিজেরা প্রেগন্যান্সি টেষ্ট করে পজিটিভ রেজাল্ট পান। আমাদের কাছে ফলো আপে আসলে বিটা এইচসিজি টেষ্ট ও টিভিএস করি। বিটা এইচসিজি রিপোর্ট আসলো ৩০,০০০ আই ইউ এবং আল্ট্রসনোতে টুইন প্রেগন্যান্সি পাই।
আলহামদুলিল্লাহ। পুরো প্রেগন্যান্সি সময়কাল নির্বিঘ্নে কাটুক - মহান আল্লাতালার কাছে এই দোয়া করি, আমীন।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shirin Jahan- Infertility Specialist and Gynaecologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shirin Jahan- Infertility Specialist and Gynaecologist:

Share