15/07/2025
টুইন প্রেগন্যান্সি….ওভুলেশন ইনডাকশনের ফলাফল…...আলহামদুলিল্লাহ।
মেয়েটির পুরো পরিবার দেশের বাইরে থাকেন, বিয়ের বয়স আট বছর। একটি বাচ্চা আছে। এরপর কয়েক বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু কনসিভ করতে পারছিলেন না । ২০২১ এ অনেক চিকিৎসা করেছিলেন, ল্যাপারোস্কপিও করেছিলেন, তাতে দুটো টিউবই খোলা পাওয়া যায়। এখন আবার দেশে এসেছেন ফার্টিলিটি ট্রীটমেন্ট করাতে। হাতে সময় আছে তিন মাস, এরপর আবার ফিরে যাবেন পরিবারসহ। বাইরের দেশে জেনারেল প্র্যাকটিশনারদের সিরিয়াল পেতেই কয়েক মাস লেগে যায়। আবার সিরিয়াল পেলেও ওনারা সহজে ফার্টিলিটি স্পেশালিষ্ট এর কাছে রেফার ও করতে চান না।
মেয়েটির পিরিয়ড অনিয়মিত ছিলো, ওজনও বেশি ছিলো। পরীক্ষা নিরীক্ষার পর আমরা দেখলাম মেয়েটির পিসিওএস, এডিনোমায়োসিস ও ছোট ফাইব্রয়েড আছে। AMH ছিলো >৯। স্বামীর সিমেন টেষ্ট নরমাল ছিলো। আমরা ওজন কমাতে বলি এবং কিছু মেডিসিন দিয়ে হরমোনাল সমস্যা কারেকশন করি। এরপর ওভুলেশন ইনডাকশন দেই। ইনডাকশনের প্রথম মাসেই কনসিভ করে মেয়েটি। আজকের টিভিএস এর সময় ৬+ সপ্তাহের টুইন প্রেগন্যান্সি পেলাম আমরা….দুটো বেবীরই হার্টবিট চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এরকম ছোট ছোট আনন্দঘন ঘটনাগুলোই আমাদের প্রতিদিনের ক্লান্তিকর সময়টাতে মনে অনাবিল শান্তি ও ভালোলাগা এনে দেয়।
পরম করুণাময় আল্লাহর কাছে আবারও অশেষ কৃতজ্ঞতা জানাই। মেয়েটি যেনো সুস্থভাবে দুটো সুস্থ শিশুর জন্ম দিতে পারে, সেজন্য রইলো নিরন্তর দোয়া, আমীন।
Happy moments 💕……….Alhamdulillah.
ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট
ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬