Dr. Shirin Jahan- Infertility Specialist and Gynaecologist

Dr. Shirin Jahan- Infertility Specialist and Gynaecologist # Dr. Shirin Jahan is a renowned Gynaecologist, Obstetrician and Infertility Specialist.

স্বামী-স্ত্রী উভয়েরই যখন সমস্যা থাকেঃঢাকা থেকে অনেক দূরের দ্বীপ অন্চলের এক দম্পতির উভয়েরই সমস্যা ছিলো। বেশ কষ্ট করেই ওনা...
05/09/2025

স্বামী-স্ত্রী উভয়েরই যখন সমস্যা থাকেঃ

ঢাকা থেকে অনেক দূরের দ্বীপ অন্চলের এক দম্পতির উভয়েরই সমস্যা ছিলো। বেশ কষ্ট করেই ওনারা ঢাকায় ইনফার্টিলিটি ট্রীটমেন্ট এর জন্য আসতেন। স্বামীর ছিলো Oligo-asthenozoospermia অর্থাৎ স্বামীর বীর্যে শুক্রাণুর সংখ্যা ও শুক্রাণুর নড়াচড়া বা গতিশীলতা স্বাভাবিকের চেয়ে কম ছিলো। স্ত্রীরও মাসে মাসে ডিম্বাণু ফুটতো না অর্থাৎ anovulation ছিলো। আমরা দুজনেরই পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ দিলাম। কয়েক মাসের ইনফার্টিলিটি ট্রীটমেন্টের পর এখন কনসিভ করেছে মেয়েটি। আলহামদুলিল্লাহ।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

আরেকটি সুন্দর ম্যাসেজ। অনেক রোগী দীর্ঘদিন পরও আমাকে মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করে মেসেজ পাঠান। সত্যিই এ মেসেজ গুলো আমাদের ...
30/08/2025

আরেকটি সুন্দর ম্যাসেজ। অনেক রোগী দীর্ঘদিন পরও আমাকে মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করে মেসেজ পাঠান। সত্যিই এ মেসেজ গুলো আমাদের জন্য অনেক আনন্দদায়ক……💕…আলহামদুলিল্লাহ।

বাসায় এসেই মেসেজ চেক করতেই পেলাম এই মন ভালো করে দেয়া মেসেজ….মেয়েটি এমবিবিএস পরছে, ঢাকায় এসে এসে আমার কাছে ট্রীটমেন্ট নিত...
28/08/2025

বাসায় এসেই মেসেজ চেক করতেই পেলাম এই মন ভালো করে দেয়া মেসেজ….মেয়েটি এমবিবিএস পরছে, ঢাকায় এসে এসে আমার কাছে ট্রীটমেন্ট নিতো, প্রেগন্যান্সি হবার পর থেকে অনলাইনে ট্রীটমেন্ট করতাম। কন্যা সন্তান হবার মেসেজটি পেয়ে আজ খুব ভালো লাগলো। এগুলোই আমাদের প্রতিদিনের আনন্দের উৎস……আলহামদুলিল্লাহ।

এটা আজকের রিপোর্ট……Beta HCG 13350IU…….আলহামদুলিল্লাহ। পিরিয়ডের ডেট ৫ দিন পার হলে আজ চেম্বারে আসেন এই দম্পতি। প্রথম সাইকে...
28/08/2025

এটা আজকের রিপোর্ট……Beta HCG 13350IU…….আলহামদুলিল্লাহ। পিরিয়ডের ডেট ৫ দিন পার হলে আজ চেম্বারে আসেন এই দম্পতি। প্রথম সাইকেলের কনসিভ করেছেন, আলহামদুলিল্লাহ। এর আগে নিজেরা চেষ্টা করেছেন দেড় বছর। এরপর আমার চেম্বারে আসেন জুলাই মাসের দুই তারিখে। পরীক্ষা- নিরীক্ষার পর ঔষধ দিলাম, প্রথম মাসেই প্রেগন্যান্সি হলো……আলহামদুলিল্লাহ।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

শেষ মুহূর্তের সুসংবাদঃবিদেশে যাবার আগের মাসে প্রেগন্যান্সি টেষ্ট পজিটিভ আসে…..আলহামদুলিল্লাহ।এক দম্পতি গত এপ্রিল মাসে আম...
27/08/2025

শেষ মুহূর্তের সুসংবাদঃ

বিদেশে যাবার আগের মাসে প্রেগন্যান্সি টেষ্ট পজিটিভ আসে…..আলহামদুলিল্লাহ।
এক দম্পতি গত এপ্রিল মাসে আমার কাছে আসেন হাজবেন্ড বিদেশ থেকে আসার পর। এবার পাঁচ মাসের ছুটিতে এসেছেন স্বামী। খুব কম সময় নয়। কিন্তু মেয়েটির হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিলো, ওজন ছিলো ৭০ কেজি যা তার উচ্চতার তুলনায় অনেক বেশি ছিলো। ডায়াবেটিস ও উঁচ্চ রক্তচাপের ঔষধ আমরা মডিফাই করলাম, ঠিকমতো কন্ট্রোল করতে বললাম। হাইপোথাইরয়েডিজমের জন্য মেয়েটিকে ১০০ মাইক্রোগ্রাম করে থাইরক্স খেতে হতো। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা ওজন কমাতে বলি এবং সময় কম বলে আমরা ওভুলেশন ইনডাকশনও শুরু করি। প্রথম মাসে ডিম্বাণু পরিপক্ক হলো না, ডোজ বাড়ালাম। কিন্তু তাতেও পরের মাসে পরিপক্ক হলো না। তৃতীয় মাসে আবারো ডোজ বাড়ালাম, কিন্তু পারিবারিক ঝামেলার জন্য টিভিএস করতে আসতে পারলো না।পরের বার আমরা ইনজেকশন যোগ করি, এবার ডিম্বাণু ম্যাচিউর হলো কিন্তু প্রেগন্যান্সি হলো না। পরের মাসে একই ডোজ মেইনটেইন করি…….এবার প্রেগন্যান্সি হলো, আলহামদুলিল্লাহ। আগামী মাসেই মাসেই হাজবেন্ড বিদেশ চলে যাবেন। শেষ মুহূর্তে এই খুশির সংবাদে স্বামী সহ পরিবারের সবাই অনেক আনন্দিত।
যাদের হাজবেন্ড বিদেশে থাকেন তাদের জন্য উপদেশ হলো ওনারা যদি হাজবেন্ড আসার তিন থেকে চার মাস আগে আমাদের কাছে আসেন তাহলে স্ত্রীদের পরীক্ষা- নিরীক্ষা করে আমরা যদি কোন সমস্যা পাই সেগুলো আগে থেকেই ঠিক করে নিতে পারি। তাহলে কম সময়ে প্রেগন্যান্সি হওয়া সম্ভব। এই মেয়েটি যদি তিন মাস আগে আসতো তাহলে আমরা ওর ওজন কমিয়ে, ডায়াবেটিস ও উঁচ্চ রক্তচাপের সমস্যাগুলো আগে থেকেই কারেকশন করতে পারতাম। তাহলে প্রথম দুই সাইকেলে যে ডিম্বাণু পরিপক্ক হয়নি সে ব্যাপারটা এড়ানো যেতো।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

১৪ বছর পর মা-বাবা হবার স্বপ্ন পূর্ণ হলো একদম্পতির…..আলহামদুলিল্লাহ।গত বছর নভেম্বরে এক দম্পতি ১৩ বছরের বন্ধ্যাত্ব সমস্যা ...
25/08/2025

১৪ বছর পর মা-বাবা হবার স্বপ্ন পূর্ণ হলো এক
দম্পতির…..আলহামদুলিল্লাহ।
গত বছর নভেম্বরে এক দম্পতি ১৩ বছরের বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসেন আমার কাছে। এর আগে অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক ঔষধ খেয়েছেন। HSG পরীক্ষায় Unicornuate Uterus ও বাম দিকের টিউব ব্লক ধরা পরে। ২০২২ সালের ল্যাপারোস্কপিতে বাম দিকের টিউব ব্লক ধরা পরে। একবার একটি বাচ্চা মিসক্যারেজ ও হয়েছিলো। মেয়েটির Lupus anticoagulant পজিটিভ ছিলো। আমরা পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসা শুরু করি। প্রথম মাসেই কনসিভ করে মেয়েটি। এবার যাতে মিসক্যারেজ না হয় সেজন্য আমরা সব ধরণের ব্যবস্থা দিয়েছিলাম।৩৭ সপ্তাহে হঠাৎ পানি ভেঙে গেলে আমরা মধ্য রাতে ইমারজেন্সী সিজারিয়ান সেকশন করি।দীর্ঘ নয় মাসের যাত্রা শেষে গত সপ্তাহে এই ফুটফুটে পুত্র সন্তান ভুমিষ্ট হয়❤️…..আলহামদুলিল্লাহ।১৪ বছর পর মা হতে পেরে বাবা-মায়ের আনন্দ ছিলো তাই অনেক বেশি। পরের দিন রাউন্ডে গেলে পুরো পরিবারের সবার মধ্যে আনন্দ আর খুশির ঝিলিক দেখলাম……অনেক আনন্দিত আমরাও।
মহান আল্লাহতালার কাছে লক্ষ-কোটিবার শুকরিয়া জানাই এই নিয়ামতের জন্য।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম নেয়া আজকের শিশু💕…….আলহামদুলিল্লাহ। এই দম্পতির প্রথম বাচ্চা নরমাল ডেলিভারীর সময় মা...
16/08/2025

ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম নেয়া আজকের শিশু💕…….আলহামদুলিল্লাহ।

এই দম্পতির প্রথম বাচ্চা নরমাল ডেলিভারীর সময় মারা যায়। দ্বিতীয় বাচ্চা সিজারিয়ান সেকশন হয়। বাচ্চার বয়স এখন পাঁচ বছর। এরপর ওনারা আবার বাচ্চার জন্য চেষ্টা করেন, কিন্তু সেটা হয় এক্টোপিক প্রেগন্যান্সি (ডান দিকের টিউবে প্রেগন্যান্সি হলো)। আমরা ল্যাপারোস্কপিক সালফেন্গেকটমি (laparoscopic right sided salpingectomy) অপারেশন করি। এরপর ওনারা আবার বাচ্চার জন্য চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিলো না। নিজেরা চেষ্টা করে ব্যর্থ হলে আবার আমাদের কাছে আসেন। আমরা এরপর আবার টিউব টেষ্ট করে বাম দিকের টিউব খোলা পাই। এরপর শুরু করি ওভুলেশন ইনডাকশন। তৃতীয় মাসে কনসিভ করে মেয়েটি…..আলহামদুলিল্লাহ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ মেয়েটির পরিবার সম্পূর্ণ হলো। আল্লাহপাক মা ও বাচ্চাকে সুস্থ রাখুন, এই দোয়া করি, আমীন।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

ওজন কমানোর উপকারিতাঃ গতকালের প্রেগন্যান্সি টেষ্ট পজিটিভ রিপোর্ট- আলহামদুলিল্লাহ।এই দম্পতি পাঁচ বছর যাবত প্রেগন্যান্সির জ...
14/08/2025

ওজন কমানোর উপকারিতাঃ

গতকালের প্রেগন্যান্সি টেষ্ট পজিটিভ রিপোর্ট- আলহামদুলিল্লাহ।

এই দম্পতি পাঁচ বছর যাবত প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছিলেন। বাচ্চা হবার জন্য এর আগে বেশ কয়েক মাস ওভুলেশন ইনডাকশনের জন্য ঔষধ খেয়েছিলেন কিন্তু প্রেগন্যান্সি হয়নি। আমাদের কাছে যখন আসেন তখন মেয়েটির ওজন ছিলো ৭০ কেজি, পিরিয়ড ছিলো অনিয়মিত, এর কারণ ছিলো পিসিওএস। স্বামী- স্ত্রী দুজনের পরীক্ষার পর আমরা মেয়েটিকে ওজন কমাতে বলি। দুমাসের মধ্যে মেয়েটির ওজন ৫৬ কেজিতে নামে। এরপর ওভুলেশন ইনডাকশন দেই। প্রথম মাসে দুটো ম্যাচিউর ফলিকল থাকলেও প্রেগন্যান্সি হলো না। দ্বিতীয় মাসেও ডিম্বাণু পরিপক্ক হলো এবং প্রেগন্যান্সিও হলো…..আলহামদুলিল্লাহ। যারা আমাদের উপদেশমতো চলেন এবং ওজন কমাতে পারেন, তারা দ্রুত কনসিভ করে ফেলেন।

তাই যাদের ওজন বেশি তাদের জন্য আমাদের উপদেশ - ওজন কমাতে সচেষ্ট হোন, ওজন কমিয়ে প্রেগন্যান্সির জন্য চেষ্টা করলে কম সময়ে কনসিভ করা সম্ভব।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

কিউট বেবী……❤️মাশাআল্লাহ। ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম।ওভুলেশন ইনডাকশনের মাধ্যমে হয়েছিলো প্রেগন্যান্সি। ঢাকায় দ...
14/08/2025

কিউট বেবী……❤️মাশাআল্লাহ। ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম।ওভুলেশন ইনডাকশনের মাধ্যমে হয়েছিলো প্রেগন্যান্সি। ঢাকায় দেখাশোনার কেউ নেই বলে প্রেগন্যান্সির মাঝামাঝি সময়ে মেয়েটি গ্রামে চলে যায় এবং সেখানেই ডেলিভারী হয়।অনেক দিন আগে এই বাবুটির বাবা হোয়াটসএপে বাবুটির ছবি পাঠিয়েছিলেন আর রিকোয়েস্ট করেছিলেন আমি যেনো ছবিটি ওয়েবসাইটে দেই। কিন্তু সময়ের অভাবে সাথে সাথে পোষ্ট করা হয়নি। এরপর ভুলেও গিয়েছিলাম। দুই মাস আগে এবার একদম চেম্বারেই নিয়ে এলেন মেয়েকে দেখাতে।সাথে নিয়ে এলেন সুন্দর একটি শাড়ী আর মিষ্টি। ছবি তোলা হলো, কিন্তু আবারো ভুলে গেলাম পোষ্ট করতে। আজ স্ক্রল করতে গিয়ে ছবি দেখে মনে পরলো, তাই পোষ্ট করে ফেললাম। মানুষের এই ভালোবাসাগুলোই আমাদের কাজের প্রেরণা যোগায়…….আলহামদুলিল্লাহ। আল্লাহপাক ওনাদের সবাইকে সুস্থ রাখুন, আমীন।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

উপহার সমাচারঃরোগীদের কাছ থেকে পাওয়া উপহার…💕💕💕। যদিও আমরা সবসময়ই শুধুই দোয়া করতে বলি আমাদের জন্য, তারপরও তারা ভালোবেসে উপ...
11/08/2025

উপহার সমাচারঃ

রোগীদের কাছ থেকে পাওয়া উপহার…💕💕💕। যদিও আমরা সবসময়ই শুধুই দোয়া করতে বলি আমাদের জন্য, তারপরও তারা ভালোবেসে উপহার নিয়ে আসেন আমাদের জন্য…আমি এদের একজনকে জিজ্ঞেস করেছিলাম- কেনো শুধু শুধু শাড়ী কিনতে গেলেন, আপনাদের দোয়ার চেয়ে বড় কিছু আর নেই। উনি উত্তরে বললেন-“ ম্যাডাম এটা আমি কিনিনি, তাঈফ ( ওনার পুত্র সন্তান, বয়স ৫০ দিন ❤️) কিনেছে💕 আপনার জন্য।

দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলাম- শুধু শুধু কেনো গিফট কিনলেন ! উনি উত্তর দিলেন, “ম্যাডাম, আপনি এর চেয়েও অনেক বেশি deserve করেন, এটা কিছুই না”।

সব কিছুর জন্য ……..আলহামদুলিল্লাহ , শুকরিয়া আল্লাহপাকের দরবারে। আল্লাহসুবহানুতালা এভাবে আমার অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে মানুষের উপকার করার, সেবা করার তাওফিক আমাকে দান করুন, আমীন।

আজ জন্ম নেয়া শিশু …..’জারিয়াব’ 💕💕…..মা ও বাচ্চা দুজনই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ।ডাঃ শিরিন জাহানবন্ধ্যাত্ব, প্রসূতি, গাইন...
11/08/2025

আজ জন্ম নেয়া শিশু …..’জারিয়াব’ 💕💕…..মা ও বাচ্চা দুজনই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ।

ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

10/08/2025

পিসিওএস (PCOS) এর লক্ষণ

ACME'S Gynocare নিবেদিত নারী স্বাস্থ্য বিষয়ক ভিডিও বার্তায় এ নিয়ে বলেছেন
ডা. শিরিন জাহান
সহকারী অধ্যাপক, ইনফার্টিলিটি
এফসিপিএস (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)
এফসিপিএস (অবস্ এন্ড গাইনী)
এমএস (অবস্ এন্ড গাইনী), এমবিবিএস (ডিএমসি)
ইনফার্টিলিটি ও টেস্ট টিউব বেবি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কপিক ও হিস্টেরোস্কোপিক সার্জন
আই ভি এফ ও বন্ধ্যাত্ব চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (বাংলাদেশ, ইন্ডিয়া)
কনসালটেন্ট

চেম্বারঃ ১
ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার (ICDC)
সিটি টাওয়ার, ৪৪/৭, লিফটের ১০, পান্থপথ মেইন রোড, ঢাকা
(বি আর বি হাসপাতালের বিপরীতে)
রোগী দেখার সময়:
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৬.৩০টা পর্যন্ত
০১৮৯৪৮৯২৮৮৭, ০১৯৪০৩৩৩৭৭০

চেম্বারঃ ২
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
রুম নং-৫০৭ (লেভেল-৫),ভবন-৬, রোড-২, ধানমন্ডি, ঢাকা
রোগী দেখার সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা (রবিবার ও শুক্রবার বন্ধ)
০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

Powered by: Fezol, D-gest / Media Partner - MediTalk Digital

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shirin Jahan- Infertility Specialist and Gynaecologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shirin Jahan- Infertility Specialist and Gynaecologist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram