Fitoga - Powered by Omega Foods

Fitoga - Powered by Omega Foods ব্যায়াম হোক সকালবেলা
Fitoga – Powered by Omega Foods 💪🥣
Naturally Fit, ন্যাচারাল ফুড, Naturally Strong Join our morning movement – where fitness meets fuel!

Fitoga – Powered by Omega Foods
সকালের ফিটনেস, পুষ্টিকর লাইফস্টাইল এবং সুস্থতার অনুপ্রেরণা এক জায়গায়!

উচ্চ রক্তচাপ (High Blood Pressure বা Hypertension) একটি নীরব ঘাতক রোগ হিসেবে পরিচিত। এটি নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগ, স্ট...
03/06/2025

উচ্চ রক্তচাপ (High Blood Pressure বা Hypertension) একটি নীরব ঘাতক রোগ হিসেবে পরিচিত। এটি নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি সমস্যা ইত্যাদি মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। নিচে হাই প্রেসার নিয়ন্ত্রণে রাখতে কিছু কার্যকর টিপস ও কনটেন্ট দেওয়া হলো:

🩺 হাই প্রেসার নিয়ন্ত্রণের ১২টি কার্যকর টিপস
১. 🧂 লবণ কম খান
প্রতিদিন ৫ গ্রামের কম লবণ গ্রহণ করুন।

অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে, ফলে রক্তচাপ বাড়ে।

২. 🥬 পুষ্টিকর ও ব্যালান্সড ডায়েট অনুসরণ করুন
বেশি ফল, শাকসবজি, ওটস, ব্রাউন রাইস, ডাল খান।

চর্বিযুক্ত খাবার, লাল মাংস, ফাস্টফুড এড়িয়ে চলুন।

৩. 🧘‍♂️ নিয়মিত ব্যায়াম করুন
দিনে অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন।

যোগব্যায়াম ও মেডিটেশন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৪. 🧃 অ্যালকোহল ও ধূমপান পরিহার করুন
এগুলো রক্তনালীর গঠন ও কার্যকারিতা নষ্ট করে রক্তচাপ বাড়ায়।

৫. ⚖️ ওজন নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত ওজন রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ।

৬. 🧘 স্ট্রেস কমান
মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ঘুম, মেডিটেশন ও অবসর কার্যকলাপ দরকার।

৭. 🧂 প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন
যেমন: চিপস, ইনস্ট্যান্ট নুডলস, ক্যানজাত খাবার, যা অতিরিক্ত লবণ ও সংরক্ষণকৃত উপাদানে ভরপুর।

৮. 💧 প্রচুর পানি পান করুন
দিনে ৮–১০ গ্লাস পানি পান করলে শরীর ডিটক্স হয় ও রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকে।

৯. 🕒 নিয়মিত রক্তচাপ মাপুন
ঘরে নিজে রক্তচাপ মাপার অভ্যাস গড়ে তুলুন বা নিয়মিত ডাক্তারের কাছে যান।

১০. 💊 ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া
প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১. 🚫 ক্যাফেইন কমান
অতিরিক্ত চা/কফি উচ্চ রক্তচাপ বাড়াতে পারে।

১২. 💤 পর্যাপ্ত ঘুম জরুরি
প্রতি রাতে ৬–৮ ঘণ্টা ঘুম হাই প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে।

📌 বিশেষ সতর্কতা:
পরিবারে যদি হাই প্রেসারের ইতিহাস থাকে, তাহলে শুরু থেকেই সচেতন হোন।

বয়স ৩৫ বছরের বেশি হলে বছরে অন্তত একবার রুটিন চেকআপ করুন।

বর্ষায় যন্ত্রণাদায়ক নখকুনি থেকে বাঁচার উপায়ঃ Toenail Fungus: হাত বা পায়ের নখের ছত্রাক, যা নখকুনি নামেও পরিচিত, এটি আপনার...
02/06/2025

বর্ষায় যন্ত্রণাদায়ক নখকুনি থেকে বাঁচার উপায়ঃ

Toenail Fungus: হাত বা পায়ের নখের ছত্রাক, যা নখকুনি নামেও পরিচিত, এটি আপনার হাত বা পায়ের নখের একটি সাধারণ ছত্রাক সংক্রমণ। সবচেয়ে লক্ষণীয় উপসর্গ হল আপনার এক বা একাধিক হাত বা পায়ের নখের সাদা, বাদামী বা হলুদ বিবর্ণতা। এটি ছড়িয়ে পড়তে পারে এবং নখের ঘন বা ফাটল সৃষ্টি করতে পারে।

আপনি যদি লক্ষ্য করেন যে আপনার হাত বা পায়ের নখ ঘন বা বিবর্ণ হয়ে গেছে, তাহলে আপনার নখকুনির হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি সাধারণভাবে হাত বা পায়ের নখের ছত্রাকের সংক্রমণের ফল।

আপনি যদি হাত বা পায়ের নখের ছত্রাকের প্রাথমিক পর্যায়ে লক্ষ্য করেন, আপনি আপনার হাত বা পায়ের নখের ডগায় একটি সাদা বা হলুদ দাগ লক্ষ্য করতে পারেন। পরে, আপনি লক্ষ্য করতে পারেন যে ছত্রাকটি আরও গভীরে সরে যাবে এবং পেরেকের প্রান্তটি বিবর্ণ, ঘন বা বিবর্ণ হতে শুরু করবে।

কখনও খুব ছোট করে নখ কাটতে গিয়ে ত্বকের মধ্যে ক্ষত তৈরি হয়। কখনও আবার কোনও কিছুতে খোঁচা লেগেও নখের কোনে ক্ষত হয়। এই ক্ষত স্থানেই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে নখকুনির মতো যন্ত্রণাদায়ক সমস্যার সৃষ্টি হয়। তবে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগিয়ে যন্ত্রণাদায়ক এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক নখকুনির ৫টি অব্যর্থ ঘরোয়া প্রতিকার সম্পর্কে। এর যে কোনও একটি কাজে লাগালেই উপকার পাবেন...

১) সাদা ভিনিগার: দুই কাপ উষ্ণ গরম জলে এক কাপ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এই ভিনিগার মেশানো জলে মোটামুটি মিনিট পনেরো নখকুনির আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখুন। তার পর শুকনো করে মুছে নিন। দু’-এক দিনের মধ্যেই সেরে যাবে নখকুনি।

২) অ্যাপল সিডার ভিনিগার: দুই কাপ জলের সঙ্গে দুই কাপ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে ওই মিশ্রণে ৩০ মিনিট নখকুনির আক্রান্ত আঙুলটি ডুবিয়ে রাখুন। তার পর শুকনো করে মুছে নিন। দু’-তিন দিনের মধ্যেই সেরে যাবে নখকুনি।

৩) পাতিলেবুর রস: নখকুনির আক্রান্ত অংশে জায়গায় দু’-এক ফোঁটা পাতিলেবুর রস লাগান। ২৫-৩০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। যত দিন না সারছে, তত দিন এই পদ্ধতি মেনে চলুন। উপকার পাবেন।

৪) রসুন: এক কাপ সাদা ভিনিগারের সঙ্গে কয়েক কোয়া রসুন কুচিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণ নখকুনির আক্রান্ত অংশে লাগিয়ে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখুন। যত দিন না সারছে, তত দিন এই পদ্ধতি মেনে চলুন। উপকার পাবেন।

৫) টি ট্রি অয়েল: এক চা চামচ নারকেল তেলে দু’-তিন ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই তেল তুলো দিয়ে নখকুনির আক্রান্ত অংশে লাগিয়ে মোটামুটি মিনিট দশেক লাগিয়ে রাখুন। দিনের মধ্যে দু’-তিন বার এমনটা করতে পারলে দ্রুত সেরে যাবে এই সমস্যা।

সতর্ক থাকুন, সুস্থ থাকুন 💧

#নখকুনি #নখের_ইনফেকশন

29/05/2025

বৃষ্টি

29/05/2025

মেডিসিন ফ্রী লাইফ চাইলে ব্যায়ামের কোনো বিকল্প নেই। সকাল বেলার ব্যায়াম আসলেই খুব কাজের, আপনি ট্রাই করে দেখতে পারেন।

ওয়ার্ল্ডে সাকসেসফুল যারাই হয়েছে, তাদের রুটিনের একটা অংশ হিসেবে ব্যায়াম রেখেছেন, তার কারণ আগে সুস্থতা তারপরে অন্যান্য। সুস্থ না থাকতে পারলে অর্থ কোনো কাজেই আসবে না।

তাই শুরু হোক আজ থেকে সকালের ব্যায়াম প্রকৃতির সাথে

⛔ সাবধান ⛔সচেতন হোন এখনইঅবাক করা বিষয়, শতকরা ৯০ ভাগ লোকই এইভাবে চলছে
28/05/2025

⛔ সাবধান ⛔

সচেতন হোন এখনই

অবাক করা বিষয়, শতকরা ৯০ ভাগ লোকই এইভাবে চলছে

28/05/2025

আগাছা পরগাছা যেমন একটি গাছকে শেষ করে দেয়, ঠিক তেমনি আমাদের চারপাশে কিছু মানুষরুপি পরগাছা আছে, আমাদের উচিৎ পরগাছা চিনে সে অনুযায়ী নিজে সতর্ক থাকা।

এমন বহু ঘটনা আছে, যে আপনি কাউকে দয়া দেখালেন, তাকে ভালো করতে গিয়ে আশ্রয় দিলেন, কিন্তু একসময় গিয়ে দেখা যায় যে সে আপনার অস্তিত্ব শেষ করে দিলো।

তাই আমরা সবাই সতর্ক থাকি, প্রতিদিন নিজের যত্ন নিই








#আগাছা_পরগাছা
#শত্রু

27/05/2025

#সকালের_ব্যায়াম #ফিটনেসযাত্রা #ন্যাচার

তারিখ ২৭/৫/২৫

আমাকে বিক্রি করে একটা জামা কিনে নিয়েন মালিক" বিদায় 💔🥀
23/05/2025

আমাকে বিক্রি করে একটা জামা কিনে নিয়েন মালিক" বিদায় 💔🥀

22/05/2025

📌 Fitoga কী ?

শরীরকে ফিট ও মনকে শক্তিশালী করার এক যাত্রা।

এই পেজে আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলছি, যেখানে সুস্থ থাকা, সচেতন খাওয়া, নিয়মিত ব্যায়াম এবং বাস্তব জীবনের অনুপ্রেরণা ভাগ করে নেওয়া হবে।

🙋‍♂️ আমাদের উদ্দেশ্য:

কোনো ঝুঁকিপূর্ণ শর্টকাট না, বরং ধৈর্য দিয়ে ফিটনেস অর্জন

ঘরে বসে বা মাঠে সহজ ব্যায়ামের ভিডিও

প্রাকৃতিক সুপারফুড নিয়ে তথ্য ও অভিজ্ঞতা

একসাথে হাঁটা, ব্যায়াম, চ্যালেঞ্জ আর জয় করার গল্প

🍀 এখানে আপনি পাবেন:

শর্ট ভিডিও, রিল, ফিটনেস টিপস

রিয়েল মানুষের রিয়েল জার্নি

ও মাঝে মাঝে কিছু চমৎকার প্রোডাক্ট, যা সত্যিই কাজে দেয়

আমরা বিশ্বাস করি—
👉 “সুস্থতা কোনো গন্তব্য না, এটা একটা লাইফস্টাইল।”

এই যাত্রায় আপনার সঙ্গ চাই।
কমেন্টে লিখে জানান আপনি এখন কোন পথে আছেন — ফিটনেসের শুরু, মাঝপথ, না কি থেমে আছেন একটু?
আমরা একসাথে আবার শুরু করবো ❤️


#ফিটনেসযাত্রা
#স্বাভাবিকফিটনেস
#পঞ্চবীজপ্লাস

20/05/2025
 #সকালের_ব্যায়াম #জিয়া_উদ্যান  ২০/৫/২৫আসুন সবাই ভোরে ঘুম থেকে উঠে নিয়মিত ব্যায়াম করি, সুস্থ থাকি
20/05/2025

#সকালের_ব্যায়াম
#জিয়া_উদ্যান


২০/৫/২৫

আসুন সবাই ভোরে ঘুম থেকে উঠে নিয়মিত ব্যায়াম করি, সুস্থ থাকি

Address

CHANDRIMA UDDYAN, DHAKA
Dhaka
1207

Telephone

+8801755850990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fitoga - Powered by Omega Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Fitoga - Powered by Omega Foods:

Share