
21/11/2024
COPD একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা শ্বাসনালী এবং ফুসফুসকে প্রভাবিত করে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতি বছর বিশ্ব COPD দিবসের আয়োজন করে এবং নভেম্বরকে COPD সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। উদ্দেশ্য হলো সচেতনতা বাড়ানো এবং দেশব্যাপী COPD এর বোঝা কমানোর উপায় নিয়ে আলোচনা করা।
এই বছরের লক্ষ্য হলো রোগী এবং প্রদানকারী উভয়ের কাছে একটি ইতিবাচক বার্তা পাঠানো যে, যদিও COPD এর নিরাময় নেই, তবুও সুস্থ ফুসফুস সর্বাধিক গুরুত্বপূর্ণ।
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) একটি সাধারণ অবস্থা, যা প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য। এটি শ্বাসনালী অথবা অ্যালভিওলার অস্বাভাবিকতার ফলে ক্রমাগত শ্বাস-প্রশ্বাসের লক্ষণ এবং বায়ুপ্রবাহ সীমাবদ্ধতা দ্বারা চিহ্নিত করা হয় যা সাধারণত ক্ষতিকারক কণা বা গ্যাসের যথেষ্ট এক্সপোজারের কারণে ঘটে।
সিওপিডি বা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগটি মূলত শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ। সিওপিডির লক্ষণ হলো দীর্ঘস্থায়ী হাঁপানি, কাশি, কফ, নিশ্বাসে শাঁ শাঁ শব্দ, দম ফুরিয়ে যাওয়া, বুকে চাপবোধ ইত্যাদি। ধূমপানের সঙ্গে এই অসুখের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর যারা ধূমপান করেন না, তাদের সিওপিডি হওয়ার আশঙ্কা কম। এ ছাড়াও দূষিত বায়ুর দীর্ঘমেয়াদি প্রভাব এবং পরিবেশ দূষণ, ধুলা, ধোঁয়া ইত্যাদির কারণে ফুসফুসে প্রদাহের সৃষ্টি করে, যা দীর্ঘস্থায়ী সিওপিডির কারণ হতে পারে।
হাঁপানি বললে অনেকে চিনতে পারে কিন্তু সিওপিডি বললে চিনতে পারে না। এই রোগটি কখনো নিরাময়যোগ্য নয়, শুধু নিয়ন্ত্রণযোগ্য। তাই দেশের সব মানুষ যাতে সিওপিডি চিনতে পারে, সে ব্যাপারে সচেতনতা জরুরি। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, সিওপিডিতে প্রতিবছর সারা বিশ্বে প্রায় তিন মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে। জৈব বস্তুজাত জ্বালানি নির্গত ধোঁয়া ও গ্রাম, উপশহর ও বস্তি এলাকায় রান্না-বান্নার কাজে ব্যবহৃত জ্বালানি যেমন-গোবর, কাঠ, খড়ের নির্গত ধোঁয়া ঘরের ভেতরে বায়ু দূষণ ঘটায় যা গ্রামাঞ্চলের সাধারণ মানুষ ও নারীদের মধ্যে এই রোগের অন্যতম কারণ।