29/08/2021
ধারাবাহিক রুকইয়াহ সম্পর্কিত ৮টি নীতিমালা
_____________
নীতিমালা ১
আমাদের থেকে রুকইয়াহ করানোর আগে ভালো করে ভাবনা চিন্তা ও প্রয়োজনীয় খোঁজ খবর নিয়ে করবেন। প্রেসক্রিপশনে যা থাকবে তার 95% ফলো করার ব্যাপারে দৃঢ়তা না থাকলে আমাদের কাছে আসবেন না। আর প্রেসক্রিপশনে কুরআন ও সুন্নাহর বাইরে কিছুই থাকবে না।
_____
নীতিমালা ২
আমাদের প্রেসক্রিপশন বাদ দিয়ে যদি নিজের মতো কিছু করা শুরু করেন, তাহলে আপনি নিজেই সেলফ রুকইয়াহর যোগ্য। সুতরাং আমাদের কাছে এসে টাকা ও সময় নষ্ট করবেন না। আর সত্যবাদী থাকুন রবের কাছে এবং সত্য বলুন।
_______
নীতিমালা ৩
রাক্বি বা রুকইয়াহ কনসালটেন্টের মতামতের উপর গিয়ে নিজের মতামত দিবেন। নির্দিষ্ট সময়ের আগেই এপয়েন্টমেন্ট চাইবেন। তাহলে আপনার চিকিৎসা ঐখানেই ক্লোজ করা হবে কোন নোটিশ ছাড়া ইন শা আল্লাহ।( তবে জরুরি অবস্থা সৃষ্টি হয়ে পড়লে ভিন্ন কথা)
___________
নীতিমালা ৪
রাক্বি যখন ছিলো না, তখন যাকে অস্থিরতা দেখিয়েছেন তাকেই দেখান। রাক্বির শুধু আপনাকে রুকইয়াহ করা ও প্রেসক্রিপশন দিয়ে গাইড করাই দায়িত্ব। আর কোন দায়িত্ব নেই । তাই পরিবারের গল্প করে রাক্বিকে অস্থির করে তোলার চেষ্টা করবেন না।
______
নীতিমালা ৫
যখন যেটা করতে বলেছে রাক্বি বা রুকইয়াহ কনসালটেন্ট সেটা তখনই করবেন। মন না চাইলেও করবেন । না করতে পারলে এজন্য রাক্বিকে বা রুকইয়াহ কনসালটেন্টকে কষ্ট দিবেন না। আর চিকিৎসার ব্যাপারে ধৈর্য না থাকলে রাক্বির কাছে এসে টাকা ও সময়ের অপচয় করবেন না।
______
নীতিমালা ৬
রুকইয়াহও করবেন এবং প্রচলিত চিকিৎসাও নিবেন (যেমন কবিরাজি, ওঝা ফকরি, কুফুরী, শিরকি , আয়না পড়া, চিরুনি পড়া , তাদের কাছে গিয়ে সমস্যা পরীক্ষা করানো ইত্যাদি) তাহলে দয়াকরে আপনি রুকইয়াহ করবেন। আমাদের সময় নষ্ট করবেন না ও আপনারও সময় ও টাকা নষ্ট করবেন না।
আপনার যত ধরনের চেষ্টা যত ধরনের চিকিৎসা প্রয়োজন কিছু শেষ করেও কিছু না হলে তখন একনিষ্ঠভাবে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস ভরসা ও রুকইয়াহ করে আল্লাহ তাআলা চাইলে আল্লাহর রহমতে সুস্থ হবেন সেই দৃঢ় আত্মবিশ্বাস ও ভরসা নিয়ে তারপর রুকইয়াহ শুরু করুন। প্লিজ অন্যথায় আমাদের কাছে এসে আমাদের সময় এবং আপনার সময় ও টাকা পয়সা নষ্ট করবেন না।
______
নীতিমালা ৭
রুকইয়াহ শুরু করে কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে দিবেন। অনেক দিন পর মেসেজ দিবেন, যোগাযোগ করবেন ,কল দিবেন এমনটা করবেন না দয়া করে। এমন কখনোই কোনো সাজেশন পাবেন না ইনশাআল্লাহ।
_____
নীতিমালা ৮
যাদের অবস্থা খুবই জটিল পর্যায় থাকে। রুকইয়াহ শুরু করতেই অনেক অসুস্থ হয় যায়। জিন অনেক কিছু করতে দেয় না, ৯৫% কেন ২০% করতেও পারে না। খেতেই পারে না। রুকইয়াহ শুরু করলে সিরিয়াস ভাবে অসুস্থ করে দেয় বা অসুস্থ হয়ে যায়। তখন সময়ের আগেই রাকিকে প্রয়োজন হয়, তার পরামর্শ দরকার হয়। অ্যাপোয়েটমেন্ট নিতে হয়। সরাসরি রুকইয়াহ প্রয়োজন হয়। আতংকিত থাকে পেশেন্ট বা তার পরিবার। সেই ক্ষেত্রে জরুরি ভিত্তিতে অবশ্যই ইনশাআল্লাহ যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন।
আমাদের অগণিত পেশেন্ট দরকার নেই, আনুগত্যশীল পেশেন্ট দরকার।
সংগৃহীত