Diploma Doctor Azharul Islam

Diploma Doctor Azharul Islam অাপনার জরুরী মুহূর্তের বন্ধু ৷
ঘরে বসে সেবা পান...

জরুরী মুহূর্তের বন্ধু হয়ে অাপনার পাশে সবসময়...রোগী ও রোগ সম্পর্কে বিস্তারিত জানিয়ে কল করুন অথবা মেসেজ দিন ৷ ধন্যবাদ ৷
21/08/2023

জরুরী মুহূর্তের বন্ধু হয়ে অাপনার পাশে সবসময়...
রোগী ও রোগ সম্পর্কে বিস্তারিত জানিয়ে কল করুন অথবা মেসেজ দিন ৷ ধন্যবাদ ৷

কল করুন অথবা মেসেজ দিন...
13/06/2023

কল করুন অথবা মেসেজ দিন...

অাসসালামু অালাইকুম ৷অাপনাকে স্বাগতম!❤️YOUR EMERGENCY FRIEND. ⏱️জরুরী মুহূর্তের বন্ধু হয়ে অাপনার পাশে সব সময়৷ 🩺ঘরে বসে সক...
05/10/2022

অাসসালামু অালাইকুম ৷
অাপনাকে স্বাগতম!
❤️YOUR EMERGENCY FRIEND.
⏱️জরুরী মুহূর্তের বন্ধু হয়ে
অাপনার পাশে সব সময়৷
🩺ঘরে বসে সকল প্রকার রোগের প্রাথমিক চিকিৎসা সেবা নিন ও
💊ঔষধ বিষয়ক তথ্য জানুন ফ্রি!
এছাড়াও সারা-দেশ জুড়ে সকল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের এপয়েন্টমেন্ট,
🚑জরুরী এম্বুলেন্স সেবা
অভিজ্ঞ সার্জন দ্বারা সিজার সহ সব ধরনের অপারেশন,
🏨ICU,CCU,NICU সহ হাসপাতাল বিষয়ক সকল প্রকার সেবা নিন কম খরচে দ্রুত সময়ে৷
অাপনার সমস্যা জানিয়ে বিস্তারিত লিখুন...৷ধন্যবাদ৷

01913771261 imo/WhatsApp

✅সেবক বেশে...সারা দেশে...🇧🇩
অাপনার পাশে সবসময়...

অাপনার জরায়ু কি নিরাপদ ?অাপনি কি জরায়ু পরিক্ষা করিয়েছেন ?অাপনি কি জরায়ু টিউমার/ক্যান্সার সম্পর্কে সচেতন ??সারাবিশ্বে প্র...
19/09/2022

অাপনার জরায়ু কি নিরাপদ ?
অাপনি কি জরায়ু পরিক্ষা করিয়েছেন ?
অাপনি কি জরায়ু টিউমার/ক্যান্সার সম্পর্কে সচেতন ??
সারাবিশ্বে প্রতি বছর প্রায় ৫ লাখ ৭০ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে অাক্রান্ত হন এবং প্রায় ৩ লাখ ১০ হাজার নারী এর ফলে মারা যান !
আর ৯০ শতাংশ মৃত্যুর ঘটনাই ঘটছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

তাই অাজই স্বল্প খরচে পরিক্ষা করিয়ে অাপনার জরায়ু সম্পর্কে নিশ্চিত হোন ৷
যোগাযোগ করুন অামাদের সাথে ৷
গরীব ও অসহায় রোগীদের জন্যে ফ্রি ! (শর্ত প্রযোজ্য )
বি:দ্র: অামাদের এখানে শুধুমাত্র ডিপ্লোমা চিকিৎসক দ্বারা ম্যানুয়াল ইন্স্ট্রুমেন্ট এর মাধ্যমে Visualization Inspection (খালি চোখে পরিক্ষা) করা হয় ৷ সমস্যা জটিল হয়ে থাকলে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট রেফার করা হবে ৷

জরায়ুমুখ ক্যান্সার/টিউমারের কারণগুলো হলোঃ-

১) অস্বাস্থ্যকর পিরিয়ড ৷
২) যেসব মেয়েরা অল্প বয়সে শারীরিক সম্পর্ক গড়ে ৷
৩) যেসব মেয়েরা বহুগামী বা অনেকের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে ৷
৪) যেসব মেয়েদের স্বামীরা বহুগামী বা অনেকের সাথে যোন সম্পর্ক স্থাপন করে ৷
৫) যেসব মেয়েদের সিগারেট খাওয়ার হিস্ট্রি থাকে ৷
৬) ইমার্জেন্সী পিলের অতিরিক্ত ব্যবহার ৷
৭) জন্মবিরতিকরণ পিল খাওয়া ৷

গবেষক ও চিকিৎসকরা বলছেন, জীবাণু প্রবেশের পর ১৫ থেকে ২০ বছরও সময় লাগে জরায়ুমুখের ক্যান্সার হতে। তার মানে হলো এটি নির্ণয়ে অনেকটা সময় পাওয়া যায়। তাই নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।

অন্য ধরনের ক্যান্সারের তুলনায় জরায়ু মুখের ক্যান্সার কিন্তু খুব সহজে নির্ণয় করা যায়। তবে জরায়ু মুখের ক্যান্সারের মুল সমস্যা হল এটি শেষ পর্যায়ে গেলেই শুধুমাত্র ব্যথা দেখা দেয়।

আর এই ক্যান্সারের লক্ষণগুলোকে অনেকেই পিরিয়ডের মেয়েলী সমস্যা বলে ভুল করে থাকেন। এমন ভুল যেন না হয়, সেজন্য লক্ষণগুলো মনে রাখা জরুরি। জরায়ু ক্যান্সারের ঝুঁকি, লক্ষণ ও চিকিৎসার বিষয়ে৷

জরুরী মুহূর্তের বন্ধু হয়ে অাপনার পাশে সব সময়...7/24 ঘরে বসে সেবা পান...
01/08/2022

জরুরী মুহূর্তের বন্ধু হয়ে অাপনার পাশে সব সময়...7/24 ঘরে বসে সেবা পান...

06/07/2022

দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষন করে কিভাবে হাসপাতালে আনবেনঃ
কোরবানির ঈদে অনেক অপেশাদার সাধারন মানুষ পশুর মাংস প্রস্তুতে নিযুক্ত হন। কাটাকাটির অভিজ্ঞতা না থাকায় অনেকেই দুর্ঘটনার শিকার হন।বিশেষ করে ভারি ধারালো অস্ত্র দিয়ে সজোড়ে হাড় কাটার সময় কারো পুরো আঙ্গুল হয়ত বিচ্ছিন্ন হয়ে যায়।কোরবানির ঈদে এই ঘটনা বিরল নয়।প্রতি বছর ই বড় ঈদে দেশের প্লাস্টিক সার্জনদের কাছে এমন অনেক কেস আসে।কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে না পারায় এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষন করে না আনায় অধিকাংশ ক্ষেত্রে কাংখিত ফলাফল দেয়া সম্ভব হয় না।
শুধু কোরবানির কাটাকাটি ছাড়া ও মারামারি বা রোড ট্রাফিক এক্সিডেন্টে ও কারো অঙ্গ বিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন অঙ্গ কেউ পুণঃসংযোজন করতে চাইলে আসতে হবে মাইক্রোসার্জারিতে পারদর্শী একজন প্লাস্টিক সার্জনের কাছে।আমরা সাধারন মানুষ বিচ্ছিন্ন অঙ্গের সংরক্ষন পদ্ধতি জানিনা এবং কত সময়ের মধ্যে আসতে হবে তাও জানিনা।
বিচ্ছিন অঙ্গটি (আঙ্গুল,হাত বা পা) প্রথমেই নরমাল স্যালাইন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।নরমাল স্যালাইন পাওয়া না গেলে পরিষ্কার পানি দিয়ে খুব দ্রুত পরিষ্কার করে নিলেও চলবে।তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে শুকিয়ে ফেলতে হবে।শুকনো অঙ্গটি একটি পরিষ্কার পলিথিনে ভরে পলিথিনের মুখ ভালভাবে আটকে নিতে হবে।অতপর একটি আইস বক্সে বরফ দিয়ে সেখানে পলিথিনে ভরা অঙ্গটি সংরক্ষন করতে হবে।যদি আইস বক্স না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য একটি পলিথিনে বরফ নিয়ে তার ভিতর পলিথিনে মোড়ানো অঙ্গটি সংরক্ষন করা যাবে।
বরফ দেয়ার উদ্দেশ্য হল দীর্ঘ সময় যেন সতেজ থাকে অঙ্গটি।তাই পরিবহনের সময় প্রয়োজনে মাঝপথে বরফ সংযোজন করা যাবে।
অঙ্গহানির ৬ ঘন্টার মধ্যে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছাতে হবে।এই ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়।তাই সবচে ভাল হয় যদি রওয়ানা দেয়ার পুর্বেই মাইক্রোসার্জারিতে অভিজ্ঞ একজন প্লাস্টিক সার্জনের সাথে ফোনে যোগাযোগ করে রওয়ানা দেয়া যায়,যাতে সেই সময়ের মধ্যে সার্জন তার টিম ও অপারেশন থিয়েটার প্রস্তুত করে ফেলতে পারে।

© ডা. কামরুল ইসলাম মামুন

02/04/2022
দশ (১০) জন বিশেষজ্ঞ ডাক্তার কখনোই একরকম নয় ! যেমন ১০ জন ক্রিকেটার কখনো এক নয় ! দশ জনের একরকম Performance হয়না !!ঠিক তেমন...
25/03/2022

দশ (১০) জন বিশেষজ্ঞ ডাক্তার কখনোই একরকম নয় ! যেমন ১০ জন ক্রিকেটার কখনো এক নয় ! দশ জনের একরকম Performance হয়না !!
ঠিক তেমনি ১০জন মেডিসিন স্পেশালিস্ট এর মধ্যে কে Best ??
১০জন গাইনীকোলজিস্ট এর মধ্যে কে Best ??
১০জন শিশু বিশেষজ্ঞ এর মধ্যে কে Best ??সেটা বলতে পারবেন একজন Medical প্রফেশনাল এবং একজন Medicine প্রফেশনাল ৷ যেখানে সাধারণ মানুষদের শুধু অানুমানিক ধারণা অথবা অন্ধ বিশ্বাসের উপর নির্ভর করে ডাক্তার দেখাতে হয় !
অামরা যেভাবে Best Doctor Find out করি...
*Prescription Quality.
*Practice of Medicine.
*Type of Advice/Investigation.
* Patients Ratings. এগুলো দেখেই একজন চিকিৎসকের best হওয়া সম্পর্কে বুঝা যায় ৷
তাই ডাক্তার দেখানোর অাগে Medical অথবা Medicine Professional এর সাথে পরামর্শ করুন ৷ টাকা যেহেতু খরচ করবেনই তবে সঠিক জায়গায় করুন ৷ ধন্যবাদ ৷

মেডিসিন, গাইনী, শিশু সহ প্রায় সব ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয় ৷ অভিজ্ঞ চিকিৎসক, অান্তরিক সেবা ৷ রোগের প্রাথমিক অবস্থায়ই ...
18/03/2022

মেডিসিন, গাইনী, শিশু সহ প্রায় সব ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয় ৷ অভিজ্ঞ চিকিৎসক, অান্তরিক সেবা ৷ রোগের প্রাথমিক অবস্থায়ই বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর প্রয়োজন নেই ! এবং পরীক্ষা-নিরীক্ষা করে অতিরিক্ত টাকা খরচ করার দরকার নেই ৷ প্রথমে Diploma Doctor/General Physician এর মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা নিন ৷ প্রয়োজন হলে অামরাই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করব ৷ ধন্যবাদ ৷ চিকিৎসা বিষয়ক যেকোন পরামর্শের জন্য যোগাযোগ করুন...

Address

Dhaka

Telephone

+8801913771261

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diploma Doctor Azharul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share