03/08/2025
পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুন্দর , পবিত্র ও মায়ার সম্পর্ক একটাই সেটি হলো একজন স্বামী এবং একজন স্ত্রীর মধ্যেকার সম্পর্ক ।এটি আল্লাহর পক্ষ থেকে দেয় পবিত্র এক বন্ধন ।
মহান আল্লাহ এই দুনিয়াতে সর্ব প্রথম যে মানুষ দুজন কে পাঠয়েছিলেন তারাও সম্পর্কে স্বামী স্ত্রী ছিলেন, তাদের এই মহান সম্পর্ক থেকেই পৃথিবীতে অন্য সব সম্পর্কের সৃষ্টি ।
কিন্তু দুঃখের বিষয় হলো স্বামী স্ত্রীর সম্পর্ককে অনেক মানুষ অন্য বিভিন্ন সম্পর্কের সাথে তুলনা করেন যেটা নিত্যান্তই হতাশাজনক । যারা এমন টা করেন তাদের আসলে এই সম্পর্কের গভীরতা সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই বলেই করেন ।
আমার বাবা বেশ কয়েক বছর আগে আমাকে বলেছিলেন যে এই দুনিয়াতে তার সবথেকে কাছের মানুষ এবং ভালো বন্ধু হলেন আমার মা, আব্বু বলেছিল তোমাদের জীবনে যখন জীবনসঙ্গী হিসেবে একজন আসবে তখন বুঝবে যে এই মানুষটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন এবং সবথেকে আপন মানুষ ।
আমার বাবা অবশ্যই নিজের স্ত্রীকে সম্মান করেন, তাদের সম্পর্ককে সম্মান করেন কিংবা তাদের সম্পর্কের গভীরতা বুঝেন বলেই এই কথা গুলো বলেছিলেন ।
এই চিন্তাধারণা কখনোই এমন মানুষের পক্ষে করা সম্ভব না যিনি নিজে তার জীবন সঙ্গী কে ভালোবাসেন না কিংবা সম্মান করেন না,এ ধরনের মানুষের কাছে স্বামী স্ত্রীর সম্পর্কটা নিতান্তই বাড়াবাড়ি।
তাইতো তারা মহান আল্লাহর সবথেকে পছন্দের সম্পর্ককে অন্য সম্পর্কের সাথে তুলনা করেন ।
দুনিয়াতে কোনো সম্পর্কই ছোট নয় কিন্তু যখন কেউ একটা সম্পর্ক কে ছাপিয়ে অন্য সম্পর্ককে আরো বড় করে তোলার চেষ্টা করেন এতে বরং তিনি নিজেই ছোট হয়ে যান ।
স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে কুরআনে বেশ কয়েকটি আয়াত আছে যা আল্লাহর এই সম্পর্ককে ভালোবাসা, রহমত ও শান্তির প্রতীক হিসেবে তুলে ধরে। এর মধ্যে সবচেয়ে সুন্দর ও প্রসিদ্ধ আয়াতটি হলো:
*সূরা আর-রূম (30:21)*
*"وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ"*
অর্থ;
*"আর তাঁর নিদর্শনসমূহের অন্যতম হলো— তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে।"* (সূরা আর-রূম, ৩০:২১)
পুষ্টিবিদ
শাহানাজ ইসলাম