Divine Care Homeo

Divine Care Homeo Tele medicine সার্ভিসের মাধ্যমে ঘরে থেকে আয়ের সুযোগ নিন। বিস্তারিত pin post এ।

10/12/2023

কয়েকটি ঔষধের মানসিক লক্ষণ জানা যাক, -------২

★ সবকিছুতে ভয় আর আতঙ্কে থাকে, শান্ত স্বভাব----- ক্যালকেরিয়া কার্ব,

★ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, গান বাজনা ভালবাসে, ঝড় বৃষ্টি, বাদল আবহাওয়ায় মনে আনন্দ জাগে, ফূর্তি আসে বা ভালো লাগে ---- কার্সিনোসিন,

★ কারুর কথা শুনতে ভাল লাগে না, তার নিজের কাজের কোন প্রতিবাদ কেউ করলে সহ্য হয় না, একা একা থাকতে ভাল লাগে না, কিন্তু তাই বলে বাইরে বা পাড়ার লোকজনদের সাথে বেশী মেলামেশাও করতে চায় না -- কোনিয়াম,

★ এক মহিলার সাথে প্রেম বা যৌনতা বেশী দিন ভাল লাগে না, যৌন পরিবর্তনশীল মন, যার জন্য নিজের স্ত্রীকেও কিছুদিন পর আর ভাল লাগে না, নতুন নতুন মহিলা হলে ভাল হয়, একই ধরনের কাজকর্মও বেশীদিন ভাল লাগে না, ফ্যামিলি বা পরিবারের কারুর প্রতি দায়বদ্ধতা রাখার বেশী প্রয়োজনীয়তা বোধ করে না ---- ফ্লুওরিক এ্যাসিড,

★ অসহ্য, অসহ্য, সব কিছুতেই অসহ্য--- যে কোন সামান্য শব্দ, সামান্য ঠান্ডা বাতাস, সামান্য আলো ঢুকছে ঘরে ঘুমানোর সময়, টিভির শব্দ, ছেলেমেয়েদের চেঁচামেচি, বৌয়ের কথাবার্তা, সবেতে বিরক্তি আর রাগ ---- হিপার সালফার,

Tele medicine সার্ভিসের মাধ্যমে ঘরে থেকে আয়ের  সুযোগ নিন। বিস্তারিত pin post এ।
17/07/2020

Tele medicine সার্ভিসের মাধ্যমে ঘরে থেকে আয়ের সুযোগ নিন। বিস্তারিত pin post এ।

16/07/2020

হস্তমৈথুন (Ma********on) : যৌনতা ধ্বংসের স্লো পয়জন!

আপনি জানেন কি? আপনার যৌন জীবনকে বিষিয়ে তোলার জন্য এক হস্তমৈথুনই যথেষ্ট? আর যদি তার সাথে যোগ হয় পর্নোগ্রাফি, তাহলে তো সোনায় সোহাগা। পাশাপাশি হাত ধরে চলা এই দুই ভাই আপনার জীবনকে লন্ডভন্ড করে দেয়ার জন্য যথেষ্ট। আসুন দেখে নেই কিশোর বা যুবক বয়সে হস্তমৈথুন করলে আপনার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে-

১. অকাল বীর্যপাত বা Premature Ej*******on এর অন্যতম কারন হলো হস্তমৈথুন। হস্তমৈথুন করার সময় আপনি চেষ্টা করতে থাকেন কত তাড়াতাড়ি চুড়ান্ত মুহূর্তে পৌছা যায়, দেরী হলে ভালো লাগেনা। এভাবে কিছুদিন হস্তমৈথুন করার পর আপনার মস্তিষ্ক বুঝে ফেলবে খুব তাড়াতাড়ি আপনি চুড়ান্ত মুহূর্তে পৌছাতে চাচ্ছেন। সে তখন এভাবেই নিজেকে প্রোগ্রামড্ করে নিবে। ফলে স্ত্রীর সাথে স্বাভাবিক অন্তরঙ্গতার সময়েও আপনার প্রোগ্রামড্ ব্রেইন আপনাকে চুড়ান্ত মুহূর্তে পৌঁছো দিবে। আপনার স্ত্রী থাকবেন অতৃপ্ত।

২. হস্তমৈথুন আপনাকে যৌনমিলনের জন্য অযোগ্য, অক্ষম বানিয়ে দিবে। মেডিকেল সাইন্সের ভাষায় একে বলা হয় লিঙ্গত্থানজনিত সমস্যা বা Erectile Dysfunction (ED)। European Federation of Sexology এর প্রেসিডেন্টসহ আরও অনেক বিষেষজ্ঞদের গবেষণায় প্রমাণিত হয়েছে হস্তমৈথুন লিঙ্গত্থানজনিত সমস্যার অন্যতম কারন।

৩. হস্তমৈথুনের কারনে আপনি স্বাভাবিক যৌনক্রিয়ার প্রতি আগ্রহ হারাতে থাকবেন।
২০১৫ সালে একটি গবেষণাপত্র অনুযায়ী হস্তমৈথুন এবং পর্ন দেখার ফলে বিবাহিত পুরুষেরা, তাদের স্ত্রীদের সঙ্গে অন্তরঙ্গতার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা তাদের কাছে একঘেয়ে লাগে।

৪. হস্তমৈথুনের কারনে Chronic Pe**le Lymphedema নামের ঘিনঘিনে একটি রোগে আক্রান্ত হবারও আশংকা থাকে। যার ফলে লিঙ্গ কুৎসিত আকার ধারণ করে। (Springer Science+ Business Media New York 2013; Page 2)

৫. হস্তমৈথুনের ফলে মানবদেহে টেস্টোস্টোরোনের (Testosterone) পরিমান কমে যায়। শরীরে যদি টেস্টোস্টোরনের মাত্রা কমে যায়, তাহলে কী হতে পারে?

ক. ক্লান্তিভাব
খ. বিষণ্ণতা
গ. দুর্বল স্মৃতিশক্তি
ঘ. মনোযোগ কমে যাওয়া
ঙ. অতিরিক্ত অস্থিরতা
চ. কম শারীরিক ক্ষমতা
ছ. আত্মনিয়ন্ত্রণ কমে যাওয়া
জ. পুরুষালি আচরন কমে যাওয়া
ঝ. আচরনে মিনমিনে ভাব আসা
ঞ. স্বাভাবিক যৌনক্রিয়াতে আগ্রহ না থাকা
ট. দ্রুত বীর্যপাত
ঠ. দৃষ্টিশক্তি কমে যাওয়া
ড. মেরুদণ্ডে ব্যাথা
ঢ. পেশি সুগঠিত না হওয়া
ণ. শরীরে চর্বি জমে যাওয়া
ত. হাড় ক্ষয়ে যাওয়া
থ. চুল পড়ে যাওয়া

এখন প্রশ্ন আসে “ হস্তমৈথুনের কারনে যদি টেস্টোস্টোরোন কমে যায় তবে তো স্বাভাবিক যৌনক্রিয়ার কারনেও টেস্টোস্টোরন কমে যাবে? তাহলে কী স্বাভাবিক যৌনক্রিয়া থেকেও মানুষ বিরত থাকবে?

আসলে হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। এটা শুধু মুখের কথা নয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

হস্তমৈথুন আর স্বাভাবিক যৌনক্রিয়ার সময় আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। স্বাভাবিক যৌনক্রিয়ার কারনে শরীরে টেস্টোস্টোরনের মাত্রা তো কমেই না, বরং উল্টোটা হয়। শরীরে টেস্টোস্টোরনের মাত্রা বাড়ার অন্যতম কারন হল স্বাভাবিক যৌনক্রিয়া।

১৯৯২ সালে ৪ জোড়া দম্পতির উপর একটা পরীক্ষা করা হয়েছিল। তাদের দাম্পত্যকালীন স্বাভাবিক যৌনক্রিয়ার দিন এবং তাদের মাঝে যেদিন কোনো যৌনক্রিয়া হয়নি, এ দু-ধরনের দিনে তাদের টেস্টোস্টোরনের পরিমান কী অবস্থায় থাকে সেটা দেখার জন্য। দেখা গেল, যে রাতে তারা স্বাভাবিক যৌনক্রিয়া করেছেন, তার পরদিন তাদের শরীরে টেস্টোস্টোরনের পরিমান বেড়েছে। অন্যদিকে যে রাতে তাদের মধ্যে যৌনক্রিয়া হয়নি তার পরদিন তাদের শরীরে টেস্টোস্টোরনের পরিমান বাড়েনি।

৬. হস্তমৈথুনের কারনে প্রষ্টেট (মূত্রথলির) ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অথচ আমরা আবার অনেকেই উল্টো ভ্রান্ত ধারণা নিয়ে আছি যে, হস্তমৈথুন প্রষ্টেট ক্যান্সার রোধ করে। আচ্ছা দেখা যাক গবেষণার ফলাফল কী;

পলিক্সেনি দিমিত্রপুলু (পিএইচডি), রোসালিন্ড ঈলস (পিএইচডি,এফআরসিপি) এবং কেনেথ আর মিওয়ার (পিএইচডি) ৮৪০ জন মানুষের উপর গবেষণা চালান। তাঁরা এ ৮৪০ জনের যাবতীয় যৌনতথ্য সংগ্রহ করেন। এদের মধ্যে অর্ধেক ৬০ বছর হবার আগেই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছে, বাকী অর্ধেক হয়নি। তাদের এই গবেষণার ফলাফল ছিল বিস্ময়কর। “স্বাভাবিক যৌনক্রিয়া প্রষ্টেট ক্যান্সারকে প্রভাবিত করেনা, কিন্তু হস্তমৈথুন করে। ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হস্তমৈথুন প্রষ্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। যারা মাসে একবারেরও কম হস্তমৈথুন করে তাদের তুলনায় এই বয়সে যারা সপ্তাহে ২-৭ বার হস্তমৈথুন করে তাদের ৬০ বছর বয়সে প্রষ্টেট ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি ৭৯% বেশি। আবার এই ২০-৩০ বছর বয়সের মাঝে যারা হস্তমৈথুন থেকে দূরে থাকে তাদের প্রষ্টেট ক্যান্সারের ঝুঁকি ৭০% কম।” হস্তমৈথুন নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

৭. হস্তমৈথুন আপনাকে করে তুলবে চরম অমনোযোগী। ২০০১ সালের একটি গবেষণায় দেখা গেছে, হস্তমৈথুন করার ৩০ মিনিটের মধ্যে হস্তমৈথুনকারীর শরীরে Noradrenaline এর পরিমান কমে যায়। শরীরে Noradrenaline কমে যাবার ফলাফল কী? Noradrenaline হলো এমন একটি হরমোন, যা কোনো কিছুর প্রতি আপনার অখন্ড মনোযোগ ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আর সেই গুরুত্বপূর্ণ হরমোন আপনি হস্তমৈথুন করে কমিয়ে ফেলছেন! তাহলে মনোযোগ থাকবে কী করে!

চিন্তা করে দেখুন হস্তমৈথুন করার দিনটাতে আপনি ক্লাসে,পড়ার টেবিলে বা অন্যকোনো কাজে কি মনোযোগ দিতে পারেন, না সবসময় মাথার মধ্যে লাগামছাড়া চিন্তাভাবনা ঘোড়াফেরা করে?

৮. হস্তমৈথুন ডোপামিনের কার্যকারিতা নষ্ট করে দেয়। ডোপামিনের কাজ কী? আশা করি আগের পর্বগুলো থেকে এ সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছেন, তবুও আরেকটু আলোচনা করা যাক।

আমাদের মস্তিষ্কের একটা অংশের নাম রিওয়ার্ড সেন্টার (Reward Centre)। এটার কাজ হলো আপনাকে পুরুস্কৃত করার মাধ্যমে আনন্দের অনুভূতি দেয়া। কিন্তু রিওয়ার্ড সেন্টার আমাদেরকে কীভাবে পুরস্কৃত করে ? রিওয়ার্ড সেন্টার এই পুরস্কার দেবার জন্য ডোপামিন এবং অক্সিটোসিন নামের দুটো ক্যামিক্যাল রিলিজ করে। যখনই রিওয়ার্ড সেন্টার অনুভব করে পুরস্কার দেয়ার মত কিছু ঘটেছে তখনই অল্প পরিমানে এ ক্যামিক্যাল দুটো রিলিজ করে। কিন্তু দুঃখের বিষয় হলো খুব সহজেই রিওয়ার্ড সেন্টার ধোঁকাগ্রস্থ হয়। আফিম বা কোকেইনের মতো মাদকদ্রব্য কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই রিওয়ার্ড সেন্টারকে ধোঁকায় ফেলে দেয়। মস্তিষ্কে ডোপামিন আর অক্সিটোসিন এর বন্যা শুরু হয়। মাদকদ্রব্যের মতো পর্নও খুব সহজেই মস্তিষ্কে ডোপামিনের বন্যা বইয়ে দেয়। পর্ন-আসক্ত এবং মাদকাসক্ত ব্যাক্তিদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা গিয়েছে তাদের মস্তিষ্কের গঠন হুবহু এক।

পর্ন ও হস্তমৈথুন ডোপামিনের ভারসাম্য নষ্ট করে দেয়। মাত্রাতিরিক্ত ডোপামিন রিলিজ হলে মস্তিষ্ক ডোপামিনের ব্যাপারে কম সংবেদনশীল হয়ে পড়ে। অর্থাৎ আগের ডোজে আর কাজ হয়না। আগের মতো আনন্দ পাবার জন্য আপনার আরও কড়া কিছু লাগবে। আপনি ঝুকে পড়বেন হার্ডকোর পর্নোগ্রাফির দিকে।

৯. জীবনের ছোট ছোট বিষয়গুলো থেকে আপনি কম আনন্দ পাবেন। ডোপামিনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারনে নিত্যদিনের ছোট ছোট বিষয়গুলো থেকে আপনি আর আনন্দ পাবেন না যেগুলো একজন সাধারণ মানুষকে আনন্দ দিয়ে থাকে। যেমন- ছোট বাচ্চাদের সাথে সময় কাটানো,ক্রিকেট খেলা,বৃষ্টিতে ভেজা,জ্যোৎস্না দেখা.. এ কাজগুলোকে আপনার কাছে মনে হবে একেবারেই বিরক্তিকর, অপ্রয়োজনীয় আদিখ্যেতা।

১০. আপনি হয়ে পড়বেন উদ্যমহীন, কুড়ে।
আমরা হয়তো অনেকেই অ্যাড্রোনালিন হরমোনের নাম শুনেছি। মূলত যখন খুব বেশি ধকল যায় তখন এ হরমোন নিঃসৃত হয়। অতিরিক্ত ডোপামিন রিলিজ হলে অতিরিক্ত অ্যাড্রোনালিনও বের হতে শুরু করে। এর মধ্যে আবার ডোপামিন সংশ্লেষিত হয়ে তৈরী হয় নরঅ্যাড্রোনালিন যা আমাদের রক্তে হরমোন হিসেবে থাকে। এদের বাহিনীতে যোগ দেয় আরেক স্ট্রেস হরমোন কর্টিসোল। এই তিনট হরমোন মিলে আমাদের হার্ট রেট বাড়াতে থাকে, শক্তি সঞ্চয়কারী কোষগুলো থেকে বের করে আনে গ্লুকোজ এবং স্কেলেটাল পেশিগুলোতে রক্তপ্রবাহ বৃদ্ধি করে। আর এসবই আমাদের শরীরে মারাত্মক ধকল সৃষ্টি করে। ফলে আমরা অনেক সময় উদ্যমহীন,ক্লান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। হস্তমৈথুনের ফলে ঠিক এ ঘটনাগুলোই ঘটে। নতুন কিছু করার আগ্রহ থাকেনা। মন চায় বাকী সময়টুকু ঘুমিয়ে কাটিয়ে দিতে। টেবিলে ফাইলের স্তূপ হয়, ক্লাসের পড়া জমতেই থাকে, কিন্তু কিছুই করতে ইচ্ছে করেনা।

১০. হস্তমৈথুন আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়।

১১. পুরুষাঙ্গ ক্রমশ ছোট হয়ে যায়।

১২. কানে কম শুনতে পায়।

১৩. মেয়েদের পিরিয়ড অস্বাভাবিক হয়ে যেতে পারে, ভার্জিনিটি নষ্ট হয়ে যেতে পার,বন্ধ্যা হয়ে যেতে পারে, (আমি ১৩ নাম্বার নিয়ে পুরোপুরি নিশ্চিত না)

এবার আসি আপনি পর্ন/হস্তমৈথুনে আসক্ত কিনা তা বুঝবেন কীভাবে সেই প্রসঙ্গে;

যেভাবে বুঝবেন আপনি পর্ন/হস্তমৈথুনে আসক্ত কিনা;

“লিটমাস টেস্ট”

যেকোনো সমস্যা সমাধানের পূর্বশর্ত হচ্ছে সমস্যাটাকে স্বীকার করে নেয়া। পর্ন/হস্তমৈথুনের ক্ষেত্রও ব্যাপারটা তা-ই। প্রথমেই আপনাকে স্বীকার করতে হবে যে আপনি আসক্ত, তবেই কেবল ভেতর থেকে আসক্তি দূর করার তাগাদা পাবেন।

নিজেকে এ প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। একটি প্রশ্নের জবাবও যদি “হ্যা” হয় তবে বুঝবেন, বিপদঘন্টা বেজে গেছে!

দিন দিন আপনার পর্ন ভিডিও দেখার সময় কি বেড়ে যাচ্ছে?

একবার পর্ন দেখতে বসলে খেয়াল থাকেনা কতটা সময় পেরিয়ে গেছে?

প্রত্যেকদিন বা প্রত্যেকবার কি কি আপনি আগের দিনের চেয়ে বেশি সময় ধরে পর্ন ভিডিও দেখছেন?

আপনি কি সফটকোর পর্ন ভিডিও ছেড়ে হার্ডকোর পর্ন দেখা শুরু করেছেন?

অ্যানাল সেক্স, ওরাল সেক্সের মতো জঘন্য বিষয়গুলো কি আপনার কাছে কিছুই মনে হয়না?

আপনার মাথায় কি সারাদিন পর্ন ভিডিওতে দেখা দৃশ্যগুলো ঘুরতে থাকে?

পর্ন ভিডিও দেখার পর বা হস্তমৈথুন করার পর আপনি কি বিষণ্নবোধ করেন?

দিন দিন হতাশা কি আপনাকে গ্রাস করে ফেলছে?

আপনি কি অস্থিরতায় ভুগছেন?

নিজের বিভিন্ন আচরনের জন্য লজ্জিতবোধ করেন?

সবসময় নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে?

আপনি কি আগের তুলনায় বেশি ঘন ঘন পর্ন ভিডিও দেখেন বা হস্তমৈথুন করে থাকেন?

আপনি কি নিজের কাছে বা অন্য কারো কাছে প্রতিজ্ঞা করেছেন—আমি আর কখনোই পর্ন ভিডিও দেখবনা বা হস্তমৈথুন করবনা, কিন্তু সেই প্রতিজ্ঞা পূরন করতে পারেননি?

পর্ন/হস্তমৈথুন আসক্তদের অনেকেই বলে, “আরে ধুর! আমি পর্নোগ্রাফিতে বা হস্তমৈথুনে আসক্ত হতে যাব কেনো? আমি চাইলেই যেকোনো সময় এটা ছেড়ে দিতে পারি।” কিন্তু দুঃখের বিষয় হলে তারা ছাড়তে পারেন না।

12/07/2020

Corona শারীরিকভাবে লক্ষণহীন হলেও মানসিক লক্ষণে চলছে চিকিৎসা! কিভাবে, কি করবেন, জেনে নিন বিস্তারিত

Tele-Medicine - ঘরে থেকেই চিকিৎসা!যেকোনো পরিস্থিতিতে, চিকিৎসা নিন ঘরে থেকে!Patients Registration Form:https://forms.gle/...
09/07/2020

Tele-Medicine - ঘরে থেকেই চিকিৎসা!

যেকোনো পরিস্থিতিতে, চিকিৎসা নিন ঘরে থেকে!

Patients Registration Form:
https://forms.gle/D853tWfA8BZnHo2X8

অথবা ইনবক্সে রোগীর নাম বয়স, ঠিকানা, বর্তমান সমস্যা বিস্তারিত লিখুন।

প্রয়োজনে জটিল রোগীর ক্ষেত্রে ভিডিও এর মাধ্যমে কথোপকথনের ব্যবস্থা থাকবে।

Fee structure:
Doctor Consultantion Fee মাত্র ৳২০০/-।
(এক মাসের মধ্যে ফ্রি)। ১ মাস পর ৳১০০/-)।

Registration Fee এই নম্বর 016 8315 2264 (Rocket 6 ) এ সেন্ড করে নিচের বক্সে ট্রান্জেকশন আইডি দিতে হবে।

08/07/2020

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ক'রোনা/COVID-19 বা এর সমলক্ষণে Arsenic album গ্রহণে সমস্যা ও করণীয়।

Arsenic album একটি বিষ। allopathy style এ media news দেখে যাঁরা নিজেরা নিজেদের মত এ ঔষধ খেয়েছেন, তাঁরা সবাই শারীরিকভাবে জটিলতায় পড়ছেন।

আমরা সচেতন করার চেষ্টা করছি। দয়া করে চিকিৎসকের পরামর্শ ছাড়া হোমিওপ্যাথিক ঔষধ খাবেন না। কারণ, এতে লাভের থেকে ক্ষতি হবে বেশি।

বিস্তারিত আসছে। জানতে সাথেই থাকুন।

18/06/2020

Immunity Boosting with Homeopathy

• Arsenic Alba 30: Preventive হিসেবে সকালে খালিপেটে পরপর তিনদিন সেব্য, মাসে একবার।
• Bryonia Alba 200: ১ নং খাওয়ার ৭ দিন পর সকালে খালিপেটে পরপর তিনদিন সেব্য। এভাবে অল্টারনেটিং প্রতিমাসে Repeat হবে।

ডোজেজ_ফরম/সেবন_বিধিঃ

Arsenic Alba 30
৫ টি পিল/বড়ি এক কাপ জলে দিয়ে চামুচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে-
প্রাপ্তবয়স্ক- ২ চামুচ, কিশোর বা শিশুদের ১ চামুচ, নবজাতক শিশুদের ওখান থেকে ৫ ফোঁটা সেব্য।

আশেপাশে আক্রান্তের সংখ্যা থাকলে জলে না মিশিয়ে-
প্রাপ্তবয়স্করা ৫ টি বড়ি, কিশোর বা শিশুদের ২/৩ বড়ি, নবজাতক শিশু ১/২ বড়ি সেব্য।

• #সতর্কীকরণ:
এ ওষুধটি কোনোভাবেই মধ্য দুপুর বা মধ্যরাত অর্থাৎ 11:30 থেকে 3:00 এর মধ্যে সেবন করবেন না। স্থুল মাত্রায় এ ওষুধ সেবন করবেন না।

Bryonia Alba 200
• প্রাপ্তবয়স্ক ৭/৮ টি বড়ি, কিশোর বা শিশুদের ৪/৫ টি বড়ি, নবজাতক শিশুদের ২/৩ টি বড়ি সেব্য।

• পরপর দুই মাসের বেশি একই শক্তির ঔষধ না সেবন করে উচ্চতর শক্তিতে সেবন করবেন।
• যদি কারো করোনা সাসপেক্ট/ লক্ষণ চলে আসে, দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন।

#বিশেষ_দ্রষ্টব্যঃ
সকল গর্ভবতী মা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের রোগীরাও নির্দেশিত মাত্রায় সেবন করতে পারবেন; কোন সমস্যা নেই।"

#পুনশ্চ:
রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ ব্যতিত নিজে নিজে হোমিওপ্যাথি ওষুধ সেবন থেকে বিরত থাকুন।

#স্বাস্থ্য_টিপস
1. দিনে কম্পক্ষে ২ বার সামান্য লবণ দিয়ে সহনীয় গরম করে আদা-লেবু-পানি দিয়ে গার্গল করবেন। পাশাপাশি আদা-হলুদ-লবণ (খাঁটি সরিষার তেল ও কাঁচা হলুদ যুক্ত করলে আরো ভালো) দিয়ে গরম পানির ভাপ দিবেন দিনে ২ বার।
2. সোপী ওয়াটার বা ক্ষারযুক্ত সাবান দিয়ে ঘনঘন 20 সেকেন্ড ধরে হাত ধোবেন।
3. সর্বদা মাস্ক পড়ে বের হবেন এবং বাসায় ফিরে সেন্ডেলের তলা ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করবেন। জুতা/সেন্ডেল বাইরে রাখবেন। ঘরে অন্য কোথায় না গিয়ে প্রথমেই মাস্কসহ পরনের জামা-কাপড় সোপী ওয়াটার বা ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোবেন। নিজেও গোসল/স্নান করে নিবেন, তবে ঘাম বা ক্লান্ত অবস্থায় স্নান করবেন না। একটু ঠান্ডা হয়ে, বিশ্রাম নিয়ে তারপর স্নান করবেন।

জনসচেতনতায়-
ডিভাইন কেয়ার হোমিও
(Online Homeo Doctors Platform)
Fb/DCHomeo

Arsenicum album/ Arsenic Alba - লক্ষণ, কাজ ও ব্যবহারইদানিং করোনা ভাইরাসের রোগ কোভিড-১৯ এর ইমিউনিটি বুস্টার ও লক্ষণ ভেদের...
05/06/2020

Arsenicum album/ Arsenic Alba - লক্ষণ, কাজ ও ব্যবহার

ইদানিং করোনা ভাইরাসের রোগ কোভিড-১৯ এর ইমিউনিটি বুস্টার ও লক্ষণ ভেদের চিকিৎসার ক্ষেত্রে ৫টির মধ্যে ব্রায়োনিয়ার পাশাপাশি এই আর্সেনিক এলবাম খুব ভাল কাজ করছে। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, শরীর ব্যথা, দূর্বলতাসহ নিম্নোক্ত লক্ষণে এ ঔষধ কাজ করছে।

স্বামীবাগ আশ্রমে ইসকনের 43 জন ব্রহ্মচারী, রাজারবাগ পুলিশ হাসপাতালের ৪২ জনসহ অনেক করোনা পজিটিভ রোগী এ ঔষধসহ আরো ৫টি ঔষধে ৩/৪ দিনের মধ্যে সুস্থ হয়েছেন। ঔষধগুলির বিস্তারিত পর্যায়ক্রমে আলোচনা করা হবে।
আর্সেনিকের প্রতিশব্দ:-
এসিডাম আর্সেনিকাম
আর্সেনিকাম
সাদা আর্সেনিক
আর্সেনিকাম এসিড
আর্সেনিক ব্লেন্স
আর্সেনিক ট্রাই অক্সাইড

আর্সেনিকের উৎস:-
সেঁকো বিষ হইতে এই ঔষধ প্রস্তুত হয়। আর্সেনিকের ধাতব পদার্থ ঝলসাইয়া আর্সেনিক এলবাম পাওয়া যায় ।
ইহা সাদা ভারী বিচূর্ণ পদার্থ রুপ লাভ করে অথবা ছোট বড় পিন্ড যে অবস্থাতেই থাকে তাহা কাঁচ ভাঙ্গার মত প্রতীয়মান হয় ।
ইহা একটি তীব্র বিষাক্ত পদার্থ ।

ক্রিয়াস্থান :- প্রায় সমস্ত শরীরে আর্সেনিকের বিশেষ ক্রিয়া বিদ্যমান । বিশেষতঃ স্নায়ুমন্ডল, চর্ম, শ্লৈম্মিক ঝিল্লী, মূত্রযন্ত্র, হৃদপিন্ড ও পাকস্থলীর উপর ইহার প্রধান ক্রিয়া ।

আর্সেনিকের বিশেষ লক্ষন:-
১/ মৃত্যুভয়
২/ ছটফটানি ও এপাশ ওপাশ করা
৩/ সর্ব্বাঙ্গে আগুনে ফোড়ার মত জ্বালা কিন্তু গরমে উপশম
৪/ রাত্রি ও দিন দ্বি -প্রহরের পরে সকল পীড়ার বৃদ্ধি
৫/ নাসিকা দিয়া জলের মত গরম সর্দ্দি
৬/ চিৎ হইয়া শুইতে অক্ষমতা
৭/ সন্দেহপ্রবণ।

শিশুদের বিশেষ লক্ষণ:-
রাত্রে ঘুমের মধ্যে কথা বলে, অল্পতে রাগ করে ও চটিয়া উঠে ।

আর্সেনিকের মানসিক লক্ষন:-
মানসিক উৎকন্ঠা ও অস্থিরতা, রোগী সব সময় স্থান পরিবর্তন করে। একাকী থাকিতে ভয় পায় ।
মৃত্যুভয়, আত্নহত্যার প্রবৃত্তি, হতাশার জন্য রোগী একস্থান হইতে অন্য স্থানে চলিয়া যায় ।
ইহার রোগী কৃপণ, হিংসুটে, স্বার্থপর এবং ভীরু ।
অগোছাল ভাব এবং বিশৃঙ্খলা দেখিলে রোগী বিরক্ত হয় ।
কাল্পনিক গন্ধ পায় এবং কাল্পনিক দৃশ্য দেখে ।
পানির পিপাসা অত্যান্ত কিন্তু অল্প অল্প পানি পান করে।

আর্সেনিকের চরিত্রগত লক্ষন:-
শীঘ্র শীঘ্র শীর্ণতা প্রাপ্তি, একপ্রকার বিশেষ পিপাসা, অস্থিরতা, মধ্যরাত্রের পর রোগ বৃদ্ধি, জ্বালা ।
রোগী অনাবরত ছটফট করে ।
ঠান্ডা লাগা হেতু বেদনা বৃদ্ধি গরমে আরামবোধ ।
বার বার ঠান্ডা পানি পান করিতে ইচ্ছা, মৃত্যুভয় সবচেয়ে বেশী ।
পাকাশয়ে জ্বালা, শীতল ঘর্ম (ঘাম) – তৎসহ অবসাদ ।
শয়ন করিতে কষ্ট – মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হইয়া যাইবে ।
হাঁপানী বা উদরীতে শুইলেই টান এবং তাহার বৃদ্ধি ।
বরফ, জল প্রভৃতি আহার করার ফলে অর্জীন ও উদারময় ।
নাক দিয়ে জলের ন্যায় সর্দি নিগমন। নাক বন্ধ সর্দিতে নাক প্রায় হাজিয়া যায় ।
ক্ষত উত্তাপে উপসম ।
ঘন হলুদবর্নের শ্বেতপ্রদার – জননেন্দ্রিয়ের যেখানে লাগে সেখানে হাজিয়া যায় ।

আর্সেনিকের প্রয়োগ ক্ষেত্র :-
অস্থিরতা, দুর্বলতা, অতিশয় জ্বালা, পিপাসা, কলেরা, জ্বরপীড়া, টাইফয়েড, উদারাময়, আমাশায়, চক্ষুপীড়া, সর্দিকাশি, হাচি, হাঁপানী, হৃৎপিন্ডের পীড়া, শোথ, চর্মপীড়া, অর্শ ক্ষত, ডিম্বকোষের পীড়া, রজঃস্রাব, এলবুমেনুরিয়া, মৃগী ও মুর্ছা প্রভৃতি পীড়ায় ইহা প্ররয়োগ হয় ।
আর্সেনিকের পিপাসা:- আর্সেনিকের পিপাসা প্রবল কিন্তু একসাথে অনেক জলপান করেনা, সামান্য সামান্য জলপান করে ।
অনেক সময় জলপান করা মাত্রই বমি হইয়া যায় ।
পুরাতন পিড়ায় আর্সেনিকে পিপাসা থাকেনা ।

আর্সেনিকের জ্বালার একটি বিশেষত্ব:-
গরমে, উত্তাপ প্রয়োগে, গরম ঘরে জ্বালার উপশম এবং ঠান্ডায় জ্বালার বৃদ্ধি। রোগী সেজন্য কাপড় খুলিতে চায়না।
পাকস্থলীর পীড়া, ক্যান্সার, ক্ষত, পুরাতন পীড়া, গর্ভাবস্থায় বমি প্রভৃতির সহিত যদি ছটপটানি ও জ্বালা থাকে তাহলে আর্সেনিক।
তরুন রোগের জ্বালায় আর্সেনিক ও পুরাতন রোগের জ্বালায় সালফার।

উদরাময় লক্ষন:-
ফলমূল, বরফ কিংবা অন্য শীতল দ্রব্য পান করিয়া পীড়া হইলে আর্স উপকারী । রোগীর পেটে অসহনীয় বেদনা হয় ।
বাহ্য সবুজ, হলদে, কালছে জলের মত এবং রক্তাক্ত, পরিমানে এত বেশী হয় না ।
বাহ্যে অত্যন্ত পঁচা, দুর্গন্ধ, তৎসহ গাত্রদাহ, ছটফটানি, পিপাসা এবং পান মাত্র পেটে অসহনীয় বেদানা ।
বমি জলের মত, রক্ত মিশ্রিত অথবা লালবর্ণের । রাত দুপুরে রোগের বৃদ্ধি এবং উত্তাপে বেদনার উপশম ।

আমাশয়ে লক্ষন :-
মুখে বিস্বাদ, ক্ষুধাহীনতা, আহারান্তে হিক্কা ।
খাদ্য দ্রব্য পাকাশয়ে পৌছামাত্র বমন ।
বারবার অল্প অল্প জল পান, প্রবল পিপাসা, পাকাশয়ে জ্বালা ।
পাকাশয় স্পর্স করিলে বেদনানুভব ।

চক্ষু পীড়া লক্ষ:-
চক্ষুর পাতা ফোলা, যন্ত্রণা, সেঁক দিলে যন্ত্রণা কমে ।
চক্ষু হইতে যে গরম জল নির্গত হয় তাহা তীক্ষ্ন স্বাদযুক্ত ।
চক্ষুর ভয়ানক জ্বালা ও যন্ত্রণা থাকে ।
চক্ষুর পাতা লাল, ক্ষতগ্রস্ত, মামড়ি পড়ে ।
আলোতে তাকাতে পারেনা ।

সর্দি কাশি লক্ষ:-
নাক দিয়া জলের মত পাতলা স্রাব নিঃসারিত হয় ।
নাসাপথ সর্বদা অবরুদ্ধ, কপালে দপদপ করে, মৃদু শিরঃপীড়া ও হাঁচি, হাঁচি আর্সের প্রধান লক্ষন ।
গরম ও জ্বালাজনক স্রাব। যেখানে লাগে হাজিয়া যায় ।
রোগী দুই প্রহর রাত্রির পর শয়ন করিতে পারে না ।
রোগী ঘন ঘন কাশিতে থাকে, শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয়, ইহাতে শ্বাসনালী শুষ্ক থাকে ।

শোথ লক্ষ:-
হৃৎপিন্ড, লিভার বা কিডনীর পীড়া হেতু শোথ ।
প্রথমে চক্ষু ও পায়ে এবং অবশেষে সর্বশরীরে শোথ জম্মে ।
রোগীর অতিশয় শ্বাসকষ্ট উৎপন্ন হয় ।
দুপুর ও রাত্রিতে শ্বাসকষ্ট উপস্থিত হয় ।
অতিশয় পিপাসা থাকে কিন্তু অল্প অল্প জল পান করে ।
ফোলা পায়ে ঘা হইলে সেই ঘা থেকে অনবরত রস পড়িতে থাকে ।

চর্মপীড়া লক্ষ:-
শুস্ক একজিমা, চর্মরোগে চর্মের উপর শক্ত টিবলীর মত ফুলিয়া থাকে ।
চর্মপীড়ায় প্রায়ই দুর্গন্ধ থাকে, মাথা হইতে কপাল পর্যন্ত প্রায়ই এই একজিমা বিস্তৃত হইয়া পড়ে ।
চুলকানোর পর অসহ্য জ্বালা থাকে ।
শীতল জলে চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়, কিন্তু গরমে চুলকানির উপসম ঘটে ।

আর্সেনিকের বৃদ্ধি কখন :-
আক্রান্ত পার্শ্বে শয়ন করিলে, দিন/রাতে সাড়ে ১১ টা হইতে ২ টার মধ্যে, ঠান্ডায় এবং শীতল বস্তু পানাহারে।

আর্সেনিকের উপশম কখন :- মস্তক উঁচু করিয়া শয়নে ও সঞ্চালনে ।

আর্সেনিকের পরবর্তী ঔষধ :- ক্যামোমিলা, ক্যাল্ক ফস, আর্নিকা, বেলেডোনা, সাইকিউটা, থুজা, ফসফরাস, এপিস, নেট্রাম, সালফ, লইকো, ল্যাকেসিস ।

আর্সেনিকের ক্রিয়ানাশক ঔষধ :- নাক্স ভম, ওপিয়ম. নাক্স মস্কেট, সালফার, চিনিনাম সলফ, ক্যাম্ফার, গ্রাফাইটিস, ট্যাবেকাম, ভিরেট্রাম, চায়না, ইপিকাক, হিপার, আয়োডিন, মার্কুরিয়াস।

আর্সেনিকের মায়াজমের নাম :-
অ্যান্টিসোরিক
অ্যান্টিসাইকোটিক
অ্যান্টিসিফিলিটিক
অ্যান্টিটিউবার কিউলার ।
আর্সেনিকের ক্রিয়াকাল : ৬০ দিন হইতে ৯০ দিন ।

আর্সেনিকের ব্যবহার শক্তি :- ২ x হইতে সি এম শক্তি । পাকস্থলী, অন্ত্র, কিডনী পীড়ায় নিম্ম শক্তি এবং অন্যান্য পীড়ায় উচ্চশক্তি ব্যবহার্য ।

Website: https://dchomeo.blogspot.com

Tele-Medicine - ঘরে থেকেই চিকিৎসা!Corona/ Lockdown পরিস্থিতিতে স্বল্প খরচে (মাত্র ২০০/-, এক মাসের মধ্যে ফ্রি! এক মাস পর ...
04/06/2020

Tele-Medicine - ঘরে থেকেই চিকিৎসা!

Corona/ Lockdown পরিস্থিতিতে স্বল্প খরচে (মাত্র ২০০/-, এক মাসের মধ্যে ফ্রি! এক মাস পর ভিজিট ১০০/-) চিকিৎসা নিন ঘরে বসেই!

Patients Registration Form:
https://forms.gle/D853tWfA8BZnHo2X8

প্রয়োজনে জটিল রোগীর ক্ষেত্রে চিকিৎসক-রোগী ভিডিও এর মাধ্যমে সেবার ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে ফি ৳ ৫০০/-

ঔষধ Courier Service এর মাধ্যমে প্রেরণের ব্যবস্থা আছে (ঔষধ+Courier Service ডেলিভারী চার্জ প্রযোজ্য)।

Freelance Doctors আবশ্যক।

> আপনি কি রেজিস্ট্রার্ড হোমিও চিকিৎসক?
> আপনি কি Part time ফ্রিল্যান্সিং সিস্টেমে রোগীর চিকিৎসা করতে চান?
> ঘরে থেকে মানবতার সেবায় আপনার জ্ঞানকে কাজে লাগাতে চান?
> অনলাইনে বাড়তি আয় করতে চান?

আমরা আপনাকে এ কাজে যাবতীয় টেকনিক্যাল সাপোর্ট প্রদান করব।

কাজটি করতে আপনার যা যা লাগবে-

1. হালনাগাদ রেজিস্ট্রেশন কার্ডের কপি।
2. কম্পিউটার/ ল্যাপটপ/ এন্ড্রয়েড মোবাইল ফোন।
3. ইন্টারনেট কানেকশন।
4. মেসেঞ্জার এ্যাপ্স।
5. জুম (ZOOM) ব্যবহারে দক্ষতা।
6. সার্বক্ষণিক অনলাইনে থাকার মানসিকতা থাকতে হবে।
7. যেকোন সময় কোয়েরী রেসপন্স করার মানসিকতা থাকতে হবে।
8. রোগী ও রোগীর স্বজনের সাথে বন্ধুসূলভ আচরণ।

Freelance Doctor হিসেবে আজই রেজিস্ট্রেশন করুন।

Doctors Registration Link:: https://forms.gle/k9uJRg7krwgVoPKZ9

Address

Bahar Kasna, Ward#09, RpCC, Rangpur
Dhaka
5400

Telephone

+8801303445783

Website

Alerts

Be the first to know and let us send you an email when Divine Care Homeo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram