
19/03/2023
#ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
ভাগ্যের কি নির্মম পরিহাস! কেউ কি জানতো সকালের যাত্রাই হবে জীবনের শেষ যাত্রা😭
খুলনা থেকে ঢাকাগামী বাস পদ্মাসেতুর নিকটে ঘটে গেলো ভয়াবহ এক দূর্ঘটনা।
২৫ জন সাথে সাথেই মৃত্যুবরণ করেন,এখন পর্যন্ত ৩০জন জীবিত তাদের ভিতর অনেকেই আশংকাজনক 😭
এক্সপ্রেস হাইওয়ে তে এখন পর্যন্ত ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইমাদ পরিবহন শিবচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস হাইওয়ের পাশের খাদে আঘাত করে।
#গাড়ি টি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় সেই সাথে ভারী হতে থাকে লাশের বহর।
তাদের পরিবারকে শোক সহ্য করার মতো ধের্য দান করুন আল্লাহ 🤲🤲
মানুষ বলে রোজ কিয়ামত , কার মৃত্যু কখন কিভাবে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না।
প্রত্যেক মৃত্যু ব্যক্তিকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
আমাদের প্রত্যেককে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনার পথে ফিরে আসার হেদায়েত দান করুন। আমীন 🤲🤲
লোকেশন: কুতুবপুর,শিবচর, মাদারীপুর।