24/08/2025
খালাতো ছোট ভাইয়ের কবর যিয়ারত করতে ঢুকছিলাম।
ঢুকেই মনে হলো জীবন তো কিছু না শুধু একটা শূণ্য ধোয়াসা। ওর কবরের দিকে তাকাতেই চোখের পানি আর আটকিয়ে রাখতে পারলাম না। অঝোরে পরতে লাগলো।
আর মনে হলো,
একদিন হুট করে সব থেমে যাবে।
হাসি, কান্না, ব্যস্ততা, স্বপ্ন, সম্পর্ক — সব কিছু।
একটা জানাজা হবে, মানুষ বলবে "চলেন, শেষ বিদায়টা দিয়ে আসি…"
তারপর......
নামিয়ে দিবে অন্ধকার কবরের ভিতর।
মাটি চাপা দিবে আপনজনেরা… চোখের পানি মুছে বাড়ি ফিরবে সবাই।
আমি পড়ে থাকবো একা, নিঃসঙ্গ, নীরব…
মনে হয়, অনেক কিছু করেছি জীবনে —
কিন্তু আসল প্রস্তুতি সেই মরণের ই
নিজেকে জিজ্ঞেস করি,
আমি কি সত্যিই প্রস্তুত?
এই দুনিয়া ক্ষণিকের — অথচ আমি এখানেই চিরকাল থাকার মতই আচরণ করি…😭
আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে সেই দিনটার জন্য প্রস্তুত হবার তাওফিক দান করুন। 🤲 আমিন