Dr. Md.Omar Faruk

  • Home
  • Dr. Md.Omar Faruk

Dr. Md.Omar Faruk Ass. Online & Offline Consultant..01922616531(WhatsApp)

Professor Mohammad Omar Faruk (NSEI)
DHMS,DMA,HMI
Homeopathy Medicine and surgery
All type of male and female .......Mental/Sexual Health/Chronic diseases..

17/08/2025
দীর্ঘমেয়াদী প্রচলিত গ্যাস্ট্রিকের ঔষধ সেবন শরীরের অন্যান্য অংশেও বিরূপ প্রভাব ফেলে, যেমন ভিটামিন এবং খনিজ ঘাটতি, হাড়ের...
14/08/2025

দীর্ঘমেয়াদী প্রচলিত গ্যাস্ট্রিকের ঔষধ সেবন শরীরের অন্যান্য অংশেও বিরূপ প্রভাব ফেলে, যেমন ভিটামিন এবং খনিজ ঘাটতি, হাড়ের দুর্বলতা, যৌন সমস্যা এবং এমনকি কিডনি ও লিভারের সমস্যা।
তবে গ্যাস্ট্রিকের সমাধান প্রাকৃতিক ভাবে সমাধানের চেষ্টা করবেন।যেমন: পেঁপে, পুদিনা পাতার রস, আদা, ইসবগুল, দই,অ্যালোভেরা, কলা।
আর তাতে সমাধান না হলে, হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন, গ্যাস্ট্রিকের জটিল সমস্যার সমাধান পাবেন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।’— সুরা নিসা, আয়াত : ২৯এমন জঘন্য চিন্তা...
02/08/2025

আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।’
— সুরা নিসা, আয়াত : ২৯
এমন জঘন্য চিন্তা মাথায় আসলে,১ম: আল্লাহর সাহায্য চাইবেন।
২য়:একজন ডিগ্রিধারী হোমিওপ্যাথি চিকিৎসকের নিকট শরণাপন্ন হবেন।ইনশাআল্লাহ মুক্তি পাবেন হতাশা/আত্নহত্যা থেকে।

💦পলিপস নিয়ে কেউ বসে থাকবেন না।💦পলিপগুলি সাধারণত দুটি প্রধান প্রকারে বিভক্ত: ০১.অ্যাডেনোমাটাস (যেগুলি ক্যান্সারে পরিণত হও...
22/07/2025

💦পলিপস নিয়ে কেউ বসে থাকবেন না।
💦পলিপগুলি সাধারণত দুটি প্রধান প্রকারে বিভক্ত:
০১.অ্যাডেনোমাটাস (যেগুলি ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি)।
০২.হাইপারপ্লাস্টিক (যেগুলি সাধারণত নিরীহ)।
🕹️আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়া ভালো হয়।

21/07/2025

আল্লাহ রক্ষা করুন সকল মাইলস্টোনের বিমান দূর্ঘটনায় কবলিত মানুষদের কে -আমিন

ডোপামিন: মস্তিষ্কেরএকটি নিউরোট্রান্সমিটার, যা স্নায়ু কোষের মধ্যে রাসায়নিক বার্তাবহন করে। এটি মস্তিষ্কের স্নায়ু কোষ এব...
07/07/2025

ডোপামিন:
মস্তিষ্কেরএকটি নিউরোট্রান্সমিটার, যা স্নায়ু কোষের মধ্যে রাসায়নিক বার্তাবহন করে। এটি মস্তিষ্কের স্নায়ু কোষ এবং শরীরের ও পেশী কোষের মধ্যে বার্তা যোগাযোগ করতে সহায়তা করে। এটি শরীরের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, মেজাজ, স্মৃতি, মনোযোগ, অনুপ্রেরণা ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে।
=>ডোপামিনের ৮০% কার্যক্ষমতা হারানোর পর পারকিন্স রোগ, সিজোফ্রেনিয়া হয়ে থাকে।

সাবধান, বাজারের মলম বিক্রেতা থেকে মলম ক্রয় করে চর্মরোগে লাগাবেন না।এতে ভয়াবহ ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং চর্মরোগ চাপা পড়...
02/07/2025

সাবধান, বাজারের মলম বিক্রেতা থেকে মলম ক্রয় করে চর্মরোগে লাগাবেন না।এতে ভয়াবহ ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং চর্মরোগ চাপা পড়ে, লিভার,ফুসফুস, কিডনিতে গিয়ে মারাত্মক ভাবে আক্রমণ করে।
হোমিওপ্যাথিতে চর্মরোগের স্থায়ী চিকিৎসা রয়েছে। সুতরাং একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বিশেষজ্ঞ কে দেখাবেন,সকল জটিল চর্মরোগ থেকে মুক্তি পাবেন,ইনশাআল্লাহ।

পেয়ারা পাতার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ও উপকারিতা দেওয়া হলো:🩺 স্বাস্থ্য উপকারিতা:1. ডায়রিয়া ও পেটের অসুখে:পেয়ারা পাতা সে...
29/06/2025

পেয়ারা পাতার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ও উপকারিতা দেওয়া হলো:

🩺 স্বাস্থ্য উপকারিতা:

1. ডায়রিয়া ও পেটের অসুখে:
পেয়ারা পাতা সেদ্ধ করে সেই পানি খেলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক ও পেটের ব্যথায় উপকার পাওয়া যায়।

2. রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। পেয়ারা পাতার নির্যাস ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

3. মুখের দুর্গন্ধ ও দাঁতের সমস্যা:
পেয়ারা পাতা চিবালে মুখের দুর্গন্ধ কমে এবং দাঁতের ব্যথা বা মাড়ির সমস্যা উপশম হয়।

4. জ্বর ও সংক্রমণে উপকারী:
এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।

5. চুল পড়া ও খুশকিতে:
পেয়ারা পাতা সেদ্ধ করে সেই পানি ঠান্ডা করে মাথায় ব্যবহার করলে চুল পড়া কমে ও খুশকি দূর হয়।

6. ত্বকের যত্নে:
এর পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ বা ত্বকের ফুসকুড়িতে কার্যকর। পাতা বেটে ত্বকে লাগানো যায়।

ইরান ~ইসরাইল যুদ্ধ১৯৬৭ সালে আরবের ৬ টি দেশ একযোগে আক্রমণ করে ইসরায়েলের সাথে ৬ দিন টিকতে পারে নাই। আরবের অসংখ্য জায়গা ইসর...
24/06/2025

ইরান ~ইসরাইল যুদ্ধ
১৯৬৭ সালে আরবের ৬ টি দেশ একযোগে আক্রমণ করে ইসরায়েলের সাথে ৬ দিন টিকতে পারে নাই। আরবের অসংখ্য জায়গা ইসরায়েল নতুন করে সেসময় দখলে নিয়ে নেয়, যা আরব দেশগুলো আমেরিকার হাতেপায়ে ইসরায়েলের সাথে শান্তিচুক্তি করে স্বীকৃতি দিয়ে উদ্ধার করে আবার।

সেই ইসরায়েলকে ১২ দিন যাবত নাকানিচুবানি খাইয়েছে একা ইরান। ইরানও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইসরায়েলকেও নাস্তানাবুদ করে দিয়েছে। তাদের লক্ষ লক্ষ মানুষের আত্মবিশ্বাসে চীড় ধরাতে পেরেছে ইরান। ইসরায়েল ছেড়ে ভাগছে তারা বিভিন্ন দেশে।

ইরান আমাদের মাথা উচু করেছে। আমাদেরকে নতুন রাস্তা দেখিয়েছে। হ্যাঁ, এভাবেও দখলদার বাহিনীর বিরুদ্ধে জবাব দেয়া যায়। গাজার চিত্র ইসরায়েলে ফুটিয়ে তুলেছে এই ইরান।

শিয়া মতবাদের সাথে আকিদাগত বিরোধ ছিল, আছে এবং থাকবে। কিন্তু ইরান মুসলমান জাতিকে আবারো মাথা উচু করে বাঁচতে শিখিয়েছে।

আরবের মুনাফিক রাষ্ট্র গুলো টাকার উপর ভাসে কিন্তু নিজেদের রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে আমেরিকার কাছে। জ্ঞান -বিজ্ঞান ও সেল্ফ ডিফেন্স সব দিয়ে রেখেছে আমেরিকার হাতে। না তাদের সেনাবাহিনী ডেভলপ করেছে না জ্ঞান -বিজ্ঞানে উন্নতি। পরনির্ভরশীলতার প্রতীক আরবের গাল্ফের প্রতিটি দেশ। অপরদিকে ইরান প্রায় স্বয়ংসম্পূর্ণ। শিয়া আকিদা বাদ দিয়ে ইরানের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

ইরান এই প্রবাদকে সত্যে পরীনত করে দেখিয়েছে “বিড়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা অধিক উত্তম, অধিক গর্বের"!

ধন্যবাদ ইরান। জাজাকাল্লাহু খাইরান ❣️💝💝

আল্লাহ তায়ালা সকলকে সরাসরি তাওয়াফ করার তৌফিক দান করুক। আমিন
21/06/2025

আল্লাহ তায়ালা সকলকে সরাসরি তাওয়াফ করার তৌফিক দান করুক। আমিন

স্কিন ডিজিজ এর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি রোগী পাচ্ছি তা হলোস্কেবিস এবং স্কিন ব্যাক্টিরিয়াল ইনফেকশন ( এর মধ্যে রয়েছে Imp...
13/06/2025

স্কিন ডিজিজ এর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি রোগী পাচ্ছি তা হলো
স্কেবিস এবং স্কিন ব্যাক্টিরিয়াল ইনফেকশন ( এর মধ্যে রয়েছে Impetigo and anthrax)
চিকিৎসা নিন সুস্থ হবেন ইনশাআল্লাহ।

Address


Telephone

+8801922616531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md.Omar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram