Health Info & Tips_হেলথ ইনফো & টিপস্

Health Info & Tips_হেলথ ইনফো & টিপস্ Managed by a Board of Registered Doctors

Link in comments..
17/06/2023

Link in comments..

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়..Credit: icddr,b
10/06/2023

হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়..

Credit: icddr,b

11/02/2023
Updates will be available. Please Stay Tuned.
19/11/2022

Updates will be available. Please Stay Tuned.

From The MSH at HL7, a Virtual Hospital    HITs is a Social Media Community Platform from our MSH@HL7™. It creates a spa...
20/10/2022

From The MSH at HL7, a Virtual Hospital



HITs is a Social Media Community Platform from our MSH@HL7™. It creates a space where patients support each other to live a happier and healthier life. Within this robust community, patients can share their experiences with diseases, effects of treatments and all kinds of information about health issues, wellness and nutrition.

There will be Health Information & Tips, Tutorials or Health Education contents and Webinars including Public Awareness initiatives. And, all of these will happen under the supervision and regulation of Senior Health Care Proffesionals. Building a community of responsible, supportive and caring people will be one our major efforts.

We look forward to a Working Community bringing the best attributes together in a platform that provides more security than social networks, and promotes broader engagement of clinicians and researchers with patients and families than in a research network.

https://www.facebook.com/100650185382168/posts/415293390584511/?sfnsn=mo
21/08/2022

https://www.facebook.com/100650185382168/posts/415293390584511/?sfnsn=mo

👉 #লিভার_ক্যান্সারের_গুরুত্বপূর্ণ_৭_টি_লক্ষণ

♦️ লিভার ক্যান্সারের রোগীরা প্রায়ই পেটের ডান পাশে উপরের দিকে অথবা বুকের ঠিক নিচে মাঝ বরাবর ব্যথা অনুভব করেন যার তীব্রতা রোগী ভেদে বিভিন্ন রকম।

♦️সহজেই ক্লান্ত হয়ে পরা

♦️ ঘন ঘন পেট ফাপা

♦️ ওজন কমে যাওয়া আর হালকা জ্বর জ্বর ভাব

♦️ খাওয়ায় দীর্ঘদিন ধরে অরুচি

♦️ অতিরিক্ত গ্যাস কিংবা কষা পায়খানা হওয়া

♦️ সারাক্ষণ বমি বমি ভাব কিংবা বমি হওয়া

✅ #চিকিৎসা

সবকিছু বিবেচনা সাপেক্ষে প্রাথমিক পর্যায়ের লিভার ক্যান্সারে সার্জারি বিশেষ ভূমিকা পালন করতে পারে। Lobectomy liver প্রতিস্থাপন শল্যচিকিৎসার অংশ। সার্জারি অযোগ্য ক্যান্সারের ক্ষেত্রে ablation থেরাপি যেমন- রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ইথানল অ্যাবলেশন অন্যতম। এছাড়া কেমোথেরাপি দ্বারাও লিভার ক্যান্সার এর চিকিৎসা প্রদান করা হয়। অধূনা টার্গেটের থেরাপি নামে বেশ কিছু আধুনিক মলিকিউল যা মুখে সেবনের মাধ্যমে লিভার ক্যান্সার আংশিক নিয়ন্ত্রণ করা যায়। শুরুতে রোগ শনাক্ত করা গেলে লিভার ক্যান্সার নিরাময় করা সম্ভব।লিভার ক্যান্সারের উপসর্গ এবং চিকিৎসা নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ) HBP and Liver Transplant Surgery বিভাগের #সহযোগী_অধ্যাপক_ডাঃ_মোঃ_সাইফ_উদ্দিন বংলাদেশে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, লিভার প্রতিস্থাপন সার্জারি এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় একজন অগ্রদুত। এই অভিজ্ঞ চিকিৎসক ল্যাপারোস্কপির মাধ্যমে প্রতি বছর প্রায় ১০০ রোগীর পিত্তথলির পাথর, অগ্নাশয় এবং লিভার সিস্ট সংক্রান্ত রোগের সার্জারি করেন । এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে লিভার ক্যান্সারসহ লিভারের বহু জটিল রোগের সুচিকিৎসা নিশ্চিত করে আসছেন । তিনি তার দীর্ঘদিনের গবেষণা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে বহু রোগীর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, এবং লিভার প্রতিস্থাপন এবং লিভার ক্যান্সার বিষয়ক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছেন । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি ানার_হসপিটাল_লিঃ এ Hepatobiliary pancreatic division এর বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ।

https://www.facebook.com/100650185382168/posts/413498147430702/?sfnsn=mo
21/08/2022

https://www.facebook.com/100650185382168/posts/413498147430702/?sfnsn=mo

♦️ #পিত্তথলিতে_পাথর_কেন_হয়_?

পিত্তথলি লিভার থেকে তৈরি পিত্তরস বা বাইল জমা রাখে এবং চর্বি জাতীয় খাবার খেলে হজমের জন্য পিত্তথলি থেকে পিত্তরস বেরিয়ে আমাদের খাদ্য নালীতে চলে আসে এবং হজমে সহায়তা করে। পিত্তরস পিত্তথলিতে থাকার সময়কালে পিত্তরস তথা বাইলের কিছু পরিবর্তন সাধিত হয়। পিত্তরস হলুদ রঙের তরল পদার্থ। এতে থাকে কোলেস্টেরল, ক্যালসিয়াম, লবণ, এসিড ও অন্যান্য রাসায়নিক উপাদান। এই পিত্তরসের বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয় পিত্তথলির পাথর। পিত্ত একটি তরল পদার্থ যার মধ্যে কিছু কঠিন পদার্থ থাকে। তরল পদার্থের পরিমাণ কমে গেলে কঠিন পদার্থের পরিমাণ বেড়ে গেলে পাথর হতে পারে। আর কোনো কারণে যদি পিত্তথলির সঙ্কোচন ও প্রসারণের ক্ষমতা নষ্ট হয়ে যায় তাহলে পিত্তথলিতে পাথর হতে পারে। তাছাড়া চিকিৎসক ও গবেষকদের মতে যারা চর্বি জাতীয় খাবার বেশি খায়, যারা ভেজাল খাবার খান, যাদের ডায়াবেটিস আছে, লিভারের রোগে যারা আক্রান্ত, যেসব নারী বারবার গর্ভবর্তী হন, যারা মোটা ও ওজন বেশি তাদের পিত্তথলিতে পাথর হতে পারে।

♦️ #পিত্তথলিতে_পাথরের_লক্ষণ

পিত্তথলিতে পাথর হলে বেশি ভাগ ক্ষেত্রেই কোনো উপসর্গ থাকে না। বেশিরভাগ সময়েই পিত্তপাথর ধরা পড়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তাছাড়া নিম্নলিখিত ৮ টি লক্ষণ প্রকাশ পেলে পিত্তথলিতে পাথর হয়েছে কি না তা পরিক্ষা করা উচিত।

⭕ বুকের ডান পাঁজরের নিচে ব্যথা শুরু হতে পারে তা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্যথা ধীরে ধীরে ডান কাঁধ বরাবর ছড়িংয়ে পড়ে, এমন সময় জ্বরও হতে পারে।
⭕ পিঠের বা পেটের মাঝ বরাবর এবং বুকের ভেতরও ব্যথা ছড়িয়ে পড়তে পারে।
⭕ বমি বা বমি বমি ভাব হতে পারে।
⭕ পায়খানার রঙ সাদা সাদা এবং পায়খানার সাথে চর্বি যেতে পারে।
⭕ বদহজম বা চর্বি জাতীয় খাবার খেলেই বদহজম হয়।
⭕ বারবার ঢেঁকুর ওটা।
⭕ মাথার ডান পাশে ব্যথা করা।
⭕ খাওয়ার পর গলায় তেতো ভাব লাগা।

🔺 #চিকিৎসা

পিত্তথলির পাথরে চিকিৎসার প্রধান উপাদান হলো অপারেশন। অপারেশন দুই ভাবে করা যায়। 🟢১. সরাসরি পেট কেটে; 🟢২. লেপারোস্কপিক মেশিনের সাহায্যে। আধুনিক চিকিৎসা জগতে লেপারোস্কপিক পদ্ধতি খুবই সুবিধাজনক। ল্যাপারোস্কপির অর্থ হলো ক্যামেরা দিয়ে দেখা। পেটের যে অংশে পিত্তথলি অবস্থিত সেখানে ছোট ছোট ছিদ্র করে সূক্ষ্ম সরু যন্ত্র দিয়ে পিত্তথলির পাথর অপসারণ করা হয়। এতে অপারেশনের পর ব্যথা ও রক্তক্ষরণ কম হয়। রোগী দু’-একদিনের মধ্যে ভালো হয়ে যায়।

পিত্তথলিতে পাথর নিশ্চিত হওয়ার পর তা অপারেশন করে নেয়া খুবই প্রয়োজন। অনেকে ওষুধ খাওয়ার পর সামান্য ব্যথা কমে আসে, সমস্যাও করে না; ফলে অপারেশন করেন না। অবহেলায় বসে থাকেন। তা আপনার বিপদ ডেকে আনতে পারে। বেশি দেরি না করে অপারেশন করে ফেলা ভালো। তা না হলে এ রোগে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অনেক দিন পাথর নিয়ে থাকলে শরীরে জন্ডিস, অগ্ন্যাশয়ে প্রদাহ সৃষ্টি এমনকি পিত্তথলিতে ক্যান্সারও দেখা দিতে পারে।

পিত্তথলিতে পাথর হওয়ার কারণ ও প্রতিকার নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) HBP and Liver Transplant Surgery #বিভাগের_সহযোগী_অধ্যাপক_ডাঃ_মোঃ_সাইফ_উদ্দিন যিনি বংলাদেশে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, এবং লিভার প্রতিস্থাপন সার্জারিতে একজন অগ্রদুত। এই অভিজ্ঞ চিকিৎসক ল্যাপারোস্কপির মাধ্যমে প্রতি বছর প্রায় ১০০ রোগীর পিত্তথলির পাথর এবং লিভার সিস্ট সংক্রান্ত রোগের সার্জারি করেন । তিনি তার দীর্ঘদিনের গবেষণা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে বহু রোগীর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, এবং লিভার প্রতিস্থাপন বিষয়ক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছেন । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও আল-মানার হসপিটাল লিঃ এ Hepatobiliary pancreatic division এর বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ।

https://www.facebook.com/100650185382168/posts/417303887050128/?sfnsn=mo
21/08/2022

https://www.facebook.com/100650185382168/posts/417303887050128/?sfnsn=mo

🔺 #অগ্ন্যাশয়_ক্যান্সারের_লক্ষণ

এটি কে একটি নীরব রোগ হিসেবে উল্লেখ করা যেতে পারে, কারণ এটি সাধারণত শুরুতে কোন উপসর্গ প্রদর্শন করে না । তবে কখনো কখনো কিছু সাধারণ লক্ষণ প্রকাশ পেতে পারে।

🔺 #জন্ডিস

হ্যাঁ শুধুমাত্র লিভারের ইনফেকশন বা লিভারের রোগের কারণেই জন্ডিস হয়না অগ্নাশয় ক্যান্সারের কারণেও জন্ডিস হতে পারে। যার ফলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায়। কারণ যকৃতে বিপাকের ফলে উপজাত হিসেবে বিলিরুবিন উৎপন্ন হয়। বিলিরুবিন পিত্তনালীর ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং ক্যান্সার কোষের বৃদ্ধির কারণে অগ্নাশয়ে পিত্তনালী অবরুদ্ধ হয়ে যায়।

🔺 #মলের_রঙের_পরিবর্তন_হয়

অগ্নাশয় ক্যান্সারের একটি সাধারণ লক্ষণ হচ্ছে হালকা বর্ণের মল নির্গত হওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই অগ্নাশয় ক্যান্সারে আক্রান্তদের মল ধূসর বা খড়িমাটির মত সাদাটে বর্ণের হয়। পিত্তনালী অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণেই এমনটা হয়।

🔺 #গাঢ়_বর্ণের_প্রস্রাব

যেহেতু পিত্ত রঞ্জক যকৃতে জড়ো হতে পারে না সেহেতু অতিরিক্ত রঞ্জক প্রস্রাবের সাথে বের হয়ে যায়। একারণেই অগ্নাশয় ক্যান্সারের রোগীদের প্রস্রাবের বর্ণ গাঢ় হয়। যা হতে পারে কমলা বা হালকা চা রঙের।

🔺 #পেটে_ব্যথা

যদি অগ্নাশয়ের ক্যান্সার কোষ পেটের স্নায়ুর বিরুদ্ধে চাপ প্রয়োগ করে তাহলে পেটের উপরের অংশে এবং পিঠে ব্যথা হতে পারে। এই ব্যথা নিয়মিতই থাকে তবে নিস্তেজ অবস্থায় থাকে। পিঠের মধ্যভাগ ও উপরের অংশে এবং পেটে হয় এই ব্যথা। কিছু ক্ষেত্রে এই ব্যথা কাঁধেও ছড়িয়ে যেতে পারে।

🔺 #পেট_ফাঁপা

প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত বেশীরভাগ মানুষেরই বদহজমের সমস্যা হতে দেখা যায়। বিশেষ করে চর্বি জাতীয় খাবার খেলে। যদি আপনার ক্ষুধামন্দা, বমি বমি ভাব, ডায়রিয়া বা ওজন কমে যাওয়ার লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলুন।

🔺 #ডায়াবেটিস

যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে হঠাৎ করেই রক্তের গ্লুকোজের পরিমাণে পরিবর্তন হলে অথবা ডায়াবেটিসের আকস্মিক সূত্রপাত হলে এটি হতে পারে অগ্নাশয় ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত হলে ত্বকে চুলকানির সমস্যাও দেখা দিতে পারে।

🔺 #চিকিৎসা

অগ্নাশয়ের ক্যান্সারের চিকিৎসা টিউমার, টিউমারের আকার ও অবস্থানের উপর নির্ভর করে । ক্যান্সার ছড়িয়ে পড়েছে কিনা, এবং ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বিবেচনা করা হয় । যদি প্রাথমিক পর্যায়ে সনাক্ত করা যায়, তবে, এই ক্যান্সারের চিকিৎসা সফল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে । যাইহোক, এমন কিছু চিকিৎসা আছে যা রোগীদের রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে, এবং আরো বেশী সময় ধরে বেঁচে থাকার সুযোগ করে দেয় । অগ্নাশয়ের ক্যান্সারের যে সব চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার মধ্যে সার্জারি, রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপি । এই সব চিকিৎসা প্রয়োজন অনুযায়ী রোগের যে কোনও পর্যায়েই ব্যবহার করা হতে পারে ।
অগ্নাশয়ের ক্যান্সারের উপসর্গ এবং চিকিৎসা নিয়ে পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ) HBP and Liver Transplant Surgery বিভাগের #সহযোগী_অধ্যাপক_ডাঃ_মোঃ_সাইফ_উদ্দিন। তিনি বংলাদেশে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, লিভার প্রতিস্থাপন সার্জারি এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় একজন অগ্রদুত। এই অভিজ্ঞ চিকিৎসক ল্যাপারোস্কপির মাধ্যমে প্রতি বছর প্রায় ১০০ রোগীর পিত্তথলির পাথর, অগ্নাশয় এবং লিভার সিস্ট সংক্রান্ত রোগের সার্জারি করেন । এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অগ্নাশয়ের ক্যান্সারসহ লিভারের বহু জটিল রোগের সুচিকিৎসা নিশ্চিত করে আসছেন । তিনি তার দীর্ঘদিনের গবেষণা কাজে লাগিয়ে দেশে ও বিদেশে বহু রোগীর হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক, এবং লিভার প্রতিস্থাপন এবং লিভার ক্যান্সার বিষয়ক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছেন । ববঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও ানার_হসপিটাল_লিঃ_এ Hepatobiliary pancreatic division এর বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ।

14/07/2022

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Info & Tips_হেলথ ইনফো & টিপস্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Info & Tips_হেলথ ইনফো & টিপস্:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram