সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন

সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন জাতি ধর্ম নির্বিশেষে "
রক্ত দিবো হেসে ?

* শোক সংবাদ *আসসালামু আলাইকুম। সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের একজন ব্লাড ফাইটার *কাজী মুশফিকুর রহমান* গতকাল রাত ১০:৩...
29/04/2025

* শোক সংবাদ *

আসসালামু আলাইকুম।
সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের একজন ব্লাড ফাইটার *কাজী মুশফিকুর রহমান* গতকাল রাত ১০:৩০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না---- রাজিউন)।

একজন রক্ত যোদ্ধার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

 #আলহামদুলিল্লাহমানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের প্রতিটি সদস্য। জাতীয় অর্থোপেডিক হাসপ...
07/04/2025

#আলহামদুলিল্লাহ
মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের প্রতিটি সদস্য।

জাতীয় অর্থোপেডিক হাসপাতালে সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবী Hossain স্বেচ্ছায় রক্তদান করেন। এই নিয়ে ৭ম বার তার লাল ভালোবাসা দান করেন।

সবাই দোয়া করবেন যেনো আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এইভাবেই মানুষের সেবা করে যেতে পারেন এবং আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারে বহুদূর।

আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।

“তোমরা সৃষ্টির প্রতি দয়া কর, সৃষ্টিকর্তা তোমার প্রতি দয়া করবেন।”

তুমি রবে নীরবে,তোমার ভুলি কেমনে
04/11/2024

তুমি রবে নীরবে,
তোমার ভুলি কেমনে

**মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন**২৬ আগস্ট ২০২৪ তারিখ ঢাকা মেডিকেলে এক বোনের ব্লাড ক্য...
26/08/2024

**মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন**

২৬ আগস্ট ২০২৪ তারিখ ঢাকা মেডিকেলে এক বোনের ব্লাড ক্যান্সার সনাক্ত হয়। পুরো শরীরের ব্লাড পরিবর্তন করতে হবে। প্রচুর রক্তের প্রয়োজন। আমাদের সাথে যোগাযোগের পরপরই আমরা ঢাকা মেডিকেলে যাই এবং প্রাথমিক অবস্থায় খোজ খবর নেই। রোগীর শারীরিক অবনতি দেখে সে সময় মানবতার ডাকে সাড়া দিয়ে উজ্জ্বল, দৃষ্টান্ত, মানবপ্রেমী, সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবী ও রক্ত যোদ্ধা Uddin (Mamun) স্বেচ্ছায় রক্তদান করেন। এটাই তার জীবনের প্রথম রক্ত দান।

আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এইভাবেই মানুষের সেবা করে যেতে পারেন এবং আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারে বহুদূর।

রক্তের অভাবে ঝরবে না
আর কোন প্রাণ
আমরা হাজারো তরুন তরুণী
করবো স্বেচ্ছায় রক্ত দান।

 #আলহামদুলিল্লাহমানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের প্রতিটি সদস্য। পুরান ঢাকার দয়াগঞ্জ সং...
22/08/2024

#আলহামদুলিল্লাহ

মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের প্রতিটি সদস্য।
পুরান ঢাকার দয়াগঞ্জ সংলগ্ন মদিনা হাসপাতালে এক ডেলিভারী মায়ের রক্ত প্রয়োজন আজ সকাল ৮ টায়। আমরা সাধারণ স্বেচ্ছা সেবীরা সময় মত উপস্থিত হই এবং মানবতার ডাকে সাড়া দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত, মানবপ্রেমী, সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবী Hossain স্বেচ্ছায় রক্তদান করেন। এই নিয়ে ৬ষ্ঠ বার তার লাল ভালোবাসা দান করেন। সবাই দোয়া করবেন যেনো আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এইভাবেই মানুষের সেবা করে যেতে পারেন এবং আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারে বহুদূর।
আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।
মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে, আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে।

"নেই হারাবার কোন ভয়, নতুন প্রাণের সঞ্চয়,
নিজের রক্ত বইছে অন্যের শিরায়, মানবতার এইতো পরিচয়"

*মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন*ঝিম ঝিম বৃষ্টি আর ঈদ আনন্দ জমেছে বেশ। ঈদের আমেজ  এখনও ...
20/06/2024

*মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন*

ঝিম ঝিম বৃষ্টি আর ঈদ আনন্দ জমেছে বেশ। ঈদের আমেজ এখনও কাটেনি। ইসলামিয়া ব্যাংক হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টারে (মিরপুর-১১) এক বৃদ্ধ মায়ের জরুরি রক্ত প্রয়োজন ছিল। শহর ছেড়ে মাটির টানে পাড়ি দিয়েছে অধিকাংশ ডোনার। আশেপাশে ডোনার সংকটন। আমরা বেশকিছু ডোনারের সাথে যোগাযোগ করে ব্যার্থ হই। ঠিক সে সময়েই সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবী, ওয়ারী থানা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব #রাব্বি_ইসলাম_নাঈম মানবতার ডাকে সাড়া দিয়ে সাহসী মনবল ও দৃঢ়তার বলে ১৯ জুন ২০২৪ তারিখ বুধবার রাত ৮ টায় স্বেচ্ছায় রক্তদান করেন। এই নিয়ে ৫ম বার লাল ভালোবাসা দান করে। সবাই ,দোয়া করবেন যেনো আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এইভাবেই মানুষের সেবা করে যেতে পারেন এবং আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারে বহুদূর।

আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।

জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ।
রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।

 #আলহামদুলিল্লাহ,মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের প্রতিটি সদস্য। মানবতার উজ্জ্বল দৃষ্ট...
06/05/2024

#আলহামদুলিল্লাহ,
মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের প্রতিটি সদস্য। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত, মানবপ্রেমী, সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবী Hossain স্বেচ্ছায় রক্তদান করেন। এই নিয়ে ৫ম বার তার লাল ভালোবাসা দান করেন। সবাই দোয়া করবেন যেনো আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এইভাবেই মানুষের সেবা করে যেতে পারেন এবং আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারে বহুদূর।

আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।

মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে, আসুন সবাই এগিয়ে আসি এমন মহৎ কাজে।

I have reached 900 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
12/04/2024

I have reached 900 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

 #আলহামদুলিল্লাহমানুষ মানুষের জন্যে,মানবতার সেবায় আমরা সর্বক্ষণ নিয়জিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনগত ২৬ জানুয়ারি ২০...
28/01/2024

#আলহামদুলিল্লাহ
মানুষ মানুষের জন্যে,
মানবতার সেবায় আমরা সর্বক্ষণ নিয়জিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন
গত ২৬ জানুয়ারি ২০২৪ তারিখ শুক্রবার সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাথে সবে ভুমিষ্ঠ হওয়া এক শিশুর বাবার কথা হয়। খুবই ক্লান্ত ছিলেন তিনি। তার ১ ব্যাগ ( A+) এ পজেটিভ রক্তের খুব প্রয়োজন, তার ক্লান্ত কন্ঠে তার আকুতি শুনে আমারা সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবীরা তাকে আশ্বস্ত করি এবং খুবই তারাতারি আমরা হসপিটালে উপস্থিত হই। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত, মানবপ্রেমী সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবী kabir Hossain স্বেচ্ছায় রক্তদান করেন। এ নিয়ে সে ১৫ বার লাল ভালোবাসা দান করেন। সবাই দোয়া করবেন যেনো আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন এবং আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারে বহুদূর।

আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।

রক্ত দিলে হয়না ক্ষতি,
জাগ্রত করে মানবিক অনুভুতি।

 #আলহামদুলিল্লাহমানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন।আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে জ...
07/11/2023

#আলহামদুলিল্লাহ
মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন।
আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে জানতে পাই আদ-দ্বীন হাসপাতাল, জুরাইন, ঢাকা। একজন ডেলিভারি পেসেন্ট এর জন্য ( A+) এ পজেটিভ রক্তের খুব প্রয়োজন। খবর পাওয়ার পর পরই আমরা যোগাযোগ করি এবং জানতে পারি আজ ০৭/১১/২০২৩ তারিখ দুপুরে রোগির ডেলিভারি, তার জন্য রক্ত লাগবে। ঠিক আগমূহুর্তে আদ-দ্বীন হাসপাতাল আমারা সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবীরা সেখানে উপস্থিত হই। আত্মমানবতার সেবায় এবং সামাজিক দায়বদ্ধতার প্রেক্ষিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত, মানবপ্রেমী, সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবী, রক্ত যোদ্ধা #কাজী মুশফিকুর রহমান (Kazi Mushfiqure Rahman) স্বেচ্ছায় রক্তদান করেন। এটা ছিল তার অষ্টম রক্ত দান। সবাই দোয়া করবেন যেনো আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এইভাবেই মানুষের সেবা করে যেতে পারেন এবং আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারে বহুদূর।
আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।

দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান,
তাহলে স্বেচ্ছায় করুন- রক্তদান

চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার দরখাস্ত করছি।
04/11/2023

চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার দরখাস্ত করছি।

Address

Tikatuly
Dhaka
1203

Telephone

+8801935912044

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category