07/11/2023
#আলহামদুলিল্লাহ
মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন।
আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে জানতে পাই আদ-দ্বীন হাসপাতাল, জুরাইন, ঢাকা। একজন ডেলিভারি পেসেন্ট এর জন্য ( A+) এ পজেটিভ রক্তের খুব প্রয়োজন। খবর পাওয়ার পর পরই আমরা যোগাযোগ করি এবং জানতে পারি আজ ০৭/১১/২০২৩ তারিখ দুপুরে রোগির ডেলিভারি, তার জন্য রক্ত লাগবে। ঠিক আগমূহুর্তে আদ-দ্বীন হাসপাতাল আমারা সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবীরা সেখানে উপস্থিত হই। আত্মমানবতার সেবায় এবং সামাজিক দায়বদ্ধতার প্রেক্ষিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত, মানবপ্রেমী, সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবী, রক্ত যোদ্ধা #কাজী মুশফিকুর রহমান (Kazi Mushfiqure Rahman) স্বেচ্ছায় রক্তদান করেন। এটা ছিল তার অষ্টম রক্ত দান। সবাই দোয়া করবেন যেনো আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এইভাবেই মানুষের সেবা করে যেতে পারেন এবং আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারে বহুদূর।
আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান,
তাহলে স্বেচ্ছায় করুন- রক্তদান