11/08/2025
#আলহামদুলিল্লাহ
এ এক অন্য রকম সাহসী নারীর গল্প।
মানবসেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন।
এখন আর কোন অংশেই পিছিয়ে নেই নারীরা। ডেলটা হেলথ কেয়ার যাত্রাবাড়ীতে একজন নবজাতক শিশুর জন্য ( A+) এ পজেটিভ রক্তের খুব প্রয়োজন। গতকাল ১০/৮/২০২৫ তারিখ বিকেলে ডেলটা হেলথ কেয়ারে Jannat আপু মানবতার ডাকে সাড়া দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত, মানবপ্রেমী, সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশনের সাহসী স্বেচ্ছাসেবী Jannat স্বেচ্ছায় রক্তদান করেন। এই নিয়ে ৩য় বার তার লাল ভালোবাসা দান করেন। আপু এতোটাই মানবিক যে শিশুটির সার্বিক পরিস্থিতি দেখে সে নিজেই জানায় শিশুটির নাকি আরও ব্লাড লাগবে। পরবর্তীতে যদি আরও ব্লাড লাগে তার হাসবেন্ড ব্লাড দিবে। আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিটি সদস্য এইভাবেই মানুষের সেবা করে যান।
আমাদের সাদেক হোসেন খোকা ব্লাড ফাউন্ডেশন মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে চায় বহুদূর।
আমরা সবাই রোগী এবং রক্তদাতার সুস্থ ও নিরাপদ জীবন, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।
“যদি করেন নিয়মিত রক্ত-দান,
রক্তের অভাবে ঝরবেনা আর একটি প্রাণ”