18/10/2025
প্রশ্নঃ টেলিফোনে বা ভিডিও কলে কি বিবাহ করা যায়?
উত্তরঃ একটা বিয়ের দুটি অংশ।
১। ইসলামী শরীয়াহ যা পৃথিবীর সকল মুসলিম দেশে প্রায় একই রকম।
২। সরকারীভাবে রেজিস্ট্রি।
টেলিফোনে বিয়ে আজকাল খুবই গুরুত্বপূর্ণে একটা বিষয় হয়ে গেছে। ইসলামী শরীয়তে টেলিফোনের বিয়েতে কোন বাধা নাই। টেলিফোনে বিয়ের রীতি অনেক পুরোনো । যখন ইন্টারনেট ছিল না তখনোও টেলিফোনে বিবাহ হতো। এখনতো ইন্টারনেটের কারণে ভিডিও কলে বিবাহ হয়। তাই টেলিফোনের বিবাহের নাম হয়েগেছে ভিডিও কলে বিবাহ । টেলিফোনে বিবাহের তুলনায় বরং এইসময়ের ভিডিও কলে বিবাহ আরো বেশি প্রাণবন্ত আরো বেশি বাস্তব আরো বেশি জীবনঘনিষ্ট ও আইনসম্মত।বরপক্ষ ও কনে পক্ষের উদ্দীপনা দেখে অনেক সময়তো বুঝা মুশকিল হয়ে যায় যে বিয়েটা সরাসরি হচ্ছে না ভিডিও কলে হচ্ছে। আবার বর ও কনে সাজগোজ একেবারে সরাসরি বিয়ের মতই বিয়ের মজলিশে হাজির হন।একটি বৈধ বিযের প্রায় সকল শরীয়াহ আইন ভিডিও কলের বিয়েতে প্রয়োগ হয়। ফলে-এরূপ বিয়ের পদ্ধতিটা ইসলামীক স্কলারদের মতে বৈধ বা হালাল।
বাকি রইল রেজিস্ট্রি বিষয়টি। একটি বৈধ রেজিস্ট্রি বিয়ের মত রেজিস্ট্রি বালামে প্রথমে কনে স্বাক্ষর করবে। এরপর বিয়ের উকিল এবং সাক্ষীগণ রেজিষ্ট্রারে নিজ নিজ নাম স্বাক্ষর করবেন। এখানে বরের স্বাক্ষর সংক্রান্ত একটি বিষয় থাকে যা জটিল হওয়ায় অনেকেই সঠিক ভাবে সম্পন্ন করতে পারেন না। অথচ, আইনটা জানা থাকলে বিষয় একেবারেই সহজ, মোটেও কঠিন নয়। আজ এ পর্যন্তই । সবাই ভালো থাকবেন,প্রিয়জনের খেয়াল রাখবেন।ভালোবাসার যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: বিবাহ ,কোর্ট ম্যারিজ ও তালাক সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।“কাজী অফিস” শাখারী বাজার ঢাকা” ১৪২,শাখারী বাজার মোড়, ঢাকা জজকোর্ট জামে মসজিদের দক্ষিণে, ঢাকা জজকোর্ট, ঢাকা-১১০০ মোবাইলঃ01868-355310
#কোর্ট_ম্যারিজ_এর_খরচ
#কাজীঅফিসমোবাইলনাম্বার
#কাজী_অফিস_ঢাকা
#কাজীঅফিসেতালাকেরনিয়ম
#কাজী_অফিস
#কাজী_অফিসে_বিয়ে_করতে_কি_কি_লাগে
#কোর্টম্যারিজকরারনিয়ম
#সদরঘাট_কাজী_অফিস
#কোর্টম্যারিজ_করতে_কত_টাকা_লাগে
#কাজী_অফিসে_বিয়ের_নিয়ম
#কাজী_অফিস_ঢাকা_জজকোর্ট
#কাজীঅফিসশাখারীবাজারঢাকা