Hijama Care Dhaka

Hijama Care Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Care Dhaka, Medical and health, city care hospital and diagnostic center, Dhaka.

রাসূল (সাঃ) বলেনঃ
"যদি তোমরা তোমাদের চিকিৎসা কোনো পদ্ধতিতে করো, তবে হিজামার মাধ্যমেই করো।"
📚 [সহীহ মুসলিম: ২২১৪

রাসূল (সাঃ) বলেছেনঃ
"হিজামা তোমাদের জন্য শ্রেষ্ঠ চিকিৎসা।"
📚 [তিরমিযী: ২০৫১]

হিজামা (Hijama)  থেরাপি এখন ব্যথা নিরাময়ে  একটি জনপ্রিয় বিকল্প চিকিৎসা পদ্ধতি। নিচে দেওয়া হলো হিজামা থেরাপি যেসব ব্যথার...
29/07/2025

হিজামা (Hijama) থেরাপি এখন ব্যথা নিরাময়ে একটি জনপ্রিয় বিকল্প চিকিৎসা পদ্ধতি। নিচে দেওয়া হলো হিজামা থেরাপি যেসব ব্যথার জন্য কার্যকর হতে পারে তার একটি লিস্ট:

---

✅ হিজামা থেরাপিতে সাধারণত যেসব ব্যথা কমে:

🔹 ১. মাথাব্যথা ও মাইগ্রেন

টেনশন হেডেক

মাইগ্রেন

🔹 ২. ঘাড় ব্যথা (Cervical Pain)

সার্ভাইকাল স্পন্ডিলোসিস

ঘাড়ে স্ট্রেইন বা টান

🔹 ৩. কাঁধ ব্যথা

ফ্রোজেন শোল্ডার

রোটেটর কাফ ইনজুরি

Bursitis

🔹 ৪. কোমর ব্যথা (Low Back Pain)

লাম্বার স্পন্ডিলোসিস

সায়াটিকা

ডিস্ক প্রলাপস

🔹 ৫. হাঁটু ব্যথা

অস্টিওআর্থ্রাইটিস

লিগামেন্ট ইনজুরি

মেনিসকাস সমস্যা

🔹 ৬. পিঠ ও স্পাইনাল ব্যথা

Facet joint pain

SI joint dysfunction

🔹 ৭. হাত-পা অবশ হওয়া ও জ্বালাপোড়া

Nerve compression

Poor blood circulation

🔹 ৮. মাসল স্পাজম বা খিচুনি

Chronic muscular pain

Myofascial pain syndrome

অনিদ্রা (হিজামার ফলে রিলাক্সেশন পাওয়া যায়)

স্ট্রেস ও মানসিক চাপ

শরীরে টক্সিন দূরীকরণ

হিজামা (Cupping Therapy) চিকিৎসার জন্য যোগাযোগ করুন
🌿 সুন্নাতি চিকিৎসা, প্রাকৃতিক উপায়ে আরাম 🌿

📍 সিটি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
ঠিকানা:শ্যামলী, ঢাকা

📞 মোবাইল: ০১৭৫৫-৮০৭৩২৮

বিশ্বস্ত পরিবেশে প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট দ্বারা চিকিৎসা গ্রহণ করুন।

🌿 ১. সহীহ বোখারী ও মুসলিম:রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ"শিফার মধ্যে তিনটি বিষয় আছে: রক্ত ছেঁড়া (হিজামা), মধু পান করা এবং আগু...
29/07/2025

🌿 ১. সহীহ বোখারী ও মুসলিম:

রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ
"শিফার মধ্যে তিনটি বিষয় আছে: রক্ত ছেঁড়া (হিজামা), মধু পান করা এবং আগুন দিয়ে দাগ দেওয়া। তবে আমি আমার উম্মতের জন্য দাগ দেওয়া অপছন্দ করি।"
📚 [সহীহ বোখারী: ৫৬৮০, মুসলিম: ২২০৫]

---

🌿 ২. সহীহ মুসলিম:

রাসূল (সাঃ) বলেনঃ
"যদি তোমরা তোমাদের চিকিৎসা কোনো পদ্ধতিতে করো, তবে হিজামার মাধ্যমেই করো।"
📚 [সহীহ মুসলিম: ২২১৪]

---

🌿 ৩. তিরমিযী শরীফ:

রাসূল (সাঃ) বলেছেনঃ
"হিজামা তোমাদের জন্য শ্রেষ্ঠ চিকিৎসা।"
📚 [তিরমিযী: ২০৫১]

---

🌿 ৪. সহীহ ইবনে হিব্বান:

আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সাঃ) বলেনঃ
"যে রাতে আমি মি'রাজে গিয়েছিলাম, আমি ফেরেশতাদের কাউকে পেলাম না, যারা বলেনি, ‘হে মুহাম্মদ! তোমার উম্মতকে হিজামা করার নির্দেশ দাও।’"
📚 [ইবনে হিব্বান: সহীহ, ৯০৬]

কমর ব্যথা কেন হয় (Causes of Low Back Pain):কমর ব্যথা অনেক কারণে হতে পারে। এর মধ্যে সাধারণ কিছু কারণ নিচে দেওয়া হলো:🔹 সাধ...
29/07/2025

কমর ব্যথা কেন হয় (Causes of Low Back Pain):
কমর ব্যথা অনেক কারণে হতে পারে। এর মধ্যে সাধারণ কিছু কারণ নিচে দেওয়া হলো:

🔹 সাধারণ কারণ:

1. মাসল স্ট্রেইন বা টান – ভারী জিনিস তোলা বা হঠাৎ মোচড়।

2. ডিস্ক প্রলাপ্স বা হার্নিয়েটেড ডিস্ক – ডিস্ক বাইরে চলে এলে নার্ভ চাপে পড়ে।

3. সাইয়াটিকা (Sciatica) – স্নায়ু চাপে গেলে পা পর্যন্ত ব্যথা যায়।

4. পুষ্টিহীনতা – ক্যালসিয়াম ও ভিটামিন D এর ঘাটতি।

5. বেড়ে যাওয়া ওজন বা মোটা শরীর – অতিরিক্ত ওজন মেরুদণ্ডে চাপ দেয়।

6. অসঠিক বসা বা শোয়ার অভ্যাস – যেমন বেল্ট ছাড়া চেয়ারে দীর্ঘক্ষণ বসে থাকা।

7. আরথ্রাইটিস (Arthritis) – জয়েন্টের প্রদাহ।

8. SI joint dysfunction, posture problem – বিশেষ করে ল্যাম্বার এরিয়ায়।

---

হিজামা থেরাপিতে (Hijama Therapy) কমর ব্যথার চিকিৎসা:

হিজামা বা wet cupping একটি প্রাচীন পদ্ধতি, যা পিঠের নির্দিষ্ট পয়েন্টে ব্যবহার করা হয়।

✅ হিজামা কেন কাজ করে:

এটি রক্ত সঞ্চালন বাড়ায়।

বর্জ্য পদার্থ দূর করে।

ইনফ্লেমেশন ও ব্যথা কমায়।

টাইট বা knotted muscle relax করতে সাহায্য করে।

হাঁটু ব্যথা (হাঁটু বেটা) কেন হয়?হাঁটু ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন:✅ সাধারণ কারণ:1. অস্টিওআর্থ্রাইটিস (Osteoarth...
29/07/2025

হাঁটু ব্যথা (হাঁটু বেটা) কেন হয়?
হাঁটু ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন:

✅ সাধারণ কারণ:

1. অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) – বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার কারণে হয়।

2. রিউমাটয়েড আর্থ্রাইটিস (Rheumatoid Arthritis) – এটি একধরনের অটোইমিউন রোগ।

3. চোট বা ইনজুরি – যেমন লিগামেন্ট টিয়ার (ACL, MCL), মিনিসকাস টিয়ার ইত্যাদি।

4. প্যাটেলার ট্র্যাকিং সমস্যা – হাঁটুর সামনে প্যাটেলা (ক্যাপ) তার অবস্থান থেকে একটু সরে গেলে ব্যথা হয়।

5. ওভারইউজ সিনড্রোম – দীর্ঘ সময় হাঁটা, দৌড়ানো বা সিঁড়ি ওঠা-নামার কারণে।

6. গাউট/ইউরিক অ্যাসিড জমা – হাঁটুর জয়েন্টে ইউরিক অ্যাসিড জমলে ব্যথা ও ফুলে যেতে পারে।

---

🔶 হিজামা থেরাপি (Hijama Therapy) হাঁটু ব্যথায়:

হিজামা, বা কাপিং থেরাপি, একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেখানে চামড়ার ওপর নেগেটিভ প্রেসার দিয়ে রক্ত টেনে আনা হয়। এটি ২ প্রকারের হয়:

Dry Hijama: শুধু প্রেসার প্রয়োগ করা হয়, রক্ত বের হয় না।

Wet Hijama: চামড়ায় ক্ষুদ্র কাট দিয়ে রক্ত বের করা হয়।

🩺 হাঁটু ব্যথায় হিজামা কিভাবে কাজ করে:

রক্ত সঞ্চালন (blood circulation) বাড়ায়।

ইনফ্লেমেশন (সুজ) কমায়।

টক্সিন দূর করতে সহায়তা করে।

ব্যথা প্রশমনে প্রাকৃতিক পদ্ধতিতে কাজ করে।

https://www.71projonmobangla.com/archives/71182
18/06/2025

https://www.71projonmobangla.com/archives/71182

    আমাদের মেরুদণ্ডের (spine) হাড়গুলোর মাঝে একেকটা intervertebral disc থাকে, যেগুলো জেলির মতো পদার্থ দিয়ে গঠিত। এই ডিস্কগুলো শক শোষ....

26/02/2023

"যখন কেউ রাসূলুল্লাহ সা:- এর কাছে এসে মাথাব্যথার কথা বলত,
তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন।"
[আবু দাউদ ; ৩৮৫৮]

Severe back pain  care dhaka #
23/06/2022

Severe back pain
care dhaka #

Hijama for lower back pain...   #ব্যাকপেইন
12/03/2022

Hijama for lower back pain...

#ব্যাকপেইন

হিজামা করালে কিভাবে ব্যাথা কমে? হিজামা সবচেয়ে বেশি উপকারী যেকোন ধরনের ব্যথা উপশমে। হোক সে ব্যথা নতুন বা পুরানো! কিংবা হো...
11/03/2022

হিজামা করালে কিভাবে ব্যাথা কমে?

হিজামা সবচেয়ে বেশি উপকারী যেকোন ধরনের ব্যথা উপশমে। হোক সে ব্যথা নতুন বা পুরানো! কিংবা হোক তা শরীরের যেকোন জায়গায়!!
হিজামা শেষে ব্যথা কমতেই সবার কমন প্রশ্ন - কিভাবে ব্যথা কমলো.?

আসুন জানি ব্যাপারটা কী ....

কোন একটি প্রদাহজনিত প্যাথলজিক প্রসেস যখন আমাদের শরীরে শুরু হয় তখন আক্রান্ত স্থানে অনেক গুলো পরিবর্তন হয়।
সবার আগে সেখানকার রক্তনালীর স্বাভাবিক গঠনে রদবদল হয়। এর স্বাভাবিক permeability-র ধরন বদলাতে শুরু করে। রক্তনালীগুলো অনেক বেশি leaky হয়ে যায়।

বিভিন্ন ধরনের রক্ত কণিকা যা দীর্ঘমেয়াদী প্রদাহের জন্যে দায়ী সেগুলো এসে জায়গা গুলোতে ভীড় করে।

রক্তনালীগুলোর Integrity নষ্ট হয় বলে তা থেকে সহজে নানা পদার্থ বের হয়ে কোষের আশেপাশের জায়গাগুলোতে জড় হয়।

এখানে যে নার্ভ এন্ডিংগুলো থাকে তা থেকে লোকাল পেইন মেডিয়েটর বের হয় (substance P, interleukin, Neuropeptide, Vasoactive substance, calcitonin gene related peptide ইত্যাদি)। যেগুলোই আসলে ব্যথার জন্যে দায়ী।

অনেকক্ষেত্রে রোগ সৃষ্টির দীর্ঘ প্রসেসে একেক রোগের ক্ষেত্রে একেক ধরনের পদার্থ তৈরি হয়। তৈরি হওয়া এসব নানা উপাদান ও সেসব জায়গায় বেশি মাত্রায় জমা হয় !

এর একটা উদাহরণ দেয়া যাক। যেমন ধরুন - হাঁটুর Chronic Osteoarthritis। এক্ষেত্রে হাঁটুতে জমা হয় Pro inflammatory cytokine interleukin-1 and tumour necrosis factor-1 alpha। সাথে থাকে কার্টিলেজ ধংসের জন্যে দায়ী matrix metalloproteinase, stromelysin, gelatinase এবং plasminogen activator সহ নানা কিছু।

এগুলোকেই আমরা হিজামার তাইয়্যেবাহ থিওরিতে বলছি Causative pathologic substance(CPS)। যা একেক
রোগে একেক রকম।

লোকাল সাইট থেকে এইসব ক্ষতিকর নানা জিনিসগুলো বের করার একটা বুদ্ধিই আসলে হিজামা!

আমরা যখন হিজামা করি, তখন এর মাধ্যমে কাপের জায়গাতে একটা নেগেটিভ প্রেশার তৈরী করা হয়।

এই নেগেটিভ প্রেশারেই স্কিন এর ছিদ্রসহ Dermal capillary (যার বিস্তারিত বর্ণনা আগের পোষ্ট এ পাবেন) থেকে প্লাজমা বাইরে আসে। আরো সাকশনে এগুলো নানা ধরনের CPS(Causative Pathologic Substance) সহ এসে জমা হয় আমাদের স্কিন সারফেসের ঠিক নিচে।
এরপর সূক্ষ্ম সূক্ষ্ম স্ক্র্যাচ করা হয়, যা তৈরি করে স্কিন ওপেনিং।

আর শেষ ধাপে করা আরেকবার সাকশনেই প্লাজমা সহ বের হয়ে আসে এতক্ষণ বলা নানা পদার্থ।

আল-মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭,বাবর রোড
মোহাম্মদপুর ঢাকা
মোবাইল ঃ০১৭৫৫৮০৭৩২৮

Allhmdulliah. Today did hijama for back pain.After hijama session patient relax than before.. Call for appointment :0175...
10/03/2022

Allhmdulliah. Today did hijama for back pain.
After hijama session patient relax than before..
Call for appointment :01755807328

হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। ধারণা করা হয় প্রায় ৩০০০ বছর আগে থেকে এই চিকিৎসা পদ্ধতি চলে আসছে। আমাদের রাসূলুল্লাহ ...
08/03/2022

হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। ধারণা করা হয় প্রায় ৩০০০ বছর আগে থেকে এই চিকিৎসা পদ্ধতি চলে আসছে।

আমাদের রাসূলুল্লাহ ﷺ হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন, নিজে ব্যবহার করেছেন এবং হিজামা ব্যবহারে উৎসাহিত করেছেন।

হিজামার ব্যবহার রাসূলুল্লাহ ﷺ ও সাহাবায়ে কেরাম (রাঃ)-এর মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। রাসূলুল্লাহ ﷺ হিজামা করেছেন তাঁর মাথা ব্যথার জন্য, পায়ে, পিঠে, দুই কাঁধের মধ্যে, ঘাড়ের দু’টি রগে ও হাড় মচকে গেলে।
(বুখারী হা/৫৭০০, ৫৭০১/ নাসাঈ হা/২৮৫২/আবুদাঊদ হা/৩৮৫৯/আবুদাঊদ হা/৩৮৬০/আবুদাঊদ হা/৩৮৬৩)

জাবির (রাঃ) হ’তে বর্ণিত যে, নবী করীম ﷺ - এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন। (নাসাঈ হা/২৮৫২)

যে সকল সমস্যায় হিজামা বেশ উপকারী -

** মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
** রক্তদূষণ, উচ্চরক্তচাপ, অতিরিক্ত ওজন
** ঘুমের ব্যাঘাত, স্মৃতিভ্রষ্টতা, স্ট্রেস, মানসিক সমস্যা
** গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা
** স্পোর্টস ইনজুরি
** থাইরয়েডের সমস্যা।
** হরমোনাল সমস্যা
** রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
** PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
** দীর্ঘমেয়াদী চর্মরোগ

এছাড়া আরো অনেক রোগের চিকিৎসায় হিজামা করা হয়। দিন দিন হিজামা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর হিজামা করালে তা শরীরের জন্য বেশ উপকারী। সুস্থ লোকেরাও হিজামা করাতে পারেন। এতে সুস্থতার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

আমরা হিজামা কেন করবো?
প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে, এটা রাসূল ﷺ - এর সুন্নাহ। এছাড়া উপরে বর্ণিত কারণগুলোতো আছেই।

সাধারণত, হিজামার জন্য উত্তম সময় হচ্ছে চান্দ্র মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ।

আনাস বিন মালেক (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ঘাড়ের দুই পাশের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফুলা অংশে হিজামা করাতেন। তিনি মাসের সতের, ঊনিশ ও একুশ তারিখে হিজামা করাতেন।
(তিরমিযী হা/২০৫১)

শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতায় হিজামার ভূমিকা অনন্য।
চেম্বারঃআল -মারকাজুল ইসলামী হাসপাতাল
২১/১৭,বাবর রোড,
মোহাম্মদপুর, ঢাকা
মোবাইলঃ০১৭৫৫৮০৭৩২৮

Address

City Care Hospital And Diagnostic Center
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Care Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram