Nursing Edu & Info Center - NEIC

Nursing Edu & Info Center - NEIC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing Edu & Info Center - NEIC, Medical and health, Dhaka.

পারটোগ্রাফ (Partograph) সম্পর্কিত কিছু  গুরুত্বপূর্ণ তথ্য  নিচে দেওয়া হলো, যেগুলো মিডওয়াইফ  পরীক্ষায় ও বাস্তব জীবনে অত্য...
28/07/2025

পারটোগ্রাফ (Partograph) সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো, যেগুলো মিডওয়াইফ পরীক্ষায় ও বাস্তব জীবনে অত্যন্ত সহায়ক:

পারটোগ্রাফ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর ☞

1. প্রশ্ন: পারটোগ্রাফ কী?
উত্তর: পারটোগ্রাফ হলো একটি গ্রাফিক্যাল রেকর্ড যেখানে প্রসব প্রক্রিয়ার বিভিন্ন ধাপ নথিভুক্ত করা হয়, যেমন: জরায়ুর মুখের প্রসারণ, গর্ভধারিণীর ও ভ্রূণের অবস্থা ইত্যাদি।

2. প্রশ্ন: পারটোগ্রাফ ব্যবহারের উদ্দেশ্য কী?
উত্তর: প্রসবের অগ্রগতি নিরীক্ষণ করা ও জটিলতা প্রতিরোধ করা।

3. প্রশ্ন: পারটোগ্রাফে কয়টি প্রধান অংশ থাকে?
উত্তর: চারটি—মাতার তথ্য, প্রসবের অগ্রগতি, ভ্রূণের অবস্থা, মাতার অবস্থা।

4. প্রশ্ন: পারটোগ্রাফ কে প্রথম চালু করেন?
উত্তর: ফ্রিডম্যান 1954 সালে এটি প্রথম প্রবর্তন করেন।

5. প্রশ্ন: WHO কোন বছরে পারটোগ্রাফের মানক রূপ প্রকাশ করে?
উত্তর: 1994 সালে।

6. প্রশ্ন: পারটোগ্রাফে ‘অ্যালার্ট লাইন’ কী বোঝায়?
উত্তর: প্রসবের স্বাভাবিক অগ্রগতির নির্দেশক রেখা।

7. প্রশ্ন: ‘অ্যাকশন লাইন’ কোথায় থাকে?
উত্তর: অ্যালার্ট লাইনের ৪ ঘণ্টা ডানে।

8. প্রশ্ন: জরায়ুর মুখের প্রসারণ কত সেমি হলে পারটোগ্রাফ শুরু করা হয়?
উত্তর: ৪ সেমি বা তার বেশি হলে।

9. প্রশ্ন: পারটোগ্রাফে ভ্রূণের হৃৎস্পন্দন কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: প্রতি ৩০ মিনিটে একবার শুনে চিহ্ন দিয়ে গ্রাফে আঁকা হয়।

10. প্রশ্ন: প্রসবের কোন ধাপে পারটোগ্রাফ ব্যবহার করা হয়?
উত্তর: সক্রিয় ধাপে (Active phase)।

---

11. প্রশ্ন: জরায়ুর মুখের প্রসারণ কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: প্রতি ঘন্টায় সেন্টিমিটারে একটি X চিহ্ন দিয়ে।

12. প্রশ্ন: জরায়ুর গড় চপচপে বৃত্ত (moulding) পারটোগ্রাফে কিভাবে চিহ্নিত হয়?
উত্তর: ০, +, ++, +++ দ্বারা।

13. প্রশ্ন: প্রসবের অগ্রগতি রেকর্ডে কোন ধাপগুলো থাকে?
উত্তর: জরায়ুর মুখের প্রসারণ, মস্তক নিচে নামা (descent), সময়।

14. প্রশ্ন: ভ্রূণের অবস্থান বোঝাতে কী ব্যবহার হয়?
উত্তর: পলস, অ্যামনিয়োটিক ফ্লুইড, মোল্ডিং।

15. প্রশ্ন: মায়ের পালস কত সময় অন্তর রেকর্ড করা হয়?
উত্তর: প্রতি ৩০ মিনিটে।

16. প্রশ্ন: ব্লাড প্রেশার কত সময় অন্তর রেকর্ড করতে হয়?
উত্তর: প্রতি ৪ ঘণ্টা অন্তর।

17. প্রশ্ন: মায়ের তাপমাত্রা কতক্ষণ পরপর রেকর্ড করতে হয়?
উত্তর: প্রতি ৪ ঘণ্টা অন্তর।

18. প্রশ্ন: ইউরিন পরীক্ষা কিসের জন্য করা হয়?
উত্তর: প্রোটিন, অ্যাসিটোন, ভলিউম।

19. প্রশ্ন: পারটোগ্রাফে contractions কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: প্রতি ১০ মিনিটে কত বার এবং কতক্ষণ ধরে হয়, তা ব্লক করে দেখানো হয়।

20. প্রশ্ন: contractions কত প্রকার?
উত্তর: ৩ প্রকার—mild, moderate, strong।

---

21. প্রশ্ন: contractions চিহ্নের মাধ্যমে কিভাবে বোঝানো হয়?
উত্তর:

১টি ডট: ৪০ সেকেন্ড

22. প্রশ্ন: পারটোগ্রাফে এক ঘন্টার মধ্যে ৩টি contraction দেখা গেলে তা কেমন?
উত্তর: স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়।

23. প্রশ্ন: ‘Descent’ মানে কী?
উত্তর: ভ্রূণের মস্তকের নিচে নামা।

24. প্রশ্ন: Descent কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: ৫টি অংশে ভাগ করা হয় (5/5 থেকে 0/5)।

25. প্রশ্ন: পারটোগ্রাফে কোন ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা প্রয়োজন?
উত্তর: যদি X চিহ্ন অ্যাকশন লাইন অতিক্রম করে।

26. প্রশ্ন: ‘Alert Line’ ও ‘Action Line’-এর মধ্যকার পার্থক্য কী?
উত্তর: Alert line স্বাভাবিক অগ্রগতির নির্দেশ করে, Action line চিকিৎসার প্রয়োজনীয়তা নির্দেশ করে।

27. প্রশ্ন: পারটোগ্রাফ কোন ধরণের ডেলিভারির জন্য সবচেয়ে কার্যকর?
উত্তর: প্রাথমিক সন্তান প্রসবকারী নারীর জন্য।

28. প্রশ্ন: পারটোগ্রাফ ব্যবহারে প্রধান সুবিধা কী?
উত্তর: প্রসবকালীন জটিলতা আগেভাগে চিহ্নিত করা যায়।

29. প্রশ্ন: পারটোগ্রাফ কোন রং ব্যবহার করে আঁকা হয় সাধারণত?
উত্তর: নীল বা কালো কালিতে।

30. প্রশ্ন: পারটোগ্রাফে তথ্য কে রেকর্ড করে?
উত্তর: ট্রেইনড নার্স, মিডওয়াইফ বা ডাক্তার।

---

31. প্রশ্ন: প্রসবের কোন ধাপ শেষ হলে পারটোগ্রাফ বন্ধ করা হয়?
উত্তর: প্রসব শেষ হলে।

32. প্রশ্ন: পারটোগ্রাফে ৪/৫ descent মানে কী?
উত্তর: মস্তকের ৪/৫ অংশ পেলভিসের ওপরে আছে।

33. প্রশ্ন: পারটোগ্রাফ ব্যবহার না করলে কী ঝুঁকি বাড়ে?
উত্তর: প্রসব বিলম্ব, মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি।

34. প্রশ্ন: পারটোগ্রাফে কত ঘন্টা ধরে অগ্রগতি না হলে তা বিপজ্জনক?
উত্তর: ৪ ঘণ্টার বেশি সময় অগ্রগতি না হলে।

35. প্রশ্ন: প্রসবের সময় কী কী জিনিস নজরে রাখা হয় পারটোগ্রাফে?
উত্তর: জরায়ুর প্রসারণ, ভ্রূণের হৃদস্পন্দন, মায়ের অবস্থা।

36. প্রশ্ন: অ্যামনিয়োটিক ফ্লুইড কিভাবে রেকর্ড করা হয়?
উত্তর: I (intact), C (clear), M (meconium stained), B (bloody) দিয়ে।

37. প্রশ্ন: একাধিক সন্তান প্রসবের ক্ষেত্রে পারটোগ্রাফ কীভাবে ব্যবহার হয়?
উত্তর: প্রতিটি শিশুর জন্য আলাদা করে বিবেচনা করা হয়।

38. প্রশ্ন: পারটোগ্রাফ শুরু না করার কারণ কী হতে পারে?
উত্তর: জরায়ুর মুখ ৪ সেমি না হওয়া পর্যন্ত।

39. প্রশ্ন: পারটোগ্রাফের ‘maternal condition’ অংশে কী থাকে?
উত্তর: পালস, BP, টেম্পারেচার, ইউরিন।

40. প্রশ্ন: পিউরপারিয়াম বা প্রসবোত্তর অবস্থায় পারটোগ্রাফ ব্যবহৃত হয় কি?
উত্তর: না।

---

41. প্রশ্ন: পারটোগ্রাফের জন্য কোন স্কেল ব্যবহার করা হয়?
উত্তর: সেন্টিমিটার স্কেল (জরায়ুর প্রসারণের জন্য)।

42. প্রশ্ন: পারটোগ্রাফে ‘station’ কাকে বলে?
উত্তর: ভ্রূণের মাথা পেলের কোন অবস্থানে আছে তা।

43. প্রশ্ন: ‘Station 0’ কী বোঝায়?
উত্তর: ভ্রূণের মাথা ischial spine বরাবর।

44. প্রশ্ন: Station -1, -2 মানে কী?
উত্তর: মাথা এখনো নিচে নামেনি।

45. প্রশ্ন: Station +1, +2 মানে কী?
উত্তর: মাথা নেমে এসেছে এবং প্রসবের কাছাকাছি।

46. প্রশ্ন: পারটোগ্রাফে uterine contraction কতটা সময় ধরে থাকে তা কিভাবে বোঝা যায়?
উত্তর: ডার্ক স্কোয়ারের সংখ্যা দিয়ে।

47. প্রশ্ন: প্রসব শুরু হওয়ার আগে পারটোগ্রাফ শুরু করা যায় কি?
উত্তর: না, Active labor শুরু হলে করা হয়।

পড়া শেষে Done লিখুন।


#নার্সিংশিক্ষা






26/06/2025

নার্সিং ভর্তি পরিক্ষা ২০২৫ - ১ম মাইগ্রেশন রেজাল্ট প্রকাশিত হয়েছে।
BNMC ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখে নেও।

24/04/2025

আহা বিএনএমসি কতো সুন্দর অভিনয় করে রে,
অভিনয়ের জন্য বিএনএমসি সেরারে 🤣

Hahaha😂😂
20/04/2025

Hahaha😂😂

17/04/2025

📌ডিপ্লোমা ১ম বর্ষ!
তোমাদের কর্মফল রেডি!!
সবাই হাত তুলে দোয়া করবেন🤲🤲

03/04/2025

ছুটি শেষ ; সাপদের সাথে একত্রে উঠা বসা করার সময় চলে এসেছে🐸

21/03/2025

কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই! আপনাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সংকল্পের ফলস্বরূপ এই সাফল্য অর্জিত হয়েছে। এটি শুধু একটি মাইলফলক নয়, বরং আপনাদের স্বপ্ন এবং লক্ষ্যকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ। ভবিষ্যতে আরও অনেক বড় অর্জন ও সাফল্যের পথে আপনাদের যাত্রা উজ্জ্বল ও সমৃদ্ধ হোক। আবারও অভিনন্দন, এবং শুভ কামনা!

12/02/2025

লাইসেন্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ২১ মার্চ, নির্ধারিত সময়ের মধ্যে যাদের ইন্টার্নশিপ শেষ হবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

11/02/2025

নার্সিং ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন -

বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য এমসিকিউ পদ্ধতিতে বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থ ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান-১০ নম্বরের অর্থাৎ মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। পাশ নম্বর ৪০ (চল্লিশ) নির্ধারিত থাকবে।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য এমসিকিউ পদ্ধতিতে বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান-২০ নম্বরের অর্থাৎ মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। পাশ নম্বর ৪০ (চল্লিশ) নির্ধারিত থাকবে।

13/01/2025

বউ নার্সিং এ পরে🤣

30/12/2024

লোভে নার্সিং, নার্সিং এ বেকার, বেকার এ টেনশন, টেনশনে স্ট্রোক, স্ট্রোক এ মৃত্যু 😉

25/12/2024

আগে মানুষের মৃত্যুর কথা শুনলে গা শিউরে উঠত
আর আজ
আমার প্রফেশন আমাকে মৃত মানুষের ডেথ সার্টিফিকেট লেখায়। 🙂

Address

Dhaka

Telephone

+8801933238063

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Edu & Info Center - NEIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nursing Edu & Info Center - NEIC:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram