Shead Ashraf

Shead Ashraf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shead Ashraf, Psychologist, Dhaka.

সাধারনত উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমি বেশি সিদ্ধহস্ত। আর সেটা পড়াশোনা, ক্যারিয়ার কিংবা রিলেশনশিপ হেন যা বিষয়ই হোক না কেন...
18/05/2024

সাধারনত উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমি বেশি সিদ্ধহস্ত। আর সেটা পড়াশোনা, ক্যারিয়ার কিংবা রিলেশনশিপ হেন যা বিষয়ই হোক না কেন। অথচ অন্যকে যা বলছি সেটা কি নিজের জন্য মানছি?

করতে পারছি কি?
20/01/2024

করতে পারছি কি?

প্রমাণিত। তাই না?
16/01/2024

প্রমাণিত। তাই না?

আর এতকিছু ইচ্ছের ভীড়ে সব কাজগুলো জমে থাকছে!
11/01/2024

আর এতকিছু ইচ্ছের ভীড়ে সব কাজগুলো জমে থাকছে!

02/01/2024

পার্সোনাল কম্পিউটার এর ক্ষেত্রে Dell গুরুত্বপূর্ন একটি নাম। এই Dell এর যাত্রা কিভাবে সময়ের বেড়াকল পেরিয়ে আমাদের জীবনের সাথে মিলে গিয়েছে সেটা নিয়েই কথা বলেছি ReCognition সিরিজের "দ্যা ডেল স্টোরি" পর্বে।

কিছুদিন আগে ISRO'র অন্যতম এরোস্পেস সায়েন্টিস্ট নাম্বি নারায়নকে নিয়ে বানানো বায়োপিক Rocketry: The Nambi Effect মুভিটি দেখ...
31/12/2023

কিছুদিন আগে ISRO'র অন্যতম এরোস্পেস সায়েন্টিস্ট নাম্বি নারায়নকে নিয়ে বানানো বায়োপিক Rocketry: The Nambi Effect মুভিটি দেখছিলাম। সেটায় একটা বড় অংশজুড়েই মনে হচ্ছিল সে সময়ে ISRO তে উল্লেখযোগ্য যা কিছুই হচ্ছিলো তার সবকিছুর সাথে শুধুমাত্র নাম্বি জড়িত আছে কিংবা নাম্বিকে ঘিরেই সবকিছুই ঘটছে। বিষয়টা খুবই হতাশাজনক! সায়েন্টিফিক এচিভমেন্টের ক্ষেত্রে এভাবে হুট করে জিরো টু ওয়ান পর্যায়ে শুধুমাত্র একা একা কিছু হওয়া সম্ভব না। সেটার সাথে জড়িত এবং আগে সেটি নিয়ে আগে কাজ করেছে, এমন আরো অনেকগুলো মানুষের ভূমিকা থাকে। বিষয়টি শুধুমাত্র সায়েন্টিফিক এচিভমেন্টের জন্য প্রযোজ্য নয়, আমাদের নিজেদের জীবনও এরকম অনেকগুলো সম্পর্কগুলোর জালে আটকে রয়েছে। সেগুলোকে অগ্রাহ্য করে এভাবে হুটহাট কোন কিছু এচিভ করে ফেলেছি সেটা বলা যায় না।

আরেকটি বছর শেষ হতে যাচ্ছে। একবার মনে হয়েছিল বছরটিতে কি কি করা হয়েছে সেগুলো নিয়ে লেখা যেতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে, কি দরকার! পরে কোন এক সময়ে সেটা নিয়ে লেখা যেতে পারে। কিংবা না লিখলেও চলে।

বরং যেটা জানানো যেতে পারে বছর জুড়ে চিন্তাভাবনা করতে থাকা অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ ঢিমেতালে হলেও শুরু করেছি, এবং সেটির জন্য প্রয়োজনীয় কিছু টুলসের কাজ শিখছি। আপাতত সেটাই কন্টিনিউ করা এবং সামনের বছরটিতে এই বছরের চেয়ে আরেকটু ভিন্নভাবে-আরেকটু গুছিয়ে কাজগুলো করার ইচ্ছে আছে। দেখা যাক, কতখানি কি করা যায়!

সবশেষে, আগামী মংগলবারে নতুন বানানো ভিডিওটি আসতে যাচ্ছে।

সকলকে ধন্যবাদ। সেসাথে নতুন বছরের জন্য শুভকামনা রইল।

খুব পরিচিত এক দীর্ঘশ্বাস!
18/12/2023

খুব পরিচিত এক দীর্ঘশ্বাস!

28/11/2023

একটি ছোট ছেলে। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেল তারসাথে ঘরময় ঘুরে বেড়াচ্ছে একটা জলজ্যান্ত 'ডাইনোসর'। অথচ মা কোনভাবেই সেটা বিশ্বাস করছে না।

দিনের সময় গড়ানোর সাথে সাথে এই ডাইনোসরের কি হল? আর কিভাবে ঘর পেরিয়ে এই ডাইনোসর আমাদের জীবনেও হানা দেয় সেটা নিয়েই কথা বলেছে নাসরিন শীলা ReCognition সিরিজের "দ্যা ডাইনোসর স্টোরি" পর্বে।

ভাবনাচিন্তার  গোলকধাঁধায় হারিয়ে খুঁজি নিজেকে
22/11/2023

ভাবনাচিন্তার গোলকধাঁধায় হারিয়ে খুঁজি নিজেকে

আরো একটা বছর শেষ হতে যাচ্ছে, এবং সে সাথে নিজের মধ্যে এই হিসেব করার সময়ও এসে যাচ্ছে।
21/11/2023

আরো একটা বছর শেষ হতে যাচ্ছে, এবং সে সাথে নিজের মধ্যে এই হিসেব করার সময়ও এসে যাচ্ছে।

Address

Dhaka

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Thursday 19:00 - 21:00
Saturday 19:00 - 21:00
Sunday 19:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shead Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shead Ashraf:

Share

Category