21/10/2025
🧠 ব্রেইনস্টেম ক্যাভার্নোমা: সচেতনতা বাড়ুক, জীবন বাঁচুক!
ব্রেইনস্টেম ক্যাভার্নোমা হলো মস্তিষ্কের ব্রেইনস্টেম অংশে রক্তনালীর অস্বাভাবিক জট, যা হঠাৎ রক্তক্ষরণ বা চাপ সৃষ্টি করে প্রাণঘাতী অবস্থার কারণ হতে পারে। ব্রেইনস্টেম আমাদের শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন, চলাফেরা, চোখের নড়াচড়া, কথা বলা ও গিলনক্রিয়া নিয়ন্ত্রণ করে—তাই এ রোগকে অবহেলা করা বিপদজনক।
⚠️ যেসব লক্ষণে সতর্ক হবেন:
✔ হঠাৎ মাথা ঘোরা বা ভারসাম্য নষ্ট হওয়া
✔ বারবার মাথাব্যথা বা বমি বমি ভাব
✔ কথা বলতে বা গিলতে অসুবিধা
✔ হাত-পায়ে অবশ বা দুর্বলতা
✔ চোখে ডাবল দেখা বা ঝাপসা দৃষ্টি
✔ অজ্ঞান হয়ে যাওয়া বা খিঁচুনি
🇧🇩 বাংলাদেশে এখন ব্রেইনস্টেম ক্যাভারনোমার উন্নত চিকিৎসা সম্ভব
সঠিক সময়ে সনাক্তকরণ, নিউরোইমেজিং (MRI/CT Scan) ও অভিজ্ঞ নিউরোসার্জনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই জীবন রক্ষা করা সম্ভব। দেরি নয়, দ্রুত সিদ্ধান্তই হতে পারে বাঁচার পথ
📢 আপনার সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে!
👉 দয়া করে পোস্টটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন।
👉 এই ছোট উদ্যোগই হতে পারে কারও জন্য বড় আশার আলো।
👨⚕️ ডা. মো. নেফাউর রহমান
সহকারী অধ্যাপক , বিভাগ: পেডিয়াট্রিক নিউরোসার্জারি
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল
চীফ কনসালট্যান্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টার (BPNCC)
🌐 ওয়েবসাইট: https://neurosurgeonnafaur.com
📧 ইমেইল: info@neurosurgeonnafaur.com
📞 অ্যাপয়েন্টমেন্ট: +8801912988182, +8801607033535
🏥 চেম্বার ঠিকানা:
🟢 বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টার BPNCC: 44/7, সিটি টাওয়ার, লেভেল–10, ওয়েস্ট পান্থপথ, ঢাকা–1205
🟢 নেফাউর'স নিউরোকেয়ার (NNC): হাউস #3/19, ব্লক–বি, রোড #হুমায়ুন, মোহাম্মদপুর, ঢাকা
🔗 সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকুন:
📘 ফেসবুক: https://www.facebook.com/NeurosurgeonNafaur
📸 ইনস্টাগ্রাম: https://www.instagram.com/rahman.nafaur
💼 লিংকডইন: https://www.linkedin.com/in/nafaur-rahman-721b9a2a8
🎵 টিকটক: https://www.tiktok.com/
⭐ গুগল রিভিউ: https://g.page/r/CS_ED_TcpzPkEBM/review
#ব্রেইনস্টেমক্যাভার্নোমা #মস্তিষ্কেররোগ #সচেতনহোন
#নিউরোসার্জারি #বাংলাদেশ #ডা_নাফাউর_রহমান
#জীবন_বাঁচান #শেয়ার_করুন #মস্তিষ্কেরচিকিৎসা