23/11/2024
হাড়ের ক্ষয় রোগকে বলা হয় অস্টিওপোরোসিস। এটি ক্যালসিয়ামের অভাব জনিত একটি রোগ। অস্টিওপোরোসিস এমন একটি অসুখ যা হাড়ের ঘনত্ব নির্দিষ্ট মাত্রায় কমিয়ে হাড় দুর্বল ও ভঙ্গুর করে দেয়। সাধারণত বয়স্ক পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়ে থাকে। তবে যারা অলস জীবন যাপন করেন কিংবা কম পরিশ্রম করেন তাদের এই রোগ হবার সম্ভাবনা রয়েছে।
এ জন্য খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রাখা প্রয়োজন। সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে দুগ্ধজাত খাদ্যে। তাই খাবারে রাখুন দুধ, দই, সয়া প্রোটিন, ব্রোকলী বা সবুজ ফুলকপি, শালগম, সামুদ্রিক মাছ।
* প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ডি সরবরাহ নিশ্চিত করতে হবে। ভিটামিন ডি দেহে ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে হাড়ের গঠনে সহায়ক ভূমিকা রাখে। ভিটামিন ডি রয়েছে এমন খাবারগুলো হলো- ডিম, মার্জারিন, কড লিভার তেল, সামুদ্রিক মাছ, গরু কলিজা এবং ভিটামিন-ডির অন্যতম উৎস হলো সূর্যের আলো।
যে সকল খাবার থেকে বিরত থাকা উচিত তার মধ্যে হলো:
* বেশী লবণ যুক্ত খাবার / কাঁচা লবণ, সোডা না সোডা জাতীয় খাবার।
* সকল প্রকার প্রসেস মাংস- সজেস, হ্যাম ইত্যাদি।
* সকল প্রকার কোমল পানীয়, ক্যাফেইন, অ্যালকোহল।
* ক্যানড ফুড, ঠান্ডা ও ফ্রিজে রাখা প্যাকেট জাত খাবার।
* ফাস্টফুড, পিৎজা, বার্গার, পেটিস, তেলে ভাজা খাবার ইত্যাদি
* অতিরিক্ত চা কফি না খাওয়া।