
11/07/2025
অভাব না দেখা কোন সন্তান যে স্বচ্ছতায় বড় হয়েছে, সে অহংকারী না হলেও কিছুটা মানসিকভাবে দূর্বল (অথবা বোকা) ঠিকই হতে পারে...
আসলে বচ্চাদেরকে আর্টিফিশিয়াল হলেও একটা অভাব দেখানো দরকার...
রাশিয়ার বিখ্যাত বক্সার খাবিব বলেন, সে তার সন্তানদেরকে এমনি এমনি কিছু দেন না, সবকিছুর সাথে একটা বিনিময় সেট করে দেন।
ঘরের কাজ বা স্টাডি পার্ফরমেন্স, কিছু একটা করে পকেট মানি বা সখের জিনিস আর্ন করে নিতে হয়। সন্তানের অর্জনের ইচ্ছা কোনদিন তীব্র হবে না যদি এমনি এমনি সবকিছু পেয়ে যায়...
৪ বছর বয়স থেকে বাচ্চাকে দুনিয়ার রিয়েল ফেইস দেখাতে শুরু করলে ১০ বছরে বাচ্চা বিজনেস বুঝে ফেলবে, ক্লাসে এগিয়ে থাকবে, বুক স্মার্ট হবার সাথে সাথে 'স্ট্রিট স্মার্ট'ও হয়ে উঠবে। নিজের সমস্যা নিজে সমাধানের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি তৈরি হবে।
দিপু নাম্বার টু- এর কথা মনে আছে?
Self reliance & emotional resilience শেখানো হয়েছে সেই মুভিতে...
Teach your kids how to earn everything in life...