Family Kingdom

Family Kingdom Marriage & Family Psychologist. Conjugal connection repair works, priorities setting ideas and life trade off comparison.

Counselling services for any life or career related issues or challenges.

“তালা/ক কেন বাড়ছে?”৯ মাসের বাস্তব গবেষণায় ২৪৫ জন তা"লাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে, জানতে চাওয়া হয়: কেন ভ...
25/10/2025

“তালা/ক কেন বাড়ছে?”
৯ মাসের বাস্তব গবেষণায় ২৪৫ জন তা"লাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে, জানতে চাওয়া হয়:

কেন ভাঙ'ছে সম্পর্ক?

গবেষণার দেখা যায়-
৭২% তা"লাক হয়েছে ভুল বোঝাবুঝি, অ"হং"কার, এবং একে অপরকে সম্মান না করার কারণে।
১৮% তা"লাকের মূল কারণ পর"কীয়া।

🔸 ১০% তা"লাক ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে।

👉 আশ্চর্যের বিষয় হলো, ৭৮% তা"লাকের কারণ নারী, আর ২২% ক্ষেত্রে দায়ী পুরুষ।

তা"লাকের পর অনুশোচনা:

৯২% নারী ও পুরুষই তা"লাকের পর অনুতপ্ত।
তাদের মুখে একটাই কথা-

“সিদ্ধান্তটা ভু"ল ছিল... যদি আরেকটু ধৈর্য ধরতাম!”
তা"লাকের পর নারীদের অবস্থা:

৮৯% তা"লাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না।

৪% নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে।
৭% নারী ভু"ল পথে চলে গেছে সমাজের অবহেলায়।

পুরুষদের অবস্থাঃ
৮৫% পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে।
১৩% পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী।
২% পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে।

আরও বিস্ময়ের বিষয় হলো:
৬৭% পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে,
অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র ০.১% ক্ষেত্রে!

দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা:
১২% নারী দ্বিতীয় বিয়েতেও তা"লাকপ্রাপ্ত।
৮৯% নারী দ্বিতীয় সংসারে অসুখী।
অন্যদিকে, মাত্র ২% পুরুষ দ্বিতীয়বার তা"লাক দিয়েছে,
এবং মাত্র ৩% পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী।

সবচেয়ে অবাক করা তথ্য হলো-
দ্বিতীয়বার তা"লাক দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের তা"লাকপ্রাপ্ত নারী!

কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে, তাদের ৯৩% পুরুষই সুখী সংসার করছে।

তা"লাক শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয় এটা ভে"ঙে দেয় একটি পরিবারের শান্তি । একটি শি"শু"র ভবিষ্যৎ, আর সমাজের ভারসাম্য।

- Collected!

23/10/2025

বিয়ে জীবনের আনন্দময় সিদ্ধান্ত, কিন্তু ভুল মানুষ বেছে নিলে- সেটা হয় আজীবনের শাস্তি...

বাংলাদেশে ২০২১ সাল থেকে ২০২২ সালে ডিভোর্সের হার দ্বিগুণ হয়ে যায়।

গবেষণায় দেখা যায়, ৭২% ডিভোর্স হয় মানসিক অমিল আর আন্ডারস্ট্যান্ডিং গ্যাপের কারনে।

চেহারার আড়ালে থাকা ব্রেইনকে বুঝে পাত্র-পাত্রী সিলেক্ট করুন। কারন এটাই নেপথ্য পরিচালক

Pre-Marriage Clarity Course for Right Partner Selection আপনাকে শেখাবে-

কীভাবে বিয়ের আগে তার মনের গঠন, অভ্যাস ও পরিবারিক মিল বোঝা যায়, যাতে বিয়ে হয় শান্তির, কষ্টের নয়।

একটা সঠিক পার্টনার = প্রশান্তিময় দাম্পত্য জীবন
একটা ভুল মানুষ = জ্বলাময় দাম্পত্য জীবন

✅ Join Now & Secure Your Happiness Before Marriage

https://familykingdom.net/couple-happiness-workshop2-2-2/

স্বামী তিন বিয়ে করেছেন, চতুর্থ বিয়েতেও আপত্তি নেইযেসব পুরুষের এক স্ত্রী থাকে সাধারণত তারা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ান ...
23/10/2025

স্বামী তিন বিয়ে করেছেন, চতুর্থ বিয়েতেও আপত্তি নেই

যেসব পুরুষের এক স্ত্রী থাকে সাধারণত তারা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ফারাহ ইকরার। এ ক্ষেত্রে ওই পুরুষদের স্ত্রীরাও অনুমতি দেন বলে দাবি করেন তিনি।

ফারাহ ইকরার সম্প্রতি রাবি পীরজাদার পডকাস্টে অংশ নিয়ে তার স্বামী ও পুরুষের একাধিক বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন।

স্বামীর আরও দুটি বিয়ে তার বিরুদ্ধে গেছে বলে মনে করেন না তিনি। এমন ধারণাকে ভুল ও নেতিবাচক চিন্তা বলে মনে করেন এ সংবাদ উপস্থাপিকা।

ফারাহ ইকরার জানান, তার স্বামী বর্তমানে দুই স্ত্রী ও ছেলে নিয়ে বিদেশে ভ্রমণ করছেন, এতে তার কোনো সমস্যা নেই।

ফারাহ ইকরার বলেন, টিভি উপস্থাপক ইকরার-উল-হাসানকে যখন তিনি দ্বিতীয়বার বিয়ে করেন, তখন তার স্বামীর প্রথম স্ত্রীর হয়তো খারাপ লেগেছিল।তবে স্বামীর তৃতীয় বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

তিনি জানান, এর আগেও তিনি বলেছিলেন, স্বামীর একাধিক বিয়েতে তার কোনো সমস্যা নেই।আল্লাহ যখন একজন মানুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন, তখন কে এটিকে বাধা দিতে পারে?

তিনি এই ধারণা প্রত্যাখ্যান করেন যে তার স্বামীর অন্য দুই স্ত্রী তার বিরুদ্ধে।

ফারাহ ইকরার আরও বলেন, তার স্বামী যদি চতুর্থ বিয়ে করতে চান, তাহলে তার কোনো সমস্যা হবে না।

এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এমন ধারণা ভুল যে যার টাকা আছে, সে পুরুষই একাধিক বিয়ে করে।একাধিক বিয়ের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই।

উপস্থাপিকার মতে, একজন পুরুষ একাধিক বিয়ে করতে চায় এবং সে চায় নারীরা তার আশেপাশে থাকুক।

ফারাহ ইকরার বলেন, যেসব পুরুষের কেবল একজন স্ত্রী থাকে তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে। এবং তাদের স্ত্রীরাই এ সম্পর্ক রাখার অনুমতি দেন।

তিনি বলেন, এটা বাস্তব যে অনেকের কাছেই তার এসব কথা খারাপ লাগতে পারে, কিন্তু সত্য হলো যাদের এক স্ত্রী রয়েছে, তাদের অধিকাংশই সম্পর্কে জড়িয়ে যায়।

ফারাহ ইকরারের মতে, স্ত্রীরা তাদের স্বামীকে বলে গার্লফ্রেন্ড রাখতে, পরকীয়া করতে কিন্তু ঘরে অন্য স্ত্রী আনতে নিষেধ করে।

উল্লেখ্য,ফারাহ ইকরারের স্বামী, টিভি উপস্থাপক ইকরার-উল-হাসান তিনটি বিয়ে করেছেন। তার এসব বিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয়।

-
ডন উর্দু থেকে অনুবাদ Collected.

22/10/2025

নিজের রোল বুঝে মাইন্ড ফোকাস করুন

নিজের জন্য রাইট পাত্র-পাত্রী সিলেকশন করার সাইন্স এখন আপনাদের হাতের নাগালে... Pre-marriage Clarity.... coming soon
20/10/2025

নিজের জন্য রাইট পাত্র-পাত্রী সিলেকশন করার সাইন্স এখন আপনাদের হাতের নাগালে...
Pre-marriage Clarity.... coming soon

20/10/2025

দায়িত্বশীল ২০ বছরের MAN ভার্সিটির ছাত্র হলেও যোগ্য পাত্র!
দায়িত্বহীন ৩২ বছরের BOY এম.এ পাশ হলেও অযোগ্য পাত্র! Man-child Disorder is a Hidden Crisis.

18/10/2025

ইমোশনাল ইন্টেলিজেন্স অর্জনের জন্য আলাদা করে সময় দেয়ার টাইম নাই? নাকি এর জন্য গুরুত্ব নেই?

সাফারিং এ না পরলে কেউ আগে থেকে লার্নিং নিতে চায় না কেন?

শুরু হয়েছে   Batch-2. এটা দাম্পত্য জীবনের প্রজ্ঞা আর মেন্টাল স্ট্রেংথের Flagship Workshop.ব্যাচ-২ এর সবাই লার্নিং এন্ড ম...
10/10/2025

শুরু হয়েছে Batch-2.

এটা দাম্পত্য জীবনের প্রজ্ঞা আর মেন্টাল স্ট্রেংথের Flagship Workshop.

ব্যাচ-২ এর সবাই লার্নিং এন্ড মেন্টাল স্ট্রেংথ অর্জনের ব্যাপারে বেশ ফোকাসড, বেশ সিরিয়াস!...

মাত্র ১টা ক্লাস হয়েছে, তা থেকেই অনেকে প্রজ্ঞা, সাহস আর এনার্জি বের করে নিয়েছে (স্ক্রিনশট দেয়া)

এখানে আছে ডাক্তার, পুলিশ অফিসার, BCS পরিক্ষার্থী, কর্পোরেট অফিশিয়াল, গৃহিনী, ব্যাবসায়ী, উদ্যোক্তা, বিবাহিতা স্টুডেন্ট, প্রবাসীসহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এর মানুষ!

সবার লক্ষ্য একটাই - দাম্পত্য জীবনে ট্রুলি ভালো থাকার সিক্রেট জেনে জীবনকে প্যারামুক্ত হাল্কা করে ফেলা...

আপনিও কি সেটাই চান?

৩ সপ্তাহের এই জুম লাইভ ওয়ার্কশপের নেক্সট ব্যাচ ওপেন হলে জানানো হবে ইনশাআল্লাহ

Md Ramijur Rahman Khan

ইমোশন বুঝে দাম্পত্য রিলেশনশিপ সুন্দর রাখার উপায়ঃআমরা অনেকেই ভাবি সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সময় বা ভাগ্যের কারণে। কিন্ত...
07/10/2025

ইমোশন বুঝে দাম্পত্য রিলেশনশিপ সুন্দর রাখার উপায়ঃ

আমরা অনেকেই ভাবি সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সময় বা ভাগ্যের কারণে।
কিন্তু আধুনিক মনোবিজ্ঞান বলছে, সম্পর্ক টিকে থাকে ইমোশনাল ইন্টেলিজেন্স (EI) বা আবেগিক বুদ্ধিমত্তার উপর।

ড্যানিয়েল গোলম্যান (Daniel Goleman) তার বিখ্যাত বই “Emotional Intelligence”-এ বলেন,
“IQ gets you hired, but EQ gets you promoted - both in your career and in your relationship.”

অর্থাৎ, বুদ্ধি আপনাকে জীবনের সুযোগ এনে দিতে পারে, কিন্তু আবেগিক বুদ্ধিমত্তাই সেটি টিকিয়ে রাখে।

ইমোশনাল ইন্টেলিজেন্স কী?

ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হলো নিজের ও অন্যের আবেগ বুঝে, সেই অনুযায়ী আচরণ করা।
গোলম্যান EI-কে ৫টি উপাদানে ভাগ করেছেন:

1. Self-awareness (আত্ম-সচেতনতা)
2. Self-regulation (আবেগ নিয়ন্ত্রণ)
3. Motivation (প্রেরণা)
4. Empathy (সহানুভূতি)
5. Social skills (সামাজিক দক্ষতা)

সম্পর্কে এই পাঁচটি গুণ যত বেশি, সম্পর্ক ততই স্থিতিশীল, শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী হয়।

গবেষণায় যা দেখা গেছে
Journal of Marriage and Family (2020)-এর এক স্টাডি অনুযায়ী, যেসব দম্পতির ইমোশনাল ইন্টেলিজেন্সের স্কোর বেশি, তাদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনা ৬০% কম।

আরেক গবেষণায় দেখা গেছে, পার্টনারের আবেগ বোঝা এবং তা “validate” করার অভ্যাস দম্পতির মধ্যে আস্থা ও সন্তুষ্টি দ্বিগুণ করে।

ইমোশনাল ইন্টেলিজেন্স কোনো বিলাসিতা নয়, এটি সম্পর্ক টিকিয়ে রাখার “মূল চাবিকাঠি”।

যেসব দম্পতি নিজেদের ও একে অপরের আবেগ বুঝতে শেখে, তাদের সম্পর্ক শুধু টিকে থাকে না- বরং প্রতিদিন আরও গভীর হয়।

ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে দাম্পত্য জীবনের ড্রাইভিং লাইসেন্স এর মত। দাম্পত্য জার্নি সুন্দর করতে নিজের ও পার্টনারের ইমোশনাল স্ট্যাটাস বুঝে আগাতে হবে।

How to defeat   & win  মানুষের ভেতরে দুটি শক্তি একসাথে কাজ করে, ইগো এবং ক্যারেক্টার... 👉  Ego ফোকাস করে validation, stat...
02/10/2025

How to defeat & win
মানুষের ভেতরে দুটি শক্তি একসাথে কাজ করে, ইগো এবং ক্যারেক্টার...

👉 Ego ফোকাস করে validation, status, pride, appreciation আর অন্যের উপর নিজের স্বীকৃতি চাওয়ার প্রবণতাকে
👉 চরিত্র (Character) ফোকাস করে integrity, generosity, humility, resilience, purpose এবং দায়িত্ববোধমূলক আচরণকে।

মনোবিজ্ঞানীরা বলেন, যখন ইগো প্রাধান্য পায় তখন আমরা রাগান্বিত, প্রতিরক্ষামূলক, ঈর্ষাপরায়ণ হয়ে যাই। আর যখন ক্যারেক্টর নির্ভর মানসিকতা প্রাধান্য পায় তখন আমরা শান্ত, স্থির, উদার, ও অনুপ্রেরণাদায়ী হয়ে উঠি।

🔍 রায়ান হলিডে তাঁর জনপ্রিয় বই “Ego is the Enemy”-তে বলেছেন: “Ego is the enemy of what you want and of what you have”
অর্থাৎ ইগো বা অহংকার আপনার অর্জনের পথে সবচেয়ে বড় বাধা।

ScienceDirect 2022 সালে এক গবেষণায় দেখায়, যারা নিজেদের ইগো নিয়ন্ত্রণ করতে পারে, তাদের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বেশি এবং তারা সোশ্যাল রিলেশনশিপে অনেক বেশি সফল।

Frontiers in Psychology ২০২১ সালে এক বিশ্লেষণে বলেছে, character & personality power মূলত ego-resiliency বা অহংকারকে সামলানোর একটা দক্ষতা...

সিগমুন্ড ফ্রয়েডের সাইকোএনালিটিক থিওরী অনুযায়ী, Ego হলো মানুষের ভেতরের বর্বর মানসিকতা(id) আর আধ্যাত্মিক মানসিকতার (superego) মধ্যস্থতাকারী। কিন্তু যখন এই ego ফুলে ওঠে, তখন ভারসাম্য ভেঙে যায় এবং ব্যক্তি সমস্যায় পড়ে।

✅ চলুন জেনে নেই ইগোকে পরাজিত করে ক্যারেক্টার বিল্ডিং করার ৫টি বৈজ্ঞানিক পদ্ধতি:

১.
নিজের লিমিটেশন মেনে নিতে শিখুন, প্রয়োজনে অন্যের হেল্প নিন এবং তাকে ক্রেডিট দিন। প্রতিদিন বিনয় চর্চা করুন।
যখন আপনি কোন কিছু না জানেন তখন বলুন- "আমি জানি না”অথবা যখন ভুল হয়ে যায় তখন বলুন, “আমি ভুল করেছি, সরি”- এই সরল স্বীকারোক্তি ইগো ভেংগে মেন্টাল হিলিং মেডিসিন তৈরি করে

২.
জীবনের ব্যর্থতা, লস বা সমালোচনাকে লাইফের গ্রোথ টুল হিসেবে দেখতে শিখুন।
ইগো সমালোচনাকে সহ্য করতে পারে না, কিন্তু ক্যারেক্টার সমালোচনা মন দিয়ে শোনে, চিন্তা করে এবং উন্নতির রাস্তা বানিয়ে নেয়।
কোন বিপদে বা ঝামেলায় পরলে চিন্তা করুন- 'what does this teach me', instead of 'why me?'

৩.
অন্যকে help করতে এগিয়ে আসুন, শুধু নিজের স্বার্থ নিয়ে পরে থাকবেন না। কেউ স্বীকৃতি দিক বা না দিক অন্যের জন্য উদারভাবে চিন্তা করুন। উদারতা বা generosity ইগোকে খতম করে দেয়,আর চারিত্রিক উৎকর্ষতা নিয়ে আসে।

৪.
নিয়মিত “Ego Audit” করুন।
দিন শেষে লিখে ফেলুন, আজ কোথায় ইগো তাড়িত হয়ে কাজ করেছেন আর কোথায় চারিত্রিক মাধুর্য দিয়ে কাজ করেছেন? আজ ইগো কয়বার জয়ী হলো আর চরিত্র কয়বার জয়ী হলো?
এই সেল্ফ অডিট আপনাকে প্রগ্রেস দিবে কয়েক সপ্তাহের মধ্যেই, প্রতি সপ্তাহের আপডেট ট্রেক করুন।

৫.
অন্যের সাথে নিজের তুলনা (comparison) করা ছেড়ে দিন, বরং নিজের ব্লেসিংস দিয়ে কিভাবে অন্যের জন্য অবদান (contribution) রাখতে পারেন সেটা নিয়ে ভাবুন।
ইগো বলে “আমি কার চেয়ে বড়/ছোট?”
চরিত্র বলে “আমি কী অবদান রাখতে পারি?”

কিছু শেষ কথা:
ইগোইস্টিক বিহ্যাভিয়ার সাময়িক একটা আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে দুনিয়া ও আখিরাতে। সুন্দর চরিত্র হয়তো ধীরগতি, কিন্তু সেটিই আসলে স্থায়ী সম্মান, ভালোবাসা ও সাফল্যের মূল ভিত্তি।
-
মো: রামিজুর রহমান খান
ফ্যামিলি কোচ
ম্যারেজ কাউন্সিলর
ফাউন্ডার, ফ্যামিলি কিংডম কাউন্সেলিং

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801711434137

Alerts

Be the first to know and let us send you an email when Family Kingdom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Family Kingdom:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram