Family Kingdom

Family Kingdom Marriage & Family Psychologist. Conjugal connection repair works, priorities setting ideas and life trade off comparison.

Counselling services for any life or career related issues or challenges.

গতকালের ক্লাস ছিল আই ওপেনিং...  দাম্পত্য জীবনে হ্যাপিনেস হ্যাবিট বিল্ডিং ওয়ার্কশপ Fly Together Higher এর ৪র্থ ক্লাস ছিল ...
02/09/2025

গতকালের ক্লাস ছিল আই ওপেনিং... দাম্পত্য জীবনে হ্যাপিনেস হ্যাবিট বিল্ডিং ওয়ার্কশপ Fly Together Higher এর ৪র্থ ক্লাস ছিল ফ্যামিলি ডায়নামিকস নিয়ে।

জয়েন্ট ফ্যামিলিতে থাকা ভালো? নাকি আলাদা বাসা নিয়ে থাকা উচিত - এটা নিয়ে অনেকের কনফিউশান থাকে- এটা একদম ক্লিয়ার হয়ে গেছে কী করা দরকার, কেন দরকার

পাশাপাশি ম্যান-চাইল্ড ডিসঅর্ডার কিভাবে মোকাবিলা করা যায় সেটা নিয়েও ইনসাইটফুল লেকচার শেয়ারিং হয়েছে...

১ম ব্যাচের অসাধারণ ওয়ার্কশপের বাকি আছে ফাইনাল & ৫ম ক্লাস....

২য় ব্যাচের রেজিস্ট্রেশন ওপেন হবে ১০ই সেপ্টেম্বর..

সাথেই থাকুন দাম্পত্য হ্যাপিনেস জার্নিতে...

হারাম রিলেশনের কুফল অনেক। তন্মধ্যে বিশেষ কয়েকটি হল : (আমাদের  #দাম্পত্য_ওয়ার্কশপের হোম ওয়ার্ক হিসেবে লিখেছেন একজন নারী ...
01/09/2025

হারাম রিলেশনের কুফল অনেক। তন্মধ্যে বিশেষ কয়েকটি হল :

(আমাদের #দাম্পত্য_ওয়ার্কশপের হোম ওয়ার্ক হিসেবে লিখেছেন একজন নারী পার্টিসিপ্যান্ট)


হারাম সম্পর্কে জড়ালে সবার আগে মনের শান্তি এবং সন্তুষ্টি হারিয়ে ফেলে।


সে ধীরে ধীরে আল্লাহ, পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। কারণ সে তখন খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়।


শুরুর কিছুদিন খুব স্বাচ্ছন্দ্যে থাকলেও, ধীরে ধীরে শারীরিক, মানসিক, পারিবারিক,সামাজিক, অর্থনৈতিক, সবদিক থেকে ক্ষতির সম্মুখীন হয়।


অল্প কিছুদিনের মধ্যেই ভালোভাবে বুঝতে পারেন যে সব থেকে বেশি ফাঁকি দিয়েছে নিজেকে। যার ফল তাকে এই দুনিয়া এবং আখিরাতে ভোগ করতে হবে। কিন্তু সামনের মানুষের কাছে বা অন্য সবার কাছে ছোট হয়ে যাবে এটা চিন্তা করে অভিনয় করতে থাকে, যেটা মনের অশান্তি আরও ১০ গুন বাড়িয়ে দেয়।


হারাম সম্পর্কে জড়িয়ে মানুষ শুধু তার পারিবারিক সম্পর্কই নয় আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়।


আর এই হারাম সম্পর্ক যখন কেউ বিবাহের পরে করে তখন সে সর্বোচ্চ সীমা লংঘনকারীদের কাতারে সামিল হয় যার শাস্তি অত্যন্ত কঠোর।


বিয়ের পরে হারাম সম্পর্কে প্রবেশকারী একজন ব্যক্তি তার স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের মতো অন্ধকারে ঠেলে দেয় যেটি হত্যা সমান । কিন্তু সে ব্যক্তি একবারও চিন্তা করে দেখে না যে সমস্ত কৃতকর্মের ফল তার পিতা মাতা সমানভাবে ভোগ করবে আখিরাতে। বিষয়টি ঠিক এমন যে গর্ত করে সেই গর্তে পড়ে।


অনেক সময় দেখা যায় এরকম হারাম সম্পর্কে লিপ্ত পুরুষ বা মহিলা তাদের স্বামী বা স্ত্রীকে ও সন্তানকে ধোকা দিয়ে খুব খুশিতে জীবন যাপন করে। কিন্তু এটি দেখে হতাশ হবার কিছু নেই কারণ দুনিয়াতে সবথেকে খুশি থাকে ইবলিশ এবং তার অনুসারীরা।


এই দুনিয়াতে হারাম সম্পর্কে লিপ্ত ব্যক্তি সকল ধরনের বরকত থেকে বঞ্চিত।
এবং আখিরাতে সবথেকে লজ্জিত ব্যক্তি।

একজন মুসলিম বা একজন মুসলিমা হিসাবে আমাদের সব সময় নিজের আখেরাতের কথা চিন্তা করে হারাম সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আল্লাহ যেন শয়তানের ধোঁকা থেকে দূরে রাখেন।

১০
হারাম সম্পর্ক অত্যন্ত লোভনীয় একটি পাপ যা থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময়ই আল্লাহর রহমত এবং শাস্তি দুটি বিষয় মাথায় রাখা দরকার

31/08/2025

জীবনে ঝামেলা যতই থাকুক- চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে...

শিশুদের সুস্থভাবে বড় করার জন্য পরিবারে শান্ত পরিবেশ রাখা অত্যন্ত জরুরী।বাবা-মা এর ঝগড়া শিশুদের মস্তিষ্কে যু/দ্ধক্ষেত্রের...
31/08/2025

শিশুদের সুস্থভাবে বড় করার জন্য পরিবারে শান্ত পরিবেশ রাখা অত্যন্ত জরুরী।

বাবা-মা এর ঝগড়া শিশুদের মস্তিষ্কে যু/দ্ধক্ষেত্রের মতো প্রভাব ফেলে! 💔👶

ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর গবেষকরা দেখিয়েছেন, যেসব শিশু নিয়মিত বাবা-মায়ের ঝগড়া বা পারিবারিক কলহ দেখে, তাদের মস্তিষ্কের কিছু অংশ সবসময় #ভয় বা হু/মকির সিগনাল পেতে থাকে।

এই প্রতিক্রিয়া অনেকটা যু/দ্ধফেরত সৈনিকদের মস্তিষ্কের মতো অবস্থা হয়।

দীর্ঘমেয়াদে শিশুদের মধ্যে চিন্তা, ভয়, মানসিক চাপ ও মানসিক রোগের ঝুঁকি বেড়ে যায়।

-কালেকটেড

তাই - দাম্পত্য জীবনের বিতর্ক রুদ্ধদ্বারে সেরে নিন, শিশুর সামনে নয়

ব্লেইম গেইমে শিশুকে জড়াবেন না, বাবার অভিযোগ সন্তানের কাছে, বা মায়ের বদনাম সন্তানের কাছে চাকু দিয়ে কলিজা ভাগ করার মত ভ*য়াব*হ বিষয়....

যদি এমন একটা বই পড়েন যেখানে এক পৃষ্ঠা পড়ার পর আগের পেইজে ফিরে দেখার সুযোগ নেই, তাহলে কতটা মনোযোগ দিয়ে পড়তেন? জীবন হচ্ছে ...
30/08/2025

যদি এমন একটা বই পড়েন যেখানে এক পৃষ্ঠা পড়ার পর আগের পেইজে ফিরে দেখার সুযোগ নেই, তাহলে কতটা মনোযোগ দিয়ে পড়তেন?

জীবন হচ্ছে এমন একটা বই- আগের দিনে কখনো ফিরে যেতে পারবেন না...

তাই প্রতিদিন সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করুন

Very inspiring feedback from... Couple Workshop   participant...It's a transformational journey--from confusion to confi...
26/08/2025

Very inspiring feedback from... Couple Workshop participant...

It's a transformational journey-

-from confusion to confidence
-from complaining to complementing
-from mentally broken to brightness...

with
Md Ramijur Rahman Khan

Inspiring review from gentleman from Australia.... Ventilate your mental fogg & see solution within you. Talk to expert....
21/08/2025

Inspiring review from gentleman from Australia.... Ventilate your mental fogg & see solution within you. Talk to expert...

Conjugal   was very fulfilling... Alhamdulillah.  We are amazed to see overwhelming positive response from the learning ...
18/08/2025

Conjugal was very fulfilling... Alhamdulillah.

We are amazed to see overwhelming positive response from the learning partners...

Perspective shift & reframing reality to see solution is life changing...

We will arrange it again... Stay connected to get update

with
Md Ramijur Rahman Khan

আপনি কি কখনো নিজের বাড়ির মধ্যে থেকেই অবহেলিত হয়েছেন? ভুল বোঝাবুঝি বা হ্যারেজ হয়েছেন?অনেকেই হয়তো বলবেন, “পরিবার মানেই ভাল...
09/08/2025

আপনি কি কখনো নিজের বাড়ির মধ্যে থেকেই অবহেলিত হয়েছেন? ভুল বোঝাবুঝি বা হ্যারেজ হয়েছেন?

অনেকেই হয়তো বলবেন, “পরিবার মানেই ভালোবাসার জায়গা, মা-বাবা কখনো সন্তানের খারাপ চান না।”

ঠিক কথা। কিন্তু বাস্তবতা একটু অন্যরকমও হতে পারে।

প্রতিদিন হাজারো সন্তান এমন এক মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, যেখানে তারা পরিবারের ‘সাইলেন্ট পলিটিক্স’-এর শিকার হয়ে পড়ে।

এ এক অদৃশ্য খেলা—মাইন্ড গেম, যা বাবা-মা নিজেরাও অনেকে বুঝে খেলেন, আবার অনেকে না বুঝেই।

বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক যুদ্ধটা হয় তখন, যখন আপনাকে লড়তে হয় তাদের বিরুদ্ধেই, যাদের ছায়া হয়ে থাকার কথা ছিল সবসময়।

একটা প্রশ্ন অনেকেই করেন, বাবা-মায়েরা কি ভুল করেন না?

সমাজের চিরাচরিত ধারণা আছে, “মা-বাবা সবসময় ঠিক, সন্তানেরই ভুল।” কিন্তু এই ধারণা শতভাগ সঠিক নয়।

বয়সের ভারে মানসিক পরিণতিও বাড়ে, কিন্তু ভুল করার প্রবণতা তো শেষ হয় না।

দুঃখের বিষয়, এই সমাজ সন্তানকে খুব সহজেই দোষী বানিয়ে দেয়, কিন্তু বাবা-মায়ের আচরণ প্রশ্নবিদ্ধ হলে চুপ করে যায়।

ভার্বাল অ্যাবিউজ, সাইলেন্ট ট্রিটমেন্ট, এক সন্তানকে তোল্লাই দেওয়া, আরেকজনকে নীচে নামানো—এই চিরপরিচিত খেলা বহু পরিবারেই প্রতিদিন চলতে থাকে।

অনেক বাবা মায়ের কাছে যে সন্তান মাথা নিচু করে সবকিছু মেনে নেয়, সবার মন রক্ষা করে—সে হয়ে ওঠে আদর্শ সন্তান।

আর যে প্রতিবাদ করে, নিজের জায়গা থেকে অন্যায়ের বিরোধিতা করে—সে হয় “অহংকারী”, “অসহিষ্ণু”, এমনকি “অযোগ্য”।

অথচ এর পেছনে কত আবেগ, কত সহ্য, কত অবহেলার ক্ষত জমে থাকে, তা কেউ জানে না।

মা-বাবার সামনে “সেরা সন্তান” তৈরি করতে গিয়ে অন্য সন্তানের ইমেজ ধ্বংস করা হয়—ইচ্ছে করে হোক বা অজান্তে।

একসময় সেই সন্তানটি নিজেকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে নেয়। মানসিকভাবে দূরে সরে যায়, কারণ আত্মমর্যাদার প্রয়োজন হয়। আর তখনই শুরু হয় "তুমি তো কিছুই করো না"- টাইপ অপমান।

মনে রাখবেন, আত্মমর্যাদা না থাকলে কোন সম্পর্কই টিকে না...

কখনো কখনো মা-বাবার ভেতরে জমে থাকা অতৃপ্তি, হীনমন্যতা, বা কারো প্রতি পক্ষপাতদুষ্ট মনোভাব সন্তানের জীবনের দিক পরিবর্তন করে দেয়। সম্পর্কের ভিত নড়ে যায়, সন্তানের আত্মবিশ্বাস চূর্ণ হয়, তারা নিজেদের অসফল ভাবতে শুরু করে।

পৃথিবীতে সবচেয়ে স্থায়ী ও নির্ভরযোগ্য সম্পর্ক জীবনসঙ্গীর সঙ্গে। যিনি পাশে দাঁড়ান, বুঝতে চান, আগলে রাখেন—তিনি-ই প্রকৃত বন্ধু, পরিবার, আশ্রয়।

যদি সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যায়, তবে পুরো পৃথিবীটাই যেন আপন হয়ে ওঠে।

আর যদি না পাওয়া যায়? তাহলে পরিবর্তন করতে দ্বিধা করতে নেই, ভালো মানুষ খুজলেই পাওয়া যাবে।

তবে, সব মা-বাবা খারাপ নয়, যেমন সব সন্তানও দুশ্চরিত্র নয়। কিন্তু আমাদের সমাজে একপাক্ষিক দৃষ্টিভঙ্গির কারণে বহু সন্তান মানসিকভাবে ক্ষত-বিক্ষত হয়ে বেড়ে ওঠে।

অভিভাবকত্ব একটা দায়িত্ব, সেটা শুধুই জন্মদানের মধ্যে সীমাবদ্ধ নয়। আর সন্তানেরাও মানুষ, তাদেরও সম্মান, অনুভব, মনের জায়গা আছে।

নিজের সন্তানের আত্মসম্মান ভাঙলে, সে একদিন আপনাদের আর মনে রাখবে না—যতই আপনি তার জন্য গর্বের গল্প বলেন না কেন।
-

লেখাটি সংগৃহীত এবং কিছুটা পরিমার্জিত

বিজনেসে  #কাস্টমার ম্যানেজ করতে স্ট্রাগল করছেন? আবার বাসায়  #ওয়াইফও অভিযোগ শোনাচ্ছে প্রচুর?  দুইটা challenge একসাথে   #স...
09/08/2025

বিজনেসে #কাস্টমার ম্যানেজ করতে স্ট্রাগল করছেন? আবার বাসায় #ওয়াইফও অভিযোগ শোনাচ্ছে প্রচুর?

দুইটা challenge একসাথে #সমাধান করতে পারলে কেমন হয়? দারুণ হয় না?

আপনি সেটাই করতে যাচ্ছেন আগামী কয়েক দিনের মধ্যে!

কাস্টমার এবং ওয়াইফ - এই দুইজন আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ!

তাদেরকে ইন্সট্যান্টলি ইনফ্লুয়েন্স করার দক্ষতা আপনাকে দুইটা challenge একসাথে win করার সক্ষমতা দিবে।

জীবন চলবে কিং স্টাইলে...

জয়েন করুন
INFLUENCE MASTERY স্পেশাল ট্রেনিং এ:
https://forms.gle/xd43zHjAfDaGbjqi7

Advanced Talk Alchemy & Neuropsychology Based এই ট্রেইনিং আনার সকল স্কিল কাজে লাগানোর সেন্ট্রাল পিলার হিসেবে কাজ করবে

কিং স্টাইলের প্রভাব বিস্তারকারী লাইফ পেতে কত টাকা বাজেট রাখতে চান?

১০,০০০ টাকা ভ্যালুর ম্যাজিক্যাল এই ট্রেনিং এ মাত্র ৬৯০ টাকায় জয়েন করতে পারবেন আজকে।

১ম ব্যাচের #ফোকাসড ক্লাসে সীমিত ৭৫ জন পাবেন এই সুযোগ

এটা মিস করলে আপনার লস কতটুকু হবে?
বিজনেস এবং ফ্যামিলি - একসাথে নিজের পক্ষে আনার সুযোগ মিস করলে ক্ষতিটা হবে বিশাল বড়...

খরচ নয়, #ইনভেস্ট করুন নিজের ব্রেইনের উপর... তাহলেই কিং স্টাইলে প্রভাব বিস্তার করে বাচতে পারবেন, ঘরে বাইরে....

When You Learn Science of Influencing,
You Become Influential - Like a KING!

Md Ramijur Rahman Khan

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801711434137

Alerts

Be the first to know and let us send you an email when Family Kingdom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Family Kingdom:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram