Family Kingdom

Family Kingdom Marriage & Family Psychologist. Conjugal connection repair works, priorities setting ideas and life trade off comparison.

Counselling services for any life or career related issues or challenges.

Happening tonight... আজকে সন্ধ্যায় হতে যাচ্ছে  #ইমোশনাল_ইন্টেলিজেন্স_ফর_ম্যারিড_লাইফের পাওয়ার সেশন ২  হাই পেইড স্পেশাল গ...
09/11/2025

Happening tonight... আজকে সন্ধ্যায় হতে যাচ্ছে #ইমোশনাল_ইন্টেলিজেন্স_ফর_ম্যারিড_লাইফের পাওয়ার সেশন ২

হাই পেইড স্পেশাল গ্রুপের সাথে দেখা হচ্ছে আজ সন্ধ্যায় Inner Circle Mastermind (ICM) Training এ।

With
Md Ramijur Rahman Khan

১০ তারিখে আরক্টা ব্লাস্টিং মাস্টারক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ... ফ্রী জয়েন করতে পারবেন অল্প কয়েকজন। WhatsApp গ্রুপে যুক্ত...
02/11/2025

১০ তারিখে আরক্টা ব্লাস্টিং মাস্টারক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ...
ফ্রী জয়েন করতে পারবেন অল্প কয়েকজন।

WhatsApp গ্রুপে যুক্ত হয়ে সকল আপডেট নিতে থাকুন https://url-shortener.me/8IUV

02/11/2025

Container vs Content
Profile vs Peace of mind

বিয়ের আগে পার্টনার সিলেকশনের সাইন্স বোঝা কেন জরুরীঃলাইফ পার্টনার সিলেকশন কোনো খেলা নয়, এটি একটি সাইন্স ড্রিভেন ডিসিশন ম...
01/11/2025

বিয়ের আগে পার্টনার সিলেকশনের সাইন্স বোঝা কেন জরুরীঃ

লাইফ পার্টনার সিলেকশন কোনো খেলা নয়, এটি একটি সাইন্স ড্রিভেন ডিসিশন মেকিং প্রসেস। আপনাকে বুঝতে হবে-

• নিউরো সাইন্সের আলোকে সম্ভাব্য পার্টনারের মূল্যবোধ উইশ-লিস্ট এনালাইসিস করা।
• আপনার সাথে পার্থক্য, মিল ও সাধরন প্রবনতা নিয়ে সাইকোলজিক্যাল বিশ্লেষণ করা
• তার রিলেশনশিপ ফিলসফি, ইন্টারপার্সোনাল স্কিল ও বিয়ের জন্য মানসিক প্রস্তুতি কেমন- তার ধারনা নেয়া।

বিয়ে মানেই শুধু প্রেম, রোমান্স বা কেমিস্ট্রি নয়। অনেক দম্পতি বিয়ে করার পরই বুঝতে পারেন, তারা প্রকৃতপক্ষে একে অপরকে ভালোভাবে বুঝে বেছে নেয়নি। তারা ভুল মানুষকে বিয়ে করে ফেলেছে।

নিচের ৫টা পয়েন্টে বেশ কিছু গবেষণা, থিওরী ও বাস্তব উদাহারনের আলোকে কিছু বিশ্লেষণ শেয়ার করা হলো।

১. মিল বা সাদৃশ্য (Assortative Mating / Matching)
গবেষণাগুলি প্রমাণ করে যে, দম্পতিরা প্রায়শই একই ধরনের গুণাবলীর মিল খোঁজে, যাকে মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে assortative mating বলা হয়। যেমন, educational level, সামাজিক পূর্বভুমি, মূল্যবোধ, ব্যক্তিত্ব)

সাধারণ একটি থিওরি হলো Matching Hypothesis, মানুষ প্রায়ই এমন কাউকে বেছে নেয় যিনি তাদের নিজের সামাজিক/শারীরিক আকর্ষণে সমান।

তবে শুধু মিলেই সবকিছু ঠিক থাকে না। মিল + পারস্পরিক গ্রহণযোগ্যতা + গ্রোথ মাইন্ডসেট একসাথে সম্পর্ককে শক্তিশালী করে।

২. পার্টনার সিলেকশন: একটি ক্রিটিক্যাল রিভিউ

সম্প্রতি S. Devenport (2023) এর একটি রিভিউ বলেছে, সেকুলার সমাজে শুধুমাত্র গ্ল্যামার অথবা চেহারার আকর্ষনের ভিত্তিতে পাত্র-পাত্রী চয়েস করা হয়।
এখানে কালচারাল, সামাজিক ও মানসিক প্রেক্ষাপট ঠিকভাবে বিবেচনায় আনা হয় না, যা একটা ভুল সিদ্ধান্ত।

পার্টনার সিলেকশন সিদ্ধান্তে শুধুমাত্র আকর্ষণ, মূল্যবোধ বা সামাজিক মিল যথেষ্ট নয়, রোল মডেল, সামাজিক যোগাযোগ, পারিবারিক প্রভাব ও filtering প্রসেস অনেক বড় ভূমিকা রাখে।

৩. বিয়ের আগে প্রেম ও বৈবাহিক ঝুঁকি

একাধিক সমীক্ষায় দেখা গেছে, যারা বিবাহ হওয়ার আগে প্রেমে মত্ত থেকেছে, তাদের মধ্যে কমিউনিকেশন সমস্যা ও বিবাহবিচ্ছেদ প্রবণতা একটু বেশি রয়েছে

৪. VSA Model (ভলনারিবিলিটি-স্ট্রেস-অ্যাডাপটেশন মডেল)

Benjamin Karney ও Thomas Bradbury এর VSA Model রিলেশনশিপ সাইন্সকে একটি শক্তিশালী কাঠামো দেয়, যা থেকে বৈবাহিক জীবনের কোয়ালিটি আন্দাজ করা যায়ঃ

• Enduring Vulnerabilities: ব্যক্তির স্থায়ী মানসিক বৈশিষ্ট্য কেমন? যেমন: আত্মসম্মান, পছন্দ অপছন্দ, কথা বলার ধরন
• Stressful Events: জীবনের চ্যালেঞ্জ সে কিভাবে মোকাবেল করে? যেমন, আর্থিক চাপ, স্বাস্থ্য সমস্যা, কর্মসংস্থান ক্রাইসিস ইত্যাদি কিভাবে হ্যান্ডেল করে?
• Adaptive Processes: সমস্যা মোকাবেলার কৌশল হিসেবে সে কী কী করে? তার কমিউনিকেশন স্টাইল, ফনফ্লিক্ট ম্যানেজ করার স্টাইল, বা সহানুভূতি সেন্স ব্যাবহার করার আইডিয়া কেমন

যেসব মানুষ পার্টনার সিলেকশনের সময় এই “ভলনারিবিলিটি ও অ্যাডাপটেশন” বিষয়গুলো বিবেচনায় নেয়, তাদের বিবাহ সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৫. প্রি-ম্যারেজ কাউন্সেলিং ও রিলেশনশিপ এডুকেশন (Relationship Education)

American Psychological Association গবেষণা দেখায় যে, প্রি ম্যারেজ কাউন্সেলিং বা বন্ধনের লেসন নেয়াটা সম্পর্কের জন্য “প্রটেকটিভ স্ট্র্যাটেজি” হিসেবে কাজ করে।

একটি মেটা অ্যানালাইসিসে দেখা গেছে, যারা প্রি ম্যারেজ প্রোগ্রামে অংশ নিয়েছেন, তাদের ডিভোর্সের ঝুঁকি প্রায় ৩১% কম ছিল।

লিখাটি পছন্দ হলে সবার উপকারে শেয়ার করবেন প্লীজ
---
লেখক:
মো: রামিজুর রহমান খান Md Ramijur Rahman Khan

ফ্যামিলি কোচ,
ম্যারেজ কাউন্সিলর
সাইকোলজিস্ট, ট্রেইনার

29/10/2025

IQ gets you hired, but EQ gets you promoted & also gives you happily married life...

“তালা/ক কেন বাড়ছে?”৯ মাসের বাস্তব গবেষণায় ২৪৫ জন তা"লাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে, জানতে চাওয়া হয়: কেন ভ...
25/10/2025

“তালা/ক কেন বাড়ছে?”
৯ মাসের বাস্তব গবেষণায় ২৪৫ জন তা"লাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে, জানতে চাওয়া হয়:

কেন ভাঙ'ছে সম্পর্ক?

গবেষণার দেখা যায়-
৭২% তা"লাক হয়েছে ভুল বোঝাবুঝি, অ"হং"কার, এবং একে অপরকে সম্মান না করার কারণে।
১৮% তা"লাকের মূল কারণ পর"কীয়া।

🔸 ১০% তা"লাক ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা ও অবাস্তব চাহিদার কারণে।

👉 আশ্চর্যের বিষয় হলো, ৭৮% তা"লাকের কারণ নারী, আর ২২% ক্ষেত্রে দায়ী পুরুষ।

তা"লাকের পর অনুশোচনা:

৯২% নারী ও পুরুষই তা"লাকের পর অনুতপ্ত।
তাদের মুখে একটাই কথা-

“সিদ্ধান্তটা ভু"ল ছিল... যদি আরেকটু ধৈর্য ধরতাম!”
তা"লাকের পর নারীদের অবস্থা:

৮৯% তা"লাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না।

৪% নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে।
৭% নারী ভু"ল পথে চলে গেছে সমাজের অবহেলায়।

পুরুষদের অবস্থাঃ
৮৫% পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে।
১৩% পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী।
২% পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে।

আরও বিস্ময়ের বিষয় হলো:
৬৭% পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে,
অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র ০.১% ক্ষেত্রে!

দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা:
১২% নারী দ্বিতীয় বিয়েতেও তা"লাকপ্রাপ্ত।
৮৯% নারী দ্বিতীয় সংসারে অসুখী।
অন্যদিকে, মাত্র ২% পুরুষ দ্বিতীয়বার তা"লাক দিয়েছে,
এবং মাত্র ৩% পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী।

সবচেয়ে অবাক করা তথ্য হলো-
দ্বিতীয়বার তা"লাক দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের তা"লাকপ্রাপ্ত নারী!

কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে, তাদের ৯৩% পুরুষই সুখী সংসার করছে।

তা"লাক শুধু দুটি জীবনের বিচ্ছেদ নয় এটা ভে"ঙে দেয় একটি পরিবারের শান্তি । একটি শি"শু"র ভবিষ্যৎ, আর সমাজের ভারসাম্য।

- Collected!

23/10/2025

বিয়ে জীবনের আনন্দময় সিদ্ধান্ত, কিন্তু ভুল মানুষ বেছে নিলে- সেটা হয় আজীবনের শাস্তি...

বাংলাদেশে ২০২১ সাল থেকে ২০২২ সালে ডিভোর্সের হার দ্বিগুণ হয়ে যায়।

গবেষণায় দেখা যায়, ৭২% ডিভোর্স হয় মানসিক অমিল আর আন্ডারস্ট্যান্ডিং গ্যাপের কারনে।

চেহারার আড়ালে থাকা ব্রেইনকে বুঝে পাত্র-পাত্রী সিলেক্ট করুন। কারন এটাই নেপথ্য পরিচালক

Pre-Marriage Clarity Course for Right Partner Selection আপনাকে শেখাবে-

কীভাবে বিয়ের আগে তার মনের গঠন, অভ্যাস ও পরিবারিক মিল বোঝা যায়, যাতে বিয়ে হয় শান্তির, কষ্টের নয়।

একটা সঠিক পার্টনার = প্রশান্তিময় দাম্পত্য জীবন
একটা ভুল মানুষ = জ্বলাময় দাম্পত্য জীবন

✅ Join Now & Secure Your Happiness Before Marriage

https://familykingdom.net/couple-happiness-workshop2-2-2/

স্বামী তিন বিয়ে করেছেন, চতুর্থ বিয়েতেও আপত্তি নেইযেসব পুরুষের এক স্ত্রী থাকে সাধারণত তারা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ান ...
23/10/2025

স্বামী তিন বিয়ে করেছেন, চতুর্থ বিয়েতেও আপত্তি নেই

যেসব পুরুষের এক স্ত্রী থাকে সাধারণত তারা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়ান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ফারাহ ইকরার। এ ক্ষেত্রে ওই পুরুষদের স্ত্রীরাও অনুমতি দেন বলে দাবি করেন তিনি।

ফারাহ ইকরার সম্প্রতি রাবি পীরজাদার পডকাস্টে অংশ নিয়ে তার স্বামী ও পুরুষের একাধিক বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন।

স্বামীর আরও দুটি বিয়ে তার বিরুদ্ধে গেছে বলে মনে করেন না তিনি। এমন ধারণাকে ভুল ও নেতিবাচক চিন্তা বলে মনে করেন এ সংবাদ উপস্থাপিকা।

ফারাহ ইকরার জানান, তার স্বামী বর্তমানে দুই স্ত্রী ও ছেলে নিয়ে বিদেশে ভ্রমণ করছেন, এতে তার কোনো সমস্যা নেই।

ফারাহ ইকরার বলেন, টিভি উপস্থাপক ইকরার-উল-হাসানকে যখন তিনি দ্বিতীয়বার বিয়ে করেন, তখন তার স্বামীর প্রথম স্ত্রীর হয়তো খারাপ লেগেছিল।তবে স্বামীর তৃতীয় বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

তিনি জানান, এর আগেও তিনি বলেছিলেন, স্বামীর একাধিক বিয়েতে তার কোনো সমস্যা নেই।আল্লাহ যখন একজন মানুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন, তখন কে এটিকে বাধা দিতে পারে?

তিনি এই ধারণা প্রত্যাখ্যান করেন যে তার স্বামীর অন্য দুই স্ত্রী তার বিরুদ্ধে।

ফারাহ ইকরার আরও বলেন, তার স্বামী যদি চতুর্থ বিয়ে করতে চান, তাহলে তার কোনো সমস্যা হবে না।

এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এমন ধারণা ভুল যে যার টাকা আছে, সে পুরুষই একাধিক বিয়ে করে।একাধিক বিয়ের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই।

উপস্থাপিকার মতে, একজন পুরুষ একাধিক বিয়ে করতে চায় এবং সে চায় নারীরা তার আশেপাশে থাকুক।

ফারাহ ইকরার বলেন, যেসব পুরুষের কেবল একজন স্ত্রী থাকে তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে। এবং তাদের স্ত্রীরাই এ সম্পর্ক রাখার অনুমতি দেন।

তিনি বলেন, এটা বাস্তব যে অনেকের কাছেই তার এসব কথা খারাপ লাগতে পারে, কিন্তু সত্য হলো যাদের এক স্ত্রী রয়েছে, তাদের অধিকাংশই সম্পর্কে জড়িয়ে যায়।

ফারাহ ইকরারের মতে, স্ত্রীরা তাদের স্বামীকে বলে গার্লফ্রেন্ড রাখতে, পরকীয়া করতে কিন্তু ঘরে অন্য স্ত্রী আনতে নিষেধ করে।

উল্লেখ্য,ফারাহ ইকরারের স্বামী, টিভি উপস্থাপক ইকরার-উল-হাসান তিনটি বিয়ে করেছেন। তার এসব বিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয়।

-
ডন উর্দু থেকে অনুবাদ Collected.

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801711434137

Alerts

Be the first to know and let us send you an email when Family Kingdom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Family Kingdom:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram