Chamber Of Doctors

Chamber Of Doctors Stay with us for latest updates of any News related to Medical Sector.

18/08/2025

আল্ট্রাসনোগ্রাফিতে আমার রোগীর পেটে টিউমার বা চাকামত কিছু একটা পাওয়া গেছে। বেটার ইমেজিং এর জন্য একটা সিটিস্ক্যান লাগবে৷ কিন্তু রোগী সেটা করতে পারবেনা। তার টাকা নাই। সর্বোচ্চ ডিস্কাউন্ট দেবার পরও সে সেটা করতে পারবেনা।

সিটিস্ক্যানে টিউমার পাওয়া যাবে বলেই আমার ধারণা। এরপর সেটা বায়োপসি করতে হবে৷ বায়োপসির পর যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। কারণ চিকিৎসা আজকাল কেবল কক্টেল কেমোথেরাপি বা রেডিওথেরাপি না। ম্যাব, ইমিউনোথেরাপি, টারগেটেড থেরাপিও আছে। PET CT স্ক্যান তো করতেই পারিনা। সরকারি প্রতিষ্ঠানে হয় সিরিয়াল পাইনা নয়তো FDG এর সাপ্লাই নাই তাই PET CT SCAN প্রায়ই সাময়িক বন্ধ থাকে। বেসরকারি হাসপাতালে এফর্ড করতে পারেনা রোগীরা। হয়ও অল্প কয়েকটা হাসপাতালে।

মাননীয় সরকার দয়া করে এসব নিয়ে কাজ করুন। আমরা যারা তুলনামূলক জটিল অসুখ নিয়ে ডিল করি আমরা খুব অসহায় বোধ করি। পরীক্ষা নিরীক্ষা দিতে পারিনা ঠিকভাবে। রোগীরাও ভুল বুঝে। আর আপনারাও এসব পপুলিস্ট কথা বলে রোগীদের অবিশ্বাস বাড়িয়ে তোলেন।

আমরা কমিশন খাবো কি, রোগীর কাছ থেকে উচিত ভিজিটটাই তো নিতে পারিনা। অনেকক্ষেত্রে সব বাদ দিয়েও রোগীর চিকিৎসা এনশিউর করতে পারিনা। কারণ এন্টিবায়োটিক যে কিনবে, রক্ত যে দিবে সেই টাকা, ম্যানপাওয়ারই রোগীর নেই। বলে আপনি কিছু ওষুধ লিখে দেন বাড়িতে নিয়ে খাওয়াবো। এই হলো গ্রাউন্ড রিয়েলিটি।
দেশের বয়স চুয়ান্ন বছর। আজ অব্দি হেলথ ইন্সিউরেন্স নিশ্চিত করা গেলোনা৷

আজ বেশ কয়েকমাস ধরে সরকারি হাসপাতালে রেডিও এক্টিভ আয়োডিনের সাপ্লাই নেই৷ কেন নেই - তার উত্তর একেকজন একেকটা দেয়৷ এই ওষুধ আবার বেসরকারিতেও পাবেননা। সরকারকেই আনতে হয়। থাইরয়েড ক্যান্সারের রোগীদের কি অবস্থা এবার তাহলে ভাবেন।

আপনারা আছেন অতিরিক্ত টেস্ট নিয়ে। আমরা তো দেখি উচিত পরীক্ষাটাই করা যাচ্ছেনা৷

-ডা: গুলজার

To All the doctors in and around Uttara treating burn patients ….. Please follow triage and ATLS protocol, protect airwa...
21/07/2025

To All the doctors in and around Uttara treating burn patients …..

Please follow triage and ATLS protocol, protect airway, secure IV channel, CV line if possible, prevent hypothermia and burn shock, start crystalloid fluids according to modified parkland formula, give analgesics and shift to dedicated Burn centre.

Please ensure these primary care before referring the patient, this might save a lot of life.

- Dr Shahadat Hossain Polash
Jr Consultant (ICU)
Burn Unit, DMCH

করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের ৭ দফা নির্দেশনাকরোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতর...
18/06/2025

করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের ৭ দফা নির্দেশনা
করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের ৭ দফা নির্দেশনা

ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন উপধরন এখন বাংলাদেশেও শনাক্ত হয়েছে এবং এতে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে সাত দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সাংবাদিকদের এ নির্দেশনা পড়ে শোনান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট দেশে চিহ্নিত হয়েছে। এর বিস্তার ঠেকাতে দেশের স্থল, নৌ ও বিমানবন্দরে আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে যেন সংক্রমণ না ছড়ায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংক্রমণ রোধে জনসাধারণের জন্য স্বাস্থ্য অধিদফতরের ৭ দফা নির্দেশনা:

১. জনসমাগম এড়িয়ে চলুন। উপস্থিত হলে অবশ্যই মাস্ক পরুন।
২. শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষায় নিয়মিত মাস্ক ব্যবহার করুন।
৩. হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন।
৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন।
৫. নিয়মিত সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
৭. সংক্রমিত ব্যক্তিদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

সন্দেহভাজন রোগীদের জন্য পরামর্শ:

১. জ্বর, কাশি বা শ্বাসকষ্ট থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত ঘরে থাকুন।
২. রোগীকে মাস্ক ব্যবহার করতে বলুন।
৩. যারা রোগীর পরিচর্যা করছেন, তাদেরও মাস্ক পরতে হবে।
৪. পরিস্থিতি খারাপ হলে নিকটস্থ হাসপাতালে, আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) যোগাযোগ করতে হবে।

সরকারের প্রস্তুতি ও আশ্বাস:

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৮ হাজার র‌্যাপিড কিট সংগ্রহ করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে ১০ হাজার আরটিপিসিআর কিট সংগ্রহ করা হবে। এছাড়াও ১৭ লাখ টিকা ইতিমধ্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আরও ১৪ লাখ টিকা মজুদে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণকে সচেতন করতে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। আমাদের দেশের বর্তমান সংক্রমণের হার আশপাশের দেশগুলোর তুলনায় অনেক কম। তাই ঘাবড়ে না গিয়ে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। দেশেও করোনাভাইরাসের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। ...
12/06/2025

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। দেশেও করোনাভাইরাসের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার দুপুরে বর্তমানে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ১১ দফা নির্দেশনা পড়ে শোনান।

লিখিত বক্তব্যে মো. আবু জাফর বলেন, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসের কয়েকটি নতুন সাব–ভ্যারিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কগুলোয় নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তর করণীয় নির্দেশ দিয়েছে।

🟢সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয়

১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সে ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

২. শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।

৩. হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক–মুখ

৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।

৫. ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।

৬. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ ধরবেন না।

৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

🔵সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়

১. জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন।

২. রোগীর নাক–মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।

৩. রোগীর সেবাদানকারীরাও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।

৪. প্রয়োজন হলে কাছের হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১–১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)–এর নম্বরে যোগাযোগ করুন।

☑️☑️☑️স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস নির্ণয়ের পরীক্ষা (rt-PCR, Rapid Antigen Test), টিকা (Vaccine), চিকিৎসা ব্যবস্থাপনা নির্দেশিকা (Management Guideline), ওষুধ (Medicines), অক্সিজেন (Medical grade Oxygen), প্রয়োজনীয় যন্ত্রপাতি (High-Flow Nasal Canula, Ventilator), আইসিইউ (ICU and HDU), কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধাসংবলিত নির্দিষ্ট হাসপাতাল (COVID Dedicated Hospital), সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী (KN95 Mask, PPE, Face Shield etc.) ইত্যাদিসহ COVID 19 সংক্রান্ত সব বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে।

কোভিড ২০২৫ ইংপরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দি...
11/06/2025

কোভিড ২০২৫ ইং

পরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

জনসচেতনতা তৈরীতে সম্ভব হলে পোষ্টটি শেয়ার করুন।

(ছবিটি বিগত কভিটের সময়ে দাফনের কাজে নিয়োজিত আমি সহ আমার টিমের)

26/05/2025

এতদিন পর ইউনূস সরকার আসল যুদ্ধটা শুরু করছে।

সরকারি চাকরি করা "জমিদারদের", যাদের স্যার না ডাকলে আর ঘুষ না দিলে কাজ হয় না, এদের বরখাস্ত করার আইন সরকার করতে যাইতেছে।

গত ৫৩ বছর দেশটাকে এই জমিদারের দল নিজের বাপ দাদার বানাইয়া রাখছে।কাজ করে না।স্কিল নাই। লাঞ্চের পরে আসেন। আর ঘুষ তো আছেই।লীগের পক্ষে আর ইন্ডিয়ার ফেভারে কাজ না করলেই সাথে সাথে তলব,মিথ্যাচার,নির্যাতন

এদের এতো ঔদ্ধত্য কই থেকে আসে জানেন?

কারণ, এদের সর্বোচ্চ শাস্তি বদলি। ব্রিটিশরা আইন করে গেছে,সরকারি আমলারাই মালিক। তাদের চাকরি একবার হলে আর যাবে না।

৭১ এর পরেও মুজিব আইসা এদের ঘাটায় নাই।

৭৫ এর পর জিয়া এদের গায়ে হাত দিতে পারে নাই

তবে ইউনূস সরকার এবার এদের ঘাটাইতে যাইতেছে।

আগে ঘুষ খাইলে সর্বোচ্চ শাস্তি ছিলো বদলি। এবার হবে বরখাস্ত।

বাট ফ্যাক্ট ইজ, অলরেডি আমলারা আন্দোলনের প্ল্যান করে ফেলেছে। আইন হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশ অচল করে দেবে, কর্মবিরতি দেবে, এমনকি সরকার পড়েও যাইতে পারে।

স্বাভাবিক। যেই জমিদারি ৫৩ বছর ধরে চালাইয়া আসতেছে, সেই ঘুষ, অনিয়ম আর,দুর্নীতির জমিদারি কেন ছাড়বে?

এই যুদ্ধে ইউনূসের সরকার একা জিততে পারবে না।আপনারে আমারে লাগবে

রাজনৈতিক দলগুলো যদি মানুষের পক্ষে দাঁড়ায়, তাহলে এই পরিবর্তনটা সম্ভব।হয় এবারেই,নাহলে কখনোই না

আর রাজনৈতিক দলগুলো যদি হাসিনার আওয়ামীলীগের মতো আমলাদের পাশে দাঁড়ায়, তাহলে আমাকে আপনাকে আবার ঘুষ দিতে হবে, ওদের অত্যাচার সহ্য করতে হবে।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দাবি করে, তারা মানুষের কথা ভাবে।

সবাই দাবি করে, তারা মানুষের জন্য কাজ করে।

এইবার এইটা প্রমাণের পালা।

দুর্নীতি, ঘুষ আর অনিয়মের আখড়া সরকারি অফিসগুলোর সংস্কারের বড় একটা ধাপ রেডি। সাধারণ মানুষ বনাম দুর্নীতিবাজ আমলাদের যুদ্ধের প্লটও রেডি।

এইবার দেখা যাবে, কোন রাজনৈতিক দল জনগনের পক্ষে দাঁড়ায় আর কোন রাজনৈতিক দল দুর্নীতিবাজ আমলাদের পক্ষে দাঁড়ায়।

ইউনূস সরকার দশ মাসে কোন সংস্কার করতে পারে নাই বলে ফেনা তোলা রাজনীতিবিদদের সামনে বিশাল এক সংস্কার চলে আসছে।

এবার দেখার পালা, সংস্কার কি ইউনূস করতে পারতেছে না? নাকি তাকে আসলে করতে দেওয়া হচ্ছে না?

বিএনপি-জামাত-এনসিপি...সবাইরে আমরা নজরে রাখছি।যে বা যারা এই যুদ্ধে জনগণের পক্ষে তারাই হল বাংলাদেশপন্থী,আমাদের ভাই,আপনজন।

আর যারা এখনো ফ্যাসিস্ট আমলাতন্ত্রের পক্ষে থাকবে,তাদের পলিটিক্যাল ব্যাকাপ দিবে,শক্তি যোগাবে নিঃসন্দেহে সেই দলকে আমরা ছুঁড়ে ফেলবো।

এই যুদ্ধ ভারতীয় দালালীর লিটমাস টেস্ট,বাংলাদেশপন্থীতার পরিচয়।সবাই এক হোন।সব দল,সব মত।এই জমিদারি নির্যাতন থেকে বাঁচতে সবাই মাফিয়া আমলাতন্ত্রকে প্রতিহত করেন।

মনে রাখবেন,সেই ব্রিটিশ আমল থেকে এই একটা গোষ্ঠীই সবসময় দেশের বিপক্ষে,জনতার বিপক্ষে দাঁড়িয়েছে,নির্যাতন করেছে কিন্তু কখনো বিচার হয়নাই

আজ এই সরকার জনতার কণ্ঠস্বর হয়ে প্রশ্ন তুলেছে সেই ফ্যাসিস্ট আমলাতন্ত্রের বিরুদ্ধে,এদেশে ভারতীয় আধিপত্যের মেইন ট্যুল সচিবালয়ের বিরুদ্ধে।হাজার হাজার কালো হাত এগিয়ে আসছে সেই কণ্ঠ রোধ করতে।আপনারা কণ্ঠরোধ হতে দিয়েন নাই।এই কণ্ঠ জনতার কণ্ঠ;এই কণ্ঠ মজলুমের কণ্ঠ।এই সন্ত্রাসী আমলাতন্ত্রের বিরুদ্ধে আপনারাও আওয়াজ তোলেন সবাই..

জাগো বাহে.....

- মুক্তাদির হাসান মাসুক

25/05/2025
A medical student has committed su*cide after writing down 'extra academic pressure' as the reason behind his decision t...
25/05/2025

A medical student has committed su*cide after writing down 'extra academic pressure' as the reason behind his decision to end his life.

Sajib Barai, a student of Sher-e-Bangla Medical College Hospital in Barishal who k*lled himself by injecting poison in his body, left a note before his d*ath, which says he was tired of fighting with himself.

Read more: https://tinyurl.com/mv5mafsu

Address

Dhaka

Telephone

+8801991342664

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chamber Of Doctors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chamber Of Doctors:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram