Raqi Abu Saleh

Raqi Abu Saleh জ্বিন-যাদুর ও যে কোনো প্যারানরমাল সমস্যার জন্য যোগাযোগ করুন।

03/01/2026

বাসা /বাড়ি/দোকানে অতিরিক্ত টিকটিকি,তেলাপোকা, ইঁদুর থাকা চালান যাদুর লক্ষণ।
এমন হলে রিজিকের সমস্যা বেশি হয়।

02/01/2026

🔹বাহিরে ভাল কিন্তু ঘরে আসলেই অস্থির লাগে এটা সবসময়িই হয় তাহলে আপনার উপর #জাদু করা আছে।দ্রুত"রুকইয়াহ"করুন🔜

01/01/2026

একের পর অসুখ লেগেই আছে হাজারো ডা:দেখিয়ে কোনই লাভ হচ্ছে না❗আপনাদের উপর জাদু-নজরের প্রভাব হতে পারে।আপনারা"রুকইয়াহ্"
করুন।

29/12/2025

🔹স্বপ্নে পুরাতন কবর দেখা,ডাস্টবিন,দেখা,পরিত্যাক্ত বাড়ি,পুরাতন টয়লেট দেখা আপনি আশিক #জ্বীন দ্বারা আক্রান্ত🔜

28/12/2025

ছোট খাটো বিষয় নিয়ে সংসারে তুমুল ঝগড়া হচ্ছে,হাতাহাতি পর্যায়ে চলে গেছে কথায় কথায় ডিভোর্স এর কথাও আসছে আপনারা বিচ্ছেদের জাদুতে আক্রান্ত🔜

27/12/2025

ইস্তেগফার এমন আমল যা শুধু গুনাহ মাফ করেনা বরং রিজিক প্রশস্ত করে দেয়।
তাই বেশি বেশি ইস্তেগফার পড়ুন ইনশাল্লাহ।

যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ: আপনি কি যাদু গ্রস্ত তাহলে নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে কতগুলো লক্ষণ মিলেঃ১/-চো...
27/12/2025

যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষ্মণ:

আপনি কি যাদু গ্রস্ত তাহলে নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে কতগুলো লক্ষণ মিলেঃ

১/-
চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর লাগা।

২/-
কোন কারণ ছাড়াই শরীর গরম থাকা।

৩/-
ব্যাকপেইন। বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা।

৪/-
(মহিলাদের ক্ষেত্রে) অনিয়মিত মাসিক (পুরুষদের ক্ষেত্রে) প্রস্রাবে ইনফেকশন এর সমস্যা।

৫/-
প্রায়সময় পেট ব্যথা থাকা।

৬/-
দীর্ঘদিন চিকিৎসা করেও কোন রোগ ভালো না হওয়া।

৭/-
তীব্র মাথা ব্যথা, ঔষধ খেয়েও তেমন লাভ হয়না।

৮/-
হঠাৎ করে কারো প্রতি তীব্র ঘৃণা বা তীব্র ভালোলাগা অনুভব হওয়া।

৯/-
পরিবার, বাসা, সমাজের প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা।

১০/-
বিকেল থেকে রাত পর্যন্ত খুব অস্বস্তিতে ভুগা অথবা মেজাজ খারাপ থাকা।

১১/-
কোন কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে ইচ্ছা হওয়া।

১২/-
শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা হওয়া।

১৩/-
ঠিকমত ঘুমাতে না পারা। ঘুমালেও ভয়ংকর স্বপ্ন দেখা।

১৪/-
স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা (যেমনঃ কুকুর, বিড়াল, গরু, মহিষ, বাঘ, সিংহ, সাপ)।

১৫/-
স্বপ্নে কোন ফাঁকা বাড়ি, মরুভূমি বা গোরস্থানে হাঁটাচলা করতে দেখা।

১৬/-
স্বপ্নে বিভিন্ন যায়গায় পানি দেখা (যেমন সাগর, নদী, পুকুর, ইত্যাদি)।

১৭/-
স্বপ্নে ঘনঘন কোথাও আগুন জ্বলতে বা কিছু পোড়াতে দেখা।

১৮/-
স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা কোন পাখি অথবা বড়বড় গাছ দেখা।

১৯/-
চোখের মনির রং অতিরিক্ত পরিবর্তন হওয়া। কখনো-কখনো দৃষ্টিশক্তি কমে যায়। এটা পেটের যাদুর কারনেও হতে পারে।

২০/-
ইদুর, কুকুর, সাপ, বিচ্ছু স্বপ্ন দেখা।

২১/-
প্রবৃত্তির অনুসরণ করা অর্থাৎ ফরজ আমলসমূহ এবং ইসলামের আনুগত্য ইত্যাদি থেকে দূরে সরে যাওয়া।

২২/-
প্রচণ্ড দুর্বলতা ও অলসতা অনুভব করা।

২৩/-
বিভিন্ন কষ্টদায়ক রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যার চিন্তা করা।

উপরোল্লিখিত লক্ষ্মণ গুল ১/২ টা মিলে গেলে সমস্যা বলে ধরা হবে না যদি ৮/৯/১২ টা সমস্যা মিলে যায় তাহলে সমস্যা আছে বলে ধরা হবে।

🔖 আপনি যদি আক্রান্ত হওয়ার আশংকা করেন তাহলে আমাদের Raqi Abu Saleh র কাছে ডায়গ্নোসিস সেশন করার মাধ্যমে নিজের ট্রিটমেন্ট শুরু করতে পারেন।

যোগাযোগ করতেঃ
☎️+8801604795579 WhatsApp

🩺 অভিজ্ঞ রাক্কিদের পরামর্শ ব্যতীত রুকইয়াহ না করার পরামর্শ দেয়া হচ্ছে। এতে সমস্যা আরো জটিল আকার ধারণ করতে পারে।

🩺 জ্বিন এবং যাদুর সমস্যায় সরাসরি রুকইয়াহর বিকল্প নেই। আপনি যদি জ্বিন বা যাদুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অতিদ্রুত একজন রাক্বীর তত্ত্বাবধানে থেকে রাক্বীর পরামর্শ অনুযায়ী রুকইয়াহ চিকিৎসা গ্রহণ করুন।

24/12/2025

হে আল্লাহ যারা যাদু করে এবং করায় সকল যাদু ওদের দিকেই ঘুরিয়ে দিন ওদের ধ্বংস করুন আমিন।

21/12/2025

আপনার অতিরিক্ত চুল পড়ে? যাদুগ্রস্ত তাহলে আয়াতটা পড়ুন
قَا لَ خُذْهَا وَلَا تَخَفْ ۗ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُ وْلٰى
"আল্লাহ বললেন, ‘ওটাকে ধর, ভয় পেও না, আমি সেটাকে এক্ষুনি তার আগের রূপে ফিরিয়ে দেব।"
(সুরা ত্বহা -২১)

21/12/2025

আশীক জীনে আক্রান্তরা অশ্লীলতায় জড়িয়ে পড়ে বেশি, রাতে ঘুম কম হয় এবং অশ্লীল ভিডিও দেখার চাহিদা কোনোভাবেই কমাতে পারেনা!

18/12/2025

হে প্রভু সকালের শুরু অংশ টা আমাদের জন্য বরকতময় করে দিন আমিন!

17/12/2025

আল্লাহ পাকের পবিত্র নাম "ইয়া নূরু" সারাদিন যিকিরের মতো করে পড়ুন সকল যাদ ধ্বংস করার নিয়তে!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Saleh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram