10/10/2025
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, ১০ অক্টোবর ২০২৫
প্রতিপাদ্য: “Access to Services: Mental Health in Catastrophes and Emergencies”
অর্থাৎ, বিপর্যয় ও জরুরি পরিস্থিতিতেও মানসিক স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করা।
দুর্যোগ, যুদ্ধ, বা যেকোনো সংকটে মানসিক সহায়তা, মনোযোগ দিয়ে শোনা এবং সহমর্মিতা, এগুলো খাবার, পানি বা আশ্রয়ের মতোই গুরুত্বপূর্ণ। এগুলোই পুনরুদ্ধার ও দৃঢ়তার প্রথম পদক্ষেপ, পুনর্গঠনের শক্তি দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সংজ্ঞা অনুযায়ী, “মানসিক স্বাস্থ্য এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি নিজের সম্ভাবনাকে উপলব্ধি করতে পারে, জীবনের চাপ সামলাতে সক্ষম হয়, উৎপাদনশীলভাবে কাজ করতে পারে এবং সমাজে অবদান রাখতে পারে।”
কিন্তু বাস্তবতা হলো, সারা বিশ্বে প্রায় প্রতি ৮ জনে ১ জন মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, জরুরি পরিস্থিতিতে তাদের অনেকেই প্রয়োজনীয় সহায়তা পান না।
আজ, এই দিনে আমাদের অঙ্গীকার হোকঃ
👉 মানসিক স্বাস্থ্যসেবা যেন সবার নাগালে আসে
👉 নীতিনির্ধারণে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হয়
👉 বিপর্যয়ের মাঝেও কেউ যেন একা না থাকে
চলুন আমরা এমন এক বিশ্ব গড়ে তুলি, যেখানে বিপর্যয়ের মাঝেও মানুষ আশার আলো খুঁজে পায়।
💚 World Mental Health Day 2025 💚
📅 October 10, 2025
🌍 Theme: “Access to Services: Mental Health in Catastrophes and Emergencies”
According to the World Health Organization (WHO), “Mental health is a state of well-being in which an individual realizes their abilities, can cope with normal life stresses, can work productively, and contribute to their community.”
Yet, globally, 1 in every 8 people live with a mental health condition and during crises like war, displacement, or natural disasters, access to care often disappears when it’s needed most.
In emergencies, emotional support, listening, and empathy can be as vital as food, water, or shelter. These are the first steps toward recovery and resilience.
Let’s build a world where even in the midst of disaster, people can still find the light of hope.💚