27/01/2026
অটিজম আছে? মানসিক কষ্টও আছে! 🧩
অটিজম স্পেকট্রামের ভেতরের যুদ্ধটা বাইরে থেকে দেখা যায় না। উদ্বেগ, রাগ, আর হতাশা—এই অদৃশ্য চাপগুলো জীবন দুর্বিষহ করে তোলে। শুধু অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি নন, তাদের পরিবারও মানসিক ভাবে ভেঙে পড়ে।
📣 জরুরী ঘোষণা: সাইকোলজিস্টের সাহায্য নিন!
অটিজম কোনো মানসিক রোগ না হলেও, মানসিক স্বাস্থ্য সমর্থন ছাড়া অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জীবন অসম্পূর্ণ।
আপনার অধিকার, আপনার প্রয়োজন—আজই একজন বিশেষজ্ঞের কাছে যান। ভালো থাকা শুরু হোক ভেতর থেকে!
#অটিজম_মানসিক_স্বাস্থ্য #সাইকোলজিস্টের_পরামর্শ_নিন #অটিজম_সহায়তা #মনের_ডাক্তার #নিউরোভ্যারিয়েন্ট