Dr.Md.Mahbubur Rahman Kachi

Dr.Md.Mahbubur Rahman Kachi MBBS FCPS(surgery)FACS(USA)
General,laparoscopic,colorectal & Endoscopic surgeon
Associate Professor, Dhaka Medical College

24/12/2023

পিত্ত থলির পাথর সম্পর্কে বিস্তারিত আলোচনা।

ভদ্রলোকের বাড়ি টাংগাইল, বয়স ৬২ বছর, রোগীর ভাষ্যমতে তার অনেক দিন ধরে মাঝে মধ্যে গ্যাসের সমস্যা, গ্যাসের ওষুধ খেলে একটু ভা...
11/12/2023

ভদ্রলোকের বাড়ি টাংগাইল, বয়স ৬২ বছর, রোগীর ভাষ্যমতে তার অনেক দিন ধরে মাঝে মধ্যে গ্যাসের সমস্যা, গ্যাসের ওষুধ খেলে একটু ভালো লাগতো কিন্তু এবার ওনার অনেক পেটে ব্যাথা আগের মত ওষুধ খেয়েছে কিন্তু কোন উন্নতি হয়নি। আমার চেম্বারে আসলে ultrasonogram করাই রিপোর্ট আসে পিত্তথলির পাথর বললাম অপারেশন লাগবে কিন্তু উনি অপারেশনে রাজি না কিন্তু ওনার ছেলে মেয়েরা অনেক বুঝিয়ে অপারেশনে রাজি করালেন।নিচের ছবি ভদ্রলোকের পিত্তথলির পাথর।অপারেশন করেছি পেট না কেটে ( ল্যাপারোস্কপিক সার্জারী) আলহামদুলিল্লাহ রোগী ভালো আছেন এবং একদিন পরেই রোগী ছুটি দিলাম।

ভদ্র মহিলার বয়স মাত্র ৩৮ বছর, চেম্বারে আসেন সাথে চিকিৎসার  এক গাদা কাগজপত্র নিয়ে। উনার সমস্যা গুলো ঃ শারীরিক দুর্বলতা, খ...
10/10/2022

ভদ্র মহিলার বয়স মাত্র ৩৮ বছর, চেম্বারে আসেন সাথে চিকিৎসার এক গাদা কাগজপত্র নিয়ে। উনার সমস্যা গুলো ঃ
শারীরিক দুর্বলতা, খাবার অরুচি,ওজন কমে যাওয়া, গত এক বছরে ৪ ব্যাগ রক্ত দিতে হয়েছে but no history of visible blood loss( unexplained Anaemia).শরীরের কোন স্থান দিয়ে রক্ত যায় না। মাসিক নিয়মিত এমনকি মাসিকের সময় অতিরিক্ত রক্ত ক্ষরনও হয়না। Abdominal examination revealed just palpable lump in the right abdomen ( পেটের ডানদিকে চাকা)। উনার কাছে অনেক টেস্টের কাগজ আছে কিন্তু উনার colonoscopy করা ছিল না তাই আমি উনাকে বললাম আপনাকে একটাই টেস্ট দিব যেটার নাম Colonoscopy এবং ওটা আমি নিজেই করব। উনি এক কথায় রাজি হলেন। আমি উনাকে Colonoscopy করার জন্য প্রিপারেশন দিলাম এবং বললাম পরের দিন আসতে। তারপর উনার Colonoscopy করলাম যার রিপোর্ট সোজা বাংলায়.............নাড়ীভুঁড়ির ক্যনসার।
প্রথমে উনি ভয় পেয়ে গেলেন একটু পরেই নিজেকে সামলে নিয়ে আমাকে বললেন এখন আমাকে কি করতে হবে। আমি উনাকে বলললাম আপনাকে আরও কিছু টেস্ট দিলাম কারন ক্যনসার কোন স্টেজে সেটা জানা দরকার। কারন ক্যনসারের স্টেজের উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি। ঠিক তার ৫ দিন পর উনার অপারেশন করলাম। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন এবং বাসায় চলে গেছেন।

মলদ্বার দিয়ে রক্ত পড়া মানেই পাইলস নয়.........ভদ্র মহিলা একজন কলেজ টিচার, উনার সমস্যা মলদ্বার দিয়ে মাঝে মাঝে রক্ত যায়। আম...
29/08/2022

মলদ্বার দিয়ে রক্ত পড়া মানেই পাইলস নয়.........

ভদ্র মহিলা একজন কলেজ টিচার, উনার সমস্যা মলদ্বার দিয়ে মাঝে মাঝে রক্ত যায়। আমার চেম্বারে আসলেন আমি বললাম কি সমস্যা ম্যাডাম উনি বললেন স্যার আমার পাইলসের সমস্যা। আমি বলালাম আপনি কিভাবে বুঝলেন পাইলসের সমস্যা উনি বললেন সবাই বলে মলদ্বার দিয়ে রক্ত যায় নাকি পাইলসের জন্য। আমি তখন উনাকে বললাম ম্যাডাম আপনার কি কি সমস্যা আমাকে খুলে বলেন। আমি উনার সমস্যাগুলো শুনি এবং মলদ্বার পরীক্ষা করলাম ( উনার অনুমতি নিয়ে) তারপর উনাকে বললাম মনে হয় আপনার পাইলসের সমস্যা না। তখন উনি বললেন তাহলে কিসের সমস্যা আমি বললাম নিশ্চিত হতে হলে একটা টেস্ট করতে হবে যার নাম কলোনস্কপি ( Colonoscopy) এবং আমি নিজেই ওটা করব, উনি রাজি হলেন। আমি উনাকে colonoscopy করার প্রিপারেশন বলে দিলাম এবং পরের দিন আসতে বললাম। নিচের ছবিতে Colonoscopy রিপোর্ট। উনার সমস্যা হলো Ulcerative colitis. সুতরাং মলদ্বার দিয়ে রক্ত পড়া মানেই পাইলস নয়।

Address

Asst Professor, Dept. Of Surgery, DMCH
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Mahbubur Rahman Kachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md.Mahbubur Rahman Kachi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category