Nanny Service Dhaka

Nanny Service Dhaka Best care giver side in Bangladesh

"The reflection of true beauty and strength."
18/11/2025

"The reflection of true beauty and strength."

মা-বাবার যত্ন নেওয়া আমাদের সন্তানদের জন্য এক পবিত্র দায়িত্ব এবং পরম সৌভাগ্যের বিষয়। ছোটবেলায় তাঁরা যেমন আমাদের আগলে রেখে...
15/11/2025

মা-বাবার যত্ন নেওয়া আমাদের সন্তানদের জন্য এক পবিত্র দায়িত্ব এবং পরম সৌভাগ্যের বিষয়। ছোটবেলায় তাঁরা যেমন আমাদের আগলে রেখেছেন, তেমনি বার্ধক্যে তাঁদের দেখাশুনা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু অফিসের চাপ এবং কর্মব্যস্ততার জন্য আমরা তাদের জন্য সঠিকভাবে আদর,যত্ন,ভালবাসা,সময় কিছুই দিতে পারি না। তাই আপনাদের জন্য চলে এলো আমাদের কেয়ারকিভার সার্ভিস। আপনার মা-বাবার যত্নে আদর,ভালোবাসা, গল্প, সবকিছু মিলিয়ে পরিপূর্ণ টইটুম্বর রাখার দায়িত্ব আমাদের কেয়ারগিভারের।
বিস্তারিত জানতে কল করুন :
📲 01833553388
📲 01930503080

A little piece of love on my table ♥️
15/11/2025

A little piece of love on my table ♥️

13/11/2025

জন্মের পরে যখন বুঝতে পারে তার জন্ম বাংলাদেশে হইছে! 😂

কর্মজীবী ব্যস্ত মায়েদের সন্তানের দেখাশোনা করতে হিমশিম খেতে হয়। সময়ের অভাবে সোনামণিকে ঠিকমতো খাওয়ানো, গোসল করানো, স্ক...
13/11/2025

কর্মজীবী ব্যস্ত মায়েদের সন্তানের দেখাশোনা করতে হিমশিম খেতে হয়। সময়ের অভাবে সোনামণিকে ঠিকমতো খাওয়ানো, গোসল করানো, স্কুলে পৌঁছে দেয়া সহ অন্যান্য কাজ অত্যন্ত কঠিন হয়ে যায়। তাই ন্যানি সার্ভিস ঢাকা দিচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত বেবিসিটার। যে আপনার সোনামণিকে সময় মত খাওয়ানো, গোসল করানো, ডায়াপার পরিবর্তন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খেলাধুলা করা, সামাজিক শিষ্টাচার ও সদাচরণ শেখানোসহ যাবতীয় কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করবে। মাত্র একটি ফোন কলেই ঘরে বসে পেয়ে যাবেন৷ ন্যানি সার্ভিস ঢাকা দায়িত্বশীল ও অভিজ্ঞ বেবিসিটার।

বিস্তারিত জানতে আজই কল করুন:
📲 01833553388
📲 01930503080

শিশুর টিকা দেওয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিচে দেওয়া হলো:১. সময়মতো টিকা দিন: প্রতিটি টিকার একটি নির্দিষ্ট সময়স...
12/11/2025

শিশুর টিকা দেওয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিচে দেওয়া হলো:
১. সময়মতো টিকা দিন: প্রতিটি টিকার একটি নির্দিষ্ট সময়সূচী রয়েছে। শিশুরোগ বিশেষজ্ঞ বা স্বাস্থ্যকর্মী দ্বারা নির্ধারিত সময় অনুযায়ী সঠিক সময়ে টিকা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কারণে দেরি হলে ডাক্তারের সাথে কথা বলুন, তবে বাদ দেবেন না।
২. সরকারি নির্দেশিকা অনুসরণ করুন: বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) (EPI) সময়সূচী অনুসরণ করুন। এই কর্মসূচীর অধীনে সব প্রয়োজনীয় টিকা বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রদান করা হয়।
৩. টিকাকেন্দ্রের খোঁজ রাখুন: আপনার এলাকার সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা ইপিআই টিকাকেন্দ্র কোথায় অবস্থিত তা জেনে রাখুন। অনেক সময় কমিউনিটি ক্লিনিকেও টিকার ব্যবস্থা থাকে।
৪. টিকা কার্ড সংরক্ষণ করুন: টিকা দেওয়ার পর একটি কার্ড দেওয়া হয়, যেখানে টিকার নাম ও তারিখ লেখা থাকে। এটি খুব যত্ন করে সংরক্ষণ করুন এবং পরবর্তী প্রতিটি ভিজিটে সাথে নিয়ে যান। এটি শিশুর টিকাকরণের রেকর্ড।
৫. টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুন: টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা ইনজেকশনের জায়গায় হালকা ব্যথা হতে পারে। এটি স্বাভাবিক এবং সাধারণত চিন্তার কিছু নেই। তবে, কোনো গুরুতর বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
৬. ডাক্তারের পরামর্শ নিন: আপনার শিশুর যদি কোনো বিশেষ স্বাস্থ্যগত অবস্থা থাকে (যেমন: রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, কোনো নির্দিষ্ট ওষুধের প্রতি অ্যালার্জি) তবে টিকা দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে বিস্তারিত আলোচনা করুন।
৭. ভুল ধারণা এড়িয়ে চলুন: টিকা সম্পর্কে সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভরসা রাখুন। টিকা আপনার শিশুর জীবন রক্ষাকারী ।
৮. পরিচ্ছন্নতা বজায় রাখুন: টিকাকেন্দ্রে এবং টিকা দেওয়ার সময় পরিচ্ছন্নতা বজায় রাখুন।

শিশুর সুস্থতার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিচে দেওয়া হলো:১. পুষ্টিকর খাবার: শিশুকে বয়স অনুযায়ী সঠিক পুষ্টিকর খাবার দ...
11/11/2025

শিশুর সুস্থতার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিচে দেওয়া হলো:
১. পুষ্টিকর খাবার: শিশুকে বয়স অনুযায়ী সঠিক পুষ্টিকর খাবার দিন। বুকের দুধ খাওয়ানোর সময়কাল পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোই শ্রেয়। এরপর ধীরে ধীরে নরম ও পুষ্টিকর পরিপূরক খাবার শুরু করুন ।
২. পরিচ্ছন্নতা: শিশুর চারপাশ এবং ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখুন। নিয়মিত হাত ধোয়া এবং শিশুর স্বাস্থ্যবিধি মেনে চলা রোগ প্রতিরোধে সাহায্য করে ।
৩. ঘুম: নবজাতক থেকে শুরু করে ছোট শিশুদের জন্য পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ। বয়স অনুযায়ী ঘুমের প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন হয়, তাই নিশ্চিত করুন শিশু যেন পর্যাপ্ত বিশ্রাম পায়।
৪. টিকাদান: শিশুর সুস্থতার জন্য সব প্রয়োজনীয় টিকা সঠিক সময়ে দিন। এটি গুরুতর রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর।
৫. নিরাপদ পরিবেশ: নিশ্চিত করুন যেন শিশুর খেলার এবং থাকার পরিবেশ নিরাপদ থাকে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
৬. নিয়মিত চেকআপ: শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। যেকোনো অস্বাভাবিকতা বা স্বাস্থ্য সমস্যা সম্পর্কে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
৭. ভালোবাসা ও মনোযোগ: সুস্থ মানসিক বিকাশের জন্য শিশুকে পর্যাপ্ত সময়, ভালোবাসা এবং মনোযোগ দিন।

06/06/2025
৫ বছরের ছোট্ট মেয়েকে বুয়ার কাছে রেখে অফিসে যায় চাকুরিজীবী দম্পতি।বুয়া এসির বাতাসে ঘুমায় আর বাচ্চা মেয়েটা সারাদিন একা থাক...
18/05/2025

৫ বছরের ছোট্ট মেয়েকে বুয়ার কাছে রেখে অফিসে যায় চাকুরিজীবী দম্পতি।
বুয়া এসির বাতাসে ঘুমায় আর বাচ্চা মেয়েটা সারাদিন একা থাকে।
একদিন...

অফিসে যাওয়ার সময় বাচ্চা মেয়েটা মায়ের আঁচল ধরে বললো,
" মা আমার একা থাকতে ভালোলাগেনা। "

মা বললো, " একা থাকবে কেনো মা।
বুয়া তো আছেই। "

" তুমি থাকো না প্লিজ। "

কথাটা বলে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে।
মা ধমক দিয়ে বললো " জেদ করে না মা।
বুয়ার সাথে গল্প করবে,খেলবে।
আমি তাড়াতাড়ি চলে আসবো। "

গত দুই বছর ধরে এটা প্রতিদিনের ঘটনা।
রাতে স্বামী স্ত্রী দু'জনে ফিরে নিজেদের মতো থাকেন।মাথা ব্যাথা,এসিডিটি,ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরেন।
মেয়ের খোঁজ আর নেওয়া হয়ে ওঠে না।

ইদানীং বাবা মা লক্ষ্য করলেন,
মেয়ে একা একা কথা বলে,হাসে।
কখনো কখনো গুনগুন করে কাঁদে।
মেয়ের এই অবস্থা কয়েকমাস লক্ষ্য করে নিয়ে গেলেন ডাক্তারের কাছে।

ডাক্তার অবস্থা দেখে বললেন " মেয়েকে পর্যাপ্ত সময় দিন। "

সময় তো আর সস্তা না।
স্বামী স্ত্রী দুজনই চাকরি ছাড়তে নারাজ।ফলস্বরূপ,ফুলের মতো ফুটফুটে মেয়েটা এখন সারাদিন চুপ করে থাকে।
কথা বলেনা কারো সাথে।
একাই হাসে,একাই কাঁদে।

শেষ পরিণাম,বুদ্ধি প্রতিবন্ধী।

#বেবিকেয়ার #ন্যানী #বেবিসিটার #বেবি

কর্মজীবী ব্যস্ত মায়েদের সন্তানের দেখাশোনা করতে হিমশিম খেতে হয়। সময়ের অভাবে সোনামণিকে ঠিকমতো খাওয়ানো, গোসল করানো, স্ক...
13/11/2023

কর্মজীবী ব্যস্ত মায়েদের সন্তানের দেখাশোনা করতে হিমশিম খেতে হয়। সময়ের অভাবে সোনামণিকে ঠিকমতো খাওয়ানো, গোসল করানো, স্কুলে পৌঁছে দেয়া সহ অন্যান্য কাজ অত্যন্ত কঠিন হয়ে যায়। তাই হ্যালো ন্যানি সার্ভিস ঢাকা দিচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত বেবিসিটার যে আপনার সোনামণিকে সময় মত খাওয়ানো, গোসল করানো, ডায়াপার পরিবর্তন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খেলাধুলা করা, সামাজিক শিষ্টাচার ও সদাচরণ শেখানোসহ যাবতীয় কাজ অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করবে। মাত্র একটি ফোন কলেই ঘরে বসে পেয়ে যাবেন৷ন্যানি সার্ভিস ঢাকা দায়িত্বশীল ও অভিজ্ঞ বেবিসিটার।

বিস্তারিত জানতে আজই কল করুন:
018-33553388
01626919155

আপনি কি কেয়ার গিভার খুঁজছেন? নার্স থাকবে আপনার বাসায়। ঘরে বসেই স্বাস্থ্য সেবা! আমাদের দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে ঘরে বসে...
29/10/2023

আপনি কি কেয়ার গিভার খুঁজছেন? নার্স থাকবে আপনার বাসায়। ঘরে বসেই স্বাস্থ্য সেবা! আমাদের দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে ঘরে বসেই অসুস্থ স্বজনের স্বাস্থ্য সেবা নিন।
আমরা আমাদের মানবিক মূল্যবোধ থেকে আপনার বৃদ্ধ ও অসুস্থ পিতা-মাতা বা প্রিয়জনের সেবা/ পরিচর্যার প্রয়োজনে
ন্যানী সার্ভিস ঢাকা
(নার্সিং হোম কেয়ার সার্ভিস)
বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত।
আমরা আপনার কর্ম ব্যস্ত সময়ে আপনার প্রিয়জনকে নিজ পিতা-মাতার মত আদর স্নেহ ভালোবাসা দিয়ে সেবা/ পরিচর্যা করে থাকি।

কেনো আমাদের সার্ভিস নিবেন??

✅ ২৪/৭ কাস্টমার সাপোর্ট
✅ ১০০% ভেরিফাইড হেল্থ সার্ভিস প্রোভাইডার
✅ অর্থ ও সময় সাশ্রয়ী
✅ ১০০% স্বাস্থ্যবিধি মেনে হোম সার্ভিস
✅আমরাই ১০০% সিকিউরিটি দিয়ে থাকি

যোগাযোগ করুন - 01833553388

Address

315 2nd Floor Grand Plaza Shopping Mall, Magbazar, Wairless
Dhaka
1217

Telephone

+8801833553388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nanny Service Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nanny Service Dhaka:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram