
17/07/2025
✅ আধুনিক ফিজিওথেরাপি এখন আরও সহজলভ্য – Mr & Mrs Physio-তে পাচ্ছেন ৪টি বৈজ্ঞানিক ও কার্যকর থেরাপি!
ব্যথা ও অস্বস্তি থেকে মুক্তি পেতে আজই চিকিৎসা নিন নিরাপদ ও দ্রুত উপায়ে।
🔴 𝐂𝐮𝐩𝐩𝐢𝐧𝐠 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲 (𝐇𝐢𝐣𝐚𝐦𝐚)
প্রাকৃতিকভাবে রক্ত প্রবাহ বাড়িয়ে টক্সিন দূর করে। আর্থ্রাইটিস, স্ট্রেস ও ব্যথাজনিত সমস্যায় অত্যন্ত ফলপ্রসূ।
🔴 𝐋𝐚𝐬𝐞𝐫 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲
Low-level লেজার দিয়ে কোষে রক্তসঞ্চালন বাড়ায়, হিলিং প্রক্রিয়া ত্বরান্বিত করে। Cervical, Sciatica বা Joint pain-এ কার্যকর।
🔴 𝐔𝐥𝐭𝐫𝐚𝐬𝐨𝐮𝐧𝐝 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲
টিস্যু রিপেয়ার ও ইনফ্লেমেশন কমাতে বিশ্বজুড়ে ব্যবহৃত নির্ভরযোগ্য চিকিৎসা। Back pain ও Frozen shoulder-এ উপকারী।
🔴 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐨 𝐃𝐫𝐲 𝐍𝐞𝐞𝐝𝐥𝐢𝐧𝐠 𝐓𝐡𝐞𝐫𝐚𝐩𝐲
গভীর পেশীর জট ও ব্যথার কেন্দ্রবিন্দুতে কাজ করে। দীর্ঘস্থায়ী ব্যথা ও মাসল স্পাজমে তাৎক্ষণিক স্বস্তি দেয়।
💡 এই থেরাপিগুলো ব্যবহৃত হয়: ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো, কোমর ব্যথা, স্পন্ডাইলোসিস, আর্থ্রাইটিস, স্পোর্টস ইনজুরি সহ আরও নানা সমস্যায়।
🔸 𝐓𝐨 𝐆𝐞𝐭 𝐏𝐡𝐲𝐬𝐢𝐨𝐭𝐡𝐞𝐫𝐚𝐩𝐲 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐔𝐬 : 01711-040231, 01822-447701
🔹 𝐁𝐨𝐨𝐤 𝐘𝐨𝐮𝐫 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭 - www.mrmrsphysio.com
🔸 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐌𝐚𝐩 𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 - https://maps.app.goo.gl/KStuR1wnfzFSVqUF9
➡️ Tag a friend who needs this and share the post to spread the word!