Zamia Amira Faizain Zamima

Zamia Amira Faizain Zamima Its Zamia Amira faizain Zamima ,Std-1 @ Bangladesh International School & College, Jolshhiri ,

28/04/2025

অস্ট্রলিয়া ফ্রি পড়াশোনার জন্য আবেদন করবেন যেভাবে এটুজেট তুলে ধরা হলো
অস্ট্রেলিয়ায় ফ্রি (বা ফুল ফান্ডেড স্কলারশিপে) পড়াশোনা করার জন্য আবেদন করার ধাপগুলো আমি A to Z ভাবে তুলে ধরছি:
🅐 - আপনার লক্ষ্য ঠিক করুন
কোর্স ও লেভেল ঠিক করুন: ব্যাচেলর, মাস্টার্স, কিংবা পিএইচডি?
সাবজেক্ট নির্ধারণ করুন: কোন ফিল্ডে পড়তে চান (যেমনঃ Computer Science, Public Health, Engineering, etc.)?
🅑 - বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ খুঁজে বের করুন
অস্ট্রেলিয়ার বড় বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত ফুল স্কলারশিপ থাকে:
Australian National University (ANU)
University of Melbourne
University of Sydney
University of Queensland
Monash University
জনপ্রিয় স্কলারশিপগুলো:
Australia Awards Scholarships – সরকারি স্কলারশিপ
Destination Australia Scholarship
University-specific scholarships (প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ)
🅒 - যোগ্যতা যাচাই করুন
সাধারণত যা লাগবে:
একাডেমিক রেজাল্ট (GPA) – ভালো CGPA দরকার
IELTS/TOEFL স্কোর – ইংরেজিতে দক্ষতার প্রমাণ
SOP (Statement of Purpose) – কেন আপনি এই কোর্সে আগ্রহী
Recommendation Letter – শিক্ষকদের কাছ থেকে
🅓 - প্রস্তুতি নিন (ডকুমেন্ট সংগ্রহ)
CV/Resume (Academic format)
Academic transcripts
Passport (valid)
IELTS/TOEFL স্কোর
SOP
Reference Letters
🅔 - বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে online application সাবমিট করতে হয়।
আবেদন ফি লাগতে পারে, কিছু ক্ষেত্রে waive করা হয়।
🅕 - স্কলারশিপের জন্য আলাদা করে আবেদন করুন
কিছু স্কলারশিপ অটোমেটিক দেয় অ্যাডমিশনের সাথে
আবার কিছু স্কলারশিপের জন্য আলাদা ফর্ম পূরণ করতে হয়
🅖 - ইন্টারভিউ প্রস্তুতি (যদি প্রয়োজন হয়)
কিছু স্কলারশিপে ইন্টারভিউ হয়, তাই প্রস্তুত থাকতে হবে SOP অনুযায়ী
🅗 - অফার লেটার ও ভিসা
অফার পেলে আপনি COE (Confirmation of Enrollment) পাবেন
এরপর স্টুডেন্ট ভিসা (Subclass 500) এর জন্য আবেদন করবেন
🅘 - ভিসা আবেদনের ধাপ
Apply online via immi.homeaffairs.gov.au
লাগবে:
COE
GTE Statement
ফান্ডের প্রমাণ
হেলথ চেকআপ ও ইনস্যুরেন্স (OSHC)
🅙 - অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি
ফ্লাইট বুকিং
অ্যাকোমোডেশন ঠিক করা
প্রাথমিক খরচের ব্যবস্থা করা

17/04/2025

মানব সভ্যতার আদিকাল থেকেই মানুষকে মোহবিষ্ট ও বিস্ময়েবিস্মিত করে মানূষের চৌকিত দৃষ্টি ও মানব মনের গভীর জিজ্ঞাসাকে নিবিড়ভাবে আকৃষ্ট করেছে মানুষের মাথার উপর দিগন্ত জুড়ে বিস্তৃত নক্ষত্র খচিত বিশাল নীল আকাশ। প্রখর সূর্যের আলোয় দিগন্ত জুড়ে বিস্তৃত দিনের আকাশ মানুষকে যতোটা না আকৃষ্ট করছে, মোহবিষ্ট ও বিমুগ্ধ করেছে - তারচেয়ে মেঘহীন জোৎস্নালোকিত পূর্নিমা রাতের হৃদয়কাড়া সোইন্দর্য্য কিংবা নিকষ কালো চকিত অন্ধকারের চাদরে মোড়া মায়াভরা নিঝুম তারার রাত ও মেঘহীন নিযুত নক্ষত্ররাজি খচিত সুবিশাল দিগন্তহীন আলোকসজ্জিত রাতের আকাশ আদিকাল থেকে অনুসন্দিৎসু মানব মনের গভীরে যে অন্তহীন ভাব ও অবিনশ্বর ভবের উদয় ঘটায় -তা চির শাশ্বত ,চির জাগ্রত।ভাব ও ভবের মহামিলনের এই মাহেন্দ্রক্ষনজুড়ে বিস্তৃত ও রহস্যাবৃত আমাদের অন্তহীন মানব মন।মন ও আকাশ - দুটোই অন্তহীন ও রহস্যাবৃত-যার রহস্যের কোনো শেষ নেই। নিজেকে আবিস্কার করতে তাই নিজের রহস্যাবৃত মনের গভীরে কিংবা রাতের নক্ষত্র খচিত সুবিশাল আকাশের বিশালতায় হারিয়ে যান অনুক্ষন।

05/02/2025

The history of
began with the discovery of two critical principles: The first is camera obscura image projection, the second is the discovery that some substances are visibly altered by exposure to light[2]. There are no artifacts or descriptions that indicate any attempt to capture images with light sensitive materials prior to the 18th century.
View from the Window at Le Gras 1826 or 1827, believed to be the earliest surviving camera photograph.[1] Original (left) and colorized reoriented enhancement (right).
Around 1717, Johann Heinrich Schulze used a light-sensitive slurry to capture images of cut-out letters on a bottle. However, he did not pursue making these results permanent. Around 1800, Thomas Wedgwood made the first reliably documented, although unsuccessful attempt at capturing camera images in permanent form. His experiments did produce detailed photograms, but Wedgwood and his associate Humphry Davy found no way to fix these images.
In 1826, Nicéphore Niépce first managed to fix an image that was captured with a camera, but at least eight hours or even several days of exposure in the camera were required and the earliest results were very crude. Niépce's associate Louis Daguerre went on to develop the daguerreotype process, the first publicly announced and commercially viable photographic process. The daguerreotype required only minutes of exposure in the camera, and produced clear, finely detailed results. On August 2, 1839 Daguerre demonstrated the details of the process to the Chamber of Peers in Paris. On August 19 the technical details were made public in a meeting of the Academy of Sciences and the Academy of Fine Arts in the Palace of Institute. (For granting the rights of the inventions to the public, Daguerre and Niépce were awarded generous annuities for life.)[3][4][5] When the metal based daguerreotype process was demonstrated formally to the public, the competitor approach of paper-based calotype negative and salt print proce

https://www.youtube.com/live/QsiKZwO0LbQ?si=g5CWm8nNDDJQ96TZ
04/02/2025

https://www.youtube.com/live/QsiKZwO0LbQ?si=g5CWm8nNDDJQ96TZ

নতুন লড়ায়ের ঘোষনা =৩দল ১ হচ্ছে আলহামদুলিল্লাহ=একি বললেন শায়েখ=।। Mamunul Haque ।। ওয়াজ = 04/02/25নতুন লড়ায়ের ঘোষনা =৩দল ১ হচ্ছে ...

04/02/2025
29/12/2024

A leading software company/Students Consultancy /Real estate is looking for Intern for their Marketing Team.

The Intern will be responsible for creating reels/short videos fr social media.
Candidates who have experience in creating graphical contents /videos/reels for Facebook/YouTube or TikTok will get preference for the interview.

Please find the details below:
Job type : permanen after 3/6 months intern
Job ENV: onsite /Remote /hybrid /
Salary : 15k- 20k after successfully completed the intern period of 3-6 months.During the intern travel & food allowance will be provided. Besides these allowance ,A monthly allowance of 3k -5k will be provided to employee 's block account for those who will provide the guarantee /bond for min 3 yrs working agreeent.
Job Location : Dohs.Mirpur/ jamuna future Park
Deadline : Urgent

If you are interested, kindly share your CV at hr@parabolahtp.com
What's app :01963896675

আহা!  ভারতে পেঁয়াজ বসন্ত  উদযাপন।
25/12/2024

আহা! ভারতে পেঁয়াজ বসন্ত উদযাপন।

04/11/2024

সমাজ ভাবনাঃ
আপনার মতে একজন মেয়ের এবং একজন ছেলের বিয়ের আসল বয়স কত হওয়া উচিত?
অবিবাহিত একজন বয়স্ক নারীর ভাবনা-একটি হৃদয়কাড়া আরবী সাহিত্যের অনুপম কাহীনি নিয়ে রচিত।
‘ইয়া আবি, জাওয়্যিজনি’ আরবি ভাষায় রচিত বিখ্যাত বই। বাংলা অনুবাদ ‘আব্বু আমাকে বিয়ে দিয়ে দিন’। বইটির লেখক আবদুল মালিক আল-কাসিম। বিয়ে, পরিবার ও সুখময় দাম্পত্য জীবনের রহস্য তুলে ধরা হয়েছে এ বইয়ে। সে বই থেকে একটি কাহিনি সংক্ষিপ্ত ও পরিমার্জিত ভাষান্তর করেছেন তাজুল ইসলাম।
অবিবাহিত একজন বয়স্ক নারীর ভাবনা
বাবার গৃহে আমি ছিলাম খুবই আদুরে মেয়ে। আমার কোনো চাওয়াই অপূর্ণ থাকত না। পাঁচ ভাইয়ের একমাত্র বোন বলে আমার স্নেহ-ভালোবাসা ও আদর-যত্নে কোনো কমতি ছিল না। সবাই আমার প্রতি বিশেষভাবে খেয়াল রাখত।
আমার সব আবদার পরিবারের সবাই বিনা বাক্যব্যয়ে মেনে নিত। আমি গভীরভাবে পড়াশোনায় মনোযোগ দিলাম এবং মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হলাম।
একদিন মায়ের দেওয়া একটি সংবাদে প্রথমবারের মতো কাঁপুনি ধরল আমার হৃদয়ে। তিনি বলেন, অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে।
আমি আশ্চর্য হলাম, বিরক্ত হলাম। একে একে অসংখ্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আমি বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলাম। এদিকে প্রস্তাব আসার এই ধারাও অব্যাহত থাকল।
আমি সর্বদা একই প্রশ্ন করতাম—ছেলের যোগ্যতা কী? তার মধ্যে কী কী গুণ আছে? বিচিত্র সব পেশার যুবক এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আমার পরিবারের কাছে সম্বন্ধ পাঠাত। একবার আবদুল্লাহ নামের অসাধারণ এক যুবক বিয়ের প্রস্তাব দিল। সে জ্ঞানে-গুণে অন্য অনেকের চেয়ে এগিয়ে ছিল। তবু আমি প্রস্তাব ফিরিয়ে দিলাম। কারণ আমি সুন্দরী, আমি মেধাবী; আমার একটা অবস্থান আছে।
পড়ালেখা শেষে যখন কর্মজীবনে পা রাখলাম, সম্বন্ধ আসার ধারা বেড়ে গেল। তবে এতে কিছুটা পরিবর্তন দেখা গেল। যারা প্রস্তাব নিয়ে আসছে, তাদের বয়স খানিকটা বেশি—ত্রিশের আশপাশে!
সময় গড়াতে লাগল। এরই মধ্যে এমন একটি প্রস্তাব এলো, যা আমাকে ভীষণভাবে নাড়া দিল। এক ব্যক্তি প্রস্তাব নিয়ে আসে যে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে এবং তার একটি সন্তান আছে। এমন প্রস্তাব পেয়ে প্রথমে একটা ধাক্কা খেলাম। পরক্ষণেই বললাম, বেচারা বোধ হয় আমার অবস্থা জানে না, আমি কে। তার জন্য আমার একধরনের করুণা হলো।
দিন যায়, সপ্তাহ গড়ায়, মাস ফুরায়; এদিকে আমার বয়সও বাড়তে থাকে। কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি আমার কাজে মগ্ন। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একদিকে আমার দৈহিক লাবণ্য ও কমনীয়তা কমতে থাকে, অন্যদিকে বাড়তে থাকে আমার কাজের চাপ ও দায়িত্বের পরিধি। আমি সবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে থাকি আর আবদুল্লাহর মতো এক তরুণের প্রস্তাব পাওয়ার আশায় অধীর আগ্রহে প্রহর গুনতে থাকি। কিন্তু আমার আশার গুড়ে বালি! খবর নিয়ে জানলাম, আবদুল্লাহ এখন চার সন্তানের বাবা আর আমি এখনো কুমারী বুড়ি। আমার বয়স এখন ৩০ ছুঁই ছুঁই। ক্রমেই কঠিন হয়ে উঠছে জীবন! এইতো আমার বান্ধবী ফাতিমা, সে এখন চার সন্তানের মা। আরেক বান্ধবীর কোলজুড়ে চাঁদের মতো ফুটফুটে দুটি মেয়ে। আরেক বান্ধবী স্বামীকে নিয়ে কী সুখে দিন কাটাচ্ছে! অথচ তাদের আর্থিক অবস্থা নিতান্তই সাধারণ। আর আমি...!
আমি নির্ঝঞ্ঝাট আরামে দিনাতিপাত করছি। আসলে আমি আত্মপ্রবঞ্চনায় ভুগছি; নিজের সঙ্গে মিথ্যা বলছি। সত্যি কি আমি সুখে আছি? জনতার ভিড়ে এক অদ্ভুত নির্জনতা আমাকে জেঁকে ধরেছে। এদিকে আমার চারপাশে বিচিত্র সব ফিতনা ও পরীক্ষা এসে ভিড় জমাচ্ছে, আমাকে গ্রাস করে ফেলতে চাইছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে অশ্লীল ও নির্লজ্জ কাজ থেকে হিফাজত করেছেন। এরই মধ্যে আমার তীক্ষ� মেধা ও কঠিন অধ্যবসায় কর্মক্ষেত্রে আমাকে পৌঁছে দিয়েছে সাফল্যের সর্বোচ্চ স্তরে। কিন্তু এই সফলতা আমার কাছে অর্থহীন মনে হয়।
একদিন আমি অফিস থেকে ফিরলাম। বাসায় ফিরে দেখি, মা আমার উদ্দেশে একটি চিরকুট লিখে আমার বালিশের ওপর রেখে দিয়েছেন। তাতে লেখা, ‘মেয়ে আমার, অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে ভালো চাকরি করে, আর তার বয়সও কম। আশা করি তুমি সায় দেবে; যদিও তার অন্য এক স্ত্রী ও ছয়জন সন্তান রয়েছে। দিন কিন্তু চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তা করে আমাকে জানাও।’
আমি চিরকুটটা গভীর মনোযোগে পড়লাম এবং রাগে ফেটে পড়লাম। আমি মাথার চুলের দিকে তাকালাম। মাঝে মাঝে সাদা হয়ে ওঠা চুলগুলো লুকাতে এরই মধ্যে আমি কলপ লাগাতে শুরু করেছি। ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়লাম আমি। শেষ পর্যন্ত এমন একজন লোকও আমাকে প্রস্তাব দিল? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রেগেমেগে সেই সন্ধ্যায় আমি বাবার কাছে গেলাম। তাঁকে বললাম, কিভাবে আপনারা এমন একজন মানুষের প্রস্তাব গ্রহণ করলেন, যার ছয়টা সন্তান আছে? বাবার জবাব আমার অন্তরে ধারালো ছুরির মতো বিদ্ধ হলো। তিনি বলেন, ‘কয়েক মাসে আমাদের কাছে এমন বিবাহিতরা ছাড়া অন্য কেউ প্রস্তাব নিয়ে আসেনি। আমার ভয় হয়, কিছুদিন পর হয়তো এমন সময় আসবে, যখন প্রস্তাব আসাই বন্ধ হয়ে যাবে। মেয়ে আমার, মুরব্বিরা একটা কথা বলতেন, মেয়েরা গোলাপের মতো—ছিঁড়তে দেরি করলে পাপড়িগুলো ক্রমে শুকিয়ে আসে। আমার মনে হয়, তুমিও সেই পর্যায়ে পৌঁছে গেছ। মেয়ে, তোমার কাছে তো শত শত প্রস্তাব এসেছিল, তুমি এক এক করে সব প্রত্যাখ্যান করেছ। ও বেশি লম্বা, সে বেশি খাটো, ওর এই দোষ, অমুকের এই সমস্যা। আর এখন? এমন সময় এসেছে, তুমি আর কাউকেই পাচ্ছ না!’
অতীত স্মৃতিগুলো আমাকে কুরে কুরে খাচ্ছে। আব্বু, আপনি যদি তখন জীবনের এই বাস্তবতা বোঝাতেন, আমি এখন আপনাকে তিরস্কার করতাম না। হায়, আপনি যদি এর জন্য আমাকে প্রহার করতেন, আমার এই পরিণতি হতো না। এসব বলতে বলতে আমি কান্নায় ভেঙে পড়লাম।
এখন আর কোনো যুবকই আমার কাছে প্রস্তাব নিয়ে আসে না। না লম্বা, না খাটো; না ধনী, না গরিব—কেউ না।
(collected)

Address

Mirpur DOHS
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zamia Amira Faizain Zamima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zamia Amira Faizain Zamima:

Share