CPHD Ayurvedic Ltd, Pabna Branch

CPHD Ayurvedic Ltd, Pabna Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPHD Ayurvedic Ltd, Pabna Branch, Medical and health, pabna, Dhaka.

https://www.facebook.com/235712206865766/posts/1025609697876009/
26/08/2020

https://www.facebook.com/235712206865766/posts/1025609697876009/

সিপিএইচডি গ্রুপের পার্টনার ডিস্ট্রিবিউটর প্রোগ্রামের আওতায় ২ হাজার ৫ শ'রও অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ।

সম্পুর্ণ দেশীয় কাচামালে তৈরী সিপিএইচডি'র ওষুধ সামগ্রী দেশের ৬৪ টি জেলা, আওতাধী ৪৯৩ টি উপজেলায় পাওয়া যাচ্ছে। তবে ইউনিয়ন পর্য্যায়ে এ পর্যন্ত ৪,৫৫৪ টি ইউনিয়নের মধ্যে ৫৫% ইউনিয়নে সিপিএইচডি'র ওষুধ সামগ্রী বিপনন হচ্ছে।

সে সাথে দেশের মহানগর অর্থ্যাৎ সিটি কর্পোরেশন এলাকার ২৫% ইতোমধ্যে সিপিএইচডি ওষুধ বিপননের আওতায় এসেছে।

আর গ্রাম ভিত্তিক হিসাবে দেশের মোট গ্রামের ১৪%, অর্থাৎ ৮৬,০০০ গ্রামের মধ্যে ১২,০০০ গ্রামে এই কার্যক্রম ছড়িয়ে পড়েছে।

সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের উৎপাদিত ৫৭ টি ওষুধ সামগ্রীর মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, আধা-তরল ও পাউডার জাতীয় সল্যুশন রয়েছে। এ সমস্ত ভেষজ ওষুধের প্রতিটিই স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ মন্ত্রলায়ের অধীনস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডি জি-ডি এ) দ্বারা পরীক্ষিত, নিবন্ধিত ও অনুমোদিত।

অধিকতর কর্মসস্থান সৃষ্টিতে সিপিএইচডি'র অব্যাহত এ প্রচেষ্টার ব্যাপারে সিপিএইচডি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ড. সায়েম আমীর ফয়সল আশা প্রকাশ করেন, এই শুণ্য ঋণ সমবায় মডেলের (Zero Debt Cooperative Business Model) মাধ্যমে দেশে সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টির দিকে সফলতার সাথে এগিয়ে যাবে সিপিএইচডি গ্রুপ। তিনি বলেন, এ সফলতার মধ্য দিয়ে জাতির ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির আদর্শ মডেল যেন হতে পারি, সে লক্ষ্যে দোয়া ও সহযোগীতা কামনা করি।

আমাদের দলীয় নেতা কর্মীদের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থণা, আমরা যেন তাদের স্বনির্ভর করতে পারি। আমরা সবাইকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে চাই।

CPHD Group's partner-distributorship program has generated over 2500+ jobs in 12 months. This includes 100% coverage of all 64 districts and all 493 sub-districts; 55% coverage of 4554 unions; 25% coverage of 465 City Corporation Wards; 14% coverage of all villages (12,000/86,000 villages penetrated).

CPHD Ayurvedic Ltd. has a product portfolio entailing 57 products; capsules, tablets, syrups, semi-solid and powdered medicine, all individually tested, registered and licensed by the Directorate General of Drug Administration (DGDA) under the Ministry of Health and Family Welfare.

The Zero Debt Cooperative Business Model will strive to be the greatest jobs manufacturer in our nation's history. It is our solemn and moral duty to ensure the economic freedom of all our party members, workers and supporters. May the Almighty give us strength to fulfill our destiny.

💐 দশমূল 💐 [আয়ুর্বেদিক সিরাপ]🌿 কার্যকারিতাঃ🍁 সাধারণ দূর্বলতা দূর করে।🍁 ক্ষুধামন্দা ও ভিটামিনের অভাব দূর করে।🍁 স্মৃতি শক্ত...
07/08/2020

💐 দশমূল 💐 [আয়ুর্বেদিক সিরাপ]

🌿 কার্যকারিতাঃ

🍁 সাধারণ দূর্বলতা দূর করে।

🍁 ক্ষুধামন্দা ও ভিটামিনের অভাব দূর করে।

🍁 স্মৃতি শক্তি হ্রাস, রক্ত স্বল্পতা, ভিটামিন-বি এর অভাব ও জিহ্বার প্রদাহের সমস্যায় অধিক কার্যকরী।

🍁 মেধাশক্তি বৃদ্ধি ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে।

#অর্ডার_করতে_এখনই_
আমাদেরকে ইনবক্সে ও কমেন্টে যোগাযোগ করতে পারেন।
ফোন: ০৯৬১১৮১৯৬৪৯
মোবাঃ ০১৭৫৪২৪৯৯৬৯

মুল্য: ১৮০ টাকা।

[ অনলাইনে অর্ডার এবং ডেলিভারি চার্জ প্রয়োজ্য ]

বিঃদ্রঃ : আয়ুর্বেদিক ঔষুধ নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন হিসাবে প্রমাণিত।

💥 পিউরোভেদ ( সারিবাদ্যাসব )  💥 পিউরোভেদ একটি আয়ুর্বেদিক ঔষধ। 💥 পিউরোভেদ সিরাপ সিফিলিস রোগ নিরাময়       চিকিৎসায় একটি প্র...
25/07/2020

💥 পিউরোভেদ ( সারিবাদ্যাসব )

💥 পিউরোভেদ একটি আয়ুর্বেদিক ঔষধ।
💥 পিউরোভেদ সিরাপ সিফিলিস রোগ নিরাময়
চিকিৎসায় একটি প্রাকৃতিক সম্পূরক।

💢 কার্যকারিতাঃ

💥 প্রমেহ পিড়কা রোগের চিকিৎসার জন্য
💥 বাতরক্ত রোগ নিরাময়ে
💥 ভগন্দর রোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী একটি
ঔষধ।

💢 অর্ডার করতে পেইজে মেসেস করে বা পেইজে
উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন
০১৭২৬৪৩৬৭৫৭
০১৭৫৪২৪৯৯৬৯

👉 মূল্য - ১৬০ টাকা ( মাত্র ) ।

🖐 আমরা আপনাদের সেবায় নিয়োজিত।

আজ( ২০-০৭-২০২০) সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড এর উদ্দ্যোগে পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের কল্য...
20/07/2020

আজ( ২০-০৭-২০২০) সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড এর উদ্দ্যোগে পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের কল্যানপুর (যমুনা) চরে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা বঞ্চিত বন্যাদুর্গত মানুষের মাঝে স্থাস্থবিধি মেনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রোগী দেখেন ডাঃ মোঃ ফরহাদ আলী
এমবিবিএস, এমপিএইচ, সিএমউ,ডিএমউ।

আপদকালীন এইসময়ে বিনামূল্য চিকিৎসা সেবা পেয়ে গ্রামবাসিও খুব খুশি।

সার্বিক ব্যাবস্থাপনায়
মোঃ শাহিনুর রহমান শাহিন
হেড- অব সেলস বেড়া উপজেলা
সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ।

13/07/2020
★ নিওভেদ ★  নিওভেদ সিরাপ বলারিষ্ট আয়ুর্বেদিক ঔষধ   (পুরুষ এবং মহিলাদের জন্য)            কার্যকরীতাঃ * পেশী ব্যথা, * আঘাত...
10/07/2020

★ নিওভেদ ★

নিওভেদ সিরাপ বলারিষ্ট আয়ুর্বেদিক ঔষধ
(পুরুষ এবং মহিলাদের জন্য)

কার্যকরীতাঃ
* পেশী ব্যথা,
* আঘাত জনিত ব্যথা,
* শরীরের যেকোনো ধরণের ব্যথা,
* বাত ব্যথা।
* প্যারালাইসিস রোগীদের জন্য।
* পুষ্টিকারক।
* স্নায়বিক দুর্বলতায় কার্য্যকরী ঔষধ।

মূল্যঃ ১৭০ টাকা (সিরাপ, ৪৫০ এম.এল.)

অর্ডার করতে যোগাযোগ করুন মেসেজ বা ফোনে ০১৭২৬৪৩৬৭৫৭
সারাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারী দেওয়া হয়।

সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ এর ::::::::::: শ্বাসকফ( সিরাপ) :::::::::::   কনকাসব, আয়ুর্বেদিক ঔষধ -------------------------...
08/07/2020

সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ এর
::::::::::: শ্বাসকফ( সিরাপ) :::::::::::
কনকাসব, আয়ুর্বেদিক ঔষধ -----------------------------------------------
কার্যকারিতাঃ-
শ্বাস,কাশ, জ্বীণজ্বর ও রক্তপিন্ড প্রশমক।

সর্বচ্চো খুচরা মূল্য : ১৮০ টাকা মাত্র।

(√)আয়ুর্বেদিক ঔষধ সম্পূর্ণ পার্শপ্রতিক্রিয়া বিহীন হিসেবে প্রমাণিত। নির্ধারিত মাত্রায় ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়া বিরল
যোগাযোগ-01726436757

সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারী দেওয়া হয়।

☘☘☘☘আতা ফলের ঔষধি গুন☘☘☘☘🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿আতা ফল আমরা সবাই চিনি। অনেকের প্রিয় ফলের মধ্যে হয়তো আতাও আছে। এটি শরীফা, সিতাফল...
07/07/2020

☘☘☘☘আতা ফলের ঔষধি গুন☘☘☘☘
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

আতা ফল আমরা সবাই চিনি। অনেকের প্রিয় ফলের মধ্যে হয়তো আতাও আছে। এটি শরীফা, সিতাফল এবং নোনা নামেও পরিচিত।

এই ফলের ভিতরে থাকে ছোট ছোট কোষ। প্রতিটি কোষের ভেতরে থাকে একটি করে বীজ, বীজকে ঘিরে থাকা নরম ও রসালো অংশই খেতে হয়। পাকা ফলের বীজ কালো এবং কাচা ফলের বীজ সাদা। বীজ বিষাক্ত। এটি গুচ্ছিত ফল অর্থাৎ একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয় ৷

আতা ফলের বেশ কয়েকটি প্রজাতি ও প্রকরণ আছে। সবগুলোকেই ইংরেজিতে ‘কাস্টার্ড অ্যাপল’, ‘সুগার অ্যাপল’, ‘সুগার পাইন এপল’ বা ‘সুইটসপ’ বলা হয়। অঞ্চলভেদে নামের কিছু পার্থক্য রয়েছে আতা ফলে। এতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। যা আপনার শরীরের বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে।

আপনি হয়ত জানেন না, আতা দুগ্ধজাত পণ্যের বিকল্প হিসেবে অনেক দেশে এটি পছন্দ করে। চলুন জেনে নেয়া যাক আতার স্বাস্থ্য উপকারিতা-

(১) ডায়াবেটিস নিয়ন্ত্রণ:

আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে রক্তের গ্লুকোজ মাত্রা কমাতে আতা ফল খাওয়া শুরু করুন। এছাড়াও, কাস্টার্ড আপেলের ডায়াবেটিস ফাইবারের উপস্থিতিতে চিনির শোষণ কমানো যায়।

(২) হার্ট অ্যাটাক প্রতিরোধ:

আতা ফলে থাকা ম্যাগনেসিয়াম আপনার কার্ডিয়াক সমস্যা প্রতিরোধে সাহায্য করে। সেইসঙ্গে এতে থাকা ভিটামিন বি-৬ হোমোকিসস্টাইন নিয়ন্ত্রণ করে। এবং এই ফলে আছে অ্যামিনো অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে।

(৩) ক্ষত শুকায়:

গবেষকদের মতে, আতা ফলের বীজগুলো ক্ষত শুকাতে সাহায্য করে। এই বীজ ব্যবহারের মাধ্যমে ত্বকের গভীরে থাকা কোষের পুনঃবৃদ্ধি পায় এবং ক্ষত স্থানের ব্যথা তাৎক্ষণিকভাবে পালায়। এই বীজে এন্টি-ব্যাকটেরিয়াল প্রোপার্টি রয়েছে।

(৪) বদহজম প্রতিরোধক:

তামা ও ডায়াটেরি ফাইবার সমৃদ্ধ এই ফলটি খুব সহজেই হজম হয়। এবং শরীর এর গুণাগুণ তাৎক্ষণিক পেতে থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আতা ফলের গুড়া এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে আপনার ডায়রিয়ার সমস্যাও মুহূর্তেই গায়েব হবে।

(৫) ক্যান্সার প্রতিরোধ:

এক গবেষণায় দেখা গেছে, আতা গাছের পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধ করে। স্তনের কোষে থাকা বিষাক্ত টক্সিন দূর করে। এছাড়া অ্যান্টি-অক্সিডেন্টপূর্ণ আতা ফল আপনার শরীরের কোষগুলোকে বিভিন্ন ড্যামেজ থেকে রক্ষা করে।

(৬) ত্বক এবং চুলের যত্নে:

আতা ফল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ। যা আপনার ত্বক ও চুলের জন্য জাদুকরী ভূমিকা পালন করে। এটি যখন ত্বক ও চুলে ব্যবহার করা হয় তখন এটি ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। এমনকি এটি আপনার চেহারায় বয়স্কের ছাপ প্রতিরোধ করে। আতা ফলেরর ছোট ছোট কোষগুলো আলসারের বিরুদ্ধে কার্যকরী।

(৭) দাঁত ও মাড়ি মজবুত করে:

বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত একবার দাঁত পরিষ্কার করার জন্য আতা ফলের চামড়া ব্যবহার করে সুপারিশ করেন। এটি ব্যবহারের ফলে দাঁত ক্ষয় রোধ হয় এবং মাড়িকে আরো মজবুত করে।

(৮) হাঁপানি প্রতিরোধক:

হাঁপানি রোগী হিসাবে যদি আপনি মূলার রস খেয়ে থাকে তাহলে অবশ্যই আতা ফলের রস খাবেন। এটি ভিটামিন বি-৬ সমৃদ্ধ যা আপনার হাঁপানি (অ্যাস্থমা) প্রতিরোধে সাহায্য করবে।

(৯) ওজন বাড়ায়:

আপনি কি ওজন বাড়াতে চান? আপনাকে যা করতে হবে তা হল- একটি বাটি নিন, কিছু মধু এবং আতা ফলের ছোট ছোট বীজগুলো মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করুন। প্রতিদিন এই মিশ্রণটি খান। দেখবেন কয়েক মাসের মধ্যে আপনার ওজন বাড়ছে।

(১০) গর্ভাবস্থায় সহায়ক:

গাইনোকোলজির মতে, গর্ভাবস্থায় আতা ফল খাওয়া গর্ভপাতের ঝুঁকি হ্রাস করে। সকালের দূর্বলতা নিয়ন্ত্রণ করে এবং শারীরক ব্যাথার উপশম ঘটায়। গর্ভাবস্থার পরে আতা ফল খাওয়ার ফলে স্তনে দুধ উৎপাদন বৃদ্ধি পায়।

সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড এর উদ্দ্যোগে পাবনা জেলার আমিনপুর থানার আহাম্মাদপুরের প্রত্যান্ত গ্রামাঞ্চলে বর্তমান পরিস্থি...
03/07/2020

সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড এর উদ্দ্যোগে পাবনা জেলার আমিনপুর থানার আহাম্মাদপুরের প্রত্যান্ত গ্রামাঞ্চলে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে শতভাগ নিরাপদ দুরুত্ব বজায় রেখে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সিপিএইচডি আয়ুর্বেদিক লি: এর অন্যতম একটি ঔষধ       হজমিসল্ট(ভাস্কর লবণ) আয়ুর্বেদিক ঔষধ।✰☆ কার্যকারিতাঃ✪☞ হজমিসল্ট পাউডার ...
03/07/2020

সিপিএইচডি আয়ুর্বেদিক লি: এর অন্যতম একটি ঔষধ

হজমিসল্ট
(ভাস্কর লবণ) আয়ুর্বেদিক ঔষধ।

✰☆ কার্যকারিতাঃ
✪☞ হজমিসল্ট পাউডার বদহজমের জন্য একটি প্রাকৃতিক ঔষধ। এছাড়াও বাতশূল, মন্দাগ্নি, অর্শঃ, গ্রহণী, ভগন্দর, ক্রিমি ও অর্জীর্ণ প্রশমক। বায়ুনিঃসারক হিসেবেও ভালো কাজ করে।

☆✰ প্রতিটি কৌটার মূল্য ৳৬০ টাকা ।

➤➤ আয়ুর্বেদিক ঔষধ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া
বিহীন হিসাবে প্রমাণিত। নির্ধারিত মাত্রায় ব্যবহার করলে আয়ুর্বেদিক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া বিরল।

#বিঃদ্রঃ-কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেয়া হয়। (চার্জ প্রযোজ্য)
যোগাযোগ :
✆ মোবাইলঃ 01726-436757

CPHD AYURVEDIC LTD.Naturaling Healthcare
29/06/2020

CPHD AYURVEDIC LTD.
Naturaling Healthcare

 #সিপিএইচডি_আয়ুর্বেদীক_লিঃ_এর_রাজতেল এখন পাবনা জেলায়।। #চুল_পড়া_নিয়ে  #দুশ্চিন্তার_সময়_শেষ...!!( #ছেলে_মেয়ে  #উভয়ের জন্য...
28/06/2020

#সিপিএইচডি_আয়ুর্বেদীক_লিঃ_এর_রাজতেল এখন পাবনা জেলায়।।
#চুল_পড়া_নিয়ে #দুশ্চিন্তার_সময়_শেষ...!!
( #ছেলে_মেয়ে #উভয়ের জন্য)
#বিস্তারিতঃ ☎️ 01999037403

প্রথম বার ব্যবহারেই চু্ল পড়া ৯০ % বন্ধ হবে,
এবং খুসকি চলে যাবে।
মাত্র ৭ #দিনেই চুল পড়া #বন্ধ করবে..!!
১ #মাসে নতুন চুল #গজাবে।
#মূল্যঃ- ৩৪০/= টাকা।

🍀 রাজ তেল (মহাভৃঙ্গরাজ)খ্যাত ঔষধ যা বাংলাদেশ,ইন্ডিয়া সহ পুরো বিশ্বে সুপরিচিত। এখন চুল পড়া প্রতিটা মানুষের অন্যতম সমস্যা।
ছেলে-মেয়ে কে সুন্দর দেখাতে চুল এর বিকল্প কিছু নাই। মাথা থেকে চুল পড়েনা এমন ছেলে-মেয়ে পাওয়া যাবেনা। আর এই চুল পড়া টা সময়ই মতো কন্ট্রোল করতে না পড়লে। ছেলেদের মাথায় টাক পরে আর মেয়েদের মাথার চুল পাতলা হয়ে যায়। তখন আর কিছু করার থাকেনা।
যাদের অনেক চুল পরছে,কিন্তু এই চুল পড়া বন্ধের জন্য অনেক কিছু ব্যবহার করে ও চুল পড়া বন্ধ হচ্ছে না। এবং যাদের চুল পরে টাক পরে যাচ্ছে।
তাদের জন্য এই Moha Bhringaraj Hair Oil ( রাজতেল) টি ব্যাবহার করুন।

#মূল্যঃ- ৩৪০/= টাকা।

এটি ব্যবহার এ-
🍀 মাত্র ৭ দিনেই চুল পড়া বন্ধ করবে।
🍀 ১মসে নতুন চুল গজানো শুরু করবে।
🍀 ৪৫ দিনেই আপনার চুল হবে আরও ঘন ও শক্ত হবে।
🍀 প্রথমবার ব্যবহারেই খুসকি চলে যাবে
এছাড়া-
🍀 পাতলা চুল ঘন করবে।
🍀 চুল কে গোঁড়া থেকে শক্ত করবে।
🍀 নরম চুল কে শক্ত করবে।
🍀 চুলের আগা ফাটা রোধ করবে।
🍀 ক্ষতিগ্রস্থ চুলকে পুনরুদ্ধার করবে।
🍀 চুল এর খুস্কি দূর করবে।
🍀 অনুজ্বল চুলকে উজ্জল করে।
🍀 চুল হবে আরও smooth ও Silky-
🍀 আপনার চুল কালো চকচকে হবার পাশাপাশি করবে আরও শক্তিশালী ।
🍀 ব্যবহার বিধিঃ-
প্রতিদিন রাতে মাথার তালুতে/ চুলের গোরায় লাগাবেন / গোসলের ২ ঘন্টা আগে মাথার তালুতে, চুলের গোরায় দিবেন।
🌹 মূল্যঃ- ৩৪০/= টাকা।
🍀 অর্ডার করতে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর ম্যাসেজ করুন।
অথবা কল করুন,
বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে কল করুনঃ
☎️ 0726436757
[[সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পন্য পাঠানো হয়]], ডেলীভারী চার্জ প্রযোজ্য।
🍀পাইকারি মূল জানতে ফোন করুনঃ
01726436757
01999037403
🍀

সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ এর ঔষধ শতভাগ প্রাকৃতিক ও নিরাপদ...ProGas( প্রো গ্যাস)মহাগ্নিবটী, আয়ুর্বেদিক ঔষধএখন পাবনা জেলা...
25/06/2020

সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ এর ঔষধ শতভাগ প্রাকৃতিক ও নিরাপদ...
ProGas( প্রো গ্যাস)
মহাগ্নিবটী, আয়ুর্বেদিক ঔষধ
এখন পাবনা জেলায় পাওয়া যাচ্ছে....
ঔষধটি সংগ্রহ করতে যোগাযোগ করুন
০১৭২৬-৪৩৬৭৫৭ এই নম্বরে।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও ঔষধ পৌঁছে দেওয়া হয়।

24/06/2020

🌹সুখবর সুখবর সুখবর 🌹

এখন পাবনা জেলার সবত্রই পাওয়া যাচ্ছে
সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ এর সকল প্রকার ঔষধ

" সিজিকফ "
কার্যকারিতা:
★শুষ্ক কাশি উপশম করে।
★ঘন কফ অধিকতরল করে বের করে দেয়।
★ধুমপান জনিত কাশি উপশম করে।
★স্বরভঙ্গ প্রতিকার করে।
মূল্য: ৬৫ টাকা

সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ এর সকল প্রকার ঔষধ পাইকারি ও খুচরা সংগ্রহ করতে এখনি যোগাযোগ করুন
০১৭২৬৪৩৬৭৫৭

স্বাস্থ্যখ্যাতে প্রাকৃতিক পণ্যের সমাহারে নিরাপদ ও উত্তম সেবার নিশ্চয়তা বিধানে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

Address

Pabna
Dhaka

Telephone

+8801726436757

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPHD Ayurvedic Ltd, Pabna Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CPHD Ayurvedic Ltd, Pabna Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram