Makka Homeopathic Health Care

Makka Homeopathic Health Care একটি বিশ্বস্ত ও আধুনিক উন্নত মানসম্মত হোমিওপ্যাথি চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান।

13/01/2024

আশুলিয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ফ্রি হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প।

12/01/2024
হোমিওপ্যাথির নামে অপচিকিৎসা হতে সাবধানঃবিনা অপারেশনে মেডিসিন দিয়ে নাকের পলিপাসের চিকিৎসার নামে নাকে যা ব্যাবহার করে, দুই...
27/08/2023

হোমিওপ্যাথির নামে অপচিকিৎসা হতে সাবধানঃ

বিনা অপারেশনে মেডিসিন দিয়ে নাকের পলিপাসের চিকিৎসার নামে নাকে যা ব্যাবহার করে, দুই মিনিটে পলিপাস পুড়িয়ে দিচ্ছে তা কোন হোমিওপ্যাথিক মেডিসিন না, সেটা হোক তরল বা ক্রিম দুইটাই এসিড। হোমিওপ্যাথির সাথে এর কোন সম্পর্ক নেই।
বিনা অপারেশনে মাত্র ৫ মিনিটেই সমাধানের আশায় যারা ডাক্তারদের পরামর্শকে অবহেলা করেন, তারা দেখুন - কি হতে পারে আপনার সাথেও। সময় থাকতে সচেতন হন, অনেকে এই ব্যবসার জন্য দোকান খুলে বসে আছেন।

এই এসিড ব্যবহারে যে ক্ষতি হয়ঃ

১) ব্রেইন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
২) চোখের পাওয়ার কমে যাবে।
৩) তালু ফুটা হয়ে যেতে পারে।
৪) নাকের গন্ধ পাওয়া চিরিদিনের জন্য হারাতে পারেন।
৫) নাকের হাড় পুড়ে নাক চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে।
৬) ইনফেকশন হয়ে নাক, শ্বাসনালী এমন কি ফুসফুস সহ ক্যান্সার হতে পারে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

ডা.আমিনুল ইসলাম

" #বিইউএমএস,  #বিএএমএস ও  #বিএইচএমএস ডাক্তার কর্তৃক  #ইউনানী,  #আয়ুর্বেদিক ও  #হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ ও...
09/08/2023

" #বিইউএমএস, #বিএএমএস ও #বিএইচএমএস ডাক্তার কর্তৃক #ইউনানী, #আয়ুর্বেদিক ও #হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ ও নিরাপদ থাকুন"।

আপনার নিকটস্থ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল/সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন চলমান চিকিৎসার পাশাপাশি বিইউএমএস, বিএএমএস ও বিএইচএমএস ডাক্তার কর্তৃক বিজ্ঞানসম্মত ইউনানী,আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে----

#ইউনানী ও #আয়ুর্বেদিক চিকিৎসার প্রকৃত সুফল- >
------------------------------- ----------- -------------------------------
★ প্রাকৃতিক উৎস থেকে তৈরীকৃত ঔষধ দ্বারা চিকিৎসা করা হয় বিধায় মানবশরীরের সাথে অধিক মানানসই।
★ব্যবহৃত ঔষধের শতভাগ প্রাকৃতিক উপাদান নির্ভর সহজলভ্য ও নিরাপদ।
★ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এবং চিকিৎসা খরচও অনেক কম।
★ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসায় রোগের মূল কারণ নির্ণয় করে তার চিকিৎসা করা হয়।
★চিকিৎসা প্রকৃতি নির্ভর, খরচ কম ও মানুষের নিকট গ্রহনযোগ্য।

#হোমিওপ্যাথিক চিকিৎসার প্রকৃত সুফল- >
------------------------------- ----------- ----------------
★রোগ নয় রোগীর চিকিৎসা করা হয়।
★হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগী বিনা কষ্টে ও সহজে আরোগ্য লাভ করে।
★রোগীর লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেবা করা হয় এবং স্বল্প মাত্রায় ঔষধ সেবন করতে হয়।
★সম্পূর্ণরূপে পরীক্ষিত এবং শক্তিকৃত একক ঔষধ দ্বারা চিকিৎসা করা হয়।
★হোমিওপ্যাথিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এবং চিকিৎসা খরচ অনেক কম।

১! ইউনানী,আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে সুস্থ জাতি গঠনে ও টেকসই উন্নয়নে দেশকে সহায়তা করুন।

২!পরিকল্পিতভাবে ঔষধি উদ্ভিদ চাষ করুন,সুস্থ থাকুন, স্বাবলম্বী হোন এবং
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে অবদান রাখুন।

প্রচারে-
অল্টারনেটিভ মেডিকেল কেয়ার(এএমসি)

স্বাস্থ্য অধিদপ্তর,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

**** আপনি কি সায়াটিকা অনুভব করছেন?সায়াটিকা সাধারণত পিঠের নীচের অংশে উদ্ভূত এবং পায়ের নিচে বিকিরণ করে এমন কোনো ব্যথা ।...
09/08/2023

**** আপনি কি সায়াটিকা অনুভব করছেন?
সায়াটিকা সাধারণত পিঠের নীচের অংশে উদ্ভূত এবং পায়ের নিচে বিকিরণ করে এমন কোনো ব্যথা । প্রধান উপসর্গ সায়্যাটিক স্নায়ু বরাবর কোথাও একটি শুটিং ব্যথা হয়; অর্থাৎ, পিঠের নিচের
দিক থেকে, নকাঁধের ব্যথা, পিঠের নিচের ব্যথা, হার্নিয়েটেড ডিস্ক, সায়াটিকা, ঘাড়ের ব্যথা, নিতম্বের ব্যথা, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি

মায়ের সাথে হসপিটালে এসেছে। সাথে কেউ নেই তাই মায়ের ভিতরে অপারেশন হচ্ছে আর বাচ্চাটি বাহিরে ঘুমাচ্ছে! সে হয়তো জানেনা তার মা...
08/08/2023

মায়ের সাথে হসপিটালে এসেছে। সাথে কেউ নেই তাই মায়ের ভিতরে অপারেশন হচ্ছে আর বাচ্চাটি বাহিরে ঘুমাচ্ছে! সে হয়তো জানেনা তার মা আবার ফিরবে নাকি ফিরবে না।

জীবন সবার জন্য সুন্দর হয় না!

এটার ই ভয় 😢মস্তিষ্কের ধমনী বিস্ফোরণ...😔এমন কাজ করবেন না যাতে টেনশন হয়।।❌অতিরিক্ত রাগি মেজাজে কারো সাথে কথা বলবেন না।। ❌...
06/08/2023

এটার ই ভয় 😢
মস্তিষ্কের ধমনী বিস্ফোরণ...😔
এমন কাজ করবেন না যাতে টেনশন হয়।।❌
অতিরিক্ত রাগি মেজাজে কারো সাথে কথা বলবেন না।। ❌
চমকে গেলে বেশি বেশি তাসবীহ পাঠে ব্যস্ত থাকুন।।✅
অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে যেও না।
বিপি নিয়ন্ত্রণে রাখতে হালকা করে তরকারি-মাংস খান...✅

সবসময় ইতিবাচক ধারণা রাখুন এবং ইতিবাচক চিন্তা করুন।।✅

মানসিক অবস্থার উপর কোন কষ্ট বা চিন্তাকে ভারী করবেন না।। ❌

ঘন ঘন তিনশত বার সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি সুবহানআল্লাহিল আজিম পড়তে থাকুন।।✅
**** হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন সারা জীবন সুস্থ থাকুন ****
ডা: আমিনুল ইসলাম

টনসিলের সমস্যা / টনসিল প্রদাহ :Tonsillitis is inflammation of the tonsils. It's usually caused by a viral infection or, ...
04/08/2023

টনসিলের সমস্যা / টনসিল প্রদাহ :

Tonsillitis is inflammation of the tonsils. It's usually caused by a viral infection or, less commonly, a bacterial infection. Tonsillitis is a common condition in children, teenagers and young adults. The symptoms of tonsillitis include: a sore throat and pain when swallowing.

কোন ভাইরাল কিংবা ব্যাকটেরিয়ার ইনফেকশন এর কারণে যদি টনসিল গ্ল্যাড ফুলে যায় বা আক্রান্ত হয় তবে তাকে আমরা টনসিল প্রদাহ বলে থাকি।

এটা সাধারণত বাচ্চাদের বেশি হয়, তবে বড়দের ও বয়ষ্কদেরও হতে পারে।

দীর্ঘদিনের ঠান্ডা লাগার প্রবণতা, ঘন ঘন ঠান্ডা পানি সেবন, আইসক্রিম খাবার কারণে টনসিলের সমস্যা খুব দ্রুত দেখা দেয়।

টনসিলের সমস্যার লক্ষণসমূহ :
> গলা ব্যাথা
> টনসিল গ্ল্যান্ড ফুলে যাওয়া
> আক্রান্ত জায়গা লাল হয়ে গরম হয়ে যাওয়া।

> টনসিল স্টন তৈরি হতে পারে।

আবার টনসিল গ্ল্যান্ড শুধু ফুলে থাকে, কোন লক্ষণ থাকে না, এরকম সমস্যাও হতে পারে।

টনসিলের সমস্যা সাধারণত ২ রকমের হয়ে থাকে :

১। একিউট টনসিলাইটিস : হঠাৎ করেই যদি টনসিল ফুলে যায় তবে তাকে আমরা একিউট টনসিলাইটিস বলব।

ঠান্ডা খাবার পরিহার করে কুশুম গরম পানি সামান্য লবন মিশিয়ে পান করলে একিউট টনসিলাইটিস সাধারণ সেরে যায়।

২। ক্রনিক টনসিলাইটিস : দীর্ঘদিন যদি বার বার টনসিলের সমস্যা দেখা দেয় তবে তাকে আমরা ক্রনিক টনসিলাইটিস বলব।

ক্রনিক টনসিলাইটিস হলে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা অথবা সার্জারী প্রয়োজন হয়।

টনসিলের চিকিৎসা :
হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে একিউট কিংবা ক্রনিক টনসিলাইটিস সম্পূর্ণ ভালো হয়৷

আপনাদের কারো টনসিলের সমস্যা হলে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন

Call : 01832278425

Address

Road No-19, Sector/12, Uttara
Dhaka

Telephone

+8801832278425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makka Homeopathic Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Makka Homeopathic Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram