09/08/2023
" #বিইউএমএস, #বিএএমএস ও #বিএইচএমএস ডাক্তার কর্তৃক #ইউনানী, #আয়ুর্বেদিক ও #হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ ও নিরাপদ থাকুন"।
আপনার নিকটস্থ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল/সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন চলমান চিকিৎসার পাশাপাশি বিইউএমএস, বিএএমএস ও বিএইচএমএস ডাক্তার কর্তৃক বিজ্ঞানসম্মত ইউনানী,আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে----
#ইউনানী ও #আয়ুর্বেদিক চিকিৎসার প্রকৃত সুফল- >
------------------------------- ----------- -------------------------------
★ প্রাকৃতিক উৎস থেকে তৈরীকৃত ঔষধ দ্বারা চিকিৎসা করা হয় বিধায় মানবশরীরের সাথে অধিক মানানসই।
★ব্যবহৃত ঔষধের শতভাগ প্রাকৃতিক উপাদান নির্ভর সহজলভ্য ও নিরাপদ।
★ইউনানী ও আয়ুর্বেদিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এবং চিকিৎসা খরচও অনেক কম।
★ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসায় রোগের মূল কারণ নির্ণয় করে তার চিকিৎসা করা হয়।
★চিকিৎসা প্রকৃতি নির্ভর, খরচ কম ও মানুষের নিকট গ্রহনযোগ্য।
#হোমিওপ্যাথিক চিকিৎসার প্রকৃত সুফল- >
------------------------------- ----------- ----------------
★রোগ নয় রোগীর চিকিৎসা করা হয়।
★হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগী বিনা কষ্টে ও সহজে আরোগ্য লাভ করে।
★রোগীর লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেবা করা হয় এবং স্বল্প মাত্রায় ঔষধ সেবন করতে হয়।
★সম্পূর্ণরূপে পরীক্ষিত এবং শক্তিকৃত একক ঔষধ দ্বারা চিকিৎসা করা হয়।
★হোমিওপ্যাথিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এবং চিকিৎসা খরচ অনেক কম।
১! ইউনানী,আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে সুস্থ জাতি গঠনে ও টেকসই উন্নয়নে দেশকে সহায়তা করুন।
২!পরিকল্পিতভাবে ঔষধি উদ্ভিদ চাষ করুন,সুস্থ থাকুন, স্বাবলম্বী হোন এবং
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে অবদান রাখুন।
প্রচারে-
অল্টারনেটিভ মেডিকেল কেয়ার(এএমসি)
স্বাস্থ্য অধিদপ্তর,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।