Dr. Sumaiya Akter

Dr. Sumaiya Akter Fertility doctor

24/11/2025
24/11/2025

বন্ধ্যাত্ব জনিত সমস্যা
নারী প্রজনন হরমোন জনিত সমস্যা
নারী দেহে অতিরিক্ত লোম
থাইরয়েড জনিত সমস্যা
মহিলা ও স্ত্রীরোগ জনিত সমস্যা
মহিলাদের (পলিসিস্টিক ওভারি)পিসি ও সমস্যা
জরায়ু টিউমার ও অপারেশন
সকল ধরনের ল্যাপারোস্কপিক সার্জারি
সিজারিয়ান অপারেশন
ডাঃ সুমাইয়া আক্তার
এমবিবিএস, বিসিএস ( স্বাস্থ্য)
এফসিপিএস ( অবস ও গাইনী)
এফসিপিএস ( রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বারঃ
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল
কল্যাণপুর, ঢাকা
সিরিয়াল ০৯৬১০০০৯৬১৬

https://medivoicebd.com/article/33738
23/11/2025

https://medivoicebd.com/article/33738

বারবার গর্ভপাত শুধু শারীরিক নয়, মানসিকভাবেও একজন নারী ও তার পরিবারের জন্য গভীর আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। কেন এমনট.....

ইসলামে ART বা IVF ও অন‍্য যে কোন উপায়ে সন্তান নেয়া সম্পর্কিত চূড়ান্ত সারসংক্ষেপঃ 1. স্বামীর শুক্রাণু দিয়ে কৃত্রিম গর্ভস...
18/11/2025

ইসলামে ART বা IVF ও অন‍্য যে কোন উপায়ে সন্তান নেয়া সম্পর্কিত চূড়ান্ত সারসংক্ষেপঃ

1. স্বামীর শুক্রাণু দিয়ে কৃত্রিম গর্ভসঞ্চার বৈধ যেমনঃ IUI. বৈধ!, এতে ধর্মীয় কোন বাধা নেই ।

2. IVF স্বামী–স্ত্রীর মধ্যেই বৈধ।

3. ডোনার—শুক্রাণু, ডিম্বাণু, ভ্রূণ, জরায়ু—নিষিদ্ধ।

4. সারোগেসি (জরায়ু ধার নেয়া)নিষিদ্ধ।

5. দত্তক গ্রহণ করে নিজের সন্তান বলার অনুমতি নেই—জন্মদাত্রীই প্রকৃত মা।
দুধ মাতার ক্ষেত্রে পর্দা করার শিথিলতা থাকলেও, ইসলাম এডপশনের ব‍্যপারে প্রকৃত মা বাবার পরিচয় গোপন করার অনুমতি দেয়না ।

6. বিবাহ শেষ হলে (মৃত্যু/তালাক) ART করা যাবে না।অর্থাৎ স্বামী বা স্ত্রী একজন মারা গেলে তবে পূর্বের হিমায়িত ভ্রুন হতে সন্তান নেয়া যাবে না।

7. অতিরিক্ত ভ্রূণ হিমায়িত করা বৈধ—শুধু একই দম্পতির ব্যবহারের জন্য।

8. মেডিক্যাল কারণ ছাড়া বহু-ভ্রূণ স্থানান্তর করা ঠিক নয়।

9. ডোনার ব্যাংক (সপার্ম/এগ ব্যাংক) নিষিদ্ধ।

10. ART করতে পারবেন শুধু যোগ্য চিকিৎসক।

ছবিঃ আমার এক রোগির বেবিরা । মা শা আল্লাহ
কপি ফ্রম ডা তাসলিমা বেগম

মায়ের সাথে যখন ঘুরতে আসি। মাশায়াল্লাহ বারাকাল্লাহু ফি।
18/11/2025

মায়ের সাথে যখন ঘুরতে আসি। মাশায়াল্লাহ বারাকাল্লাহু ফি।

ল্যাপারোস্কপি দিয়ে মায়োমেক্টোমি বা জরায়ুর টিউমার অপসারণ। বড় কাটা ছেড়া নাই, কুইক রিকোভারি। যদি ও কিছু চ্যালেঞ্জ আছে।
27/10/2025

ল্যাপারোস্কপি দিয়ে মায়োমেক্টোমি বা জরায়ুর টিউমার অপসারণ। বড় কাটা ছেড়া নাই, কুইক রিকোভারি। যদি ও কিছু চ্যালেঞ্জ আছে।

Endometriosis রোগে  জরায়ুর লাইনিং টিস্যু জরায়ুর বাইরে স্থাপিত হয় ও বৃদ্ধি পায়। এই টিস্যু, যাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়...
20/10/2025

Endometriosis রোগে জরায়ুর লাইনিং টিস্যু জরায়ুর বাইরে স্থাপিত হয় ও বৃদ্ধি পায়। এই টিস্যু, যাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়, মাসিক চক্রের সময় হরমোনের পরিবর্তনে সাড়া দেয় ঘন হয়ে, ভেঙে যায় এবং রক্তপাত হয় প্রতি মাসে মাসিকের মত। যেহেতু বের হয়ে যাওয়ার পথ নাই তাই তা জমতে থাকে ও সিস্টের ( চকলেট সিস্ট) মতো বড় হতে থাকে।
আর তাইতো এই রোগের চিকিৎসার অন্যতম একটি উপায় হচ্ছে মাসিক বন্ধ করে রাখা।
সেজন্য জন্মনিয়ন্ত্রণ বড়ি, গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন (GnRH) , বা প্রোজেস্টিন-ভিত্তিক মেডিসিন গুলো প্রেসক্রাইব করা হয় যা এন্ডোমেট্রিওসিসের সাথে যুক্ত ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। এবং এ রোগ এর বৃদ্ধি বন্ধ করে দেয়।
সার্জারি ও (ART) বিশেষ করে আইভিএফ এন্ডোমেট্রিওসিসের কারণে বন্ধ্যাত্বের সাথে লড়াই করা দম্পতিদের জন্য কার্যকর চিকিত্সা ।

যদিও এন্ডোমেট্রিওসিসের কোনো নিরাময় নেই, তবে তার উপসর্গগুলি বিভিন্ন চিকিত্সা বিকল্পের মাধ্যমে কমানো যায়।

সবসময় শুধু সফলতা আর সুখের গল্প বলি। আজ বলবো দু: খের গল্প।এই দম্পতির সাথে আমার দেখা হয় করোনার শেষের দিকে।হাসবেন্ড ইতালি থ...
02/10/2025

সবসময় শুধু সফলতা আর সুখের গল্প বলি। আজ বলবো
দু: খের গল্প।
এই দম্পতির সাথে আমার দেখা হয় করোনার শেষের দিকে।হাসবেন্ড ইতালি থাকেন।করোনার মধ্যে এসে আটকে গেছেন।ট্রাই করছেন, কিন্তু বাচ্চা হয়নি। অনেক বছর বিয়ে হয়েছে, বিদেশ থেকে দেশ, অনেক চেষ্টা করছেন, কিন্তু সন্তানের মুখ দেখতে পারেন নি।
যাহোক ১ ম বার ১-২ মাসের চেষ্টা করে হলো না। ভদ্রলোক আবার ইতালি চলে গেলেন।
২ বছর পর আবার আসলেন ২/৩ মাস সময় নিয়ে। এবার আমি আই ইউ আই করতে গিয়ে আবিষ্কার করলাম সারভাইকেল স্টেনোসিস( জরায়ু মুখ ন্যারো) আর খুবই শর্ট সারভিক্স ( সিস করা ছিলো ও টিউব পেটেন্ট ছিলো)। এর মধ্যে রোগীর হাসব্যান্ড আবার চলে গেলেন।।
পরবর্তীতে রোগীর হাসব্যান্ড আসার একমাস আগে আমি ল্যাপ হিস্টারোস্কপি করলাম। এবং হাসব্যান্ড আসার পর আই ইউ আই। দেখা গেল পজিটিভ আলহামদুলিল্লাহ।
এরপর সরাসরি দেখা অনলাইন কনসাল্টেশন, লোকাল কনসাল্টেশন চলছিল।জরায়ু মুখ সেলাই করলাম। নানান সাপোর্ট দিলাম। রোগীর ডায়বেটিস এর জন্য ইনসুলিন চলছিলো। প্রেগ্ন্যাসির মধ্যে এই ব্লিডিং, এই ডায়রিয়া, এই জ্বর চলছিলই। অবশেষে ৩৩+ সপ্তাহে পানি ভেংগে গেলো। নিয়ে আসতে বললাম। নোয়াখালী থেকে আসতে আসতে রাত। চাচ্ছিলাম কনজার্ভেটিভ দিয়ে আরও কিছুদিন কন্টিনিউ করতে। তা আর হলো না।পরদিনই ফিটাল ডিসট্রেস শুরু হলো।নিউন্যাটোলজিস্ট সামনে রেখে সিজার করলাম।
বাচ্চাটা শ্বাস নেয়া কান্নাকাটি সবই করলো। ৫ দিন এন আওসিউতে। শিশু ডাক্তার বললো বাচ্চা ভালো আছে, আগামীকাল মায়ের কাছে দিয়ে দিবো।
পরদিন বাচ্চাটা হঠাৎ খারাপ হয়ে গেল এবং শেষ পর্যন্ত মারা গেল। এই দু:খী মা টাকে বলার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। শুধু দোয়া করেছি, আল্লাহ যেন এই শোক সইবার শক্তি তাকে দেন।
আল্লাহ রিজিকের মালিক, আপনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা দেন না। আবার যাকে ইচ্ছা দিয়েও নিয়ে যান। সব কিছুই আপনার পরিকল্পনা।

আলহামদুলিল্লাহ। আরেকটি সফল আই ভি এফ প্রেগ্ন্যাসি। প্রেগ্ন্যাসির সফলতা অনেকাংশেই রোগীর শারীরিক বিভিন্ন ফ্যাক্টরের উপর নির...
02/10/2025

আলহামদুলিল্লাহ। আরেকটি সফল আই ভি এফ প্রেগ্ন্যাসি। প্রেগ্ন্যাসির সফলতা অনেকাংশেই রোগীর শারীরিক বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে।যেমন বয়স, ওভারিয়ান রিজার্ভ, এন্ডোমেট্রিওসিস, জরায়ুর নানান রোগ যেমন -- এডেনোমায়োসিস, ফাইব্রয়েড ইত্যাদি।
সঠিক ইন্ডিকেশন এবং প্রোপার চিকিৎসা প্রোটোকল ও পরামর্শ এর জন্য বন্ধাত্ব বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নেয়া দরকার।

আলহামদুলিল্লাহ। আই ভি এফ প্রেগ্ন্যাসি। অবশেষে এমব্রায়ো ট্রান্সফার এবং আলহামদুলিল্লাহ পজেটিভ। জার্নিটা শুরু হয়েছিলো প্রায়...
02/10/2025

আলহামদুলিল্লাহ। আই ভি এফ প্রেগ্ন্যাসি। অবশেষে এমব্রায়ো ট্রান্সফার এবং আলহামদুলিল্লাহ পজেটিভ। জার্নিটা শুরু হয়েছিলো প্রায় ২ বছর আগে। এখন সব ঠিকঠাক ভাবে এগুলোই হয়।

Address

চেম্বারঃ ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কন্যানপুর, ঢাকা।
Dhaka

Opening Hours

Monday 16:00 - 18:00
Wednesday 16:00 - 18:00
Saturday 16:00 - 18:00

Telephone

+8801703725590

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sumaiya Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sumaiya Akter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram