
08/07/2025
ধূমপান কি বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোন সমস্যা করে? ধূমপান কমালে কি প্রজননক্ষমতা বেড়ে যাবে? ধূমপায়ী বাচ্চা নিতে চাইলে কি করা উচিৎ?
ধূমপান শুক্রাণুর পরিমাণ (স্পার্ম কাউন্ট) এবং গুণগত মান (মোটিলিটি এবং মর্ফোলজি) কমাতে পারে। তাছাড়া ধূমপায়ীদের ইরেক্টাইল ডিসফাংশন এবং যৌন ইচ্ছাশক্তি কমে যাওয়ার সম্ভাবনা বেশি।
গবেষণায় দেখা যায়, নিয়মিত ১০ স্টিক ধূমপানের ফলে নিশ্চিত ভাবে সকল পুরুষেরই স্পার্ম কাউন্ট কমেছে। এমনকি স্পার্মের গতিবিধিও কমছে। পাশাপাশি শুক্রাণুর গঠনেও সমস্যা দেখা দেয়।
সুখবর হলো, ধূমপান বন্ধ করলে স্বাভাবিক প্রজননক্ষমতা বাড়তে পারে।
এছাড়াও ধূমপান এবং প্যাসিভ ধূমপান মহিলাদের মধ্যেও বন্ধ্যাত্বের ঝুঁকি বৃদ্ধি করে। তাদের প্রেগনেন্সি আসতে বেশি সময় লাগে। তাছাড়া কম বয়সে মেনোপজের ঝুঁকি বেশি থাকে। উপরন্তু, ধূমপান গর্ভপাতের এবং এক্টোপিক প্রেগনেন্সির (জরায়ুর বাইরে প্রেগনেন্সি) সম্ভাবনা বৃদ্ধি করে।
যে কোন এডভান্সড বন্ধাত্ব চিকিত্সার পরেও (আইইউআই, আইভিএফ) ধূমপায়ীদের প্রেগনেন্সির সম্ভাবনা কম থাকে।
সৌভাগ্যবশত, গর্ভাবস্থার আগে ধূমপান বন্ধ করা, এই ঝুঁকিগুলি কমাতে পারে।