Dr. Sumaiya Akter

Dr. Sumaiya Akter Fertility doctor

ধূমপান কি বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোন সমস্যা করে? ধূমপান কমালে  কি প্রজননক্ষমতা বেড়ে যাবে? ধূমপায়ী বাচ্চা নিতে চাইলে  কি ক...
08/07/2025

ধূমপান কি বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোন সমস্যা করে? ধূমপান কমালে কি প্রজননক্ষমতা বেড়ে যাবে? ধূমপায়ী বাচ্চা নিতে চাইলে কি করা উচিৎ?

ধূমপান শুক্রাণুর পরিমাণ (স্পার্ম কাউন্ট) এবং গুণগত মান (মোটিলিটি এবং মর্ফোলজি) কমাতে পারে। তাছাড়া ধূমপায়ীদের ইরেক্টাইল ডিসফাংশন এবং যৌন ইচ্ছাশক্তি কমে যাওয়ার সম্ভাবনা বেশি।
গবেষণায় দেখা যায়, নিয়মিত ১০ স্টিক ধূমপানের ফলে নিশ্চিত ভাবে সকল পুরুষেরই স্পার্ম কাউন্ট কমেছে। এমনকি স্পার্মের গতিবিধিও কমছে। পাশাপাশি শুক্রাণুর গঠনেও সমস্যা দেখা দেয়।

সুখবর হলো, ধূমপান বন্ধ করলে স্বাভাবিক প্রজননক্ষমতা বাড়তে পারে।
এছাড়াও ধূমপান এবং প্যাসিভ ধূমপান মহিলাদের মধ্যেও বন্ধ্যাত্বের ঝুঁকি বৃদ্ধি করে। তাদের প্রেগনেন্সি আসতে বেশি সময় লাগে। তাছাড়া কম বয়সে মেনোপজের ঝুঁকি বেশি থাকে। উপরন্তু, ধূমপান গর্ভপাতের এবং এক্টোপিক প্রেগনেন্সির (জরায়ুর বাইরে প্রেগনেন্সি) সম্ভাবনা বৃদ্ধি করে।
যে কোন এডভান্সড বন্ধাত্ব চিকিত্সার পরেও (আইইউআই, আইভিএফ) ধূমপায়ীদের প্রেগনেন্সির সম্ভাবনা কম থাকে।

সৌভাগ্যবশত, গর্ভাবস্থার আগে ধূমপান বন্ধ করা, এই ঝুঁকিগুলি কমাতে পারে।

একেকটা বাচ্চা দুনিয়াতে আসে , যেনো একেকটা গল্প তৈরি করে। বাচ্চার মা আমাদের ওটি নার্স। অনেক দিনের চেষ্টা সাধনায় এই প্রাপ্ত...
22/06/2025

একেকটা বাচ্চা দুনিয়াতে আসে , যেনো একেকটা গল্প তৈরি করে।
বাচ্চার মা আমাদের ওটি নার্স। অনেক দিনের চেষ্টা সাধনায় এই প্রাপ্তি। সবাই তাই খুবই খুশি । একটা পিংকি পাই মাশায়াল্লাহ।

সত্যি বলতে, তমার ল্যাপারোস্কপি হিস্টারোস্কপি করতে গিয়ে  চিন্তাও করিনি তার সেই জরায়ু তে কখনো কন্সিভ হবে। জরায়ুর ভেতরে এতো...
16/06/2025

সত্যি বলতে, তমার ল্যাপারোস্কপি হিস্টারোস্কপি করতে গিয়ে চিন্তাও করিনি তার সেই জরায়ু তে কখনো কন্সিভ হবে। জরায়ুর ভেতরে এতো খারাপ অবস্থা (intrauterine adhesion) আর পেটের মধ্যে ও জরায়ু ডিম্বাশয় আর টিউবের অবস্থা খুবই শোচনীয় ছিল। স্বাভাবিক এনাটমি নষ্ট হয়ে গিয়েছিল। যতটা সম্ভব ঠিক করা হয়েছিল।
তারপর আলহামদুলিল্লাহ ও কন্সিভ করে।আর তার ফলাফল এই ছোট্ট পরীটা।
মাশায়াল্লাহ বারাকাল্লাহু ফি।

ক্ল্যামাইডিয়া  যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে। তবে ...
15/06/2025

ক্ল্যামাইডিয়া যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে। তবে সাধারণত পুরুষ বাহক হিসেবে কাজ করে ও মহিলাদের ক্ষেত্রে ইনফেকশন এবং ফলাফল বেশি খারাপ হয়। আমাদের দেশে এটি আগে অনেক বিরল থাকলেও ইদানিং বেশ পাওয়া যাচ্ছে। ধারণা করা হয় বিদেশে থাকা পুরুষদের মাধ্যমে এটি এদেশে বিস্তার ঘটছে।
ক্ল্যামাইডিয়া সংক্রমণ সাধারণত ৪০--৯৬% ক্ষেত্রে কোন লক্ষণ ছাড়াই হতে পারে।তবে কিছু ক্ষেত্রে যোনি বা শিশ্ন থেকে অস্বাভাবিক স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, বা তলপেটে ব্যথা হতে পারে।
বন্ধাত্ব সমস্যার পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে ল্যাপারোস্কপি করতে গিয়ে ধরা পড়ে। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ (পিআইডি) এবং বন্ধ্যাত্ব। এটি টিউব জরায়ু ডিম্বাশয় এমনকি লিভারের গায়ে এক ধরনের ফ্লিমজি এডহেশন তৈরি করে ও টিউব নষ্ট করে দেয়।
সময়মতো ধরা পড়লে ক্ল্যামাইডিয়া সংক্রমণ সহজেই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায়।
স্বামী বা স্ত্রীর প্রতি বিশ্বস্ততা এ ধরনের সংক্রমণ প্রতিরোধের উপায়।

অবশেষে অনেক দিনের একসাথে পথচলার অবসান হলো।আলহামদুলিল্লাহ।  একটি সন্তান যেন জীবনের পূর্নতা, পরিবারের শান্তি সুখের বারতা।💗
09/06/2025

অবশেষে অনেক দিনের একসাথে পথচলার অবসান হলো।আলহামদুলিল্লাহ। একটি সন্তান যেন জীবনের পূর্নতা, পরিবারের শান্তি সুখের বারতা।💗

ঈদ সবার জীবনে খুশি আনন্দ আর সমৃদ্ধি হয়ে আসুক। দুঃখ দারিদ্র আর কষ্টগুলো দূর হয়ে  যাক। ঈদ মোবারক।
06/06/2025

ঈদ সবার জীবনে খুশি আনন্দ আর সমৃদ্ধি হয়ে আসুক। দুঃখ দারিদ্র আর কষ্টগুলো দূর হয়ে যাক। ঈদ মোবারক।

প্যাসিভ ধূমপান হলো সক্রিয় ধূমপায়ীর  দ্বারা নি: সৃত তামাকের ধোঁয়া , যাকে প্যাসিভ স্মোক , সেকেন্ডহ্যান্ড স্মোক  বা পরিব...
31/05/2025

প্যাসিভ ধূমপান হলো
সক্রিয় ধূমপায়ীর দ্বারা নি: সৃত তামাকের ধোঁয়া , যাকে প্যাসিভ স্মোক , সেকেন্ডহ্যান্ড স্মোক বা পরিবেশগত তামাক ধোঁয়া বলা হয় , যা আশেপাশের মানুষের দ্বারা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করা হয়।

যখন সিগারেটের ধোঁয়া আশেপাশের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে , যা কাছাকাছি থাকা কেউ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে।

পরোক্ষ তামাকের ধোঁয়ার সংস্পর্শে সক্রিয় ধূমপানের ফলে সৃষ্ট অনেকটা একই রকম ক্ষতিকর প্রভাব পড়ে।
WHO এর এক প্রতিবেদন অনুসারে , প্রতি বছর বিশ্বব্যাপী ১.৩ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু পরোক্ষ ধূমপানের কারণে ঘটে।

গর্ভবতী নারীর উপর পরোক্ষ ধুমপানের প্রভাব মারাত্মক।
একটি মেটা-এনালাইসিস এ দেখা গেছে, পরোক্ষ ধূমপানের সংস্পর্শে গর্ভপাতের ঝুঁকি ১১% বৃদ্ধি পেয়েছে।
কম জন্ম ওজন, premature delivary বা
অকাল জন্ম,
শিশুদের মধ্যে মৃতপ্রসব এবং জন্মগত ত্রুটি ইত্যাদি পরোক্ষ ধূমপানের জন্য হচ্ছে।
সাম্প্রতিক গবেষণায় পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা নারীদের এবং অ-সংস্পর্শে আসা নারীদের তুলনা করে দেখা গেছে যে গর্ভবতী অবস্থায় সংস্পর্শে আসা নারীদের জন্মগত অস্বাভাবিকতা, লম্বা দৈর্ঘ্য, ছোট মাথার পরিধি এবং নিউরাল টিউব ত্রুটিযুক্ত সন্তান প্রসবের ঝুঁকি বেশি থাকে ।
উন্মুক্ত স্থানে ধূমপান আইনগত ভাবে নিষিদ্ধ হওয়া জরুরী।

মাশায়াল্লাহ বারাকাল্লাহু ফি। এই গুল্লু গাল্লুর সাথে ছবি তোলা অনেক কঠিন।তাদের সব আকর্ষণ আমার কলম, প্রেস্ক্রিপশন আর টেবিলে...
31/05/2025

মাশায়াল্লাহ বারাকাল্লাহু ফি।
এই গুল্লু গাল্লুর সাথে ছবি তোলা অনেক কঠিন।
তাদের সব আকর্ষণ আমার কলম, প্রেস্ক্রিপশন আর টেবিলের জিনিসপত্রের দিকে।

20/05/2025

হিস্টারোস্কপী
মাতৃ জঠর বা জরায়ুর ভিতরের জগৎ আবিষ্কারের পদ্ধতি।

আমার চেম্বার যেন ওনাদের বেড়ানোর জায়গা!💖💖
20/05/2025

আমার চেম্বার যেন ওনাদের বেড়ানোর জায়গা!💖💖

Address

Tejgaon

Opening Hours

Monday 16:00 - 18:00
Wednesday 16:00 - 18:00
Saturday 16:00 - 18:00

Telephone

+8801703725590

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sumaiya Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sumaiya Akter:

Share