25/08/2022
# হিজামা থেরাপির স্পেশাল হোম সার্ভিস অফার #
@@@ সুন্নতি দিনে অ্যাপয়েন্টমেন্ট নিতে @@@
হিজামার জন্য উত্তম দিন হচ্ছে সোম, মঙ্গল ও বৃহস্পতিবার।
عَنِ ابْنِ عُمَرَ قَالَ ... فَإِنِّيْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ فَاحْتَجِمُوْا عَلَى بَرَكَةِ اللهِ يَوْمَ الْخَمِيسِ وَاجْتَنِبُوا الْحِجَامَةَ يَوْمَ الْأَرْبِعَاءِ وَالْجُمُعَةِ وَالسَّبْتِ وَيَوْمَ الْأَحَدِ تَحَرِّيًا وَاحْتَجِمُوْا يَوْمَ الِاثْنَيْنِ وَالثُّلاَثَاءِ-
ইবনু ওমর (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, ‘আল্লাহর বরকত লাভের আশায় তোমরা বৃহস্পতিবার হিজামা করাও এবং বুধ, শুক্র, শনি ও রবিবার বেছে নেওয়া থেকে বিরত থাক। আর সোম ও মঙ্গলবারে হিজামা করাও’।
★★★
হোম সার্ভিসঃ
১. হিজামা থেরাপি চিকিৎসা।
২. পলিপাস চিকিৎসা।
৩. যৌন রোগের চিকিৎসা।
👉হিজামা থেরাপি চিকিৎসা প্রতি কাপিং ১২০টাকা.
হিজামা করাতে নিচের যেকোন প্যাকেজ বেছে নিতে পারেন: (অফার প্যাকেজ)
✍️ ১২টা কাপিং- ১১০০টাকা।
✍️ ১৫টা কাপিং - ১৪০০টাকা৷
✍️ ২০টা কাপিং- ১৮০০টাকা৷
✍️ ৩০টা কাপিং- ২৭০০ টাকা।
★★★
বিঃ দ্রঃ হোম সার্ভিসের চার্জ ঢাকা/বরিশাল সিটির মধ্যে ৩০০টাকা এবং সিটির বাহিরে আলোচনা সাপেক্ষে।
★★★
বিভিন্ন রোগের জন্য সুন্নাহ্ হিজামা করা হয়ঃ হিজামা_বা_wet_Cupping Therapy দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১. মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথায়।
২. এ্যাজমা, ব্রংকাইটিস, COPD, সাইনুসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, নিউমোনিয়া, লাং ইনফেকশান।
৩. হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারাইড, হার্ট ব্লক, হাইপ্রেশার, অতিরিক্ত ওজন।
৪. গ্যাস্ট্রাইটিস (গ্যাসের সমস্যা), বুক জ্বালা পোড়া, পেটের ব্যাথা, ফিসার, পাইলস, ফ্যাটি লিভার, IBS, ।
৫. এটি হেপাটাইটিস বি এর ভাইরাল লোড কমায়।
৬. ঘুমের সমস্যা, স্ট্রেস, পারকিনসন্স ডিজিজ, মানসিক সমস্যা।
৭. স্পোর্টস ইনজুরি
৮. Erectyle dysfunction, ejaculatory dysfunction, অন্যান্য যৌন সমস্যা।
৯. থাইরয়েডের সমস্যা।
১০. Gout
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২. PCOS, মাসিকের সমস্যা সহ মেয়েদের অন্যান্য সমস্যা
১৩. অস্টিওপোরোসিস, রিউমাটয়েট আর্থ্রাইটিস সহ আরও অনেক রোগে উপকারী।
★★★
হিজামা বা ওয়েট কাপিং প্রুভ কিনা-
হিজামা শরীরের একটি বেসিক মেকানিজম তৈরি করে।এন্ডোজেনাস নাইট্রিক অক্সাইড পাথওয়েকে বুস্ট করে দেয়।এই Nitric Oxide কেই বিজ্ঞানীরা মিরাকল মলিকিউল বা হিলিং মলিকিউল বলে। যে কোন ডিজিজের নাম এর সাথে লিখে Google এ সার্চ করলেই প্রুভ পেয়ে যাবেন।হিজামাতে যে লাইট বা হালকা কাটা হয় এতে ক্যাপিলারি ইনজুরি হয়,তখনই ক্যাপিলারির এন্ডেথেলিয়া থেকে Nitric Oxide গঠিত হয়৷
★★★
✍️ রাসুল (স:) বলেছেন- ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো— #হিজামা_লাগানে #মধু_পান_করা ও আগুন দিয়ে গরম সেঁক দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি। (সহিহ বুখারি, হাদিস : ৫৬৮১)
✍️ রাসূলুল্লাহ (স:) বলেছেন-
#আমি_মিরাজের_রাতে_ফিরিস্তাদের_মাযখান_দিয়ে_গিয়েছি_তাদের_সবাই_বলেছেন_আপনার_উম্মতকে_হিজামার_আদেশ_দিবেন।
(সুনান তিরমিযী হ/২০৫৩)
✍️ ❝তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। ❞
(সহিহ বুখারী- ৫৬৯৭)
✍️ রাসুল(স:) বলেছেন-যে আরবী মাসের
১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করাবে, তা হবে
সর্বরোগের ঔষধ।
(আবু দাউদ হা/৩৮২১ ই:ফা)
✍️ আবুহুরারা (রা:) থেকে বর্নিত রাসুল_স:_বলেছেন জিবরীল (আ:) আমাকে জানিয়েছেন
#মানুষ_চিকিৎসার_যতসব_উপায়_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হলো_সর্বোত্তম ।
(আল_হাকীম-৭৪৭০)
★★★
আমাদের ঢাকা ও গাজিপুর সেন্টারেও 🚺মহিলা ও 🚹পুরুষদের হিজামা করানো হয়।
আমাদের মহিলার জন্য আলাদা ব্যবস্থা আছে।পর্দার সহিত মহিলাদের হিজামা করা হয়।
★★★
✍️✍️✍️✍️পলিপাস চিকিৎসা✍️✍️✍️✍️
✍️গ্যারান্টি সহকারে বিনা অপারেশনে সম্পূর্ণ ব্যথামুক্ত অবস্থায় এবং কোন প্রকার রক্তপাত বিহিন ভাবে পলিপাসের নিশ্চিত চিকিৎসা নিত পারেন। একবার চিকিৎসার পর দ্বিতীয়বার আর কোন দিন হবেনা ইনশাআল্লহ। পা'র্শ্ব প্রতিক্রি'য়াহীন চিকি'ৎসা গ্রহন করুন নিরা'পদ ও সু'স্থ থাকুন ।
আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন যাবত গ্যারা'ন্টিসহ সফলতার সাথে বিনা অপা'রেশ'নে নাকের পলি'পাসের স্থা'য়ী চিকি'ৎসা দিয়ে আসছি।
আমরা জানি নাকের পলি'পাস চিকিৎসায় আয়ুর্বেদিক মেডি'সিন চমৎকার।
✍️ইনশা-আল্লাহ আমাদের ঔ'ষধ ব্যবহারে ৭-১০ দিনের মধ্যে যে পরিবর্তন গুলো পাবেনঃ-
*মাথা ব্যা'থা ভালো হয়ে যাবে।
* নাক দিয়ে পানি পড়া বন্ধ হবে।
* নাকের চুল'কানী ভালো হয়ে যাবে।
* নাকে অস্ব'স্থি ভাব দূর হবে।
এই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
ইনশা-আল্লাহ কোনো রকম অপা'রেশনের ঝামেলা ছাড়াই একবার কিংবা দুইবার মেডিসিন লাগানোর মাধ্যমে। নাকের পলি'প বা মাং'স বৃদ্ধি রো'গটি থেকে স্থায়ী ভাবে মু'ক্তি লাভ করবেন।
চিকি'ৎসা সেবায়৷
আসুন নাকের পলি'পাস এর অপচি'কিৎসা পরিহার করি ও সঠিক চিকি'ৎসা গ্রহণ করি।
(বিঃদ্রঃ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত)
🌷🌷 সম্পুর্ন কোর্স ফি ৫০০০টাকা🌷🌷
🌷🌷মুহররম মাস উপলক্ষে ৩০০০টাকা মাত্র🌷🌷
★★★
✍️✍️✍️✍️যৌন রোগের চিকিৎসা ✍️✍️✍️✍️
👉 আপনি_কি_দাম্পত্য_জীবনে_অসুখী ?????🤔
💕 বিভিন্ন খারাপ অভ্যাস এর কারনে যৌন শক্তি নষ্ট করে ফেলেছেন,💝 স্ত্রীর নিকট লজ্জা পাচ্ছেন বা বিয়ে করতে ভয় পাচ্ছেন ? 💗 আর নয় চিন্তা আর নয় লজ্জা।
উদাহরণস্বরূপঃ আপনার স্ত্রী যদি ৩০ মিনিট সময় পর্যন্ত যৌনতা উপভোগে সক্ষম হয়, তবে আপনার কমপক্ষে ৪০ মিনিট পর্যন্ত বীর্যপাত রোধ করার ক্ষমতা থাকতে হবে। আবার, আপনার স্ত্রী যদি ৪০ মিনিট সময় নেয়, তবে আপনাকে ১ ঘন্টা পর্যন্ত বীর্যপাত নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ, স্ত্রী সহবাসে সম্পূর্ণ তৃপ্তি পাওয়ার আগে আপনার বীর্যপাত হলে আপনার স্ত্রী ধরে নিবে যে আপনি হয়তো নারী সঙ্গমে অক্ষম একজন ব্যাক্তি। অথচ আপনার কোনো সমস্যাই নেই।
তাই বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ এনে বেশিক্ষণ সঙ্গম করতে পারার কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ আমাদের মেডিসিন ১০০% অরজিনাল।
✍️ দেশ ও দেশের বাইরে ঔষধ পাঠানো হয় 🚑
মোঃ শাহাদাৎ হোসাইন
ডিপ্লোমা ইন মেডিসিন এন্ড সার্জারী(D.M.S),
হিজামা থেরাপিস্ট, গাজীপুর, ঢাকা।
অফিসঃ
আল-সুন্নাহ্ হিজামা সেন্টার।
(হিজামা, পলিপাস, পাইলস, চর্মরোগ, যৌন রোগের চিকিৎসা ও ট্রেনিং সেন্টার)
দিলু রোড, নিউ ইস্কাটন,
বাংলামটর, ঢাকা-১০০০.
মোবাইলঃ +8801719-778094 (WhatsApp)
+8801780-457045
চেম্বারঃ গাজীপুর চৌরাস্তার সাথে।