Dr Mamun MBBS

Dr Mamun MBBS সকল ধরনের স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন। ডা. মামুন

Eid Mubarak 2024
11/04/2024

Eid Mubarak 2024

28/02/2024

মধুর মধ্যে কি কি উপাদান রয়েছে।

28/02/2024

মধু এক অসাধারণ এন্টিবায়োটিক।

23/02/2024

জীবন্ত খাবার বেশি খান।

31/01/2024

Paracetamol Side effect

20/01/2024

মেধাশক্তি নষ্ট হয় যেভাবে।
মস্তিষ্কের জন্য ক্ষতিকর কিছু বদ অভ্যাস।

আমাদের 12th fail মুভি ভালো লাগতেসে কারণ মনোজ শেষ পর্যন্ত হইতে পারসে আইপিএস অফিসার। ব্যক্তিজীবনে এমন অনেক মানুষ আছে যারা ...
10/01/2024

আমাদের 12th fail মুভি ভালো লাগতেসে কারণ মনোজ শেষ পর্যন্ত হইতে পারসে আইপিএস অফিসার। ব্যক্তিজীবনে এমন অনেক মানুষ আছে যারা মনোজের চেয়ে অমানুষিক পরিশ্রম করেও কিছু পায় নাই। তাদের কেউ মনে রাখেনি।

দিনশেষে আমরা সফলতার গল্প শুনতে ভালোবাসি। মনোজ লাস্ট এটেম্পটেও ফেইল করলে সিনেমা হইতো না, গ্রামেও যাইতে পারতো না, এসব গল্প ও কেউ শুনতো না। ব্যর্থতার গল্প মানুষ শুনে না। লুজারের সাথে কেউ থাকেও না।

05/01/2024

কোন খাবারে সবচেয়ে বেশি কোলেস্টেরল রয়েছে
রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কি সমস্যা হয়
উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার

29/12/2023

শাওন রেজা নামের একটা ছেলে ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে ৭ম হয়ে ASP পদের জন্য সুপারিশ প্রাপ্ত হইছে! অভিনন্দন শাওন!
এবার ছেলেটার কিছু ইতিহাস জানি! যতদূর জানি ছেলেটা বুয়েট, মেডিক্যাল, ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটাতেই চান্স পায় এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয় !
আরও মজার বিষয় হচ্ছে ছেলেটা Chemestry খুব ভালো পড়ায় ! খুব মজা করে পড়ায়! উদ্ভাসের Chemestry শিক্ষক! তার নিজেরও ফেইসবুকে Alchemy নামে একটা পেজ আছে যেটা থেকে সে অনলাইনে Chemestry শিখায়!
তার মানে শিক্ষাকতা, Chemestry এটাও তার একটা Passion এর জায়গা!
এখন কথা হচ্ছে ছেলেটা মেডিকেল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, Chemestry, শিক্ষকতা এইগুলো ছেড়ে কেন সে পুলিশ হতে চাইলো! কথা ছিল সে একজন ডাক্তার হবে বা বিজ্ঞানী হবে, জেনেটিকসের বিভিন্ন বিষয়ে গবেষণা করবে! তাহলে কেন সে বিজ্ঞানী না হয়ে পুলিশ হতে চাইলো বা হইলো!
এর কারণ হচ্ছে - সময় যত গড়িয়েছে সে দেখতে পেয়েছে পুলিশ হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটার এক অসীম ক্ষমতাধর প্রভু! পুলিশ যখন যাকে খুশি তুলে নিয়ে আসতে পারে! খুন করতে পারে! কী সে বিজ্ঞানী হউক আর প্রফেসরই হউক! বিজ্ঞানী, প্রফেসররা অপেরাজয়ে বাংলার পাদদেশে দাড়িয়ে কিছু বলতে চাইলে পুলিশ তাদের টুটি চেপে ধরতে পারে, লাটিপেটা করতে পারে! পুলিশ জবাবদিহিতার উর্ধে! তাকে প্রশ্ন করার কেউ নেই এই রাষ্ট্রে!
তাছাড়া পুলিশ ক্যাডার তমুক ভাইয়ের ভাতের হোটেলে সুন্দরী নায়িকাদের ভীড় লেগেই থাকে, সুন্দরী নায়িকরা পুলিশ ক্যাডারদের সাথে ছবি তুলে গর্ববোধ করে! বুকে মাথা রেখে নানা বিষয়ে অভিযোগ করে! তার একজন পুলিশ ক্যাডার ভাই আছে বলে অন্যকে হুমকি দামকি দেয়!
টাকা পয়সার কথা বলার দরকার নাই! একেক জন পুলিশ ক্যাডার যে নিজেই একেকটা ব্যাংক সেটা এখন আর কারোরই অজানা নয়!
এতো কিছু যেখানে আছে সেখানে না গিয়ে বিজ্ঞানী, গবেষক হওয়ার মত বোকামি যে শাওন করে নাই সেই জন্যে শাওন কে আবারও অভিনন্দন! এই রকম শাওন শুধু একজন নয়! আরও শত শত শাওন আছে! তাদের সবাইকে অভিনন্দন!
আসলে বর্তমান যে বিসিএস ক্রেজ, এটা বাংলাদেশ নামক রাষ্ট্রটার ধ্বংসের চূড়ান্ত রূপ! এই দেশ অলরেডি শেষ! এই দেশের সুস্থ হয়ে উঠা, সভ্য হয়ে উঠার সম্ভাবনা অন্তত নিকট ভবিষ্যতে আর নেই!

- Tanvir Ahmad Arjel

09/12/2023

জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায় শোরুম উদ্ভোদন করার জন্য।

হিরো আলম,সিদ্দিক চোর,ক্রিম আফা,জায়েদ খানের ইন্টারভিউ নেওয়ার জন্য সাংবাদিকেরা লাইন ধরে।।

ফুড ব্লগার, বউ ব্লগার,কাপড় ব্যবসায়ী কে টকশোতে নিয়ে সমাজের আদর্শ সফল মানুষ হিসেবে তুলে ধরে টিভি চ্যানেল।
এদের ইনকাম অনেক যা একজন গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে পায় না!
ঢাকা মেডিকেল থেকে পড়া একজন ডাক্তার ২৫ হাজার টাকার জন্য রাস্তায় নেমে পুলিশের মার খায়।

বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি,ক্রিম আফা, সিদ্দিক চোর,অপুভাই, রাফসান দা ছোটভাই, হিরো আলম,সালমান মুকতাদির, কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

07/12/2023

হাঁটুর ব্যথার জন্য ছোটবেলায় যে ফকির মন্ত্র পড়ে হাঁটুতে ফুঁ দিয়ে টাকা নিয়েছিলো
সেই ফকির এখন নিজের হাঁটুর ব্যথার জন্য আমাকে ফোন দেয়। আমিও ফুঁ দিয়ে দিলাম... ফ্রী

[ সবই তাঁর লীলাখেলা ]

যে দেশের স্কুলে আলু ভর্তা, ডিম ভাজি কিভাবে করতে হবে তা শেখানো হয় সে দেশের মহাকাশ গবেষণা সংস্থায় ১জন কৃষিবিদ প্রধান দায়িত...
25/11/2023

যে দেশের স্কুলে আলু ভর্তা, ডিম ভাজি কিভাবে করতে হবে তা শেখানো হয় সে দেশের মহাকাশ গবেষণা সংস্থায় ১জন কৃষিবিদ প্রধান দায়িত্বে থাকবে এটাই স্বাভাবিক।।।
কেউ বাংলা সাহিত্য নিয়ে পড়ে স্বাস্থ্যমন্ত্রী হয়ে যায়, কেউ মানবিক বিভাগ থেকে মেট্রিক ফেল করে ডাক্তার হয়ে যায়, কেউ চারুকলায় পড়ে বিজ্ঞানী হয়ে যায়।।

"সবই তার লীলাখেলা "

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mamun MBBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category