The Nafs Psychological & Spiritual Wellness Centre

The Nafs Psychological & Spiritual Wellness Centre Take care of your mental health.

08/10/2025

"ডিভোর্স দেয়ার আগে যে বিষয় গুলো ভেবে নেয়া জরুরি" - আমাদের আসন্ন ওয়েবিনারে জয়েন করতে পেইজে মেসেজ দিন

29/09/2025

আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো শুনতে আমরা আছি আপনার পাশে। যেকোনো প্রয়োজনে কাউন্সেলিং সেশন নিতে আমাদের পেইজে মেসেজ দিন।

25/09/2025

কোন আচরণগুলো সম্পর্কের তিক্ততা আরো বাড়িয়ে তোলে?

20/09/2025

“যে নিয়মিত কুরআন পড়ে, তাকে বুদ্ধিমত্তার নিয়ামত দেওয়া হবে; যদিও তার বয়স ২০০ বছর হয়।”

- মুহাম্মাদ ইবনু কাব রহিমাহুল্লহ
সূত্র: আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ ৯/২৭০

15/09/2025

শরীরের প্রতিটি অঙ্গের দায়িত্ব হচ্ছে প্রতি মুহূর্তে (ভালো কাজ করার মাধ্যমে) আল্লাহর ইবাদত করা। যদি সে নিজেকে এই ইবাদতে ব্যস্ত রাখে, তাহলে সে আল্লাহর নিকটবর্তী হবে; কিন্তু যদি সে কামনা-বাসনা, আরাম খোঁজা বা অলসতায় ব্যস্ত থাকে, তাহলে সে ব্যর্থ হবে।
বান্দা দুটো অবস্থার মাঝে প্রতিনিয়ত ঘুরপাক খায়—হয় সে আল্লাহর নিকটবর্তী হচ্ছে, নয়ত সে দূরে সরে যাচ্ছে।

- ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লহ
সূত্র: আল-ফাওয়াইদ, পৃষ্ঠা ৩১৯-৩২০

14/09/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার প্রতি আপনি যত বেশি মুখাপেক্ষী, তাঁর কাছে আপনি ততই সম্মানিত। আর মানুষের কাছে আপনি যতটা মুখাপেক্ষী, তার কাছে আপনি ততটাই লাঞ্ছিত।

- ইমাম ইবনে তাইমিয়্যাহ রহিমাহুল্লহ
[ মাজমুউল ফাতাওয়া: ১/৪০ ]

06/09/2025

আপনার বিয়ের স্বপ্নকে দাম্পত্য জীবনের সাফল্যে রূপ দিতে এটি হতে পারে সেরা বিনিয়োগ! এ বছরের শেষ লাইভ ব্যাচ! বিস্তারিত কমেন্টে

শেষ সুযোগ!!!প্রি-ম্যারেজ কোর্স – ১০ম ব্যাচশেষ মুহূর্তের রেজিস্ট্রেশন চলছে!!!বিয়ের দিনটা হয়তো একদিনের ইভেন্ট, কিন্তু বিয়ে...
06/09/2025

শেষ সুযোগ!!!

প্রি-ম্যারেজ কোর্স – ১০ম ব্যাচ
শেষ মুহূর্তের রেজিস্ট্রেশন চলছে!!!

বিয়ের দিনটা হয়তো একদিনের ইভেন্ট, কিন্তু বিয়ের পরের জীবনটা? সেটাই আসল চ্যালেঞ্জ!

আপনার বিয়ের স্বপ্নকে দাম্পত্য জীবনের সাফল্যে রূপ দিতে এটি হতে পারে সেরা বিনিয়োগ!

যারা ভেবেছেন “পরে রেজিস্টার করব”, তাদের জন্য বলছি—
পরে আর সময় থাকবে না, আসন সীমিত। তাছাড়া এই বছরে এটাই শেষ লাইভ ব্যাচ। দারুণ এই কোর্সটি মিস করছেন না তো?

রেজিস্ট্রেশন করতে আমাদের পেইজে মেসেজ দিন।

06/09/2025

বিয়ের পর আফসোস নয়, বিয়ের আগে প্রস্তুতি নিন – শেষ মুহূর্তের রেজিস্ট্রেশন চলছে! বিস্তারিত কমেন্টে

06/09/2025

❝ হৃদয়ে জমে থাকা কষ্টের অনুভূতিগুলো আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে - এইটা আমাদের আসল বাড়ি নয়, আমরা এই দুনিয়ার কেউ নই।

আমরা কেবলই আল্লাহর।
আমরা এই দুনিয়ার জন্য বাঁচি না, আমরা আখিরাতের জন্য বাঁচি। ❞

– শাইখ আবু নাওয়ার আ/ল আ/ও/লা/কি রহিমাহুল্লহ

05/09/2025

বিয়ের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হতে পারে?
ক. একে অপরকে বোঝা
খ. আত্মীয়স্বজনের প্রত্যাশা
গ. অর্থনৈতিক চাপ ঘ. সময়ের সমন্বয়

দু মাস হলো বিয়ে হয়েছে। একজন সদ্য বিবাহিতা মানেই তার মনের মধ্যে অনেক প্রশ্ন। অনেক আশা নিয়ে নক দিয়েছে। একটু কথা বলতে পারব ...
03/09/2025

দু মাস হলো বিয়ে হয়েছে। একজন সদ্য বিবাহিতা মানেই তার মনের মধ্যে অনেক প্রশ্ন। অনেক আশা নিয়ে নক দিয়েছে। একটু কথা বলতে পারব কি? ফ্রী ছিলাম। অতঃপর কল দিলাম, কথা হল। বুঝলাম, বিয়ে তো হয়েছে কিন্তু এ সংসার সমুদ্র নিয়ে অত বেশি চিন্তাভাবনা করে ঝাপ দেয়নি। কাকতালীয় ভাবে প্রি ম্যারেজ কোর্স শুরু হয়েছে। জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছে। আগামী শনিবার থেকে মূল ক্লাস শুরু।

হিমসিম ইতস্তত মেয়েটাকে হাত ধরে টেনে কোর্সে নিয়ে নিলাম।

এরকম করে, ১ বছর আগে বিয়ে হয়েছে, ৬/৭ মাস আগে বিয়ে হয়েছে, তিন সপ্তাহ আগে বিয়ে হয়েছে, সামনের ৫ তারিখ বিয়ে, ডিভোর্সড, পুনরায় বিয়ে করতে যাচ্ছে, এরকম বেশ কয়েকজন আমাদের এবারের প্রি ম্যারেজ ১০ম ব্যাচে আছেন।

বছরে ৩টা ব্যাচ করার চেষ্টা করি। যাদের বিয়ে সম্পর্কে আগাম একটা প্রস্তুতি নেওয়ার মানসিকতা থাকে, বাসায় তোড়জোড় করে বিয়ের চেষ্টা চলছে, এরাই আসে।

তবে বিয়ে ঠিক হওয়ার আগেই কোর্সটা করা জরুরি।

কিন্তু এটা ঠিক, নব বিবাহিতাদের জন্য এটা একদম ব্যাটে বলে ছক্কার মত হয়।

তাদের ও দরকার আর আমার কোর্সটাও শুরু হলো। এরকম মেলবন্ধন হয় সদ্য বিবাহিতা, নব বিবাহিতা কেউ কোর্সে এনরোল করলে।

যাদের এখনো রেজিষ্ট্রেশন করা হয়নি তারা শনিবারের আগে রেজিষ্ট্রেশন করতে পারবেন। মূল ক্লাস শুরু হয়ে গেলে আর রেজিষ্ট্রেশনের সুযোগ নেই।

রেজিস্ট্রেশন করতে আমাদের পেইজে মেসেজ দিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Nafs Psychological & Spiritual Wellness Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Nafs Psychological & Spiritual Wellness Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram