12/09/2022
হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া ।
হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি । এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। যা জৈব রাসায়নিক বের্জ্য নিস্কাশন করে । পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। হিজামার মাধ্যমে শরীরের টক্সিন, ইউরিক এসিড, রোগের জন্য দায়ী জিবানু প্লাজমা বা ফ্লোইডের সাথে বের করে নিয়ে আসা হয়। এতে একাধিক নিউরোট্রান্সমিটার মুক্ত হয়। নাইট্রিক অক্সসাইট, হাইপারমিয়া বা হেমোষ্টোসিস প্রক্রিয়ায় কাজ করে। নেগেটিভ সাকশন দেওয়া হয়, এবং এই নেগেটিভ প্রেসার ত্বকের ডার্মিস লেয়ারে ছিদ্রযুক্ত ডার্মাল capillaries এর উপর গিয়ে পরে, ফলে উক্ত স্থানের ডার্মাল capillaries এ রক্তের চাপ বৃদ্ধি পায়। ফলে endothelial cell এর Slit বা Interstitial space দিয়ে অধিক মাত্রায় Lymph বাহির হয়ে কোষের উপর জমা হতে থাকে ফলে জায়গাটি ফুলে যায়। অধিক মাত্রায় Lymph বাহির হয়ে কোষের উপর জমা হতে থাকলে Lymphatic system এর কাজের গতিও বেড়ে যায় অর্থাৎ উক্ত স্থানের কোষগুলো ধৌতকরার কার্যক্রম শুরু হয়ে যায়। এখন ড্রাই কাপিং এর পরে যদি হিজামা করা হয় তাহলে ত্বকে
incision করার সাথে সাথে আমাদের ব্রেইন থেকে Immune system এ signal চলে যায় এবং Immune system তার কার্যক্রম শুরু করে। এটা অনেকটা ম্যনুয়ালি বা কৃত্রিম ভাবে দেহের ডিফেন্স সিষ্টেম কে খোঁচা মেরে উত্তেজিত করার মত, Immune system কে যেভাবেই সক্রিয় হোকনা কেন প্রতিরক্ষা কার্যক্রমে কোন গাফিলতি হয়না। কৃত্রিম ভাবে দেহের Immune system সচল করা বিষযটা এমন যে কোন যন্ত্র বা গাড়ীকে নির্দিষ্ট সময় সাধারন একটি গাড়ীকে যদি আমরা নির্দিষ্ট সময় পরপর সার্ভিসিং সেন্টারে নিতে পারি তাহলে এতো মূল্যবান আমাদের দেহ যার মধ্যে এতো জটিল কার্যক্রম সম্পন্ন হয় সেটার কি সাভিসিং এর প্রয়োজন নেই। অব্যশ্যই আছে, আর এজন্যই একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের বছরে 3/4 বার হিজামা (ডিটক্স থেরাপী) নেওয়া উচিত।