Mokka Hijama

Mokka Hijama A Sunnah treatment.

12/09/2022

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া ।

হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি । এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। যা জৈব রাসায়নিক বের্জ্য নিস্কাশন করে । পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। হিজামার মাধ্যমে শরীরের টক্সিন, ইউরিক এসিড, রোগের জন্য দায়ী জিবানু প্লাজমা বা ফ্লোইডের সাথে বের করে নিয়ে আসা হয়। এতে একাধিক নিউরোট্রান্সমিটার মুক্ত হয়। নাইট্রিক অক্সসাইট, হাইপারমিয়া বা হেমোষ্টোসিস প্রক্রিয়ায় কাজ করে। নেগেটিভ সাকশন দেওয়া হয়, এবং এই নেগেটিভ প্রেসার ত্বকের ডার্মিস লেয়ারে ছিদ্রযুক্ত ডার্মাল capillaries এর উপর গিয়ে পরে, ফলে উক্ত স্থানের ডার্মাল capillaries এ রক্তের চাপ বৃদ্ধি পায়। ফলে endothelial cell এর Slit বা Interstitial space দিয়ে অধিক মাত্রায় Lymph বাহির হয়ে কোষের উপর জমা হতে থাকে ফলে জায়গাটি ফুলে যায়। অধিক মাত্রায় Lymph বাহির হয়ে কোষের উপর জমা হতে থাকলে Lymphatic system এর কাজের গতিও বেড়ে যায় অর্থাৎ উক্ত স্থানের কোষগুলো ধৌতকরার কার্যক্রম শুরু হয়ে যায়। এখন ড্রাই কাপিং এর পরে যদি হিজামা করা হয় তাহলে ত্বকে
incision করার সাথে সাথে আমাদের ব্রেইন থেকে Immune system এ signal চলে যায় এবং Immune system তার কার্যক্রম শুরু করে। এটা অনেকটা ম্যনুয়ালি বা কৃত্রিম ভাবে দেহের ডিফেন্স সিষ্টেম কে খোঁচা মেরে উত্তেজিত করার মত, Immune system কে যেভাবেই সক্রিয় হোকনা কেন প্রতিরক্ষা কার্যক্রমে কোন গাফিলতি হয়না। কৃত্রিম ভাবে দেহের Immune system সচল করা বিষযটা এমন যে কোন যন্ত্র বা গাড়ীকে নির্দিষ্ট সময় সাধারন একটি গাড়ীকে যদি আমরা নির্দিষ্ট সময় পরপর সার্ভিসিং সেন্টারে নিতে পারি তাহলে এতো মূল্যবান আমাদের দেহ যার মধ্যে এতো জটিল কার্যক্রম সম্পন্ন হয় সেটার কি সাভিসিং এর প্রয়োজন নেই। অব্যশ্যই আছে, আর এজন্যই একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের বছরে 3/4 বার হিজামা (ডিটক্স থেরাপী) নেওয়া উচিত।

12/09/2022

হিজামা করানোর ফলে -
শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ব্লাড সার্কুলেশন বাড়বে।
টক্সিন দূর হবে।
এনার্জি লেভেল বেড়ে যাবে।
যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।

হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস -
1. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাঈল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম । (আল-হাকিম : ৭৪৭০)

2. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন ।” (সুনানে তিরমিযী হাদীছ : ২০৫৩)

3. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে ।” (সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫)

4. হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্নিত : রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক । সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে । (সুনানে তিরমিযী,২০৫৩)

5. হযরত আনাস (রা.) হতে বর্নিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে । (আল- হাকিম :৭৪৮২)

6. হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে যে রাসূল (সাঃ) মাথা ব্যথার জন্য ইহরাম অবস্থায় হিজামা করিয়েছেন । (বুখারী : 5698। ইবনে মাজাহ : 2082)

7. হযরত সালমা (রা.) বর্ণনা করেছেন, যখন কেউ রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে মাথাব্যাথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন। (আবু দাউদ : 3858)

12/09/2022

হিজামা একটি ভূলে যাওয়া সুন্নাহ | চলুন আবার পূনরূজ্জীবিত করি ।
ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা । হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ফলপ্রসূ একটি চিকিৎসা ব্যাবস্থা।

আমরা কেমন মুসলমান? সুন্নাতি চিকিৎসা "হিজামা" বিধর্মীরা "কাপিং থেরাপি" নামে চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছে । ইউরোপীয় হিজামা ফাউন্ডেশনের অধীনে হিজামা থেরাপিস্ট এর মাধ্যমে হিজামা চলছে । বড় বড় তারকারা হিজামা নিচ্ছে । আর আমরা? হিজামার মাধ্যমে চিকিৎসা গ্রহন করা সুন্নাত জানার পরেও হিজামার প্রতি আগ্রহ দেখাচ্ছিনা । অথবা জানার চেষ্টাও করছি না । অথচ বিধর্মীরা হিজামার উপর রিচার্জ (গবেশনা) করে এ চিকিৎসা পদ্ধতিকে সবার উপরে নিয়েছে । চিন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, থাইলেন্ড, ইংল্যান্ড, আমেরিকা সহ আরো অনেক দেশে সবচেয়ে বেশি হিজামার প্রচলন রয়েছে, তারা শিশুদেরকেও হিজামার মাধ্যমে চিকিৎসা করায়।

হিজামা; সুস্থতার সুন্নাহ পথ।

খে ব্রণ ছেলে-মেয়ে সবার জন্য এক অস্বস্তি নাম।টিনএইজ থেকে শুরু হয় ব্রণের এই আক্রমণ। হরমোনজনিত কারণ, অপরিষ্কার ত্বক, অনিয়ন্...
12/09/2022

খে ব্রণ ছেলে-মেয়ে সবার জন্য এক অস্বস্তি নাম।

টিনএইজ থেকে শুরু হয় ব্রণের এই আক্রমণ। হরমোনজনিত কারণ, অপরিষ্কার ত্বক, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত ঘুম সহ বিভিন্ন কারণে ব্রণের সমস্যা শুরু হয়।

তৈলাক্ত, শুষ্ক কিংবা কম্বিনেশন - সব ধরণের ত্বকেই ব্রণের সমস্যা দেখা যায়। কারো মুখে অল্প ব্রণ, কারো মুখে আবার অসংখ্য ব্রণ, কারো ব্রণ বড় আকৃতির, কারো বা ক্ষুদ্রাকৃতি।

যেহেতু সবার ব্রণের উৎস এবং ধরণ এক রকম নয়, তাই এর সমাধানও এক নয়। এজন্য চাই সঠিক পরামর্শ এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট। ব্রণ কিংবা Acne এর সমস্যা সমাধানে সামসুন নাহার সুমা পরিচালিত মক্কা হিজামা হেলথকেয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে Facial Cupping Treatment সার্ভিস।

আপনার ব্রণের সমস্যার কার্যকরী সমাধান পেতে চলে আসুন আমাদের সেন্টারে।

বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইন +8801301809347 , +8801913147248 নাম্বারে। চাইলে আমাদের পেইজে ইনবক্সও করতে পারেন।

ঠিকানাঃ
🏦মক্কা হিজামা হেলথ কেয়ার🏦
৩১৪/বি, জে এন সাহা রোড, লালবাগ কেল্লার মোড়, ঢাকা।
সোনালী ব্যাংকের পাশে

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mokka Hijama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mokka Hijama:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share