Islamic Cure

Islamic Cure Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Cure, Mental Health Service, Holding # 35 Imaan Manjil, South Khilgaon, Shajahanpur, Dhaka.

ধর্মীয় OCD রোগে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায় কাউন্সিলিং এর মাধ্যমেই সমাধানযোগ্য। কিন্তু সমস্যা সিভিয়ার হয়ে গেলে শুধু...
24/04/2025

ধর্মীয় OCD রোগে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায় কাউন্সিলিং এর মাধ্যমেই সমাধানযোগ্য। কিন্তু সমস্যা সিভিয়ার হয়ে গেলে শুধু ইলমী কাউন্সিলিং এর মাধ্যমে সমাধান হয় না। এই স্টেজে জাস্ট চিন্তা ধরন বদলাবে কিন্তু মূল সমস্যা থেকে যাবে অর্থাৎ ইলম দিয়ে একটা সমস্যা সমাধান করলে আরেকটা সমস্যা মাথা চাড়া দিবে। তাই এক্ষেত্রে প্রপার কাউন্সিলিং ও নিয়মিত রাকীর কাছে রুকইয়াহ করতে হবে।

Islamic Cure
Counsiling & Ruqyah Centre
Helpline : 01552-567814

31/03/2025

‎تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ
❝তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম❞
আল্লাহ্‌ আমাদের এবং আপনার (ইবাদত-বন্দেগী) কবুল করুন।
ঈদ মুবারাক 🌙

26/10/2024

"যে ঘরে আল্লাহর কিতাব তিলাওয়াত করা হয় সে ঘরের কল্যাণ বেড়ে যায়, সেখানে ফেরেশতারা উপস্থিত হন এবং ওই ঘর থেকে শয়তানেরা বেরিয়ে যায়। আর যে ঘরে আল্লাহর কিতাব তিলাওয়াত করা হয় না সে ঘরের বাসিন্দারা দুঃখ-কষ্টে পড়ে, এর কল্যাণ কমে যায়, সেই ঘরে শয়তানেরা এসে উপস্থিত হয় এবং ফেরেশতারা সেই ঘর থেকে বেরিয়ে যান।”

- আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু
সূত্র: মুমিনের পাথেয়, ইবনুল মুবারক

02/06/2024

রাকী ও জাদু/বদনজরে আক্রান্তদের প্রতি নাসিহাহ -

রিজিক বৃদ্ধি মানেই আল্লাহ তা'আলার সন্তুষ্টির আলামত নয়, বরকত বৃদ্ধির আলামত নয়। অনুরূপ রিজিক কমে যাওয়াও আল্লাহ তা'আলার অসন্তুষ্টির আলামত নয়, বরকত কমে যাওয়ার আলামত নয়, রিজিক বন্ধের জাদু/বদনজরের আলামত নয়।

রিজিক নির্ধারিত হলেও এটি কন্ডিশনাল অর্থাৎ এর হ্রাস বৃদ্ধি আল্লাহ তা'আলার পক্ষ থেকে পরীক্ষা কিংবা আপনার আমলের ওপর নির্ভরশীল। মনে রাখবেন আল্লাহ তা'আলা কোনরূপ "যদি/কিন্তু/তবে" ইত্যাদি ছাড়াই আপনার রিজিক পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার দায়িত্ব সঠিকভাবে আপনার রোল প্লেতে পারফর্ম করা, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করা। অন্যথায় ঈমান ভঙ্গ বা দুর্বলতার কারণ হতে পারে।

তাহলে কি রিজিক জাদু বা বদ নজর থেকে প্রভাব মুক্ত ?
জাদু, বদনজরও এক ধরনের তাকদীর যা আল্লাহ তা'আলার পক্ষ থেকে মুমিনের জন্য পরীক্ষা, জালেমের জন্য পাপাচারের ফলাফল। এর দ্বারা রিজিকের প্রবাহ (Flow) কমে যায় অথবা বরকত কমে যায় কিন্তু আপনার প্রাপ্ত রিজিক ঠিকই পৌঁছে যায়। আপনাদের মনগড়া কাউন্টিবিলিটি দ্বারা রিজিক নির্ধারিত হয় না। তাই আপনার যদি মনে হয় জাদু, বদ নজরের কারণে আপনার ব্যাহত হচ্ছে তাহলে আপনার করণীয় হচ্ছে তাওবা ইস্তেগফার করে আমলগুজারি হওয়া, গুনাহ ত্যাগ করা এবং পাশাপাশি রুকইয়াহ চিকিৎসা করা।

02/06/2024

রাসূলের ﷺ ওফাতের দিনটি ছিলো দুনিয়ার সবচেয়ে বিষাদমাখা অশ্রুসিক্ত দিন। হৃদয় ক্যানভাসে কল্পনা ডানা মেলে উঠে যেন মনে হয় সেখানে আমিও দাঁড়িয়ে ছিলাম অশ্রুসিক্ত চোখে। ইয়া আল্লাহ ! সাহাবীরা সেই দিনটি কিভাবে সহ্য করেছিলেন। সেদিন এক বেদুঈন সাহাবী মসজিদে দৌড়াতে দৌড়াতে বলেন, “হে আল্লাহ, আমার দৃষ্টিশক্তি কেঁড়ে নিন। এই চোখ দুটো আর রাসূলকে দেখতে পারবে না। তাহলে এই চোখ দুটো থেকে কী হবে”।

❝দ্বীনদার ব্যক্তিরা কখনো ডিপ্রেশনে ভুগে না❞ এধরণের কথাবার্তা প্রায় দ্বীনি ভাইবোনদের বলতে দেখি। কিন্তু এইগুলো খুবই অজ্ঞত...
30/05/2024

❝দ্বীনদার ব্যক্তিরা কখনো ডিপ্রেশনে ভুগে না❞

এধরণের কথাবার্তা প্রায় দ্বীনি ভাইবোনদের বলতে দেখি। কিন্তু এইগুলো খুবই অজ্ঞতাপূর্ন ও ভিত্তিহীন কথাবার্তা। ডিপ্রেসড হওয়া একটা মানবীয় ফিতরাত, স্বাভাবিক ব্যাপার। হতাশা ২ ভাবে আসতে পারে।

১. শয়তানের পক্ষ থেকে।
২. নফস থেকে।

যাদের দ্বীনের জ্ঞান কম কিংবা দীনহীন তারা মূলত শয়তানের পক্ষ থেকে হতাশা রেসপন্স করে বেশি এবং প্রোপার্লি ওভারকাম করতে পারে না সচরাচর। দীনদাররা এক্ষেত্রে তুলনামূলক ভালো পজিশনে আছে।

আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, নিজের কর্মফল কিংবা গুনাহের কারণে প্রাপ্ত ফলাফলে নফস আমাদের হতাশ করে। এটা স্বাভাবিক যে - আল্লাহ তাআলা মানুষকে অনেক মানসিক গুণাগুণ দিয়েছেন। যিনি মুমিন তিনিও দুঃখ কষ্টে হতাশ হতে পারেন কিন্তু সেটা নিতান্তই সাময়িক কারণ একজন মুমিন তাঁর মহান রবের ওপর তাওয়াক্কুল রাখে, দ্বীনি জ্ঞান রাখে এবং সকল অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করতে পারে, সবর রাখে কারণ সে জানে এই ক্ষণস্থায়ী দুনিয়ার সৃষ্টি করা হয়েছে চিরস্থায়ী জান্নাত অর্জনের জন্য, সে জানে একদিন সমস্ত দুঃখ কষ্ট হতাশার অবসান হবে কারণ এটা তাঁর মহান রবের পক্ষ থেকে প্রতিশ্রুতি।

হাদীসে এসেছে যে, আব্দুল্লাহ বিন উমার (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমাদের হৃদয়ে ঈমান জীর্ণ হয়; যেমন জীর্ণ হয় পুরনো কাপড়। সুতরাং তোমরা আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা কর, যাতে তিনি তোমাদের হৃদয়ে তোমাদের ঈমান নবায়ন করে দেন।

এরজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ঈমান তাজা করো, কারণ ঈমান দুর্বল হয়ে যায়।

মূল বিষয় হচ্ছে দ্বীনহীন ব্যাক্তিদের তুলনায় দ্বীনদার মুমিনরা ডিপ্রেশন ওভারকাম করতে পারে আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য। উনারাই প্রকৃত তাওয়াক্কুলকারি।

মানুষ জ্বীন/জাদু কিংবা বদনজর দ্বারা আক্রান্ত হলেও তীব্র ডিপ্রেশনে আক্রান্ত হতে পারে। আমার রুকইয়াহ সেন্টারে এমন রোগী অহরহ পান্তা ভাত।

অতএব সর্বশেষ পরামর্শ হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করুন, ফরয ইবাদতের পাশাপাশি যতটা বেশি সম্ভব সুন্নত পালন করুন। ডিপ্রেশন বেশি হলে কোন রুকইয়াহ সেন্টারে প্রফেশনাল ট্রিটমেন্ট নেন।

17/09/2023

Address

Holding# 35 Imaan Manjil, South Khilgaon, Shajahanpur
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram