Himu Nursing Home Care

Himu Nursing Home Care আপনার পরিবারের স্বাস্থ্যসেবায় যেকোনো সময় আমরা আছি আপনার পাশে যোগাযোগ করুন 01724281218

29/10/2024
ছাত্রলীগকে মিছিল-মিটিং নিষিদ্ধ ❤️👉   সম্পর্কে দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার...
27/10/2024

ছাত্রলীগকে মিছিল-মিটিং নিষিদ্ধ ❤️

👉 সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: তার বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসিতা সাংস্কৃতিক পরিবেশিত হয়







১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, এফআই তে দেখানো হয়েছে

24/10/2024

বুঝ হবার পর থেকেই দেখে আসছি আমাদের তিন বোনের মাঝে আব্বা আম্মা মেজো জনকেই বেশি গুরুত্ব দেয়। স্পেশাল কিছু রান্না হলে আমরা সবাই একসাথে খেতে বসলেও আম্মা তার জন্য আলাদা একটু বাটিতে তুলে রাখতো যাতে পরে মন চাইলে খেতে পারে, পরের বার খাওয়ার সময় আমাদের মন চাইলে মেজোজন দিতো না, আম্মা তখন বলতো,

"তোরাতো খাইছোসই, এখন আবার ভাগ বসাইতে আসলি কেন?"

"আমাদের সাথে ও তো খাইছে। ও পরে খেলে আমরা পাবো না কেন?"

"ও তখন ঠিকমতো খেতে পারে নাই।"

খাবার নিয়ে এমন ঘটনা হর হামেশাই ঘটে আমাদের সাথে। আব্বা আবার একটু বউ ঘেঁষা মানুষ। তাই কষ্ট মনে আমরা দুইজন আব্বাকে এসব বললে তিনি বলতেন,

"তোর মেজো বোন একটু বেশি আদরেরতো, তাই অমন করে। মন খারাপ করিস না।"

বড় হতে হতে ব্যাপারটা সয়ে যাচ্ছিলো মোটামুটি। সমান সমান আদর আহ্লাদ পাবার আশা মন থেকে মুছে ফেলেছিলাম আমি আর ছোট। ওদিকে আমার মন গিয়ে আটকিয়েছে ভার্সিটির এক বড় ভাইয়ের উপর। বিয়ে করতে মন চায়। তার দিক থেকে সব ঠিক। বিপত্তি হলো আমার বাসায়৷ নিজের পছন্দে বিয়ে মেনে নেয়া যাবে না। না মানে না। হ্যাঁ হবার কোন চান্স নেই। বাধ্য হয়ে সম্পর্ক বেশিদূর আগানো গেলো না। তাদের পছন্দের ছেলের সাথেই বিয়ে হলো আমার।

এখানেও ঘটনা আছে, আমাদের তিন বোনের জন্য আব্বা আম্মা বিয়ের বন্দোবস্ত করতে টাকা পয়সা জমিয়েছেন। আমার আর ছোটর জন্য বরাদ্দ হলো সাত লাখ আর মেজোর জন্য দশ লাখ। আদরের মেয়েতো, তাই তার বিয়ে নিয়ে স্বপ্ন বেশি, আর স্বপ্ন বেশি হলে খরচও বেশি। দাদীর ব্যবহৃত গহনার সম পরিমাণ স্বর্ণের এক জোড়া ঝুমকা আমার, গলার চেইন ছোটর, মেজো পেলো চার ভরির সিতা হার, হাতের বালা মা নিজের জন্য রাখলেও মেজো বলেছে বালা জোড়া সুন্দর, জানি, বিয়ের সময় এই বালাও তার ভাগেই যাবে।

আমি আর ছোট ব্যাপারগুলো এড়িয়ে যেতে চাইলেও পারতাম না, প্রতি পদে পদে এমন সব আচরণ আসে যা আমাদের বার বার মনে করিয়ে দেয়, আব্বা আম্মার কাছে মেজোই সব, আমরা দায় সারা সন্তান। আমিতো বাধ্য মেয়ের মতো আব্বা আম্মার পছন্দেই বিয়ে করলাম কিন্তু মেজোর বিয়ে হলো ওর তিন বছরের প্রেমিকের সাথে। কেউ কোন আপত্তি করলো না বরং আমি যখন আপত্তি করলাম তখন আব্বা বললেন,

"তোর তো অল্প দিনের পছন্দ ছিলো তাই না করেছিলাম, ওরা তিন বছর ধরে একে অপরকে জানে, বিয়ে হলে সুখেই থাকবে।"

ছোট জেদ ধরে বসলো ও বিয়েতে থাকবে না। সবসময় ওকে এইভাবে প্রোটেক্ট করার কি মানে? ওর পছন্দের এতো খেয়াল আর আমাদের? আমাদের বেলায় একরকম হলেই হলো? অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে আটকালাম, বাবা মায়ের অসম্মান হবে। লোকে খারাপ বলবে। আর মেজোর প্রতি এমন আচরণ তো নতুন নয়, বুঝ হবার পর থেকেই দেখছি এমনটাই চলে আসছে।

ছোট তো ছোটই। জেদ চাপলো ও সাত দিন প্রেম করে বিয়ে করবে। পছন্দ ইজ পছন্দ। সেটা যতোদিনের খুশি হোক। আমাদেরকে কড়াকড়ি শাসন করে প্রেম করতে বারণ করেছে আর মেজোজন তিন বছর ধরে প্রেম করছে এটা তাদের নজরে পড়ে নি? যেই জেদ সেই কাজ। পরিচিত এক ছেলেকে বিনা নোটিশে বাসায় এনে ছোট বলছে,

"এই বাড়িতে আমি থাকি। দুই বোনের বিয়ে হয়েছে সিরিয়ালে এখন আমি। বলো, কেমন দেখলে সব?"

আব্বা আম্মার মতে নিজের বিয়ে নিজেই ঠিক করেছে ছোট, তাদের মতামত দেয়ার কোন জায়গাই রাখে নি। কিছু বলতে চাইলে তখন সে ছোটবেলা থেকে বড়বেলার সকল হিস্ট্রি তুলে ধরে বিশাল এক গন্ডগোল পাকিয়ে বসে। আব্বা আম্মা বুঝতে পারে, ওকে দমানো যাবে না, রাজি হয়ে যায়, বিয়েও হয়।

তিন বোনের সংসারই সুখের। আব্বার বাসায় আমাদের এক সাথেই দাওয়াত করা হয়। এতোদিন যা চলেছিলো বোনদের মাঝে এখন তা শুরু হয়েছে জামাই নিয়ে। মেজোর জামাইর প্রতি আব্বা আম্মার শকুনের নজর, তার যত্নে কোন ত্রুটি হচ্ছে না তো? এমনকি আমাদের পর্যন্ত বলে দেয় মেজোর জামাইর দিকে যেনো একটু নজর রাখি, কখন কি লাগে!

ছোট আর আমার জামাইতো খুব ক্ষেপলো। একই বাড়ির তিন জামাই অথচ দেখা হচ্ছে ভিন্ন নজরে! সিদ্ধান্ত নিলো মেজো যখন যাবে তখন তারা দুজন শ্বশুরবাড়ি যাবে না। আমাদেরও তাদের কিছু বলার মতো মুখ থাকলো না, আপোষে সিদ্ধান্ত মেনে নিলাম।

হঠাৎ শুনি মায়ের অসুখ। পরীক্ষা নীরিক্ষা করে জানা যায় ক্যান্সার। আব্বা তার সবটা উজাড় করে নেমে যান মাকে সুস্থ করার পেছনে। কিন্তু ক্যান্সারের খরচতো আর কম নয়, এদিকে আমরা তিন বোনের এক বোনও চাকরি করি না, পাক্কা গৃহিণী। জামাইরা তাদের জায়গায় টুকটাক করছে কিন্তু সেভাবে আর কোথায় পারে? সুযোগ পেলেই বলে দেয়, মেজো জামাইকে দিতে বলো, তোমার মায়ের খুব আদরেরতো।

মেজো যে দেয় নি তা নয়। কিন্তু ও হিসাব করে দেয়, তিন বোন সমান সমান। শেষ বেলায় এসে ভীষণ ঝগড়া হলো, টাকা দেবার বেলায় সমান সমান হিসাব করছো আর নেবার বেলায় পারলে আমাদেরটা সহ নিতে চেয়েছো। আব্বা বলছিলেন,

"মা তো তোদের সবারই, সবাই মিলে সমানভাবে দেখে রাখবি।"

ছোট বললো,

"মা আমাদের সবার হলেও আমরা মায়ের সমান সন্তান ছিলাম না। তোমরা হাতে ধরে শিখিয়েছো কিভাবে কম বেশি করে ভালোবাসা যায়, যত্ন করা যায়, কারও পেছনে খরচ করা যায়। এখন আমরা কিভাবে সমান সমান দায়িত্ব নিতে পারবো আব্বা? আমাদেরতো সমতার শিক্ষা তোমরা দাও নি। মেজো মেজো করে যা করেছো এখন সেই মেজোকে বলো ওকে বেশি দায়িত্ব নিতে। তাছাড়া সব ভুলে সমানভাবে করতে পারতাম যদি অন্তত জামাইদের সাথে সমতা করতে। এমন সব ব্যবহার করেছো ওরাতো এখন ফটাফট বলে দেয় মেজোকে করতে। আমাদের কি করার আছে এখানে বলো?"

সত্যিই আমাদের কিছু করার ছিলো না। রাগ করে দেখবো না দেখবো না করেও আমরা দুই বোন স্বামীদের কাছ থেকে এগারো লাখ টাকা নিয়েছিলাম। আর মেজো দিয়েছিলো তিন লাখ। অথচ ওদের অবস্থা আমাদের দুই বোন থেকে অনেক ভালো ছিলো। ক্যান্সার প্রাথমিক স্টেজে থাকায় সে যাত্রায় মাকে রক্ষা করা গিয়েছিলো। সুস্থ মা'কে বলেছিলাম,

"সব সন্তানের কাছে সমান আদর যত্ন পেতে চাইলে সব সন্তানকে সমানভাবে আদর করতে হয়। রাগ হলেও বিবেকের তাড়নায় পিছিয়ে যেতে পারিনি, তাই বলে ভেবো না তোমার মাতৃত্বের কলা কৌশল ঠিক ছিলো। তোমাদের আদরের মেজোকে নিয়ে বাকি জীবন সুখে থাকো।"

⛔অভিমান
🖊রোমানা আক্তার শুদ্ধবালিকা

Himu Nursing Home Care
02/09/2024

Himu Nursing Home Care

আপনার ভীষণ কর্মব্যস্ত জীবনে বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা-মা অথবা আপনজন এর খেয়াল রাখা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠে। আর তাই আপন...
29/02/2024

আপনার ভীষণ কর্মব্যস্ত জীবনে বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা-মা অথবা আপনজন এর খেয়াল রাখা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠে।

আর তাই আপনার আপনজন এর সেবায় আমরা দিচ্ছি প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ কেয়ারগিভার।
যারা আপনার প্রিয়জনের প্রয়োজনীয় যত্ন ও সেবা নিশ্চিত করবে দক্ষতার সাথে, আর আপনি থাকবেন নিশ্চিন্তে।

আমাদের সেবাসমূহঃ
•কিডনি/ক্যান্সার/স্ট্রোক পেশেন্ট কেয়ার
• ডিমেনশিয়া/পারকিনসন্স কেয়ার
• পোস্ট অপারেটিভ কেয়ার
• বেসিক ফিজিওথেরাপি
• হাসপাতাল পরবর্তী সেবা
• হাসপাতাল ভিজিট এসিসটেন্স
• কম্প্যানিয়নশিপ/দৈনন্দিন সেবাসঙ্গী

কেয়ারগিভার যে সকল সেবা দিয়ে থাকেন-
ডাক্তারের সাথে পরামর্শ করা, পেশেন্টকে খাবার খাওয়ানো, গোসল করানো, প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ানো, ডায়াবেটিস পরীক্ষা করা, ইনসুলিন দেয়া, ভাইটাল সাইন (প্রেশার, সুগার, পালস) দেখা, ডায়াপার পরিবর্তন করা, হাইজিন বজায় রাখা, বিভিন্ন ধরনের ব্যায়াম করানো, গল্প করা, সুন্দর সময় কাটানো ইত্যাদি।

বিস্তারিতঃ 01724281218/01977448871 (WhatsApp) নাম্বারে।

(শর্ত প্রযোজ্য)

05/02/2024

Tutorial of diaper

ভীষণ কর্মব্যস্ত জীবনে বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা-মা অথবা আপনজন এর খেয়াল রাখা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠে। এত ব্যস্ততার মাঝ...
03/02/2024

ভীষণ কর্মব্যস্ত জীবনে বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা-মা অথবা আপনজন এর খেয়াল রাখা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠে। এত ব্যস্ততার মাঝে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কি আপনার জন্য মুশকিল হয়ে পড়েছে? চিন্তার কোন কারণ নেই।

আপনার প্রিয়জনের সেবায় আমরা দিচ্ছি দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার। আমাদের কেয়ারগিভার আপনার বাবা-মা’কে সময়মত ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, হাটা-চলাতে সাহায্য করা, ডায়পার চেঞ্জ করা, টয়লেটে নিয়ে যাওয়া, ডায়াবেটিস পরীক্ষা করা, ইনসুলিন দেয়া, প্রেশার মাপা এবং তাদের প্রয়োজনীয় সেবা ও নিরাপত্তা নিশ্চিত করবে, এবং আপনি থাকবেন নিশ্চিন্তে।

আমাদের কেয়ারগিভিং সেবাসমূহঃ
• ডিমেনশিয়া কেয়ার
• পারকিনসন্স কেয়ার
• কিডনি পেশেন্ট কেয়ার
• ক্যান্সার পেশেন্ট কেয়ার
• হাসপাতাল পরবর্তী সেবা
• বেসিক ফিজিওথেরাপি
• পোস্ট অপারেটিভ কেয়ার
• হাসপাতাল ভিজিট এসিসটেন্স
• কম্প্যানিয়নশিপ / দৈনন্দিন সেবাসঙ্গী

আপনার প্রিয়জনের জন্য আদর্শ মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে এখনি কল করুনঃ 01724281218 (WhatsApp)

03/02/2024

Address

Dhaka
1207

Telephone

+8801724281218

Website

Alerts

Be the first to know and let us send you an email when Himu Nursing Home Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram