DPC Physiotherapy Centre

DPC Physiotherapy Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DPC Physiotherapy Centre, Medical and health, 873, East Shewrapara, Mirpur, Dhaka.

একটি অলাভজনক ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান!
* সমাজকল্যাণ প্রতিষ্ঠান
* সৎ আদর্শ ভিত্তিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান
* প্রফেশনাল ফিজিওথেরাপীস্ট দ্বারা পরিচালিত
* স্বল্প খরচে সর্বোচ্চ ভালো মানের চিকিৎসা সেবা বাত, ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির বিশেষ চিকিৎসা কেন্দ্র।

ফিজিওথেরাপির সেবা সমূহ:-

*ঘাড় ব্যথা (Neck pain)
*কোমড় ব্যথা (Low back Pain)
*সোল্ডার স্টিফনেস(Frozen shoulder)
*হাটু ব্যথা (Knee pain)
*মাংসপেশীর ব্যথা (Muscle spasm)
*ক্লাব ফুট (Club Food)
*সেরিব্রাল পালসি (CP)
*প্যারালাইসিস (Stroke/অন্যান্য যেকোনো কারণে)
*অটিজম
*অস্থি সন্ধির ব্যথা/বাত ব্যথা
*পারকিনস ডিজিজ
*ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার
*বেলস পালসি


#আমাদের অন্যান্য সেবাসমূহ;

ল্যাবরেটরি সেবাঃ

* বাসায় গিয়ে রোগীর রক্ত, মুত্র ও মলের নমুনা সংগ্রহ করে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে পরিক্ষা করিয়ে রিপোর্ট বাসায় পৌছে দেয়া।
* টেলিমেডিসিনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা এবং প্রেসক্রিপশন রোগীর নিকট প্রদান করা হয়।
* সরাসরি যেকোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া।
* প্রায় ৪০% ছাড়ে ল্যাবরেটরি সেবা প্রদান,

প্যাশেন্ট কেয়ার সেবা:

* বাসায় গিয়ে প্রেসার মাপা, ইঞ্জেকশন, স্যালাইন পুশ, ক্যানুলা লাগানো হয়।
* বাসায় গিয়ে ড্রেসিং করা হয়।
* কম খরচে এম্বুলেন্স সার্ভিস প্রদান।
* ভ্যাক্সিন এর তথ্য প্রদান।
* ডায়াবেটিস পরিক্ষা করা


যোগাযোগের ঠিকানাঃ

শেওড়াপাড়া শাখা:
মেট্রো স্টেশন,হাজী আশ্রাফ আলী হাইস্কুল রোড,পূর্ব শেওড়াপাড়া, মিরপুর,ঢাকা।
ফোন ০১৮৬৮_৮৩৬৮০৪

মিরপুর ডিওএইচএস শাখা:
বাসাঃ ৬৮০, এভিনিউ-০৬, রোড ০৯ ঢাকা-১২১৬।
ফোন ০১৭২২_৭৪৮৩৩৫


উত্তরা শাখা:
ফায়দাবাদ খন্দকার স্কুলের বিপরীত পাশে, আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা-১২৩০
ফোনঃ ০১৯৩৩-৩৫০ ১৪৩

ঘাড়ের কারণে মাথা ব্যথা হতে পারে! সেটা আমরা অনেকেই জানিনা। বিশেষ করে মাথার পিছনে বা একপাশে। #ডিপিসি_ফিজিওথেরাপি_সেন্টার
12/08/2025

ঘাড়ের কারণে মাথা ব্যথা হতে পারে! সেটা আমরা অনেকেই জানিনা।

বিশেষ করে মাথার পিছনে বা একপাশে।

#ডিপিসি_ফিজিওথেরাপি_সেন্টার

10/08/2025

বাত, ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির ফিজিওথেরাপির সেবা নিতে চাচ্ছেন?

আজই যোগাযোগ করুন:
873, East Shewrapara, Mirpur, Dhaka
ফোন 01868-836804

ফিজিওথেরাপির সেবা সমূহ:-
*ঘাড় ব্যথা (Neck pain)
*কোমড় ব্যথা (Low back Pain)
*সোল্ডার স্টিফনেস(Frozen shoulder)
*হাটু ব্যথা (Knee pain)
*মাংসপেশীর ব্যথা (Muscle spasm)
*ক্লাব ফুট (Club Food)
*সেরিব্রাল পালসি (CP)
*প্যারালাইসিস (Stroke/অন্যান্য যেকোনো কারণে)
*অটিজম
*অস্থি সন্ধির ব্যথা/বাত ব্যথা
*পারকিনস ডিজিজ
*ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার
*বেলস পালসি

07/08/2025

বাসায় বসে ২৫-৪০% ছাড়ে প্যাথলজিক্যাল পরিক্ষা নীরিক্ষা করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

সার্ভিস চার্জ মাত্র ১০০৳

ডিপিসি ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে “স্বাধীনতা ২.০” এর ১ম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।   .0
04/08/2025

ডিপিসি ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে “স্বাধীনতা ২.০” এর ১ম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।

.0

সারভাইক্যাল মাইলোপ্যাথি হচ্ছে– ঘাড়ের স্পাইনাল কর্ডে চাপ খাওয়া। যার কারণে—আপনার হাতের মাংসপেশী শুকিয়ে যেতে পারে। শরীরে...
04/08/2025

সারভাইক্যাল মাইলোপ্যাথি হচ্ছে– ঘাড়ের স্পাইনাল কর্ডে চাপ খাওয়া।

যার কারণে—
আপনার হাতের মাংসপেশী শুকিয়ে যেতে পারে।
শরীরের ব্যালান্স কমে যেতে পারে।

এসব বিষয়ে মেডিকেল চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

যেকোনো প্রয়োজনে আমরা আপনার পাশে থাকবো। ইনশাআল্লাহ

DPC Physiotherapy Centre
BAF Shaheen Ashraf Ali School Road, East shewrapara, Mirpur, Dhaka–1216

🩺 Cervical Radiculopathy (সারভাইক্যাল রেডিকুলোপ্যাথি)এটি এমন একটি অবস্থা যেখানে ঘাড়ের নার্ভ চাপা পড়ে হাত, কাঁধ বা আঙুলে...
03/08/2025

🩺 Cervical Radiculopathy (সারভাইক্যাল রেডিকুলোপ্যাথি)

এটি এমন একটি অবস্থা যেখানে ঘাড়ের নার্ভ চাপা পড়ে হাত, কাঁধ বা আঙুলে ব্যথা, অবশভাব বা ঝিনঝিনে অনুভূতি তৈরি হয়।

কারণ:

🔹 সারভাইক্যাল ডিস্ক হর্নিয়েশন (Slip Disc)
🔹 হাড়ের স্পার (Bone Spur)
🔹 ডিজেনারেটিভ চেঞ্জেস (Degenerative Changes)
🔹 আঘাত বা দুর্ঘটনা (Injury/Whiplash)

উপসর্গ:

✔️ ঘাড় থেকে কাঁধ, বাহু এবং আঙুলে ব্যথা ছড়ানো
✔️ হাত বা আঙুলে ঝিনঝিনে ভাব বা অবশ হয়ে যাওয়া
✔️ ঘাড় নাড়াতে অসুবিধা
✔️ পেশী দুর্বলতা

ফিজিওথেরাপির ভূমিকা:

✅ পেইন রিলিফ টেকনিক (IFT, TENS, হিট/কোল্ড থেরাপি)
✅ মোবিলিটি ও স্ট্রেচিং এক্সারসাইজ
✅ নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ
✅ পোস্টার কারেকশন
✅ ট্র্যাকশন থেরাপি (যদি প্রয়োজন হয়)

সতর্কতা:

❌ ভারী জিনিস ওঠানো থেকে বিরত থাকুন
❌ ভুল ভঙ্গিতে বসা/ঘুমানো এড়িয়ে চলুন
✅ একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।

📞 যোগাযোগ:

📍 ডিপিসি ফিজিওথেরাপি সেন্টার, শেওড়াপাড়া, মিরপুর।
৮৭৩, বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল রোড, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬।
[মেট্রো পিলার-৩১৩]

📞 ফোন: 01868-836804
👨‍⚕️ প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।

#সারভাইক্যাল_রেডিকুলোপ্যাথি_চিকিৎসা
#ঘাড়_ব্যথার_ফিজিওথেরাপি
#নার্ভ_চাপের_চিকিৎসা


#ঘাড়_থেকে_কাঁধে_ব্যথা_চিকিৎসা



#নার্ভচাপ #ঘাড়ব্যথা
#ফিজিওথেরাপি #মিরপুরফিজিওথেরাপি

🚦 হুইপল্যাশ ইনজুরি (Whiplash Injury)হঠাৎ গাড়ি ধাক্কা বা ঝাঁকুনিতে মাথা সামনে–পিছনে দুলে গেলে ঘাড়ে যে আঘাত লাগে, সেটাই ...
27/07/2025

🚦 হুইপল্যাশ ইনজুরি (Whiplash Injury)
হঠাৎ গাড়ি ধাক্কা বা ঝাঁকুনিতে মাথা সামনে–পিছনে দুলে গেলে ঘাড়ে যে আঘাত লাগে, সেটাই হুইপল্যাশ ইনজুরি।

🟢 লক্ষণ:

ঘাড়ে ব্যথা ও শক্ত হয়ে যাওয়া

মাথা ঘোরা বা মাথাব্যথা

কাঁধ বা পিঠে টান

🟠 কি করবেন?
✅ প্রথম ২ দিন বরফ সেঁক (১৫ মিনিট করে)
✅ অল্প বিশ্রাম নিন – কিন্তু সারাদিন শুয়ে থাকবেন না
✅ ব্যথা কমলে ধীরে ধীরে ঘাড় নাড়ুন
✅ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন

🔴 সতর্ক হোন:
⚠️ ব্যথা বাড়লে, হাত-পা অবশ হলে বা মাথা ঘোরলে –
👉 দেরি না করে ডাক্তারের কাছে যান

✅ সিটবেল্ট ব্যবহার করুন – হুইপল্যাশ ইনজুরি থেকে ঘাড়ের সুরক্ষা করুন!

📍 DPC PHYSIOTHERAPY CENTRE
🏠 ঠিকানা: House-873, BF Shaheen Ashraf Ali Highschool Road, East Shewrapara, Dhaka



#সুস্থ_ঘাড়

🧠 TIA কি চিনুন– জানুন, জীবন বাঁচান!TIA – Transient Ischemic Attackযেখানে মস্তিষ্ক অল্প সময়ের জন্য রক্তপ্রবাহ হারায় —সেই ...
26/07/2025

🧠 TIA কি চিনুন– জানুন, জীবন বাঁচান!

TIA – Transient Ischemic Attack
যেখানে মস্তিষ্ক অল্প সময়ের জন্য রক্তপ্রবাহ হারায় —
সেই ৫ মিনিটই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় ঝুঁকির সিগন্যাল।

⚠️ লক্ষণগুলো জানুন, অবহেলা করবেন না:

☑️ একপাশের হাত বা পা হঠাৎ অবশ
☑️ কথা জড়িয়ে যাওয়া
☑️ চোখে ঝাপসা দেখা
☑️ শরীর ভারসাম্য হারানো
☑️ হঠাৎ মাথা ঘোরা বা হাঁটতে না পারা

⏳ লক্ষণগুলো দ্রুত চলে যেতে পারে —
কিন্তু তাই বলে ভুলে যাবেন না!
TIA অনেক সময়েই হয় স্ট্রোকের পূর্বাভাস।

🎯 সময়মতো ব্যবস্থা নিন:

✔️ মেডিকেলে দ্রুত যোগাযোগ করুন ও প্রয়োজনীয় পরীক্ষা- নিরীক্ষা করান।
✔️ জীবনশৈলীতে পরিবর্তন আনুন
✔️ কিছু সময় ফিজিওথেরাপি দরকার হতে পারে।

👉 তাই চিকিৎসার পাশাপাশি প্রয়োজন নিউরো-রিহ্যাবিলিটেশন।

TIA একটি সুযোগ — সময় থাকতে গ্রহণ করুন সঠিক সিদ্ধান্ত।

#মিনি_স্ট্রোক
#জনসচেতনতা


#স্বাস্থ্যসচেতনতা ্কতা
#স্ট্রোক_প্রতিরোধ
িক_সময়
#ফিজিওথেরাপি_জরুরি
#মস্তিষ্ক_বাঁচান

🩹🔥 পোড়ার পর শরীরের কতটুকু অংশ পুড়েছে — কীভাবে বুঝবেন?👉 ‘নাইনস রুল’ (Rule of Nine) আপনাকে সাহায্য করতে পারে!যদি কেউ আগুনে...
25/07/2025

🩹🔥 পোড়ার পর শরীরের কতটুকু অংশ পুড়েছে — কীভাবে বুঝবেন?
👉 ‘নাইনস রুল’ (Rule of Nine) আপনাকে সাহায্য করতে পারে!

যদি কেউ আগুনে পুড়ে যায়, তখন চিকিৎসার আগে বুঝতে হয় শরীরের কত শতাংশ পুড়েছে। এটা বোঝার একটা সহজ নিয়ম হলো 👉 "Rule of 9"।

👇 নিচে দেখে নিন শরীরের কোন অংশ = কত %:

🧠 মাথা ও ঘাড় = ৯%
💪 প্রতিটি হাত = ৯%
🦵 প্রতিটি পা = ১৮%
🧍‍♂️ শরীরের সামনে (বুক-পেট) = ১৮%
🧍‍♂️ পেছনের দিক (পিঠ-পাছা) = ১৮%
🩲 গোপনাঙ্গ / পার্সনাল এরিয়া = ১%

🎯 সারাংশ: এই % গুলো যোগ করে চিকিৎসকরা বুঝে নেন কতটা ত্বক পুড়েছে, এবং সেই অনুযায়ী সালাইন, অক্সিজেন, ও অন্যান্য চিকিৎসা শুরু করেন।

📌 উদাহরণ:
যদি কারও বুক ও একটি হাত পুড়ে যায়, তাহলে →
১৮% (বুক) + ৯% (এক হাত) = মোট ২৭% পুড়ে গেছে।

🆘 পোড়া বড় হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিন।

📣 পোস্টটি শেয়ার করুন— আপনার শেয়ার হতে পারে কারও জীবন বাঁচানোর কারণ।

#ফিজিওথেরাপি
#ল্যাবরেটেরি_টেস্ট (Home Sample Collect)
#প্যাশেন্ট কেয়ার

DPC Physiotherapy Centre
BF Shaheen Ashraf Ali School Road, Shewrapara, Dhaka.
[ Metro 🚇 Pillar— 312-313 ]
📞 01868 836804














25/11/2024

প্রোপ্রিওসেপশন হল আমাদের শরীরের নিজস্ব "সেলফ সেন্স" বা "নিজের অবস্থান বোঝার ক্ষমতা"। এটি আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ফাংশন, যা আমাদের হাত-পা এবং শরীরের অন্যান্য অংশ কোথায় আছে এবং তারা কীভাবে নড়াচড়া করছে, তা বুঝতে সাহায্য করে।

---

কিভাবে প্রোপ্রিওসেপশন কাজ করে?

প্রোপ্রিওসেপ্টর নামক বিশেষ সংবেদনশীল স্নায়ুসমূহ পেশি, টেন্ডন (লিগামেন্ট), এবং জয়েন্টে থাকে।

যখন শরীরের কোনো অংশ নড়াচড়া করে, তখন এই প্রোপ্রিওসেপ্টর স্নায়ু সংকেত তৈরি করে।

এই সংকেতগুলি মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে পৌঁছে, যা শরীরের প্রতিটি অঙ্গের অবস্থান ও নড়াচড়ার তথ্য দেয়।

এই তথ্য আমাদের চলাফেরা এবং দৈনন্দিন কার্যকলাপ করতে সাহায্য করে, যেমন:

চোখ বন্ধ রেখেও সিঁড়ি ভাঙা।

অন্ধকারে হাত দিয়ে জিনিস খুঁজে বের করা।

শরীরের ভারসাম্য বজায় রাখা।

---

প্রোপ্রিওসেপশনের উদাহরণ

1. আপনি যখন চোখ বন্ধ করেও আপনার হাত মাথার ওপর তুলতে পারেন।

2. হাঁটা বা দৌড়ানোর সময় শরীরের ভারসাম্য বজায় রাখা।

3. কোনো খেলাধুলার সময় দ্রুত প্রতিক্রিয়া দেওয়া।

---

প্রোপ্রিওসেপশন খারাপ হলে কী হয়?

যদি প্রোপ্রিওসেপশনে সমস্যা হয়, তাহলে শরীরের অবস্থান এবং নড়াচড়া সম্পর্কে সঠিক ধারণা পাওয়া কঠিন হয়ে যায়। এর ফলে:

শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে।

চলাফেরায় সমস্যা হতে পারে।

অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারে বিভ্রান্তি হতে পারে।

---

প্রোপ্রিওসেপশন ক্ষতির কারণ

1. স্নায়বিক সমস্যা:

মাল্টিপল স্ক্লেরোসিস।

পারকিনসন’স ডিজিজ।

স্নায়ুর ক্ষতি (নিউরোপ্যাথি)।

2. আঘাত বা সার্জারি:

জয়েন্টে চোট।

পেশি বা লিগামেন্টের ক্ষতি।

3. বার্ধক্য:

বয়সের সঙ্গে সঙ্গে প্রোপ্রিওসেপশন দুর্বল হতে পারে।

4. আলকোহল বা ড্রাগস:

এদের কারণে সাময়িকভাবে প্রোপ্রিওসেপশনের সমস্যা হতে পারে।

---

প্রোপ্রিওসেপশন উন্নত করার উপায়

1. ব্যায়াম:

ভারসাম্য বজায় রাখার অনুশীলন (যেমন: এক পায়ে দাঁড়ানো)।

যোগব্যায়াম এবং পাইলাটেস।

2. ফিজিক্যাল থেরাপি:

সঠিক আন্দোলন এবং ভারসাম্যের জন্য চিকিৎসকের নির্দেশনা।

3. খেলাধুলা:

যেমন: বল ধরার খেলা, যা রিফ্লেক্স ও শরীরের সঠিক ব্যবহার উন্নত করে।

4. ধ্যান এবং মনোযোগ:

শরীরের প্রতিটি অংশের গতিবিধি সম্পর্কে সচেতন হওয়া।।

24/10/2024

ডিপিসির কোন সেবাটি আপনার ভাল লাগে ?

Address

873, East Shewrapara, Mirpur
Dhaka

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 22:30
Friday 09:00 - 22:30
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Telephone

+8801868836804

Alerts

Be the first to know and let us send you an email when DPC Physiotherapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DPC Physiotherapy Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram