Doctor's Care Hijama Center

Doctor's Care Hijama Center ডাক্তারী সেবা সাথে সুন্নাতি চিকিৎসার এক অনন্য মাএা

05/12/2022

কাপিং বা হিজামা একটি বিজ্ঞানভিত্তিক জনপ্রিয় সুন্নাহ চিকিৎসা পদ্ধতি। এটা রোগের জন্য চিকিৎসা এবং সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। এছাড়াও হিজামা এন্টি এজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।

05/12/2022

আপনারা যারা Doctors care hijama center থেকে সেবা নিতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের জন্য এই পোস্ট

এই মাসের সুন্নাহ ডেট ১২/১৪/১৬ ডিসেম্বর
রোজ সোমবার /বুধবার /শএুবার।

আমাদের ৪ টি শেষন শেষ করতে প্রত্যক পেসেন্ট এর জন্য প্রায় ১ ঘন্টার মত লাগবে। কম বেশি হতে পারে।
তাই আপনাদের যাতে এসে বেশি সময় অপেক্ষা করতে না হয় সেজন্য সময় বলে দিবো ইন শা আল্লাহ।

যাদের ডেট কনফার্ম করেছি কিন্তু সময় বলি নাই তারা ইনবক্সে অথবা কমেন্টে সময় জেনে নিবেন।
আর যাদের ডেট কনর্ফাম করিনি তারা ডেট এবং সময় জেনে দিবেন। আগামী ৯ তারিখ সকাল ৯ টা পর্যন্ত কনর্ফাম করা যাবে।তবে নির্দিষ্ট রোগী পূর্ণ হলে আর কোন রোগী কোন অবস্থাতেই নেওয়া হবে না।
( এটা শুধু ঢাকার রোগীদের জন্য, ঝিনাইদহের যারা আছেন তাদের জন্য নিদিষ্ট সময়ে ডেট এবং সময় জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ)
জাযাকাল্লাহ খাইরান।

04/12/2022

আপনারা যারা doctors care hijama center কে শুধু হিজামা সেন্টার মনে করছেন তারা ভুলের মধ্যে আছেন।

আমাদের ৪ টা পর্ব থাকবে
১) মাইন্ড কন্ট্রোল পর্ব ঃ আমাদের মনের উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই।কিভাবে নিজের মনের উপরে কন্ট্রোল আনা যায়।সেটা শেখানো হবে। এটা রোগীর রোগ সুস্থ হওয়া এবং রোগের জন্য যে লাইফস্টাইল দেওয়া হবে সেটা মেনে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১) রোগীর বিস্তারিত হিস্ট্রি, শারিরীক পরীক্ষা,
রোগী হিজামার জন্য ফিট আছে কিনা দেখা হবে। এবং প্রয়োজনীয় ওষুধ প্রেসকিপশনে লিখে দেওয়া হবে।
সাথে তার এই অসুবিধার জন্য কয়টা কাপ লাগবে কোথায় কোথায় লাগবে সেটা নির্ধারন করা হবে।

৩) এই ধাপে রোগীকে হিজামা করা হবে।এবং হিজামা পরবর্তী করনীয় বলে দেওয়া হবে।
সাথে কবে ফলোআপে আসতে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হবে।

৪) তার এই রোগের জন্য জীবনযাপনে কি কি পরিবর্তন আনতে হবে সেটা বুঝিয়ে দেওয়া হবে।

এই ৪ টা ধাপে আমাদের চিকিৎসা। শুধু হিজামা মনে করলে ভুল হবে।
প্রত্যক রোগীর জন্য প্রায় ১ ঘন্টা সময় লাগবে।
এটা মিলেই আমাদের চিকিৎসা।

চেনা যায়?মাইকেল ফেলপস সেরা সাতারু।হিজামা করেছেন।
03/12/2022

চেনা যায়?
মাইকেল ফেলপস সেরা সাতারু।
হিজামা করেছেন।

03/12/2022

হিজামা নিয়ে গুরুত্বপূর্ণ কথা

03/12/2022

আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। শীতকাল আসলেই বেড়ে যায় এলার্জি, স্কিন প্রব্লেম, ব্যথা-বেদনা, হাঁপানি এবং ঠান্ডা-জনিত নানাবিধ সিরিয়াস অসুস্থতা।

সমাধান হলঃ-
➣ প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করা।
➣ সঠিক পরিমানে পানি পান করা।
➣ সকালের নাস্তা ভারি হওয়া ও রাতের খাবার সল্প বা পেট কিছুটা খালি রেখে খাওয়া।
➣ প্রতিদিন মধু, কালোজিরা, খেজুর, বাদাম খাওয়া।
➣ শীতে ঠান্ডার ও ব্যথার রুগীরা এল্যার্জি জাতীয় খাবার পরিহার করা এবং কুসুম গরম পানিতে গোসল করা।
➣ শরীরে ঠান্ডা না লাগানোর চেষ্টা করা।

যাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে এবং শরীরে দূর্বলতা বা অলসতার কারনে অথবা ব্যস্ততার কারনে রুটিন মানা কিছুটা টাফ। তারা অল্প হলেও মানার চেষ্টা করুন উপরি উক্ত নিয়মগুলো এবং পাশাপাশি হিজামা / কাপিং, ওয়েল মাসাজ শীতে প্রায় প্রায় নিন। আপনার ব্লাড সারকুলেশান নারভাস সিস্টেমে ঠিক থাকবে। মাইগ্রেনের রুগীদের জন্যে অবশ্যই শীতের আগে হিজামা সেশান নিয়ে নেওয়া বেস্ট অপশন হবে।

তাছাড়া হিজামা করালে শরীরের #ইমিউনিটি সিস্টেম ভালো থাকে ফলে বিভিন্ন হওয়ার সম্ভাবনা কম থাকে , ইনশাহআল্লাহ্‌।

এই শীতে #হিজামা / #কাপিং হতে পারে আপনার জন্য বেস্ট চয়েজ। কারণ ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা।

হিজামা করানোর ফলেঃ -
১) শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
২)ব্লাড সার্কুলেশন বাড়বে।
৩) টক্সিন দূর হবে।
৪)এনার্জি লেভেল বেড়ে যাবে।
৫) যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
৬) এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
৭)নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
৮) উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।

হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামা বা কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, আলহামদুলিল্লাহ

03/12/2022



হিজামা একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হাদিসঃ
রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)

ইবনু মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, মি‘রাজের রাত সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন যে, এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, ‘আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন’। --[ইবনু মাজাহ হা/৩৪৭৯; তিরমিযী হা/২০৫২; মিশকাত হা/৪৫৪৪, সনদ ছহীহ।]

করিম বেনজেমা হিজামা করছেন।
02/12/2022

করিম বেনজেমা হিজামা করছেন।

Address

Dhaka
7210

Telephone

+8801889025064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Care Hijama Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Care Hijama Center:

Share