03/12/2022
আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। শীতকাল আসলেই বেড়ে যায় এলার্জি, স্কিন প্রব্লেম, ব্যথা-বেদনা, হাঁপানি এবং ঠান্ডা-জনিত নানাবিধ সিরিয়াস অসুস্থতা।
সমাধান হলঃ-
➣ প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করা।
➣ সঠিক পরিমানে পানি পান করা।
➣ সকালের নাস্তা ভারি হওয়া ও রাতের খাবার সল্প বা পেট কিছুটা খালি রেখে খাওয়া।
➣ প্রতিদিন মধু, কালোজিরা, খেজুর, বাদাম খাওয়া।
➣ শীতে ঠান্ডার ও ব্যথার রুগীরা এল্যার্জি জাতীয় খাবার পরিহার করা এবং কুসুম গরম পানিতে গোসল করা।
➣ শরীরে ঠান্ডা না লাগানোর চেষ্টা করা।
যাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে এবং শরীরে দূর্বলতা বা অলসতার কারনে অথবা ব্যস্ততার কারনে রুটিন মানা কিছুটা টাফ। তারা অল্প হলেও মানার চেষ্টা করুন উপরি উক্ত নিয়মগুলো এবং পাশাপাশি হিজামা / কাপিং, ওয়েল মাসাজ শীতে প্রায় প্রায় নিন। আপনার ব্লাড সারকুলেশান নারভাস সিস্টেমে ঠিক থাকবে। মাইগ্রেনের রুগীদের জন্যে অবশ্যই শীতের আগে হিজামা সেশান নিয়ে নেওয়া বেস্ট অপশন হবে।
তাছাড়া হিজামা করালে শরীরের #ইমিউনিটি সিস্টেম ভালো থাকে ফলে বিভিন্ন হওয়ার সম্ভাবনা কম থাকে , ইনশাহআল্লাহ্।
এই শীতে #হিজামা / #কাপিং হতে পারে আপনার জন্য বেস্ট চয়েজ। কারণ ঔষধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা।
হিজামা করানোর ফলেঃ -
১) শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
২)ব্লাড সার্কুলেশন বাড়বে।
৩) টক্সিন দূর হবে।
৪)এনার্জি লেভেল বেড়ে যাবে।
৫) যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
৬) এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
৭)নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
৮) উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।
হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।
হিজামা বা কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, আলহামদুলিল্লাহ