09/12/2025
কেন গর্ভে কিছু বাচ্চা ঘণ্টার পর ঘণ্টা নড়াচড়া করে না— 😭🤰🔥
আপনার বাচ্চার নিজের একটি নিয়মিত প্যাটার্ন থাকে।
একটি রুটিন থাকে।
সে সাধারণত কীভাবে নড়াচড়া করে তার নিজস্ব স্টাইল থাকে।
তাই যখন আপনার বাচ্চা হঠাৎ অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যায়—
✔️ কোনো লাথি নেই
✔️ খুব হালকা নড়াচড়া
✔️ দীর্ঘ সময় কোনো নড়াচড়া নেই
✔️ মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই
এগুলো কোনোভাবেই উপেক্ষা করবেন না।
বাচ্চার নড়াচড়া হলো তার একমাত্র ভাষা,
এভাবেই সে জানায় সে ভালো আছে কি না।
বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার কারণগুলো 🚨
1️⃣ বাচ্চা যথেষ্ট অক্সিজেন না পেলে
2️⃣ গর্ভফুলের সমস্যা
3️⃣ গর্ভ নাড়ে জট
4️⃣ পানি (অ্যামনিয়োটিক ফ্লুইড) কমে যাওয়া
5️⃣ সংক্রমণ
6️⃣ মায়ের উচ্চ রক্তচাপ
7️⃣ কিছু ওষুধের প্রভাব
8️⃣ বাচ্চার দীর্ঘক্ষণ ঘুম
কখনও এটি ক্ষতিকর নয়…
কখনও এটি জরুরি সমস্যা হতে পারে।
যা সঙ্গে সঙ্গে করবেন 🔥
👉 বাম দিকে কাত হয়ে শুয়ে পড়ুন
👉 পানি , সেলাইন , গ্লুকোজ ( ডায়াবেটিস না থাকলে)পান করুন
👉 কিছু মিষ্টি খাবার খান
👉 ১–২ ঘণ্টা মনোযোগ দিয়ে নড়াচড়া লক্ষ্য করুন
এতেও যদি নড়াচড়া না আসে বা খুব দুর্বল থাকে,
তৎক্ষণাৎ হাসপাতালে যান।
❌ “নিজে থেকেই ঠিক হবে” ভেবে বসে থাকবেন না
দ্রুত পদক্ষেপ আপনার শিশুর জীবন বাঁচাতে পারে।
ডাঃ জেসিকা রিজভী তামান্না
এফ সি পি এস ( গাইনী ও অবস )
এফ সি পি এস ( ফিটোমেটারনাল মেডিসিন)
এফ আই আর এম ( ইন্ডিয়া)
ডিপ্লোমা ইন মেটারনাল এন্ড ফিটাল মেডিসিন (জার্মানি)
স্ত্রী ও প্রসুতী রোগ এবং হাই রিস্ক প্রেগ্নেন্সি বিশেষজ্ঞ
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যানপুর, ঢাকা।