07/09/2022
পাত্র চাই
➖➖➖➖💕
#প্রস্তাব_নং: ববি-০০৪৯৮
পাত্রী অবিবাহিতা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। পিতামাতা দু'জনেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। পৈতৃক নিবাস ময়মনসিংহ। তবে নিয়মিত ঢাকায় থাকেন। শহরে নিজস্ব ফ্ল্যাট-প্লট, বাসা-বাড়ি আছে। বড় বোন বিবাহিতা, সরকারি চাকরি করে, ছোট ভাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত। পাত্রী সম্পর্কিত আরও কিছু তথ্য নিম্নোক্ত -
⭕শিক্ষাগত যোগ্যতা: এম.বি.এ
⭕গায়ের রং: (উজ্জ্বল)শ্যামলা
⭕উচ্চতা: ৫'.২", বয়স: ২৭
⭕পেশা: সিনিয়র এডমিন অফিসার
⭕ধর্ম: ইসলাম, জেলা: ঢাকা।
পাত্রীর সাথে মানানসই উচ্চতার, সুশিক্ষিত চাকুরিজীবী পাত্র চাই। ঢাকা বা ময়মনসিংহ বিভাগের পাত্র অগ্রাধিকার। ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে এমন পাত্র হলে ভালো হয়।
#বিয়ে হলে অবশ্যই Acceptable Honorarium/ পারিশ্রমিক" দিতে হবে।