26/09/2023
📌 প্রথমবার বাচ্চা নেওয়ার সঠিক সময় কখন?
একটি সন্তান চাইলে যে বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করা প্রয়োজন, তিনটি নিতে চাইলে তার অনেক আগে থেকেই চেষ্টা করতে হবে। এছাড়া সন্তান ধারণে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এমন উপসর্গগুলো লক্ষ করা গেলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত। তাছাড়া একটি দম্পতির জীবনের লক্ষ্য, পড়াশোনা, ক্যারিয়ার, আর্থিক অবস্থা — এমন অনেকগুলো ব্যক্তিগত বিষয়ের ওপরে সন্তান নেওয়ার আদর্শ সময় নির্ভর করে। সবদিক বিবেচনা করার পর সিদ্ধান্তটা একান্তই আপনার এবং আপনার সঙ্গীর।
সিদ্ধান্তটি সহজ করতে বিভিন্ন পরিপ্রেক্ষিতে যে বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করা উচিত, সেই বিষয়টি চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এখানে তুলে ধরা হয়েছে।
🔸 একটি মেয়ের সন্তানধারণের সঠিক সময় হচ্ছে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত। এ সময় মেয়েদের ফার্টিলিটি সর্বোচ্চ থাকে। ৩০ বছরের পর থেকে এটা কমতে শুরু করে এবং ৩৫ বছরের পরে এর হার দ্রুত কমে যায়।
এর কারন একটা মেয়ে শিশু জন্মের সময় ডিম্বাশয়ে ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করে। যদি কেউ কম ডিম্বাণু নিয়ে পৃথিবীতে আসে তাহলে তার প্রজনন ক্ষমতা আনুপাতিক হারে কম হবে। তবে জন্মের সময় ডিম্বাশয়ে ১০ থেকে ২০ লক্ষ ডিম্বাণু থাকে। বয়সন্ধিকালে 2 লক্ষ ডিম্বাণু থাকে এবং বাকিগুলো অকার্যকর হয়ে যায়। সারাজীবনে অর্থাৎ পুরোটা রিপ্রোডাক্টিভ লাইফে ৪০০ ডিম্বানু থেকে পরিপূর্ন ডিম বের হয়।
যখন একটি মেয়ের মাসিক শুরু হয় অর্থাৎ ১১-১২ বছর বয়স থেকে প্রতিমাসে মোটামুটি ১০ থেকে ১৫ টি ডিম্বাণু পরিপক্ক হতে শুরু করে। আর ভেতরে মাত্র ১টি ডিম্বাণু পরিপক্ক হয়ে অভুলেশন হয় এবং শুক্রাণুর সাথে মিলিত হয়ে সন্তান উৎপাদন করে। বাকিগুলো অকার্যকর হয়ে যায়। যেহেতু মেয়েদের জন্মের পর এই ডিম্বাণু বাড়ানোর কোন উপায় নেই, প্রতি মাসে এই পরিমাণ ডিম্বাণু নষ্ট হবার ফলে ৩০ বছর বয়সে বিপুল সংখ্যক ডিম্বাণু নষ্ট হয়ে যায় এবং বয়সের সাথে এর সংখ্যা কমতে থাকে। ৩৫ এর পর সন্তান ধারণের ক্ষমতা অনেক কমে যায় এবং ৪০ এর পর এটা আশঙ্কাজনক হারে কমে যায়। এখন দম্পতিরা এই সময়টা বিবেচনায় নিয়ে তাদের সন্তান নেবার সময়টা নির্ধারণ করবেন।
🎯 হরমোন ও বন্ধ্যাত্ব রোগ (মহিলা ও পুরুষ) এবং প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন।
👩⚕️ ডাঃ ফাহমিদা চৌধুরী (সোমা)
🔸 এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
🔸 এফসিপিএস (রিপ্রোডাকটিভ এণ্ডোক্রাইনোলজি এণ্ড ইনফার্টিলিটি)
🔸 এফসিপিএস (গাইনী এন্ড অবস্) বিএসএমএমইউ
🏥 চেম্বারঃ ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
ঠিকানাঃ মালিবাগ (ভবন-২), বাড়ী নং-৪৯০, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা-১২১৭।
📞 সিরিয়াল এর জন্য যোগাযোগঃ ০৯৬১০০০৯৬১১ অথবা ০১৮৪৪-১৪১৭১৮
👉 রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
(সন্ধ্যা ৬ টা থেকে ৮:৩০ পর্যন্ত)