Dr. Nahal Mostak Khan Arnob

Dr. Nahal Mostak Khan Arnob MBBS (DU), FCPS (EYE), MRCS (Glasgow)
FICO (London), ICO (London)
Eye Specialist , Phaco Surgeon and vitrioretina specialist.

ঈদ মোবারক! 🌙 স্বাস্থ্যই জীবনের সেরা উপহার। এই ঈদে সুস্থ ও নিরাপদে থাকুন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার প্রতিটি মুহূর...
06/06/2025

ঈদ মোবারক! 🌙
স্বাস্থ্যই জীবনের সেরা উপহার। এই ঈদে সুস্থ ও নিরাপদে থাকুন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার প্রতিটি মুহূর্ত।

সৌন্দর্য দেখুন, পৃথিবীকে বাঁচান! বিশ্ব পরিবেশ দিবসে, সুস্থ দৃষ্টি নিয়ে প্রকৃতির কদর করি এবং এর সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্...
05/06/2025

সৌন্দর্য দেখুন, পৃথিবীকে বাঁচান! বিশ্ব পরিবেশ দিবসে, সুস্থ দৃষ্টি নিয়ে প্রকৃতির কদর করি এবং এর সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হই। আমাদের দৃষ্টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রকৃতি!

#পরিবেশদিবস

চোখে ঘন ঘন পানি পড়া সমস্যা নাকি স্বাভাবিক? 👁️💧হালকা ধুলাবালি বা বাতাসে চোখে পানি পড়া সাধারণ বিষয়। তবে যদি অকারণে বারবার ...
17/05/2025

চোখে ঘন ঘন পানি পড়া সমস্যা নাকি স্বাভাবিক? 👁️💧
হালকা ধুলাবালি বা বাতাসে চোখে পানি পড়া সাধারণ বিষয়। তবে যদি অকারণে বারবার চোখ দিয়ে পানি পড়ে, তা হতে পারে চোখের অ্যালার্জি, সংক্রমণ, শুষ্ক চোখ বা নেত্রনালির জটিলতার ইঙ্গিত।

👶 শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সব বয়সেই এই সমস্যা দেখা দিতে পারে। কারও জন্মগতভাবে নেত্রনালির প্রতিবন্ধকতা থাকে, কারও আবার বয়সজনিত কারণে পানি পড়ে। তাই বয়স নয়, সচেতনতাই মূল।

⚠️ অবহেলা নয়, সময়মতো বিশেষজ্ঞের পরামর্শই সুরক্ষার প্রথম ধাপ।

🖐️ চোখে হাত দেওয়া, ঘষা বা নিজে নিজে ওষুধ ব্যবহার বিপজ্জনক হতে পারে।

👨‍⚕️ চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন:

ডা. নাহাল মোস্তাক খান অর্ণব
এমবিবিএস (ঢাবি), এফসিপিএস (চক্ষু), এমআরসিএস (গ্লাসগো), এফআইসিও (লন্ডন), আইসিও (লন্ডন), ফ্যাকো, মাইক্রোসার্জারি, লেজার, ডায়াবেটিস জনিত চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন।

📞 01704-853268 | 01733-747575

#চোখেপানিপড়া #চোখেরসমস্যা #চোখেরযত্ন

অপটিক নিউরোপ্যাথি (Optic Neuropathy) হলো চোখের অপটিক নার্ভের একটি জটিল রোগ, যা চোখ থেকে মস্তিষ্কে দৃষ্টিসংকেত পৌঁছাতে ব্...
13/05/2025

অপটিক নিউরোপ্যাথি (Optic Neuropathy) হলো চোখের অপটিক নার্ভের একটি জটিল রোগ, যা চোখ থেকে মস্তিষ্কে দৃষ্টিসংকেত পৌঁছাতে ব্যাঘাত ঘটায়। এই রোগের ফলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে অথবা হঠাৎ করেও কমে যেতে পারে। অনেক সময় চোখের সামনের অংশে কোনো দৃশ্যমান সমস্যা না থাকলেও ঝাপসা দেখা, রঙ শনাক্তে অসুবিধা অথবা তীব্র আলোতে চোখে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়। অপটিক নিউরোপ্যাথির কারণ হতে পারে চোখে রক্ত সরবরাহে ঘাটতি (ইস্কেমিয়া), প্রদাহ, সংক্রমণ, বিষক্রিয়া অথবা কিছু নির্দিষ্ট ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া। সময়মতো সঠিক চিকিৎসা না গ্রহণ করলে এই রোগ স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

চোখের ছানি, রেটিনায় সমস্যাসহ চোখের অন্যান্য সকল রোগের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ( বিশেষত্ব- ফ্যাকো, ল্যাসিক, গ্লুকোমা, ওকুলোপ্ল্যাস্টি কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ) ডা. নাহাল মোস্তাক খান অর্ণব নিয়মিত চেম্বার করছেন ময়না মোবাইল আই হাসপাতাল এবং রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল-এ।

আপনার চোখের যেকোন সমস্যায় সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ
ময়না মোবাইল আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (সন্ধ্যা ৬ টা-রাত ৯ টা) এবং
প্রতি বৃহস্পতিবার -(সকাল ১০ টা-দুপুর ১২ টা)
ঠিকানা- ১৪২/বি , গ্রীন রোড, পূর্ব রাজা বাজার লেন, ঢাকা
সিরিয়ালের জন্যঃ ০১৭০৪৮৫৩২৬৮
অথবা,
রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (বিকেল ৪ টা-সন্ধ্যা ৬ টা)
প্রতি বৃহস্পতিবার - (দুপুর ১২ টা-দুপুর ২ টা)
ঠিকানা- ৫৭/ই, পান্থপথ, ঢাকা- ১২১৫
( বি আর বি হাসপাতালের পূর্ব পাশে- পান্থপথ মোড় এর নিকটে )
সিরিয়ালের জন্যঃ ০১৭৩৩৭৪৭৫৭৫



আমরা পৃথিবী দেখি মায়ের চোখে।তাঁর ভালোবাসা যেমন স্বচ্ছ, তেমনি হোক তাঁর দৃষ্টিও।মায়ের চোখের যত্ন নেয়াও ভালোবাসারই অংশ। 👁️💙...
11/05/2025

আমরা পৃথিবী দেখি মায়ের চোখে।
তাঁর ভালোবাসা যেমন স্বচ্ছ, তেমনি হোক তাঁর দৃষ্টিও।
মায়ের চোখের যত্ন নেয়াও ভালোবাসারই অংশ। 👁️💙

প্রতিনিয়ত দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকা আমাদের চোখের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত ...
10/05/2025

প্রতিনিয়ত দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকা আমাদের চোখের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত স্ক্রীন টাইমের কারণে চোখে শুষ্কভাব, ঝাপসা দেখা, মাথাব্যথা, চোখে চাপ অনুভব এবং ঘুমে ব্যাঘাতের মতো সমস্যাগুলো দেখা দিতে পারে, যাকে ডিজিটাল আই স্ট্রেইন বা কম্পিউটার ভিশন সিনড্রোম বলা হয়। এসব সমস্যা থেকে রক্ষা পেতে প্রতি ২০ মিনিট পর পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকানো (২০-২০-২০ নিয়ম), স্ক্রীনের উজ্জ্বলতা ও কনট্রাস্ট ঠিক রাখা এবং উপযুক্ত আলোয় কাজ করা জরুরি। এছাড়া চোখের ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চোখ আমাদের অমূল্য সম্পদ, তাই সচেতনতা ও সঠিক অভ্যাসই চোখের দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করতে পারে।

চোখের ছানি, রেটিনায় সমস্যাসহ চোখের অন্যান্য সকল রোগের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ( বিশেষত্ব- ফ্যাকো, ল্যাসিক, গ্লুকোমা, ওকুলোপ্ল্যাস্টি কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ) ডা. নাহাল মোস্তাক খান অর্ণব নিয়মিত চেম্বার করছেন ময়না মোবাইল আই হাসপাতাল এবং রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল-এ।

আপনার চোখের যেকোন সমস্যায় সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ
ময়না মোবাইল আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (সন্ধ্যা ৬ টা-রাত ৯ টা) এবং
প্রতি বৃহস্পতিবার -(সকাল ১০ টা-দুপুর ১২ টা)
ঠিকানা- ১৪২/বি , গ্রীন রোড, পূর্ব রাজা বাজার লেন, ঢাকা
সিরিয়ালের জন্যঃ ০১৭০৪৮৫৩২৬৮
অথবা,
রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (বিকেল ৪ টা-সন্ধ্যা ৬ টা)
প্রতি বৃহস্পতিবার - (দুপুর ১২ টা-দুপুর ২ টা)
ঠিকানা- ৫৭/ই, পান্থপথ, ঢাকা- ১২১৫
( বি আর বি হাসপাতালের পূর্ব পাশে- পান্থপথ মোড় এর নিকটে )
সিরিয়ালের জন্যঃ ০১৭৩৩৭৪৭৫৭৫



লেজার ক্যাপসুলোটোমি একটি সাধারণ ও নিরাপদ লেজার পদ্ধতি, যা চোখের ছানি অপারেশনের পরবর্তী সময়ে দেখা দেওয়া পোস্টেরিয়র ক্যাপ...
07/05/2025

লেজার ক্যাপসুলোটোমি একটি সাধারণ ও নিরাপদ লেজার পদ্ধতি, যা চোখের ছানি অপারেশনের পরবর্তী সময়ে দেখা দেওয়া পোস্টেরিয়র ক্যাপসুল অপাসিফিকেশন (PCO) বা সেকেন্ডারি ক্যাটার্যাক্ট দূর করতে ব্যবহৃত হয়। ছানি অপারেশনের পরে কৃত্রিম লেন্স স্থাপনের সময় চোখে যে স্বচ্ছ ক্যাপসুল রাখা হয়, তা কিছুদিন বা কিছু বছর পর ঘোলা হয়ে যেতে পারে। এর ফলে রোগীর দৃষ্টিশক্তি আবার ঝাপসা হয়ে যায়। এই অবস্থায় লেজার প্রযুক্তির মাধ্যমে ঐ ঘোলা ক্যাপসুলে একটি ছোট ছিদ্র তৈরি করা হয়, যাতে আলো স্বাভাবিকভাবে রেটিনায় পৌঁছাতে পারে এবং রোগীর দৃষ্টি স্পষ্ট হয়। এই প্রক্রিয়াটি ব্যথাহীন, খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হয়। অধিকাংশ রোগী চিকিৎসার পরদিন থেকেই পরিষ্কার দেখতে পান।

চোখের ছানি, রেটিনায় সমস্যাসহ চোখের অন্যান্য সকল রোগের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ( বিশেষত্ব- ফ্যাকো, ল্যাসিক, গ্লুকোমা, ওকুলোপ্ল্যাস্টি কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ) ডা. নাহাল মোস্তাক খান অর্ণব নিয়মিত চেম্বার করছেন ময়না মোবাইল আই হাসপাতাল এবং রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল-এ।

আপনার চোখের যেকোন সমস্যায় সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ
ময়না মোবাইল আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (সন্ধ্যা ৬ টা-রাত ৯ টা) এবং
প্রতি বৃহস্পতিবার -(সকাল ১০ টা-দুপুর ১২ টা)
ঠিকানা- ১৪২/বি , গ্রীন রোড, পূর্ব রাজা বাজার লেন, ঢাকা
সিরিয়ালের জন্যঃ ০১৭০৪৮৫৩২৬৮
অথবা,
রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (বিকেল ৪ টা-সন্ধ্যা ৬ টা)
প্রতি বৃহস্পতিবার - (দুপুর ১২ টা-দুপুর ২ টা)
ঠিকানা- ৫৭/ই, পান্থপথ, ঢাকা- ১২১৫
( বি আর বি হাসপাতালের পূর্ব পাশে- পান্থপথ মোড় এর নিকটে )
সিরিয়ালের জন্যঃ ০১৭৩৩৭৪৭৫৭৫



আপনার চোখ কি ঝুঁকিতে?ছোট ছোট লক্ষণ গুলো হতে পারে বড় বিপদের কারণ!আমাদের চোখ প্রতিদিন হাজারো বিষয় পর্যবেক্ষণ করে যাচ্ছে। ...
06/05/2025

আপনার চোখ কি ঝুঁকিতে?
ছোট ছোট লক্ষণ গুলো হতে পারে বড় বিপদের কারণ!

আমাদের চোখ প্রতিদিন হাজারো বিষয় পর্যবেক্ষণ করে যাচ্ছে। অফিসের কম্পিউটার, মোবাইল স্ক্রিন, বই-পত্র কিংবা রাতের রাস্তায় গাড়ি চালানো। কিন্তু কখনও কি আমরা চোখের সুস্থতা সম্পর্কে ভেবেছি?

অনেক সময় চোখে হালকা পানি পড়া, ঝাপসা দেখা বা একটু চুলকানি, এই ছোট ছোট উপসর্গগুলোই হতে পারে বড় কোনো চোখের রোগের ইঙ্গিত। অজ্ঞতা বা অবহেলা থেকে এসব রোগ সময়মতো ধরা না পড়লে চিরস্থায়ী দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও থাকে।

আজ চলুন জেনে নিই চোখের ৫টি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ রোগ এবং কিছু দরকারি সতর্কতার কথা, যা আপনার চোখকে রাখতে পারে নিরাপদ।

১. ছানি (Cataract):
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে ধীরে ধীরে ঝাপসা দেখা, রাতের আলোতে সমস্যা- এগুলো ছানির লক্ষণ হতে পারে। সময়মতো ফ্যাকো সার্জারি করালে নিরাময় সম্ভব।

২. গ্লুকোমা (Glaucoma):
চোখের ভিতরের চাপ বেড়ে গেলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। মাথাব্যথা, চোখে ব্যথা বা দৃষ্টি কমে যাওয়া এই রোগের লক্ষণ। সময়মতো চোখ পরীক্ষা করানো জরুরি।

৩. শুষ্ক চোখ (Dry Eyes):
দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার দেখলে চোখ শুষ্ক হয়ে যায়। চোখ জ্বালা, অস্বস্তি, লালভাব, ঝাপসা দৃষ্টি, আলোর সংবেদনশীলতা, ও চোখের ক্লান্তি অনুভূত হলে ডাক্তারের পরামর্শে আইড্রপস ব্যবহার করা যেতে পারে।

৪. অ্যালার্জি বা চোখে চুলকানি (Itchy Eyes):
ধুলাবালি, স্ক্রিন ব্যবহার বা অ্যালার্জেনের কারণে চোখে চুলকানি, জ্বালাপোড়া, চোখে পানি ঝরা ইত্যাদি হতে পারে। নখ বা হাত দিয়ে ঘষা নয়, বরং পরিষ্কার পানি দিয়ে ধোয়া এবং ডাক্তার দেখানো উচিত।

৫. রেটিনার সমস্যা (Retina):
ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে চোখের রেটিনায় প্রভাব পড়ে। রেটিনার ক্ষয়, রেটিনা ছিঁড়ে যাওয়া, ম্যাকুলার গর্ত ইত্যাদির কারণে ঝাপসা দেখা বা চোখের সামনে অন্ধকার দাগ এবং রাতে দেখতে অসুবিধার সৃষ্টি হয়।

অতএব, সতর্ক থাকুন, সময়মতো চোখ পরীক্ষা করান। চোখের যত্ন মানে জীবনের যত্ন। চোখের ছানি, রেটিনা সমস্যা, গ্লুকোমা, ল্যাসিক বা চোখের যেকোন জটিলতায় দেরি না করে পরামর্শ নিন চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. নাহাল মোস্তাক খান অর্ণব-এর কাছ থেকে।

🏥ময়না মোবাইল আই হাসপাতাল
🕒 প্রতি শনিবার-বুধবার (সন্ধ্যা ৬টা–রাত ৯টা)
🕘 প্রতি বৃহস্পতিবার (সকাল ১০টা–দুপুর ১২টা)
📞 সিরিয়ালের জন্য: ০১৭০৪-৮৫৩২৬৮
📍 ঠিকানা: ১৪২/বি, গ্রীন রোড, পূর্ব রাজা বাজার লেন, ঢাকা।

🏥 রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল
🕒 প্রতি শনিবার-বুধবার (বিকেল ৪টা–সন্ধ্যা ৬টা)
🕘 প্রতি বৃহস্পতিবার (দুপুর ১২টা–২টা)
📞 সিরিয়ালের জন্য: ০১৭৩৩-৭৪৭৫৭৫
📍 ঠিকানা: ৫৭/ই, পান্থপথ, ঢাকা-১২১৫ (বিআরবি হাসপাতালের পূর্ব পাশে, পান্থপথ মোড় এর নিকটে)।

👁 আপনার চোখের সমস্যা নিয়ে দেরি না করে আজই যোগাযোগ করুন!
#চোখের_যত্ন #চক্ষু_বিশেষজ্ঞ

সানগ্লাস শুধু ফ্যাশনের অনুষঙ্গ নয়, এটি চোখের স্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উপকরণ। সূর্যের অতিবেগুনি (UV) রশ্মি সরাস...
04/05/2025

সানগ্লাস শুধু ফ্যাশনের অনুষঙ্গ নয়, এটি চোখের স্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উপকরণ। সূর্যের অতিবেগুনি (UV) রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের কর্নিয়া ও রেটিনার ক্ষতি হতে পারে, এমনকি সময়ের সাথে সাথে ছানি পড়ার ঝুঁকিও বাড়ে। মানসম্পন্ন সানগ্লাস UV-A ও UV-B রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয় এবং দীর্ঘমেয়াদে চোখের জটিলতা কমায়। এছাড়া ধুলাবালি, বাতাস ও উজ্জ্বল আলো থেকেও চোখকে রক্ষা করে যা বিশেষ করে বাইরের পরিবেশে কাজ বা ভ্রমণকারী ব্যক্তিদের জন্য উপকারী।

চোখের ছানি, রেটিনায় সমস্যাসহ চোখের অন্যান্য সকল রোগের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ( বিশেষত্ব- ফ্যাকো, ল্যাসিক, গ্লুকোমা, ওকুলোপ্ল্যাস্টি কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ) ডা. নাহাল মোস্তাক খান অর্ণব নিয়মিত চেম্বার করছেন ময়না মোবাইল আই হাসপাতাল এবং রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল-এ।

আপনার চোখের যেকোন সমস্যায় সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ
ময়না মোবাইল আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (সন্ধ্যা ৬ টা-রাত ৯ টা) এবং
প্রতি বৃহস্পতিবার -(সকাল ১০ টা-দুপুর ১২ টা)
ঠিকানা- ১৪২/বি , গ্রীন রোড, পূর্ব রাজা বাজার লেন, ঢাকা
সিরিয়ালের জন্যঃ ০১৭০৪৮৫৩২৬৮
অথবা,
রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (বিকেল ৪ টা-সন্ধ্যা ৬ টা)
প্রতি বৃহস্পতিবার - (দুপুর ১২ টা-দুপুর ২ টা)
ঠিকানা- ৫৭/ই, পান্থপথ, ঢাকা- ১২১৫
( বি আর বি হাসপাতালের পূর্ব পাশে- পান্থপথ মোড় এর নিকটে )
সিরিয়ালের জন্যঃ ০১৭৩৩৭৪৭৫৭৫



প্রতি বছরের মে মাস জুড়ে পালিত হয় Healthy Vision Month, যার লক্ষ্য হলো চোখের স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়ম...
01/05/2025

প্রতি বছরের মে মাস জুড়ে পালিত হয় Healthy Vision Month, যার লক্ষ্য হলো চোখের স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চোখের পরীক্ষা নিশ্চিত করা। আমাদের চোখ প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অনেকেই চোখের যত্ন নিতে অবহেলা করেন। দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত রোদে বের হওয়া বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস—এসবই চোখের ক্ষতির কারণ হতে পারে। এই মাসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, চোখের সুরক্ষায় নিয়মিত চেকআপ, সানগ্লাস ব্যবহার, পুষ্টিকর খাবার গ্রহণ ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখে সামান্য সমস্যা হলেও অবহেলা না করে দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

চোখের ছানি, রেটিনায় সমস্যাসহ চোখের অন্যান্য সকল রোগের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ( বিশেষত্ব- ফ্যাকো, ল্যাসিক, গ্লুকোমা, ওকুলোপ্ল্যাস্টি কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ) ডা. নাহাল মোস্তাক খান অর্ণব নিয়মিত চেম্বার করছেন ময়না মোবাইল আই হাসপাতাল এবং রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল-এ।

আপনার চোখের যেকোন সমস্যায় সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ
ময়না মোবাইল আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (সন্ধ্যা ৬ টা-রাত ৯ টা) এবং
প্রতি বৃহস্পতিবার -(সকাল ১০ টা-দুপুর ১২ টা)
ঠিকানা- ১৪২/বি , গ্রীন রোড, পূর্ব রাজা বাজার লেন, ঢাকা
সিরিয়ালের জন্যঃ ০১৭০৪৮৫৩২৬৮
অথবা,
রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (বিকেল ৪ টা-সন্ধ্যা ৬ টা)
প্রতি বৃহস্পতিবার - (দুপুর ১২ টা-দুপুর ২ টা)
ঠিকানা- ৫৭/ই, পান্থপথ, ঢাকা- ১২১৫
( বি আর বি হাসপাতালের পূর্ব পাশে- পান্থপথ মোড় এর নিকটে )
সিরিয়ালের জন্যঃ ০১৭৩৩৭৪৭৫৭৫



ইলেকট্রোরেটিনোগ্রাফি (Electroretinography) বা ERG হলো চোখের রেটিনার কার্যক্ষমতা নির্ণয়ের একটি বিশেষ নন-ইনভেসিভ পরীক্ষার ...
25/04/2025

ইলেকট্রোরেটিনোগ্রাফি (Electroretinography) বা ERG হলো চোখের রেটিনার কার্যক্ষমতা নির্ণয়ের একটি বিশেষ নন-ইনভেসিভ পরীক্ষার পদ্ধতি। এই পরীক্ষার মাধ্যমে রেটিনায় থাকা আলোকসংবেদনশীল কোষগুলো—যেমন রড ও কোন সেলের বৈদ্যুতিক প্রতিক্রিয়া পরিমাপ করা হয়। সাধারণত রোগীর চোখে হালকা আলো ফ্ল্যাশ করা হয় এবং একটি ছোট সেন্সরের মাধ্যমে রেটিনার প্রতিক্রিয়া রেকর্ড করা হয়।

ERG পরীক্ষাটি মূলত রেটিনার বিভিন্ন রোগ যেমন রেটিনাইটিস পিগমেনটোসা, ম্যাকুলার ডিজেনারেশন বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটি ব্যথাহীন, দ্রুত এবং নিরাপদ একটি পরীক্ষা যা চোখের ভেতরের স্নায়বিক কার্যকলাপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে। এই তথ্যের ভিত্তিতে চিকিৎসকগণ রোগের ধরন, অগ্রগতি ও চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।

চোখের ছানি, রেটিনায় সমস্যাসহ চোখের অন্যান্য সকল রোগের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ( বিশেষত্ব- ফ্যাকো, ল্যাসিক, গ্লুকোমা, ওকুলোপ্ল্যাস্টি কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ) ডা. নাহাল মোস্তাক খান অর্ণব নিয়মিত চেম্বার করছেন ময়না মোবাইল আই হাসপাতাল এবং রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল-এ।

আপনার চোখের যেকোন সমস্যায় সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ
ময়না মোবাইল আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (সন্ধ্যা ৬ টা-রাত ৯ টা) এবং
প্রতি বৃহস্পতিবার -(সকাল ১০ টা-দুপুর ১২ টা)
ঠিকানা- ১৪২/বি , গ্রীন রোড, পূর্ব রাজা বাজার লেন, ঢাকা
সিরিয়ালের জন্যঃ ০১৭০৪৮৫৩২৬৮
অথবা,
রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (বিকেল ৪ টা-সন্ধ্যা ৬ টা)
প্রতি বৃহস্পতিবার - (দুপুর ১২ টা-দুপুর ২ টা)
ঠিকানা- ৫৭/ই, পান্থপথ, ঢাকা- ১২১৫
( বি আর বি হাসপাতালের পূর্ব পাশে- পান্থপথ মোড় এর নিকটে )
সিরিয়ালের জন্যঃ ০১৭৩৩৭৪৭৫৭৫



চোখের সুস্থতা বজায় রাখতে পুষ্টিকর খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি ...
24/04/2025

চোখের সুস্থতা বজায় রাখতে পুষ্টিকর খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখ শুকিয়ে যাওয়া, ছানি পড়া বা ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সহায়তা করে। যেমন, গাজর ও মিষ্টি আলুতে থাকে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন, যা ভিটামিন-এ তে রূপান্তরিত হয়ে দৃষ্টিশক্তি ভালো রাখে। সবুজ পাতাযুক্ত শাকসবজিতে থাকে লুটেইন ও জেক্সানথিন, যা চোখকে ক্ষতিকর আলোর প্রভাব থেকে রক্ষা করে। ওমেগা-৩ সমৃদ্ধ মাছ যেমন টুনা ও স্যামন চোখের শুষ্কতা কমায় এবং রেটিনার সুস্বাস্থ্য বজায় রাখে। ডিম ও দুধে থাকা ভিটামিন-ই ও জিঙ্ক চোখের কোষ সুরক্ষিত রাখে। তাই চোখ ভালো রাখতে ও দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় এসব পুষ্টিকর উপাদানযুক্ত খাবার রাখা উচিত।

চোখের ছানি, রেটিনায় সমস্যাসহ চোখের অন্যান্য সকল রোগের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ( বিশেষত্ব- ফ্যাকো, ল্যাসিক, গ্লুকোমা, ওকুলোপ্ল্যাস্টি কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ) ডা. নাহাল মোস্তাক খান অর্ণব নিয়মিত চেম্বার করছেন ময়না মোবাইল আই হাসপাতাল এবং রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল-এ।

আপনার চোখের যেকোন সমস্যায় সিরিয়াল দিতে যোগাযোগ করুনঃ
ময়না মোবাইল আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (সন্ধ্যা ৬ টা-রাত ৯ টা) এবং
প্রতি বৃহস্পতিবার -(সকাল ১০ টা-দুপুর ১২ টা)
ঠিকানা- ১৪২/বি , গ্রীন রোড, পূর্ব রাজা বাজার লেন, ঢাকা
সিরিয়ালের জন্যঃ ০১৭০৪৮৫৩২৬৮
অথবা,
রেটিনা গ্লকোমা সেন্টার এন্ড সুপারস্পেশালিটি আই হাসপাতাল
চেম্বার- প্রতি শনি-বুধ (বিকেল ৪ টা-সন্ধ্যা ৬ টা)
প্রতি বৃহস্পতিবার - (দুপুর ১২ টা-দুপুর ২ টা)
ঠিকানা- ৫৭/ই, পান্থপথ, ঢাকা- ১২১৫
( বি আর বি হাসপাতালের পূর্ব পাশে- পান্থপথ মোড় এর নিকটে )
সিরিয়ালের জন্যঃ ০১৭৩৩৭৪৭৫৭৫



Address

Mobile Eye Hospital Limited, 142/B Green Road, Dhaka-1215
Dhaka

Telephone

+8801714113690

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nahal Mostak Khan Arnob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Nahal Mostak Khan Arnob:

Share