শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন

শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন, Doctor, Pirgachha, Dhaka.

চেম্বারঃ ভাই ভাই ডায়াগনস্টিক সেন্টার, পীরগাছা, রংপুর।
প্রতি বৃহস্পতিবার (বিকেল ৩ টা থেকে রাত ৮ টা)
সিরিয়ালঃ০১৭২২৮৮২৯৭৫

ইনবক্সে কোনোরকম চিকিৎসা বা পরামর্শ দেয়া হয়না।

02/10/2025

ভারতের রাজস্থানে কফ সিরাপ খেয়ে ২ শিশুর মৃ*ত্যু, নিরাপদ প্রমাণ করতে গিয়ে অচেতন চিকিৎসকও।

02/10/2025

রংপুর সাতমাথা টাওয়ারের সামনে, ঢাকা ডেন্টাল হল নাম দিয়ে একজন ভুয়া ডাক্তার, যার কোন সার্টিফিকেট নাই, রেজিস্ট্রেশন নাই, দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

গত ২৭ /০৯/২৫ ইং সে নিজ মুখে তার প্রতারণার কথা স্বীকার করেছেন, আর কখনো চেম্বার করবে না এটা লিখিত দিয়েছিলেন। কিন্তু আজকে কল দিয়ে দেখি সে আবার চেম্বার করতেছে। সময় স্বল্পতার কারণে আইনানুগ ব্যবস্থা নিতে পারিনি। বিষয়টি সকলের অবগতির জন্য এখানে পোস্ট করছি।

ভিডিও কৃতজ্ঞতাঃ রবিউল আলম ভাই।
শিক্ষিত সমাজ এভাবে এগিয়ে এলে ভুয়া ডাক্তারদের দিন শেষ ইনশাআল্লাহ।

চেম্বারে প্রতিদিনই স্ক্যাবিসের রোগী পাচ্ছি। কেন জানি মানুষ এই রোগটাকে গুনতেছেই না। অল্প ক'জন চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে, আব...
02/10/2025

চেম্বারে প্রতিদিনই স্ক্যাবিসের রোগী পাচ্ছি। কেন জানি মানুষ এই রোগটাকে গুনতেছেই না। অল্প ক'জন চিকিৎসা নিয়ে ভালো হচ্ছে, আবার মহল্লার অন্যদের সংস্পর্শে গিয়ে আক্রান্ত হচ্ছে। খুব দ্রুত ছড়াচ্ছে এই রোগ। এটি এক ধরনের ক্ষুদ্রাতিক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা হয়, যা ত্বকের নিচে ঢুকে প্রচণ্ড চুলকানি সৃষ্টি করে।

✅ লক্ষণঃ

-বিশেষ করে রাতে তীব্র চুলকানি।

-আঙুলের ফাঁকে, কবজি, বাহু, পেট, কোমর ও যৌনাঙ্গের চারপাশে ছোট ফুসকুড়ি বা দাগ।

-বারবার আঁচড়ানোর ফলে ঘা হয়ে যাওয়া।

✅ কীভাবে ছড়ায়ঃ

-একই বিছানা, বালিশ বা কাপড় ব্যবহার করলে

-আক্রান্ত শিশুর সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে এলে

✅ যা করবেনঃ

-আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসকের পরামর্শে সঠিক ওষুধ ব্যবহার করতে হবে

-শিশুর ব্যবহৃত কাপড়, বিছানা ও তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে

-পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, কারণ এটি সহজেই ছড়িয়ে পড়ে।

ডা. মাহফুজ বাঁধন

সতর্কতা মূলক পোস্টঃ২ বছরের বাচ্চা একই সাথে ২টি বাটন ব্যাটারী গিলে ফেলে। আমরা আলহামদুলিল্লাহ ২টা ব্যাটারীই  দ্রুত  এন্ডোস...
02/10/2025

সতর্কতা মূলক পোস্টঃ
২ বছরের বাচ্চা একই সাথে ২টি বাটন ব্যাটারী গিলে ফেলে। আমরা আলহামদুলিল্লাহ ২টা ব্যাটারীই দ্রুত এন্ডোসকপির মাধ্যমে পাকস্থলী থেকে বের করি। যদিও একটা ব্যাটারী থেকে কিছু ক্ষার বের হয়ে পাকস্থলীর কিছু অংশ বার্ন হয়ে যায়। ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে কোনো জটিলতা ছাড়াই।
"বাচ্চাদের বাটন ব্যাটারী থেকে দুরে রাখুন,
সুস্থ ও সুন্দর জীবন গড়ুন"

ডাঃ কামাল হোসেন
ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও বিআরবি হসপিটাল

যাদের বাসায় ছোট বাচ্চা আছে, সাবধানে থাকবেন। এই কেসে ডাক্তার সাহেব হাতে মাত্র সময় পেয়েছিলেন তিন মিনিট। সবচেয়ে আশ্চর্যে...
02/10/2025

যাদের বাসায় ছোট বাচ্চা আছে, সাবধানে থাকবেন। এই কেসে ডাক্তার সাহেব হাতে মাত্র সময় পেয়েছিলেন তিন মিনিট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাচ্চার কোন গার্জিয়ান ছিলোনা। জিরো বেনিফিটেড ওয়ার্ক। তিন মিনিটের মধ্যেই এটা বের করতে সক্ষম হয়েছেন তিনি।

এমন ডাক্তারদের জন্য মন থেকে দোয়া আসে।

Hand eczema সাবান, হ্যান্ড ওয়াশ, হেক্সিসল, ডিটারজেন্ট ধরবেন না।কাজ করবেন গ্লাভস পরে (কিচেন গ্লাভস)।-ডা. কোরবান রনি
02/10/2025

Hand eczema
সাবান, হ্যান্ড ওয়াশ, হেক্সিসল, ডিটারজেন্ট
ধরবেন না।কাজ করবেন গ্লাভস পরে (কিচেন গ্লাভস)।
-ডা. কোরবান রনি

তাবিজের সাথে লাউয়ের বিচি!!জিজ্ঞেস করলাম এটা কি কাজ? উত্তর দিল এটা থাকলে নাকি চিকেন পক্স হবে না!ভাবলাম আপনাদের সাথেও শেয...
02/10/2025

তাবিজের সাথে লাউয়ের বিচি!!
জিজ্ঞেস করলাম এটা কি কাজ?
উত্তর দিল এটা থাকলে নাকি চিকেন পক্স হবে না!

ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চিকেন পক্সের টিকার কথা 🙄😁

-ডা. মেহেদী

গর্ভবতী  মায়েরা আমার কাছে সবচেয়ে বেশি যেসব বিষয় নিয়ে প্রশ্ন করেন  সেগুলোর সম্ভাব্য উত্তর দেওয়া হলো:🔹 ১. আমার ডেলিভারির স...
02/10/2025

গর্ভবতী মায়েরা আমার কাছে সবচেয়ে বেশি যেসব বিষয় নিয়ে প্রশ্ন করেন সেগুলোর সম্ভাব্য উত্তর দেওয়া হলো:

🔹 ১. আমার ডেলিভারির সম্ভাব্য তারিখ কখন?

উত্তর:
সাধারণত শেষ মাসিকের প্রথম দিনের ভিত্তিতে EDD (Estimated Due Date) নির্ণয় করা হয়। সেটা প্রায় ৪০ সপ্তাহ বা ৯ মাস ৭ দিন পরে হয়।

🔹 ২. আল্ট্রাসাউন্ড কখন করতে হবে?

উত্তর:

৬-৮ সপ্তাহে: ভ্রূণের অবস্থান ও হার্টবিট দেখতে।

১১-১৩ সপ্তাহে: NT স্ক্যান (Down syndrome স্ক্রিনিং)।

১৮-২২ সপ্তাহে: অ্যানোমালি স্ক্যান (বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা)।

৩২-৩৬ সপ্তাহে: বাচ্চার পজিশন, গ্রোথ, প্লাসেন্টা ও লিকুইড দেখা।

🔹 ৩. ওজন কতটা বাড়া উচিত গর্ভাবস্থায়?

উত্তর:

স্বাভাবিক ওজন হলে: ১১–১৬ কেজি

কম ওজন হলে: ১৩–১৮ কেজি

অতিরিক্ত ওজন থাকলে: ৭–১১ কেজি

🔹 ৪. কী খেতে পারি আর কী এড়িয়ে চলব?

উত্তর:

🥗খেতে হবে:

ফলমূল, সবজি, ডিম, দুধ, মাছ, মাংস, বাদাম, শাকসবজি।

☠️এড়িয়ে চলবেন:

কাঁচা মাছ/মাংস, অতিরিক্ত ক্যাফেইন, পাঁপয়া (আদ্র অবস্থায়), ধূমপান/অ্যালকোহল, কাঁচা দুধ

🔹 ৫. ব্যথা বা ব্লিডিং হলে কী করব?

উত্তর:
যেকোনো অস্বাভাবিক ব্যথা বা রক্তপাত হলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে, বিশেষ করে প্রেগন্যান্সির প্রথম বা শেষ দিকে।

🔹 ৬. বাচ্চা নড়াচড়া কবে থেকে টের পাব?

উত্তর:
প্রথম সন্তান হলে ১৮-২০ সপ্তাহের মধ্যে, দ্বিতীয় বা তৃতীয় হলে একটু আগে (১৬ সপ্তাহের পর) টের পাওয়া যায়।

🔹 ৭. কি কি পরীক্ষা করাতে হবে?

উত্তর:

ব্লাড গ্রুপ, CBC

Hb, HIV, HBsAg, VDRL

OGTT (ডায়াবেটিস স্ক্রিনিং)

Urine R/M/E

Rubella, TSH (প্রয়োজনে)

🔹 ৮. নরমাল ডেলিভারি সম্ভব কিনা?

উত্তর:
সাধারণভাবে, যদি গর্ভাবস্থায় জটিলতা না থাকে, মায়ের পেলভিস যথেষ্ট প্রশস্ত হয়, এবং বাচ্চার পজিশন ঠিক থাকে তবে নরমাল ডেলিভারি সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত লেবার টাইমে নির্ভর করে।

🔹 ৯. ভ্যাকসিন কোনগুলো নিতে হবে?

উত্তর:

TT (টিটেনাস টক্সয়েড) বা Td: সাধারণত ২টি ডোজ

Flu vaccine (ঋতু অনুযায়ী)

কিছু ক্ষেত্রে COVID vaccine বা অন্যান্য (ডাক্তারের পরামর্শে)

🔹 ১০. ভ্রমণ বা কাজ করা নিরাপদ কিনা?

উত্তর:

*প্রথম এবং শেষ এৈমাসিক ভ্রমণ না করাই ভালো। যদি বেশি প্রয়োজন হয় অতি সতর্কতা সাথে চলতে হবে।

*ভারী কাজ, স্ট্রেস, ঝাঁকুনি ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলা ভালো।

ডা.শারমিন সুলতানা বিথী

শেয়ার করুন, প্রতিটি মা জানুক, বুঝুক মেনে চলুক।

এদেশে ভবিষ্যতে কি যে হবে সেটা চিন্তাও করা যায় না...বাড়িতে এসেছি, রোগী কয়েকজন এসেছে দেখাতে। একজন ইয়াং বিশ্ববিদ্যালয় পড়ুয়া...
02/10/2025

এদেশে ভবিষ্যতে কি যে হবে সেটা চিন্তাও করা যায় না...

বাড়িতে এসেছি, রোগী কয়েকজন এসেছে দেখাতে। একজন ইয়াং বিশ্ববিদ্যালয় পড়ুয়া। ও ছুটিতে বাড়িতে এসেছে, গত শনিবার জ্বর আসছিল। জ্বরের পরে বাড়ির পাশে একজন পল্লী চিকিৎসককে দেখায়, উনি এন্টিবায়োটিক এজিথ্রোমাইসিন দেন ৭ দিন। মঙ্গলবার অনেজ জ্বর আসে, আবার উনার কাছে গেলে injection ceftriaxone ওই দিন রাতে একটা, গতকাল দুপুরে একটা দেন। গতকাল থেকে তার জ্বর নেই। আমার কাছে আসছে কাশির জন্য।

এই রোগীর ভাইরাল ফিভার ছিল (সাধারণ জ্বর), ৩ দিন পর এমনি এমনি ভালো হয়, এন্টিবায়োটিক দরকার হয় না। এই রোগীকে ২ টি এন্টিবায়োটিক দেয়া হয়েছে, যার মধ্যে একটি cephalosporin এর 3য় জেনারেশন, মারাত্নক ইনফেকশন ছাড়া এটি সাধারণত দেয়া হয় না। অথচ এই সাধারণ জ্বরে এটি দেয়া হয়েছে এবং কোন ডোজ ঠিক নেই, interval ঠিক নেই।

প্রশ্ন হলো দোষ কার??
১) রোগীর, উনারা শিক্ষিত হয়েও কার কাছে চিকিৎসা নেবেন? কে ডাক্তার সে সচেতনতা নেই।
২) সিস্টেমের, সরকারের। যারা এমন পল্লী চিকিৎসকদের চিকিৎসা দেয়াকে বন্ধ করতে পারছে না, বরং সরকারিভাবে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এন্টিবায়োটিক এর মত গুরুত্বপূর্ণ ঔষধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি ঠেকাতে ব্যর্থ হচ্ছে।

এসবের ফল ভোগ করবে পরবর্তী প্রজন্ম। এসবের ফলশ্রুতিতে এন্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জীবাণু দিয়ে ইনফেকশন হয়ে ধুঁকে ধুঁকে মরতে হবে।

কিভাবে প্রতিরোধ করা যাবে?
সরকারের যা করা উচিত তা আমরা কোনভাবেই করতে পারবো না। তবে নিজেরা সচেতন হয়ে এসব থেকে নিজেকে রক্ষা করতে পারবো।

অসুস্থ হলে যাদের এমবিবিএস ডিগ্রি আছে তাদেরকে দেখান। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকুন।

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল।

এই বাচ্চাটি এসেছিলো আমাদের ওয়ার্ডে। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি ওকে। বাচ্চা বুকের দুধ না পাওয়ায় শুরু থেকেই সুজি, সাবু...
02/10/2025

এই বাচ্চাটি এসেছিলো আমাদের ওয়ার্ডে। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি ওকে। বাচ্চা বুকের দুধ না পাওয়ায় শুরু থেকেই সুজি, সাবুদানা, অতিরিক্ত পানি মেশানো কৌটার দুধ সহ আরও হাবিজাবি অনেক কিছু খাইয়েছিলো। ফলাফল এই করুণ মৃ*ত্যু।

৬ মাস বয়সের আগে বুকের দুধ ছাড়া অন্য খাবার খাওয়ানো শিশুর জন্য ক্ষতিকর। এসময় শিশুর পরিপাকতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ গড়ে ওঠে না। তাই এতে নানা ধরনের সমস্যা হতে পারে, যেমনঃ

ক্ষতিকর প্রভাব:

1. ডায়রিয়া ও সংক্রমণ বেড়ে যায় – শিশুর পাকস্থলী ও অন্ত্র তখনো সংবেদনশীল থাকে, বাইরের খাবারে জীবাণু থাকলে সহজেই ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া হতে পারে।

2. বুকের দুধের পরিমাণ কমে যায় – অন্য খাবার খেলে বাচ্চা দুধ কম খেতে শুরু করে, ফলে বুকের দুধের উৎপাদনও কমে যায়।

3. অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি – গরুর দুধ বা কিছু খাবার অল্প বয়সে দিলে অ্যালার্জি বা হাঁপানি বাড়তে পারে।

4. অপরিপাক ও গ্যাসের সমস্যা – শিশুর পরিপাক এনজাইম তখনো পুরোপুরি তৈরি হয় না, ফলে পেট ফাঁপা, বমি, কোষ্ঠকাঠিন্য হতে পারে।

5. পুষ্টির ঘাটতি – বুকের দুধে শিশুর প্রয়োজনীয় সবকিছু (পানি, ভিটামিন, খনিজ, রোগ প্রতিরোধ উপাদান) থাকে। বাইরে কিছু দিলে সেগুলোর অভাব হতে পারে।

6. মৃত্যুর ঝুঁকি বাড়ে – গবেষণায় দেখা গেছে, ছয় মাস বয়সের আগে অন্য খাবার দেওয়া শিশুদের মধ্যে ডায়রিয়া, অপুষ্টি ও সংক্রমণে মৃত্যুর ঝুঁকি কয়েকগুণ বেশি।

তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সুপারিশ:
শুধু ৬ মাস বয়স পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং (শুধু মায়ের দুধ, এমনকি পানি নয়)। তারপর ৬ মাস বয়স থেকে মায়ের দুধের পাশাপাশি সঠিকভাবে ঘরে তৈরি সুষম পরিপূরক খাবার শুরু করতে হবে।

ডা. মাহফুজ বাঁধন

অতি সম্প্রতি দিনাজপুরের হিলি বন্দরে ৬ মে:টন ভায়াগ্রা তৈরির কাঁচামাল সিলডেনাফিল সাইট্রেট ধরা পড়েছে। এটা খেলনা তৈরির উপদান...
02/10/2025

অতি সম্প্রতি দিনাজপুরের হিলি বন্দরে ৬ মে:টন ভায়াগ্রা তৈরির কাঁচামাল সিলডেনাফিল সাইট্রেট ধরা পড়েছে। এটা খেলনা তৈরির উপদান চায়না ক্লে নামে মিথ্যা ঘোষণা দিয়ে আনা হয়েছিল। ভায়াগ্রা তৈরির কোনো উপাদান সরকারের অনুমতি নিয়ে শুধুমাত্র রেজি: ঔষধ কোম্পানিই আমদানি করতে পারে।

এই মিথ্যা ঘোষণা দিয়ে আনা ইরেক্টাইল ডিসফাংশন (ED) (পুরুষাঙ্গে রক্তপ্রবাহ কম হলে শক্ত বা দীর্ঘস্থায়ী উত্থান) এর উপাদান সব চলে যায় মিডফোর্ড বা পুরান ঢাকাসব দেশের অন্যান্য স্থানে।

তার মানে অহরহ শতশত মেট্রিক টন ভায়াগ্রার উপাদান অবৈধভাবে মিথ্যা ডিক্লেয়ারেশন দিয়ে আনা হচ্ছে। এই চালানটা হয়ত গোয়েন্দাদের নজরে আসায় ধরা পড়েছে।

এর বাইরে তো অসংখ্য ঔষধ কোম্পানি বৈধভাবে ভায়াগ্রা বানাচ্ছে (ব্র‍্যান্ড নামে)।

অবৈধভাবে গোপনে আনা এসব উপাদান গোপনে কিনে অনেক কোম্পানি এসব ঔষধ বিভিন্ন নামে বাজারে বিক্রি করছে। কিছু চলে যায় হার্বাল আর কিছু যায় এনার্জি ড্রিংক্সে।

বহুবার লিখেছি, ঔষধের দোকানের সবচেয়ে বেশি বিক্রি হয় এই ঔষধ। এর ৮০% ক্রেতা কমবয়সী ছেলেরা। আমাকে এই লাইনে একজন এক্সপার্ট বলল, আপনি প্রত্যন্ত গ্রামে কোনো বাজারের কোনো ওষুধের দোকানে গিয়ে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখবেন প্রতি ছয়জন ক্রেতার চারজন এইসব ঔষধ কিনছে, যাদের প্রায় সবাই কমবয়সী।

কী জেনারেশন গড়ে উঠছে রে বাবা!! এই জাতি গঠনে আমরা অসামান্য অবদান রাখছি, তাই না!!

ধ্বজভঙ্গ এক জাতি।

আমি ফুড সেইফটিতে থাকাকালীন ডিজি ডিএ, মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে একদিন ফোনে নিজের পরিচয় দিয়ে বললাম, স্যার এত কোম্পানিকে ভায়াগ্রা তৈরির অনুমতি দেয়া হচ্ছে, অথচ বিক্রির কোনো নীতিমালা কেউ মানছে না। সব ঔষধের দোকান থেকে দেদারসে কমবয়সী ছেলের কাছে ভায়াগ্রা বিক্রি হচ্ছে। ওভার দ্যা কাউন্টার বিক্রি বন্ধ করা না গেলে তো ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

উনি আমাকে নিজের কাজে মনোযোগ দিতে বলে লাইন কেটে দিলেন। হতবাক হয়ে রইলাম অনেকক্ষণ।

আচ্ছা এই যে ইদানিং শোনা যাচ্ছে, আমাদের ২০-৩০ বছর বয়সের তরুণরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে অহরহ। এটার একটা বড় কারণ এইসব ঔষধ সেবন নয় তো!! যদিও অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং ভেজাল খাদ্যকেই দায়ী করা হচ্ছে বেশি।

জনগণের কল্যাণের চেয়ে ব্যবসায়ী এবং মাফিয়া সিন্ডিকেটের কল্যাণে পাগলপারা সরকারি লোকজনই এই দেশ ধ্বংসের জন্য বেশি দায়ী।

-Mahbub Kabir Milon Sir

“একটা ভুল ওষুধই বানিয়ে দিতে পারে ভয়ংকর রোগী!  ওষুধ কখনোই নিজে থেকে খাবেন না।”ছবির সতর্কবার্তা:Voriconazole + Cefadroxil ...
02/10/2025

“একটা ভুল ওষুধই বানিয়ে দিতে পারে ভয়ংকর রোগী! ওষুধ কখনোই নিজে থেকে খাবেন না।”

ছবির সতর্কবার্তা:
Voriconazole + Cefadroxil খাওয়ার পর ভয়ংকর Drug Reaction।
ডাক্তার ছাড়া ওষুধ মানেই বিপদ।

এই পোস্ট শেয়ার করুন, যেন অন্যরা বাঁচে।

Dr-Abdur Rahman

Address

Pirgachha
Dhaka

Telephone

+8801768888999

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category