কন্ঠ - Kontho

কন্ঠ - Kontho কন্ঠ আছে আপনার পাশে,
আপনি বলুন
আমরা শু?

07/09/2024

একটা সুখবর আপনাদের জন্য!!!

আবার কন্ঠ - Kontho যাত্রা শুরু করতেসি!কিন্তু শুধুমাত্র রাত ১০ টা থেকে রাত ১ টা অব্দি সপ্তাহে ৫ দিন আপনাদের কথা শুনা হবে বা মেসেজ রিপ্লাই করা হবে!

এতদিন যারা "কন্ঠ" এর সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ 🌼

আপনার মনের অগোছালো, এলোমেলো ভাবনা,কথাগুলোকেই আমরা শুনতে চাই।আপনি আপনার মত করে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে ফেলুন।আমর...
12/08/2022

আপনার মনের অগোছালো, এলোমেলো ভাবনা,কথাগুলোকেই আমরা শুনতে চাই।আপনি আপনার মত করে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে ফেলুন।আমরা সেটাকে শুনে গুছিয়ে নিয়ে আপনাকে হেল্প করব।
❝কিভাবে বলব?❞তাই এই দ্বিধাতে না থেকে, একবার বলে চেষ্টা করেই দেখুন না! হাল্কা লাগবে।
আপনার পাশে সবসময় আছে কন্ঠ টিম। আপনি বলুন,আমরা শুনছি।

প্রয়োজনে ইমেইল করুনঃ
kontho.helpline06@gmail.com

20/07/2022

আমরা যারাই এডমিন/মডারেটর আছি, আমরা সবাই স্টুডেন্ট। আমরা কাজ করি, পড়াশোনাও করি। তার মাঝে আমাদের‍ যতটুকু সময় থাকে ততটুকুই আমরা পেইজে দিতে সক্ষম হই। ব্যক্তিগত কারনে আমাদের খুব বেশি সময় দেয়া সম্ভব হয়না৷

তাই আমাদের রিপ্লাই স্লো হয়৷ দেখা যায় অনেকসময় ২-৩ দিন টাইম লাগে, কারন আমরা সিরিয়ালি রিপ্লাই দিয়ে উপরে উঠি। আর যেহেতু লং টাইম আমাদের কথা বলা লাগে একজনের সঙ্গে, একে একে আমাদের মেইন্টেইন করতে হয়। আশাকরি আপনারা সবাই আমাদের সমস্যাটা বুঝবেন এবং কো অপারেট করবেন। আমরা জানি যেই মূহুর্তে অসহ্য লাগে সেই মূহুর্তে কথা বলতে না পারলে ভালোলাগেনা। কিন্তু এই ক্ষেত্রে আমরা আসলেই অপারগ এবং দুঃখিত৷ আমরা চেষ্টা করছি৷ এতটুকুই বলতে পারি।

সবাইকে ধন্যবাদ।

04/07/2022

এই উষ্ণতপ্ত দিনশেষে মানুষ ঘরে ফিরে শান্তি খুঁজে পেতে চাইলেও সব মানুষ কি ঘরে শান্তি খুঁজে পায়?
সে শান্তি পায়না ঘরে, বরং তার কাছে নিজ ঘরও নরক লাগে।
মনে হয়,দম বন্ধ হয়ে আসছে ভ্যাপসা গরমে।
এইটুকু কথা কারো কাছে শেয়ার করতে পারলে বুঝি হাল্কা লাগত।
সেইসব মানুষকে শোনার অপেক্ষায় আছে টিম কন্ঠ।

আপনি বলুন,আমরা শুনছি।❤️

01/07/2022

কষ্ট হইতাসে, কষ্ট পাচ্ছি। কষ্টটা দূর করবো কেমনে?

এখন কথা হইলো, এক বড়ভাই একবার আমাকে একটা খুব অদ্ভুত কিন্তু নাইস কথা বলসে।

বলসে, "কষ্ট হইতাসে?খিস খায়া থাক। দেখবি একদিন আর হবেনা"।

এই খিসের মানে কি জানেন?মানে দম-মুখ খিচে কোনোমতে সহ্য করে নেওয়া। প্রতিটা কষ্টের একটা এক্সপায়ার ডেট আছে। সহ্য করতে করতে একটা সময় একটা অভ্যস্ততা জন্মায়। এরপরে আর কষ্টটা আমাদের কষ্ট দিতে পারেনা। কারন অনুভুতিগুলাকে আমরা মেনে নেই। আগায় যাই। মানুষ সবচে বেশি পরিবর্তন ভয় পায়, কিন্তু আবার এই মানুষ ই সবচে বেশি পরিবর্তন ঘটায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ায় নেয়। মাঝখানের সময়টুকু, বড়ভাইয়ের কথামতোন " খিস " খেয়ে থাকতে হবে।

দুনিয়ার সবচে সহজ সমাধান ;

সহ্য করেন, একদিন সয়ে যাবে। একদিন সকালে উঠে দেখবেন আর কষ্ট হচ্ছেনা। আমি জীবনে কারো কথা মানিনাই সেভাবে। তবে ২০১৭ থেকে এই খিস খায়া থাকার কথাটা আমি অক্ষরে অক্ষরে মানি। এজন্য কোনো দুঃখই আমাকে ধরাশায়ী করতে পারেনা।

দ্যাটস ইট। 😅

© Faria Hossain

গত একবছর আগে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, আমরা শুধু মানুষের কথা শুনবো। ১ বছর পর, আমরা কতটুকু পেরেছি এটা শুধু আপনারা জানেন...
27/05/2022

গত একবছর আগে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, আমরা শুধু মানুষের কথা শুনবো।

১ বছর পর, আমরা কতটুকু পেরেছি এটা শুধু আপনারা জানেন। আমাদের অনেক ভুল ত্রুটি ছিলো, কিন্তু এতোকিছুর পরেও আমরা সচল আছি কিংবা এই এক বছরে আমরা এক দেড় হাজারের ও বেশি মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি।

আগামীদিনেও আমরা এইটা অবিচল রাখতে চাই।
আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই কাম্য।

কন্ঠর শুভ জন্মদিন! 💛

14/05/2022

ঈদের কারনে আমাদের একাধিক টিম মেম্বার বাড়িতে থাকার কারনে আমাদের রিপ্লাই প্রসেস একটু স্লো ছিল। আজ থেকে হোপফুলি আমরা আবার আগের মতোন রিপ্লাই করতে পারবো।

কন্ঠ সবসময় শুনছে 💛

03/05/2022

ঈদ মোবারক কণ্ঠবাসী 🤍

03/04/2022

আসসালামুয়ালাইকুম
আশা করি সবাই ভালো আছেন!রিসেন্টলি আপনাদের টেক্সটের রিপ্লাই আপনারা ইনস্ট্যান্ট পাচ্ছেন না বলে অনেকে ভুল বুঝচ্ছেন আমাদের!!
আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবেন!আমরা মূলত রাত ৯-২টা অব্দি থাকি।আপনি এর আগে চাইলে আপনার কথা আমাদের পাঠিয়ে দিতে পারবেন ভয়েজ অথবা টেক্সটে(*আমরা কল নিই না কোন)।কোন এডমিন অনলাইন হলেই রিপ্লাই পাবেন!
আমাদের নিজস্ব জীবন আছে সবসময় সম্ভব নয় তৎক্ষণাৎ রিপ্লাই করা!
আশা করি আপনারা আমাদের বুঝে পাশে থাকবেন
ধন্যবাদ!
সবার মানসিক সুস্থতা কামনা করছি!

19/03/2022

হ্যালো কন্ঠবাসী ♥
ঘুমাতে চেয়েও শত কষ্টের মাঝে ডুবে যাওয়া আর নিকষকালো তিমিরে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণ শান্তি খুঁজে পাক!

শুভ রাত্রি 🌺

কথার অনেক শক্তি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদের তৌফিক দিক আমরা যেন আগামীদিনে এভাবেই সাহায্য করতে পারি সবাইকে। ❤️
11/02/2022

কথার অনেক শক্তি।

আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদের তৌফিক দিক আমরা যেন আগামীদিনে এভাবেই সাহায্য করতে পারি সবাইকে। ❤️

হ্যালো কণ্ঠবাসী🌻আমরা সবাই কমবেশি "চাইল্ড অ্যাবিউজ" বিষয়টির সাথে পরিচিত। কিন্তু আমরা সবাই কি যথেষ্ট সচেতন আমাদের আশেপাশের...
02/02/2022

হ্যালো কণ্ঠবাসী🌻

আমরা সবাই কমবেশি "চাইল্ড অ্যাবিউজ" বিষয়টির সাথে পরিচিত। কিন্তু আমরা সবাই কি যথেষ্ট সচেতন আমাদের আশেপাশের শিশুদের নিয়ে?বা আমরা কি গভীর ভাবে উপলব্ধি করতে পারি এই দুটি শব্দের সাহায্যে আসলে কি বুঝাচ্ছে?

কোনো ধরনের আচার ব্যবহার বা কাজ যা শিশুর স্বাভাবিক মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে,তার মনে ভয়ের সৃষ্টি করে বা তার ভালো থাকাকে অনিশ্চিত করে ফেলে সেগুলোকেই এক কথায় চাইল্ড অ্যাবিউজ বলে।হতে পারে একটা শিশু ফিজিক্যালি অ্যাবিউজ হচ্ছে অথবা সেক্সুয়ালি। এই দুটো বিষয় বাদেও মেন্টাল অ্যাবিউজ এর শিকারও একটি শিশু হতে পারে।

সত্যি বলতে আমরা সবাই চাই আমাদের কাছের শিশুটিকে সর্বোচ্চ ভালো উপায়ে, ভদ্রতা শিখিয়ে বড় করতে।কিন্তু অনেক সময় এমন হতে পারে এই শিক্ষা দিতে গিয়ে আমরা অজান্তেই তাকে মানসিক কষ্ট দিয়ে ফেলছি।যা তার ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে।অনেক সময় তাকে শারিরীক আঘাত করেও আমরা বৈরী পরিস্থিতির সৃষ্টি করছি।তবে সেক্সুয়ালি অ্যাবিউজ করা বিষয়টি একেবারেই বিকৃত মানসিকতার প্রভাব আসলে।আর চারপাশে খোঁজ নিলে চাইল্ড অ্যাবিউজ এর এই ক্ষেত্রটিই বেশি চোখে পড়ে।

কোনো শিশু এরকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে হয়তো তাৎক্ষণিকভাবে তার খারাপ লাগা প্রকাশ করতে না পারলেও, এই পরিস্থিতিতে পাওয়া ভয় তার মনে গেঁথে যেতে পারে। যা তার পূর্ণ বয়সে এসেও কষ্টের কারন হতে পারে বা নিজের সাথে হওয়া ঘটনার পুনরাবৃত্তি সৃষ্টি করতে পারে অন্য শিশুর সাথে। অনেক সময় এটি একটি চেইনড মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে।তাই প্রতিটি মানুষেরই এই বিষয়টির ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করতে হবে।শিশুদের সাথে সেভাবে ব্যবহার করতে হবে যেভাবে ব্যবহার করলে আপনি তার ভবিষ্যৎ জীবনের কষ্টের কারন হয়ে দাঁড়াবেন না।

যেকোনো প্রয়োজনে পেইজের ইনবক্সে নক করুন
ইমেইলঃkontho.helpline06@gmail.com

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কন্ঠ - Kontho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কন্ঠ - Kontho:

Share