01/07/2022
কষ্ট হইতাসে, কষ্ট পাচ্ছি। কষ্টটা দূর করবো কেমনে?
এখন কথা হইলো, এক বড়ভাই একবার আমাকে একটা খুব অদ্ভুত কিন্তু নাইস কথা বলসে।
বলসে, "কষ্ট হইতাসে?খিস খায়া থাক। দেখবি একদিন আর হবেনা"।
এই খিসের মানে কি জানেন?মানে দম-মুখ খিচে কোনোমতে সহ্য করে নেওয়া। প্রতিটা কষ্টের একটা এক্সপায়ার ডেট আছে। সহ্য করতে করতে একটা সময় একটা অভ্যস্ততা জন্মায়। এরপরে আর কষ্টটা আমাদের কষ্ট দিতে পারেনা। কারন অনুভুতিগুলাকে আমরা মেনে নেই। আগায় যাই। মানুষ সবচে বেশি পরিবর্তন ভয় পায়, কিন্তু আবার এই মানুষ ই সবচে বেশি পরিবর্তন ঘটায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ায় নেয়। মাঝখানের সময়টুকু, বড়ভাইয়ের কথামতোন " খিস " খেয়ে থাকতে হবে।
দুনিয়ার সবচে সহজ সমাধান ;
সহ্য করেন, একদিন সয়ে যাবে। একদিন সকালে উঠে দেখবেন আর কষ্ট হচ্ছেনা। আমি জীবনে কারো কথা মানিনাই সেভাবে। তবে ২০১৭ থেকে এই খিস খায়া থাকার কথাটা আমি অক্ষরে অক্ষরে মানি। এজন্য কোনো দুঃখই আমাকে ধরাশায়ী করতে পারেনা।
দ্যাটস ইট। 😅
© Faria Hossain