Neuroendovascular & Stroke Surgery,Dhaka Medical College Hospital

Neuroendovascular & Stroke Surgery,Dhaka Medical College Hospital Endovascular approach of treating Neurosurgical and Neurological Diseases.

22/09/2024

এন্ডোভাস্কুলার কয়েল এমবোলাইজেশন অফ এমসিএ এনেউরিজম।

এন্ডো-ভাসকুলার চিকিৎসা হচ্ছে অজ্ঞান না করে, কাটা ছেঁড়া না করে রক্তনালীর মধ্য দিয়ে শুরু তারের মাধ্যমে খুব সহজেই জটিল সমস্যার অপারেশন করে ফেলা। স্ট্রোক সহ মস্তিষ্কের রক্তনালীর হাজার ও জটিল সমস্যা যার চিকিৎসা একসময় বাংলাদেশে চিন্তাই করা যেত না, তা এখন নিয়মিত ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে।

Endovascular Carotid Stenting:মস্তিষ্কের প্রধান ক্যারোটিড রক্তনালী  রিং পড়ানোঃএন্ডো-ভাসকুলার স্টেন্টিং হচ্ছে কাটা ছেঁড়...
29/08/2024

Endovascular Carotid Stenting:
মস্তিষ্কের প্রধান ক্যারোটিড রক্তনালী রিং পড়ানোঃ

এন্ডো-ভাসকুলার স্টেন্টিং হচ্ছে কাটা ছেঁড়া না করে রক্তনালীর মধ্য দিয়ে শুরু তারের মাধ্যমে চিকন হয়ে যাওয়া রক্তনালীকে রিং পরিয়ে স্বাভাবিক করা। স্ট্রোক সহ মস্তিষ্কের রক্তনালীর হাজার ও জটিল সমস্যা যার চিকিৎসা একসময় বাংলাদেশে চিন্তাই করা যেত না, তা এখন নিয়মিত ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে।

Flouroscopic percutaneous  cervical facet screw placement.
13/08/2024

Flouroscopic percutaneous cervical facet screw placement.

06/08/2024

এন্ডোভাস্কুলার এমবোলাইজেশন অফ ব্রেইন এভিএম।

ব্রেন এভিএম হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর অস্বাভাবিক জটিল বৃদ্ধি যা থেকে যেকোনো সময় রক্তক্ষরণ হয়ে মৃত্যুর কারণ হতে পারে।

এন্ডো-ভাসকুলার চিকিৎসা হচ্ছে অজ্ঞান না করে, কাটা ছেঁড়া না করে রক্তনালীর মধ্য দিয়ে শুরু তারের মাধ্যমে খুব সহজেই জটিল সমস্যার অপারেশন করে ফেলা। স্ট্রোক সহ মস্তিষ্কের রক্তনালীর হাজার ও জটিল সমস্যা যার চিকিৎসা একসময় বাংলাদেশে চিন্তাই করা যেত না, তা এখন নিয়মিত ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে।

06/08/2024

এন্ডো-ভাসকুলার স্টেন্টিং হচ্ছে কাটা ছেঁড়া না করে রক্তনালীর মধ্য দিয়ে শুরু তারের মাধ্যমে শুরু হয় যাওয়া রক্তনালীকে রিং পরিয়ে স্বাভাবিক করা। স্ট্রোক সহ মস্তিষ্কের রক্তনালীর হাজার ও জটিল সমস্যা যার চিকিৎসা একসময় বাংলাদেশে চিন্তাই করা যেত না, তা এখন নিয়মিত ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে।

Address

Dhaka Medical College Hospital
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Neuroendovascular & Stroke Surgery,Dhaka Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Neuroendovascular & Stroke Surgery,Dhaka Medical College Hospital:

Share