22/09/2024
এন্ডোভাস্কুলার কয়েল এমবোলাইজেশন অফ এমসিএ এনেউরিজম।
এন্ডো-ভাসকুলার চিকিৎসা হচ্ছে অজ্ঞান না করে, কাটা ছেঁড়া না করে রক্তনালীর মধ্য দিয়ে শুরু তারের মাধ্যমে খুব সহজেই জটিল সমস্যার অপারেশন করে ফেলা। স্ট্রোক সহ মস্তিষ্কের রক্তনালীর হাজার ও জটিল সমস্যা যার চিকিৎসা একসময় বাংলাদেশে চিন্তাই করা যেত না, তা এখন নিয়মিত ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে।