My Home Care BD

My Home Care BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from My Home Care BD, Medical and health, Gulshan Avenue, Dhaka.

My home care bd এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন
31/12/2022

My home care bd এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন

বৃদ্ধ ও অসুস্থ আপনজনের সেবা হোক নিজ বাসায়।My Home Care BD দিচ্ছে আপনার নিজ বাসায় ও হাসপাতালে ২৪/৭ দক্ষ ও প্রশিক্ষিত  নার...
13/11/2022

বৃদ্ধ ও অসুস্থ আপনজনের সেবা হোক নিজ বাসায়।

My Home Care BD দিচ্ছে আপনার নিজ বাসায় ও হাসপাতালে ২৪/৭ দক্ষ ও প্রশিক্ষিত নার্স ও পেশেন্ট কেয়ারের মাধ্যমে অসুস্থ রোগীদের সেবা।

সারাদিনের কর্মব্যস্ততায় অসুস্থ প্রিয়জনের সঠিত ও পরিপূর্ণ পরিচর্যা করা সম্ভব হয় না। তাছাড়া ক্যানোলা, ক্যাথেটার, ড্রেসিং, ইনজেকশন পুশিং ,ডায়াবেটিস চেকআপ সহ নানাবিধ সেবা প্রয়োজন হলেও স্ব-উদ্যোগে করা হয় না।

তাই Nursing Home care Dhaka bd নিয়ে এসেছে দক্ষ ও অভিজ্ঞ নার্স এবং কেয়ারগিভার সমন্বয় গঠিত টীমের মাধ্যমে নিজ বাসায় নার্সিং সার্ভিস সেবা।

১. বৃদ্ধ ও অসুস্থ রোগীর যত্ন
২. আই.সি.ইউ পেশেন্ট কেয়ার
৩. সি-সি-ইউ পেশেন্ট কেয়ার
৪. প্যারালাইজড পেশেন্ট কেয়ার
৫. স্ট্রোক পেশেন্ট কেয়ার
৬. ডিমেনশিয়া ও মানসিক পেশেন্ট কেয়ার
৭. দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত পেশেন্ট কেয়ার
৮. পঙ্গু ব্যক্তির কেয়ার

এসব রোগীদের ২৪/৭ পর্যবেক্ষণ করেন নার্স বা কেয়ারগিভাররা। রোগীর ব্লাড প্রেসার মনিটর, ড্রেসিং ,হাটা চলা করতে সাহায্য করা, শরীর ম্যাসাজ করে দেওয়া ,ক্লিন রাখা, ডায়াবেটিস চেকআপ, বই ও সংবাদপত্র পড়িয়ে শোনানা, গোসল করানো , খাবার ও মেডিসিন সময়মতো দেওয়ার মাধ্যমে মানসিক ও শারীরিক উন্নয়ন ঘটানোর কাজে সর্বদা নিয়োজিত থাকেন।
প্রিয়জনকে দক্ষ নার্স ও কেয়ারগিভার দ্বারা নার্সিং সেবা প্রদান করতে আজই যোগাযোগ করুন আমদের সাথে ।

বিস্তারিত জানুনঃ 01771-177650

আপনি কি আপনার বৃদ্ধ অসুস্থ বাবা /মাকে নিয়ে চিন্তিত,,,?তাদের দেখাশোনা করার জন্য দক্ষ ও অভিজ্ঞ নার্স করছেন,,,,!আস্থা রাখু...
12/11/2022

আপনি কি আপনার বৃদ্ধ অসুস্থ বাবা /মাকে নিয়ে চিন্তিত,,,?
তাদের দেখাশোনা করার জন্য দক্ষ ও অভিজ্ঞ নার্স করছেন,,,,!
আস্থা রাখুন , আপনার প্রিয়জনের যত্নে পাশে আছি আমরা!! যোগাযোগ করুন +8801717779280
প্রিয়জন আপনার দায়িত্ব আমাদের!

আমরা অনেকেই আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্ম ব্যস্ততা ও ছোটাছুটির কারণে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তোবা প্রিয়জনের সেবা করার সুযোগ হয়ে ওঠেনা। আপনার অসুস্থ বৃদ্ধ প্রিয়জনের নিরপত্তা এবং সুস্থতা নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হয়।
সেই মানবিক মূল্যবোধ থেকে আমরা My Home Care BD (নার্সিং হোম সার্ভিস) আপনার প্রিয় বৃদ্ধ-বৃদ্ধাদের পরিচর্যার প্রয়োজনে আপনার নিজ বাসা/বাড়িতে ১২ অথবা ২৪ ঘণ্টা করে পরিচর্যা বা সেবা প্রদান করে আসছি।

Nursing Home care Dhaka bd দিচ্ছে অভিজ্ঞ নার্স এবং কেয়ার গিভার হোম সার্ভিস এখন ঘরে বসে হোম নার্সিং সেবা পেতে ে আপনার পাশে

আমরা যাদের সার্ভিস দিয়ে থাকি:
০১। অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা
০২। শারীরিক মান'সিক ভারসাম্যহীন বৃদ্ধ-বৃদ্ধা।
০৩। চলাফেরায় অক্ষম এমন বৃদ্ধ-বৃদ্ধা।
০৪। দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন (আইসিইউ, সিসিইউতে) ভর্তি থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের।
০৫। চিকি'ৎসা সর'ঞ্জাম (মেডিকেল ডিভাইস) শরী'রে বহনকারী বৃদ্ধ-বৃদ্ধাদের।
০৬। শরীরে ক্ষত, ঘা, পচন সৃষ্টি হয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।
০৭। দীর্ঘ দিন যাবত অজ্ঞান অবস্থায় বিছানায় চিকি'ৎসাধীন রয়েছে এমন বৃদ্ধ-বৃদ্ধা।

আমাদের সেবা সমূহ:
অভিজ্ঞ নার্স/কেয়ারগিভার।
স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান।
বয়স্কদের জন্য বাড়তি যত্ন
১০০% নিরাপত্তার নিশ্চয়তা
দ্রুত তম সময়ে সেবা প্রদান।
সঠিক ও মানসম্মত সেবা
২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট।
চাহিদা অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা।

সার্ভিস চার্জ:
প্রশিক্ষণপ্রাপ্ত ডিপ্লোমাধারী নার্স প্যারামেডিকস ১২ ঘণ্টার জন্য ১০০০ টাকা।
শিক্ষনবিস ডিপ্লোমা নার্স প্যারামেডিকস ১২ ঘণ্টার জন্য ৮০০ টাকা।
প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন আয়া/ওয়ার্ড বয় ১২ ঘণ্টার জন্য ৭০০ টাকা।
: 01771-177650

প্রিয়জন আপনার দায়িত্ব আমাদের। 🥰মায়ের মমতা দিয়ে পরিবারের একজন সদস্য হয়ে।  শেষ বয়সে হাতটা ধরে সেবা যত্ন করে যাচ্ছে আমাদের ...
25/10/2022

প্রিয়জন আপনার দায়িত্ব আমাদের। 🥰
মায়ের মমতা দিয়ে পরিবারের একজন সদস্য হয়ে। শেষ বয়সে হাতটা ধরে সেবা যত্ন করে যাচ্ছে আমাদের My Home Care BD Nursing Home care Dhaka bd দক্ষ কেয়ার গিভার টিম মেম্বাররা।

নার্সিং / কেয়ার গিভার সেবা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানএর অনেক দক্ষ সেবিকা।
#পেশেন্ট_কেয়ার #হোম_কেয়ার #হোম_কেয়ার_নার্সিং

*আপনার পরিবারের সেই সকল প্রিয় মানুষ,যারা নিজের খেয়াল নিজে রাখতে অপারগ।*যারা অন্যর সাহায্য ছাড়া চলাচল করতে পারে না।*অথ...
28/09/2022

*আপনার পরিবারের সেই সকল প্রিয় মানুষ,যারা নিজের খেয়াল নিজে রাখতে অপারগ।
*যারা অন্যর সাহায্য ছাড়া চলাচল করতে পারে না।
*অথবা হসপিটাল থেকে বাসায় ফেরার পর নার্সিং সেবা প্রয়োজন।ঠিক তাদেরই জন্যে আমাদের এই হোম কেয়ার সার্ভিস।
আমাদের সার্ভিস সমূহ:-
১. ৮/১২/২৪ ঘন্টা নার্সিং হোম সার্ভিস।
২. ৮/১২/২৪ কেয়ার গিভার হোম সার্ভিস।
যোগাযোগ:-+8801717779280

আমাদের 24 ঘন্টা নার্সিং হোম সার্ভিস আছে, আপনি চাইলে 12 ঘন্টা 24 ঘন্টা সময় নিতে পারেন, এখানে আপনি কেয়ারগিভার, ডিপ্লোমা,...
20/09/2022

আমাদের 24 ঘন্টা নার্সিং হোম সার্ভিস আছে, আপনি চাইলে 12 ঘন্টা 24 ঘন্টা সময় নিতে পারেন, এখানে আপনি কেয়ারগিভার, ডিপ্লোমা, প্যারামেডিক্যাল পাবেন।
অক্সিজেন সিলিন্ডার ভাড়া এবং রিফিল করতে এবং ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন, অন্তত আমরা রিফিল বা ভাড়া দিই।
আমাদের পণ্য.
1/ অক্সিজেন সিলিন্ডার।
2 / অক্সিজেন ঘনীভূতকারী।
3/ মেডিকেল বেড সহ সকল প্রকার চিকিৎসা পণ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
মোবাইল:+8801717779280

কল করুন সেবা নিন +880 1771-177650 আপনি কি আপনার  বৃদ্ধ পিতা/ মাতা অথবা প্রিয়জনের  সঠিক দেখাশোনা নিয়ে চিন্তিত ? আপনি সার...
18/09/2022

কল করুন সেবা নিন +880 1771-177650
আপনি কি আপনার বৃদ্ধ পিতা/ মাতা অথবা প্রিয়জনের সঠিক দেখাশোনা নিয়ে চিন্তিত ? আপনি সারাদিন কর্ম ব্যাস্ত অথবা প্রবাসী/দূরে থাকায় একাকী জীবনযাপন করছেন আপনার প্রিজন?
আপনার প্রিয়জনের সেবায় বাসায় ২৪ ঘণ্টা/১২ ঘন্টা নিয়োজিত করুন আমাদের অভিজ্ঞ পেশেন্ট কেয়ার এটেন্ড্যান্ট/ নার্স।
বাসায় অসুস্থ/বৃদ্ধ বাবা-মায়েদের সময়মতো ওষুধ দেওয়া, নোংরা কাপড় পরিবর্তন, খাবার খাওয়ানো, ব্লাড প্রেশার, ব্লাড সুগার মাপা, ডায়াপার ও ক্যাথেটার পরিবর্তন, সময়মত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে বিগত কয়েক বছর ধরে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা'র সহিত কাজ করে চলেছে পিপল হোম কেয়ার লিমিটেড
বৃদ্ধ ও অসুস্থ বাবা-মা এর পাশাপাশি গর্ভবতী মাদের জন্য আছে নার্সিং/কেয়ারগিভার সেবা গ্রহণের সুবিধা।
#অক্সিজেনসিলিন্ডারহোমসার্ভিস
#অক্সিজেনসিলিন্ডারভাড়া
#অক্সিজেনসিলিন্ডারফুলসেটবিক্রি

বাসা কিংবা হাসপাতালে প্রিয়জনের সেবার জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন নার্স /এটেন্ডেন্ট প্রয়োজন ?আমরা প্রদান করছি গুরুতর অসু...
06/09/2022

বাসা কিংবা হাসপাতালে প্রিয়জনের সেবার জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন নার্স /এটেন্ডেন্ট প্রয়োজন ?
আমরা প্রদান করছি গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ ব্যাক্তির যত্ন ও সেবা করার জন্য হোম নার্সিং সার্ভিস। যারা আপনার অসুস্থ প্রিয়জন বাবা-মা,আত্মীয় স্বজন কিংবা পরিচিত ব্যক্তিকে আমাদের দক্ষ ও প্রশিক্ষিত এটেন্ডেন্ট ও ডিপ্লোমা/বি এস সি নার্স সার্বক্ষণিক ২৪/৭ ঘন্টা নার্সিং সেবা প্রদান করবেন।
আপনার প্রিয়জনের চাহিদা অনুযায়ী ভাল ও উন্নত সেবা নিশ্চিত করার জন্য দ্রুত এবং বিস্তারিত জানার জন্য
কল করুন:+880 1771-177650







+8801717779280 ,কল করুন সেবা নিন আপনি কি আপনার  বৃদ্ধ পিতা/ মাতা অথবা প্রিয়জনের  সঠিক দেখাশোনা নিয়ে চিন্তিত ? আপনি সারা...
04/09/2022

+8801717779280 ,কল করুন সেবা নিন
আপনি কি আপনার বৃদ্ধ পিতা/ মাতা অথবা প্রিয়জনের সঠিক দেখাশোনা নিয়ে চিন্তিত ? আপনি সারাদিন কর্ম ব্যাস্ত অথবা প্রবাসী/দূরে থাকায় একাকী জীবনযাপন করছেন আপনার প্রিজন?
আপনার প্রিয়জনের সেবায় বাসায় ২৪ ঘণ্টা/১২ ঘন্টা নিয়োজিত করুন আমাদের অভিজ্ঞ পেশেন্ট কেয়ার এটেন্ড্যান্ট/ নার্স।
বাসায় অসুস্থ/বৃদ্ধ বাবা-মায়েদের সময়মতো ওষুধ দেওয়া, নোংরা কাপড় পরিবর্তন, খাবার খাওয়ানো, ব্লাড প্রেশার, ব্লাড সুগার মাপা, ডায়াপার ও ক্যাথেটার পরিবর্তন, সময়মত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে বিগত কয়েক বছর ধরে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা'র সহিত কাজ করে চলেছে

Address

Gulshan Avenue
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when My Home Care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram