Real Hearing Center Uttara

Real Hearing Center Uttara Real Hearing Centre Uttara is one of the best, largest & most reputed Hearing centers in Bangladesh.

We offer a good price range for digital programmable computerized hearing aids in Bangladesh.

হিয়ারিং এইড কেনার আগে আপনার করণীয়হিয়ারিং এইড কেনার আগে প্রথমে আপনার কানের টেষ্ট করতে হবে। যদি কানের টেষ্ট আগে করে থাকেন,...
19/12/2024

হিয়ারিং এইড কেনার আগে আপনার করণীয়
হিয়ারিং এইড কেনার আগে প্রথমে আপনার কানের টেষ্ট করতে হবে। যদি কানের টেষ্ট আগে করে থাকেন, তাহলে রিপোটটি আমাদের দেখাতে হবে। তারপরে আপনি ঠিকমত শুনতে পাচ্ছেন কিনা, সেই জন্য হিয়ারিং এইড ট্রায়াল দিতে হবে। ট্রায়ালের জন্য অতিরিক্ত কোনো চার্জ নেই।
রিয়েল হিয়ারিং সেন্টারে
উত্তরা ৪ নাম্বার সেক্টর,১৪/Bরোড
ঢাকা,উত্তরা
Call:01921318871
আজকের দিনে রিচার্জেবল ডিজিটাল হিয়ারিং এইডগুলি আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তিগতভাবে উন্নত, সহজ এবং নির্ভরযোগ্য চার্জিংয়ের সাথে রিচার্জেবল হিয়ারিং এইড গুলি আপনার শ্রবণযন্ত্রের চার্জ শেষ বা ফুরিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা না করে আপনার সক্রিয় জীবন চালিয়ে যেতে সহজ করে দেয়।

30/09/2024

কানের মেশিন নিতে অনেকেই ভয় পায় এই ভেবে যে,
=> মেশিন অনেক বড় হবে,
=> কানে ব্যাথা হতে পারে
=> অনেক খরচ, ইত্যাদি

দেখুন, আমাদের ২ যুগের অভিজ্ঞতা দিয়ে এটা বলতে পারি,
আপনি কানে কম শোনার সমস্যা নিয়ে আমাদের অফিসে আসুন,
আমাদের হিয়ারিং এক্সপার্ট আপনার সমস্যা দেখে সঠিক পরামর্শ-ই দিবেন।
কানের পরীক্ষার জন্য আপনাকে বাড়তি কোন টাকাও পরিশোধ করতে হবে না।

""ফ্রি হিয়ারিং এইড ট্রায়ালের জন্য, আজ-ই চলে আসুন আমাদের অফিসে""

প্রতিদিন, সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত,

🦻 রিয়েল হিয়ারিং সেন্টার 🦻
💝কানে শোনার যন্ত্রের একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান💝
☎️01711-636214

📌বাসা-১৪ (তৃতীয় তলা), রোড-১৪/বি, সেক্টর ৪, উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

#কানেরমেশিন #হিয়ারিংএইড #হিয়ারিংলস #কানেশোনারযন্ত্র #কানেকমশোনা #কানেশোশোশব্দ

18/09/2024
👂🔊 𝗥𝗲𝗰𝗹𝗮𝗶𝗺 𝘆𝗼𝘂𝗿 𝗛𝗲𝗮𝗿𝗶𝗻𝗴! 🔊👂Uncover a world of clear and vibrant sound with Widex Hearing Centre - Your Trusted Partner i...
22/01/2024

👂🔊 𝗥𝗲𝗰𝗹𝗮𝗶𝗺 𝘆𝗼𝘂𝗿 𝗛𝗲𝗮𝗿𝗶𝗻𝗴! 🔊👂

Uncover a world of clear and vibrant sound with Widex Hearing Centre - Your Trusted Partner in Better Hearing! 🌟

👩‍⚕️ Professional Audiologist at Your Service!
Our expert audiologists are dedicated to prioritizing your ear health and overall well-being. Receive personalized attention and care for your unique needs.

🚨 Emergency Service Available!
Your hearing is our priority! We offer emergency services to address your concerns promptly. Your well-being is our top concern.

👂 Free Hearing Aid Trial!
Experience the difference with our Hearing Aid Free Trial! Discover the comfort and clarity of cutting-edge hearing aid technology tailored just for you. Don't miss this chance to transform your hearing experience.

👩‍⚕️ Comprehensive Hearing Test Services!
Avail the best hearing test services that go beyond just checking your hearing. We focus on your overall ear health to provide a holistic solution.

📞 Contact Us Now: +88 01712621035
Take the first step towards better hearing! Call us for more information or to schedule a consultation.

📍 Visit Our Centre:
152/2/N, Nahar Plaza, Panthapath Signal

Don't let hearing loss limit your life. Consult with Widex Hearing Centre and rediscover the joy of crystal-clear sound! 🌈👂✨ 🇧🇩

শীতে কানের যত্ন ❄️: ৫ টিপস, কানে শোনার আনন্দ বজায় রাখুন!শীতের ঠান্ডা বাতাস কানে আঘাত করে, ব্যথা, চুলকানি, এমনকি সংক্রমণ...
17/01/2024

শীতে কানের যত্ন ❄️: ৫ টিপস, কানে শোনার আনন্দ বজায় রাখুন!

শীতের ঠান্ডা বাতাস কানে আঘাত করে, ব্যথা, চুলকানি, এমনকি সংক্রমণও করতে পারে। চিন্তা নেই, এই ৫ টিপস মেনে চললে শীতকালেও কানের সমস্যা ছাড়াই কানে শোনার আনন্দ উপভোগ করতে পারবেন!

১. গরম রাখুন: হ্যাঁ, শুনেই ঠিক বুঝলেন! মাথা ঢেকে রাখার মতোই, কান ঢেকে রাখাও জরুরি। উষ্ণ টুপি বা হেডফোন পরুন বাইরে বের হলে। এতে ঠান্ডা বাতাস সরাসরি কানে লাগবে না।
২. জল দূরে রাখুন: স্নান, গোসল, এমনকি চুল ধোয়ার সময়ও কানে যেন পানি না ঢোকে, সেদিকে খেয়াল রাখুন। চাইলে ইয়ারপ্লাগ ব্যবহার করতে পারেন। আর সাঁতার কাটার পর কান শুকিয়ে নিন।
৩. পরিষ্কার রাখুন: ধুলো বা ময়লা জমা হলে কানে চুলকানি, এমনকি সংক্রমণও হতে পারে। তাই নরম কাপড় দিয়ে, অতি আস্তে করে কানের বাইরের অংশ পরিষ্কার করুন। তবে ভেতরে কোনো কিছু ঢুকাবেন না, ক্ষতি হতে পারে।
৪. জোরে শব্দ এড়িয়ে চলুন: জোরে শব্দ কানের জন্য ক্ষতিকর, বিশেষ করে শীতকালে। হেডফোনের ভলিউম কম রাখুন, আর জোর আওয়াজের জায়গা এড়িয়ে চলুন।
৫. সুস্থ থাকুন: সুস্থ শরীর, সুস্থ কান! ভিটামিন-সি সমৃদ্ধ খাবার বেশি খান, যেমন লেবু, কমলা, আমলকী। আর পর্যাপ্ত ঘুমও নিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

শেষ কথা: কানে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। আর এই টিপসগুলো মেনে চলুন, শীতকালেও কানের সমস্যা ছাড়াই উপভোগ করুন কানে শোনার আনন্দ!

এছাড়াও:

গরম কমপ্রেস ব্যবহার করতে পারেন কানের ব্যথা কমাতে।
সুতির আগে গরম তেলের মালিশ দিন কানের পেছনে।
নাক বন্ধ থাকলে কানে চাপ লাগতে পারে, নাকের যত্ন নিন।
আপনার শীতে কানের যত্নের টিপসগুলো কমেন্টে শেয়ার করুন!

আমরা ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং আমেরিকা থেকে সরাসরি ডিজিটাল এবং কম্পিউটার প্রোগ্রামেবল হিয়ারিং এইড আমদানি করি এবং সাশ্...
10/01/2024

আমরা ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং আমেরিকা থেকে সরাসরি ডিজিটাল এবং কম্পিউটার প্রোগ্রামেবল হিয়ারিং এইড আমদানি করি এবং সাশ্রয়ী মূল্যে সব ধরনের শ্রবণযন্ত্র বিক্রি করার এবং প্রশিক্ষিত বিদেশী প্রকৌশলীদের দ্বারা প্রযুক্তিগত পরিষেবা প্রদানের গ্যারান্টি দিই।

ওয়াইডেক্স হিয়ারিং সেন্টার
ডিজিটাল এবং কম্পিউটার প্রোগ্রামেবল হিয়ারিং এইডস এবং শ্রবণ পরীক্ষার বিশ্বস্থ সেবা প্রদানকারী।

মেগা সেল, ক্লিয়ারেন্স বিক্রয়, সাশ্রয়ী মূল্যের ডিসকাউন্ট, সীমিত স্টক, 50%-60% পর্যন্ত ডিসকাউন্টের মতো আজকাল প্রচুর অফার রয়েছে ৷ আমরা এই অফার বা ডিসকাউন্টে বিশ্বাস করি না, গুণমান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই আকর্ষণীয় অফারগুলির সাথে পুরানো ব্যাচের প্রোডাক্ট বিক্রি করি না। প্রতিটি ক্লাইন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আকর্ষণীয় মূল্যে পণ্য বিক্রিই নয়, বিক্রয়োত্তর সেবাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি গ্রাহক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই আমাদের বিক্রয়োত্তর সেবা এখানে খুবই গুরুত্বপূর্ণ।

এই সমস্ত লোভনীয় অফারগুলি এড়িয়ে চলুন, একটি ভাল পণ্য কিনুন এবং কোনও সমস্যা ছাড়াই দীর্ঘ দিন ব্যবহার করুন।

আপনি চাইলে আমাদের অফিসে এসে হিয়ারিং এইড বা কানে শোনার মেশিন কানে লাগিয়ে দেখে যেতে পারেন, যদি ভালো শুনতে পান তাহলে নিয়ে যাবেন, শুনতে না পেলে নিবেন না। আর হ্যাঁ দেখতে কোন টাকা পয়সা লাগে না।

হিয়ারিং এইড বা কানে শোনার মেশিনের দামঃ

দাম সেইভাবে বলা খুব কঠিন আগে দেখতে হবে কানের সমস্যা টা কি রকম আছে, তারপরে দাম টা সঠিক করে বলা যাবে, তবে মেশিনের দাম কোয়ালিটি আর কানের লস এর উপরে ডিপেন্ড করে। এনালগ মেশিন গুলো মিনিমাম প্রাইস হচ্ছে 5,000 টাকা, ডিজিটাল গুলো মিনিমাম 12,000 টাকা আর ডিজিটাল কম্পিউটার প্রোগামেবল গুলো 22,000 টাকা থেকে 4,50,000+ টাকা।

আরো বিস্তারিত জানতে কল করুনঃ (Imo+WhatsApp Available): +8801712621035
প্রাইস সম্পর্কে আইডিয়া পেতে ভিজিট করুনঃ www.widexbd.com/products

আর হ্যাঁ আমরা কিন্তু হোম সাপোর্টও দিচ্ছি, যারা বয়স্ক আমাদের অফিসে আসতে পারবেন না তাদের জন্য আমাদের টিম বাসায় গিয়ে সাপোর্ট দিবে।
হোম সাপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের নাম্বারে কল করুন: 01712621035

আমাদের অফিসের ঠিকানাঃ
Head Office:
152/2/N, Nahar Plaza (3rd Floor), Panthapath Signal, Dhaka-1205, Bangladesh




















🎉 Happy New Year 2024 from Widex Hearing Center! 🎊As we step into the new year, the entire team at Widex Hearing Center ...
31/12/2023

🎉 Happy New Year 2024 from Widex Hearing Center! 🎊

As we step into the new year, the entire team at Widex Hearing Center extends warm wishes for a joyful and prosperous 2024. May this year bring you happiness, good health, and the delightful sounds of life.

At Widex Hearing Center, we remain committed to providing top-notch hearing solutions and services. Our 22 years of experience have allowed us to become a trusted name in the field of hearing aids in Bangladesh. We take pride in our comprehensive range of high-quality digital hearing aids, specialized solutions, and expert consultations.

As we embark on this new year, we look forward to continuing our mission of improving lives through better hearing. Thank you for choosing Widex Hearing Center, and we are excited to serve you in 2024 and beyond.

Best regards,
MD Mizanur Rahman
CEO & Founder
Widex Hearing Center
🔵🔵 Contact us at +8801712621035 or widexdhaka@gmail.com
🌐 Visit our website: https://www.widexbd.com 🌐




















শীতকালে কানের সংক্রামণশীতে কানের সংক্রমণ বাড়ে, এটি ছড়াতে পারে মস্তিষ্কেও, ঝুঁকি এড়াবেন কীভাবে?কীভাবে এই সমস্যা থেকে ম...
01/11/2023

শীতকালে কানের সংক্রামণ

শীতে কানের সংক্রমণ বাড়ে, এটি ছড়াতে পারে মস্তিষ্কেও, ঝুঁকি এড়াবেন কীভাবে?

কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন:
• সেঁক দেওয়া যেতে পারে। ঠান্ডা সেঁক দেবেন নাকি গরম সেঁক— সেটি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঠিক করে নিন।
• শীতের মরশুমে কান পরিষ্কার রাখুন। কানের মধ্যে জল ঢুকে গেলে, তা শুকিয়ে নিন। নাহলে সংক্রমণের আশঙ্কা বাড়বে।
• কানঢাকা টুপি বা কানচাপা পরুন। তাতে কানে ঠান্ডা লাগার আশঙ্কা কমবে।
• কানে তুলো গুঁজবেন না। তাতে হিতে বিপরীত হবে।
• কানে হাত দেবেন না। বা খোঁচাখুঁচি করবেন না। হাতও পরিষ্কার রাখুন এই সময়ে।
• নাক থেকে কানে সংক্রমণ ছড়ায়। নাক পরিষ্কার রাখুন শীতকালে।
• ধূমপানের অভ্যাস কানে সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয়। সেটি ত্যাগ করুন।
• চিকিৎসকের পরামর্শ নিয়ে দরকার মতো অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ খান।

আমরা ডিজিটাল কানে শোনা যন্ত্রের ফ্রি ট্রায়াল দিচ্ছি আপনি যদি ভালো শুনতে পান তাহলে আমাদের কাছ থেকে মেশিন নিবেন অন্যথায় নিবেন না।
আমরা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে শ্রবণ পরীক্ষা করে শ্রবণ লস এর সঙ্গে অ্যাডজাস্ট করে হিয়ারিং দিয়ে থাকি।

আপনার জন্য কোন হিয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র প্রযোজ্য তা জানতে আজই যোগাযোগ করুন রিয়েল হিয়ারিং সেন্টারে।

এপয়েনমেন্টের জন্য কল করুনঃ 01711636214

Is Dhaka too noisy? 🌆🔊 Protect your hearing! 👂At Real Hearing Centre Uttara, we're here to help. We have all kinds of sp...
07/10/2023

Is Dhaka too noisy? 🌆🔊 Protect your hearing! 👂

At Real Hearing Centre Uttara, we're here to help. We have all kinds of special hearing aids that can make things better. Whether you're a grown-up or a kid, we've got you covered! 😊

Plus, our team is super friendly and can help you find the perfect hearing solution. Don't let the noise get you down – visit us today and experience better hearing. 🎉

Learn more at widexbd.com or give us a call at +8801711636214. Your ears will thank you! 📞👂

সব ধরনের হিয়ারিং সেবা এখন নতুন প্রযুক্তি, নতুন ফরম্যাটে এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছেএক কান থেকে দুই কান দিয়ে শোনা ...
26/09/2023

সব ধরনের হিয়ারিং সেবা এখন নতুন প্রযুক্তি, নতুন ফরম্যাটে এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে

এক কান থেকে দুই কান দিয়ে শোনা ও বোঝা সহজ। অতএব, যদি আপনার উভয় কানে শ্রবণশক্তি হ্রাস পায় (বাইনিউরাল হিয়ারিং লস) তবে আপনাকে অবশ্যই উভয় কানে শ্রবণযন্ত্র ব্যবহার করতে হবে। তাহলে আপনার কথা না বোঝার সমস্যা চলে যাবে।

শ্রবণযন্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ইনবক্স করুন বা যোগাযোগ করুন: 01712621035 (WhatsApp এবং IMO)

👂🎧 Elevate Your Hearing Experience! 🎧👂Tired of missing out on crystal-clear sounds? Say goodbye to those struggles! At R...
14/09/2023

👂🎧 Elevate Your Hearing Experience! 🎧👂

Tired of missing out on crystal-clear sounds? Say goodbye to those struggles! At Real Hearing Centre, we're here to ensure you hear life's beautiful moments with perfection. 🌟

Experience the future of hearing aids with our expert care. 🚀 Our cutting-edge Digital Hearing Aids guarantee top-notch sound quality effortlessly. 🎶

Ready to upgrade your hearing game? Give us a call at ☎️ +88 01711636214 and schedule a service today! 📞

Visit our website for more info: 🌐 www.widexbd.com

📍 Find us at House-14, 3rd floor of One Bank, Road-14/B, Sector-4, Uttara, Dhaka-1205.

Don't miss out on life's symphony. 🎼 Hear it all with Real Hearing Centre! 🔊




















বর্তমানে প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে। হিয়ারিং এইড বলতে এখন একই মানের কোনো যন্ত্রকে বোঝায় না। বরং, ব্যক্তিভেদে কানে প...
04/09/2023

বর্তমানে প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে। হিয়ারিং এইড বলতে এখন একই মানের কোনো যন্ত্রকে বোঝায় না। বরং, ব্যক্তিভেদে কানে পরার এই যন্ত্রটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ইচ্ছে করলেই কারও বিশেষ প্রয়োজন অনুসারে হিয়ারিং এইডকে ঠিকঠাক করে নেওয়া যায়। আপনিও কি হিয়ারিং এইড ব্যবহার করেন বা ভালো ব্রান্ডের ডিজিটাল কানের মেশিন কিনতে চাচ্ছেন?

তাহলে জেনে নিন সঠিক হিয়ারিং এইড কেনার কৌশল।

আপনি কতটা কানে শোনেন না?
একেকজন ব্যক্তি কিন্তু একেকরকম কানে শোনেন না। তাই সবার জন্য একই হিয়ারিং এইড ব্যবহার করাটা ক্ষতিকর। তাই কার্যকরী ফলাফলের জন্য প্রথমে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করুন। জানুন যে, আপনার সমস্যাটি কোন পর্যায়ের। এর ওপরে নির্ভর করে সঠিক হিয়ারিং এইড কিনে নিন।

আপনার কানের আকৃতি কেমন?
প্রত্যেকটি মানুষের কান কিন্তু ভিন্ন হয়। কারোটা ছোট, কারোটা বড়। বেশিরভাগ ক্ষেত্রেই হিয়ারিং এইডকে জায়গা করে দেওয়ার জন্য কানের ভেতরে যথেষ্ট জায়গা থাকে। তবে, যেসব ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় সেখানে কানের পেছনে হেয়ার এইড পরতে হয়।

কেমন হিয়ারিং এইড চান?
প্রযুক্তি হিয়ারিং এইডকে নানা মানের হিসেবে তৈরি করেছে। অবশ্যই বেশি খরচ করলে আপনি বেশি উন্নত হিয়ারিং এইড পাবেন। আপনি যদি ভিন্ন ভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং অনেক ভিড়ের ভেতরে থাকেন, সেক্ষেত্রে আপনার এমন একটি হিয়ারিং এইড প্রয়োজন যেটি বাদবাকি শব্দকে কমিয়ে দিয়ে যেসব শব্দ আপনার জন্য প্রয়োজন সেটাই শোনাবে। যেখানে পরিষ্কারভাবে সবকিছু শুনতে পারবেন আপনি।
অন্যদিকে, কেউ যদি ঘরে হিয়ারিং এইড ব্যবহার করেন, তার জন্য সাধারণ যন্ত্রই যথেষ্ট। বর্তমানে এমন অনেক হিয়ারিং এইড আছে যেগুলোর সাথে মোবাইল ও অন্যান্য যন্ত্র সংযুক্ত থাকে। আপনি ইচ্ছে করলে এমন কোনো একটি হিয়ারিং এইডও বেছে নিতে পারেন।

খেলাধুলা করতে ভালোবাসেন?
সেক্ষেত্রে, আপনি কোন রকমের খেলাধুলা করে থাকেন তা ভেবে দেখুন। যদি আপনার খেলাধুলার সময় অনেক বেশি ধুলোবালির সংস্পর্শে যেতে হয় সেক্ষেত্রে ধুলোবালি প্রতিরোধক হিয়ারিং এইড নিন। আর সাঁতার বা পানির সাথে যুক্ত কোনো খেলাধুলায় অংশ নিলে পানিরোধক হিয়ারিং এইড ব্যবহার করতে পারেন।

হিয়ারিং এইড ব্যবহার করাটা কি কঠিন?
কিছুক্ষেত্রে আপনার কাছে ব্যাপারটিকে একটু কঠিন মনে হতেই পারে। এই যেমন, আপনার হিয়ারিং এইড যদি খুব ছোট হয় সেক্ষেত্রে সেটার ব্যাটারিও ছোট হবে। আর ব্যাটারি বদলানোর ব্যাপারটি হয়ে পড়বে কঠিন। বিশেষ করে, বয়স্কদের ক্ষেত্রে ছোট এই ব্যাটারি বদলানো অনেক বেশি সমস্যার হয়ে যায়।

হিয়ারিং এইড ইমপ্ল্যান্ট কি ভালো?
অনেকের ক্ষেত্রে শারীরিক নানা সমস্যার কারণে হিয়ারিং এইড ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে তাদের হিয়ারিং এইড ইমপ্ল্যান্ট করতে হয়। এক্ষেত্রে, মিডল এয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কানে হিয়ারিং এইড প্রতিস্থাপন করা হয়।
এছাড়াও খুব বেশি সমস্যায় ভুগছেন এমন কারও জন্য সরাসরি কানে শোনার জন্য যে স্নায়ুগুলো কাজ করে সেগুলোকে ইমপ্ল্যান্টের মাধ্যমে প্রভাবিত করাটাও কার্যকরী হতে পারে।

বর্তমানে সময় অনেক বদলে গিয়েছে। সবার জন্য একই সুবিধা এখনো আছে। তবে সেটাকে প্রভাবিত করে নিজের পছন্দসই সুবিধাটি পাওয়ার পদ্ধতিও তৈরি হয়েছে। আর সেটা অন্যান্য ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি সত্যি হিয়ারিং এইডের ক্ষেত্রেও।

আপনি কানে কতটা শোনেন না, কেমন সমস্যা বোধ করছেন- এই সবকিছু ভালো করে জেনে নিয়ে নিজের পছন্দসই হিয়ারিং এইডটি তাই এবার বেছে নিতেই পারেন।

আমরা দীর্ঘ ২২ বছর যাবৎ আপনাদের হিয়ারিং এইডের সেবা দিয়ে আসছি অত্যন্ত বিশ্বস্থতার সাথে। তাই ফ্রি পরামর্শ পেতে আজই কল করুন 01711636214

Address

House-14 (2nd Floor) Road/14/B, Sector-4, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 21:00

Telephone

+8801711636214

Alerts

Be the first to know and let us send you an email when Real Hearing Center Uttara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Real Hearing Center Uttara:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram