রক্ত গ্রুপ ডোনার পেজ Blood group donor pages

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • রক্ত গ্রুপ ডোনার পেজ Blood group donor pages

রক্ত গ্রুপ ডোনার পেজ Blood group donor pages রক্ত গ্রুপ ডোনার পেজ Blood group donor pages
রক্ত গ্?

19/11/2025
05/11/2025

মুখের দুর্গন্ধ জনসম্মুখে গেলে লজ্জা লাগে। প্রথমবার ব্যবহার থেকেই সুফল পাবেন। সম পরিমাণ পানি মিশিয়ে দৈনিক তিন বেলা কুলকুচি করুন এতেই ম্যাজিক এর মত উপকার পাবেন।
দাম মাত্র ৫০ টাকা।

28/10/2025

মাত্র ১০ টাকায় অসাধারণ চিকিৎসা সেবা পাওয়া যায় ঢাকার এই হাসপাতালগুলোতে। নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর দেওয়া হলো, যেখানে মাত্র ১০ টাকার টিকিটে চিকিৎসা সেবা পাওয়া যায়।

১. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঠিকানা: কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬ ফোন: +880-2-55062350 ওয়েবসাইট: http://kurmitolahospital.gov.bd

২. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭ ফোন: 02-58151368, 02-48120079 ইমেইল: nins@hospi.dghs.gov.bd ওয়েবসাইট: https://www.nins.gov.bd

৩. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮ ফোন: 02-8878155 ইমেইল: nient@hospi.dghs.gov.bd ওয়েবসাইট: https://nient.gov.bd

৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH) ঠিকানা: বকশিবাজার, ঢাকা-১২০৩ ফোন: 02-9668690 ওয়েবসাইট: https://www.dmc.gov.bd

৫. মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঠিকানা: মুগদা, ঢাকা-১২১৪ ফোন: 02-7215400 ওয়েবসাইট: https://mmch.gov.bd
৬. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঠিকানা: শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ ফোন: 02-9122560 ওয়েবসাইট: https://shsmc.gov.bd

৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭ ফোন: 02-9137292 ওয়েবসাইট: https://www.nhf.gov.bd

৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ঠিকানা: মহাখালী, ঢাকা-১২১২ ফোন: 02-9893491 ওয়েবসাইট: https://www.nicrh.gov.bd এই হাসপাতালগুলোতে সকাল বেলা বহির্বিভাগে (OPD) মাত্র ১০ টাকায় টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। ওষুধও অনেক সময় বিনামূল্যে সরবরাহ করা হয়।

৯. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ ফোন নম্বর: ০২-৫৮১৫১৩৬৮ ০২-৪৮১২০০৭৯ ০২-৪৮১১৮৮০৮ ইমেইল: nins@hospi.dghs.gov.bd ওয়েবসাইট: https://www.nins.gov.bd

১০. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮, বাংলাদেশ ফোন নম্বর: ০২-৮৮৭৮১৫৫ ইমেইল: nient@hospi.dghs.gov.bd ওয়েবসাইট: https://nient.gov.bd

05/09/2025

ঢাকার এই হাসপাতালে আপনি আপনার স্বাস্থ্য পরীক্ষার ৭৩টি টেস্ট করাইতে পারবেন কম খরচে।
আপনি যদি অন্য কোন টেস্ট সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে লিখে দিতে পারেন। আপনাদের চাহিদা অনুযায়ী পোস্ট দেওয়া হবে।

আজকে আমরা এখানে দিয়েছি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডায়াগনস্টিক সেবার ১ থেকে ৭৩ নম্বর পর্যন্ত টেস্টের নাম এবং ফি।

১. এইচডিএল – ১০০ টাকা
২. অ্যালবুমিন – ১০০ টাকা
৩. এএলটি – ৭০ টাকা
৪. এএলপি – ৭০ টাকা
৫. অ্যামিলেজ – ৩০০ টাকা
৬. লাইপেজ – ৩০০ টাকা
৭. এএসটি – ৭০ টাকা
৮. ক্যালসিয়াম – ৮০ টাকা
৯. লিপিড প্রোফাইল – ৩০০ টাকা
১০. কোলেস্টেরল – ৫০ টাকা
১১. এইচডিএল কোলেস্টেরল – ১০০ টাকা
১২. এলডিএল কোলেস্টেরল – ২৫০ টাকা
১৩. সিকে-এমবি – ২৫০ টাকা
১৪. ক্রিয়েটিনিন – ৫০ টাকা
১৫. গ্লুকোজ – ৬০ টাকা
১৬. এইচবিএ১সি – ৩০০ টাকা
১৭. আয়রন – ২৫০ টাকা
১৮. টিআইবিসি – ১৫০ টাকা
১৯. ম্যাগনেসিয়াম – ১৫০ টাকা
২০. ফসফেট – ১০০ টাকা
২১. বিলিরুবিন – ৬০ টাকা
২২. ট্রাইগ্লিসারাইড – ৫০ টাকা
২৩. মোট প্রোটিন – ১০০ টাকা
২৪. ইউরিক অ্যাসিড – ১০০ টাকা
২৫. সিপিকে – ১৫০ টাকা
২৬. ইউরিয়া – ৫০ টাকা
২৭. ডাইরেক্ট বিলিরুবিন – ৬০ টাকা
২৮. এলডিএইচ – ১৫০ টাকা
২৯. টোটাল টি৩ – ২০০ টাকা
৩০. টোটাল টি৪ – ২০০ টাকা
৩১. টি এস এইচ – ২০০ টাকা
৩২. এফ টি৩ – ২৫০ টাকা
৩৩. এফ টি৪ – ২৫০ টাকা
৩৪. এফ এস এইচ – ২৫০ টাকা
৩৫. এলএইচ – ২৫০ টাকা
৩৬. প্রোল্যাক্টিন – ২৫০ টাকা
৩৭. ট্রোপোনিন আই – ২৫০ টাকা
৩৮. ফেরিটিন – ২৫০ টাকা
৩৯. এইচবিএসএজি (ইলাইসা) – ২০০ টাকা
৪০. কোর্টিসল – ২৫০ টাকা
৪১. টেস্টোস্টেরন – ২৫০ টাকা
৪২. এইচবি ইলেকট্রোফোরেসিস – ৫০০ টাকা
৪৩. প্রোটিন ইলেকট্রোফোরেসিস – ৫০০ টাকা
৪৪. সিবিসি – ১৫০ টাকা
৪৫. প্রেগন্যান্সি টেস্ট – ৮০ টাকা
৪৬. এইচবিএসএজি (স্ক্রিনিং) – ৫০ টাকা
৪৭. এএসও টাইটার – ১০০ টাকা
৪৮. আরএ টেস্ট – ৬০ টাকা
৪৯. সিআরপি – ১৫০ টাকা
৫০. উইডাল টেস্ট – ৮০ টাকা
৫১. ইউরিন আর/ই – ২০ টাকা
৫২. টোটাল আইজিই – ৩০০ টাকা
৫৩. সিইএ – ৩৫০ টাকা
৫৪. সিএ-১৯.৯ – ৩০০ টাকা
৫৫. সিএ-১২৫ – ৩০০ টাকা
৫৬. পিএসএ – ৩৫০ টাকা
৫৭. বিএনসিজি – ৩০০ টাকা
৫৮. এএফপি (আলফা ফেটো প্রোটিন) – ৩৫০ টাকা
৫৯. সিএ-১৫.৩ – ৩০০ টাকা
৬০. ইউএসজি হোল অ্যাবডোমেন – ২২০ টাকা
৬১. ইউএসজি লোয়ার অ্যাবডোমেন – ১১০ টাকা
৬২. এক্স-রে ডিজিটাল – ২০০ টাকা
৬৩. ওপিজি – ৮০ টাকা
৬৪. ম্যামোগ্রাফি – ৮০০ টাকা
৬৫. ইসিজি – ৮০ টাকা
৬৬. ইকো ৪ডি কালার ডপলার – ৫০০ টাকা
৬৭. ইকো ২ডি – ২০০ টাকা
৬৮. ইটিটি – ১০০০ টাকা
৬৯. এন্ডোস্কোপি – ৫০০ টাকা
৭০. কোলনোস্কোপি – ১২০০ টাকা
৭১. সিটি স্ক্যান – ২০০০ টাকা
৭২. এমআরআই – ৩০০০ টাকা
৭৩. ডায়ালাইসিস (ছয় মাসের জন্য, সপ্তাহে ২ বার, মোট ৪৮ সেশন) – ২০০০০ টাকা

21/04/2025
20/02/2025
06/01/2025
29/06/2024

Donating blood can be a lifeline, saving lives and giving hope to those in need.

Address

Zirabo Doctor Bari
Dhaka
POSTCODE1340

Alerts

Be the first to know and let us send you an email when রক্ত গ্রুপ ডোনার পেজ Blood group donor pages posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রক্ত গ্রুপ ডোনার পেজ Blood group donor pages:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category