Sanjida Homeo Health Clinic

Sanjida Homeo Health Clinic Sanjida Homeo Health Clinic is a well reputed Homeo Clinic.

অনিবার্য কারণবশত আজকে Sanjida Homeo Health Clinic এর অনলাইন ও অফলাইন সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল থেকে ইনশা আল্লাহ...
16/06/2025

অনিবার্য কারণবশত আজকে Sanjida Homeo Health Clinic এর অনলাইন ও অফলাইন সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল থেকে ইনশা আল্লাহ আবার আমাদের কার্যক্রম শুরু হবে। সামমিক এই অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাব্র দু:খিত। 🙏
ঢাকার বাহিরর আছি, ম্যাসেজ রিপ্লাই পেতে লেট হব।

🌿চলছে ঈদের আগ মুহুর্তের মেডিসিন ডেলিভারি।  আলহামদুলিল্লাহ ❤️🌿মনের অবস্থা যাই হোক না কেনো হাসিমুখে রোগী দেখতে তো হবেই। ঈদ...
05/06/2025

🌿চলছে ঈদের আগ মুহুর্তের মেডিসিন ডেলিভারি। আলহামদুলিল্লাহ ❤️

🌿মনের অবস্থা যাই হোক না কেনো হাসিমুখে রোগী দেখতে তো হবেই। ঈদের ছুটিতে সবাই ই চায় প্রয়োজনীয় মেডিসিন ও রেগুলার মেডিসিন গুলো নিজেদের কাছে রাখতে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি মেডিসিন পার্সেল গুলো সময়মত পৌছে দেওয়ার জন্য।

🌿আজ Sanjida Homeo Health Clinic এর আশেপাশে আমাদের যেসব রোগীরা আছেন তারা সরাসরি এসে বা কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে পারবেন ইনশা আল্লাহ।
🌿আমরা ওপেন আছি আজকেও 🙏

(ছবিতে গতকালকের ডেলিভারির একাংশ
মডেল- আমাদের CEO কাম পারসোনাল ডেলিভারি ম্যান Joy Kabir 🥰
মাশ আল্লাহ)

আজ ৪ জুন। SteadFast Courier এর সর্বশেষ পিক-আপ আজ। ঢাকার মধ্যে যারা আছেন ,ক্লিনিকে আসার সময় সুযোগ পাবেন না,অনলাইনে মেডিসি...
04/06/2025

আজ ৪ জুন। SteadFast Courier এর সর্বশেষ পিক-আপ আজ।
ঢাকার মধ্যে যারা আছেন ,ক্লিনিকে আসার সময় সুযোগ পাবেন না,
অনলাইনে মেডিসিন নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আজই যোগাযোগ করুন। আমরা আজই পাঠিয়ে দিব।
ঈদের পর ১২ তারিখ পর্যন্ত কুরিয়ার সেবা বন্ধ থাকবে তাই যাদের মেডিসিন শেষের পথে তারাও দ্রুত জানিয়ে দিন। যারা Sanjida Homeo Health Clinic এ এসে মেডিসিন নিবেন তারাও দ্রুত কনফার্ম করুন ম্যাসেঞ্জার,হোয়াটস এপের মাধ্যমে। ইনশা আল্লাহ আপনাদের মেডিসিন ও রেডি হয়ে যাবে।
***আগামীকাল ও পরশু দিন চেষ্টা করুন কোন কাজ না রাখতে। কেবল আল্লাহর ইবাদত করুন। *** মহান আল্লাহ তায়ালা আমাদের সুস্থ রাখুন।আমিন।

ডা:সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল।

30/05/2025

আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নুরুল ইসলাম (মরহুমা মৌসুমী আপুর হাসব্যান্ড, Sanjida Nimu 'র দুলাভাই), বিপদের বন্ধু, পরোপকারী আজ সন্ধ্যা ৬:২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....

আল্লাহ তার বিদেহী আত্মার মাগফেরাত করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন।

আমিন।
Joy

ইশ! যদি সময় টা চেঞ্জ করা যেত! যদি নিউজ টা মিথ্যা হয়ে যেত! জাস্ট একটা মুহুর্ত! একটা ফোন কল!  একটা মাত্র বাক্য! আমাদের ওলট...
30/05/2025

ইশ! যদি সময় টা চেঞ্জ করা যেত! যদি নিউজ টা মিথ্যা হয়ে যেত! জাস্ট একটা মুহুর্ত! একটা ফোন কল! একটা মাত্র বাক্য! আমাদের ওলট পালট করে দিলো। গত পরশু রাতে আমার ছোট খালু "মফিজ আংকেল" (আম্মুর ইমিডিয়েট বড় বোন তাসলিমা আন্টির হাজবেন্ড ) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উত্তরা আজমপুরে বাইক ও ট্রাকের সাথে এ**এক্সি**ডেন্ট ,স্পট ডে ড। হাসপাতালে নেওয়ার মত অবস্থা নেই। সুস্থ সবল একটা মানুষ হুট করে নাই হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার তাই না?! নিরাপদ সড়ক চাই বলে বলে কয়েক দিন আন্দোলন হয় তারপর সব শেষ। আবার যা তাই। যার যায় সেই তো কেবল বুঝে! কারো তো কিছু আসে যাবে না,এইটা একটা নিছক ঘটনা মাত্র। অথচ যারা এতিম হলো ,যে স্ত্রী স্বামী হা রা ল, যে পিতা মাতা সন্তান হা রা ল তারাই কেবল সারাজীবন এই কষ্ট শোক বয়ে বেড়াবে। আমার আংকেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন। তাকে গাজীপুরে নিজ বাবার বাড়িতে কবরস্থ করা হয়েছে।🙏
সবাই আমার আংকেল ও তার পরিবারের জন্য দোয়া করবেন।
Sanjida Homeo Health Clinic এর কার্যক্রম ও কিছুটা স্লো চলছে। ইনশা আল্লাহ ,মন টা একটু ঠিক হলে আবার কাজে ভাল মত মনোনিবেশ করতে পারব। আমরা একদম হতবিহবল হয়ে আছি। আমাদের মনের শান্তির জন্য একটু দোয়া করবেন সবাই প্লিজ। 🙏
ডা:সানজীদা ইয়াসমিন।

ক্লিনিকে যখন এমন ইমার্জেন্সি পেশেন্ট আসে,তখন ঘড়িতে সময় দেখার কথা ভুলে যাই!!! রাতে চেম্বারের শাটার নামানোর আগ মুহুর্তে পে...
27/05/2025

ক্লিনিকে যখন এমন ইমার্জেন্সি পেশেন্ট আসে,তখন ঘড়িতে সময় দেখার কথা ভুলে যাই!!! রাতে চেম্বারের শাটার নামানোর আগ মুহুর্তে পেশেন্ট টি কে সবাই ধারধরি করে নিয়ে এসেছিল। জরুরি পরিসেবা দিলাম। সবাই খুশি হলেন। আলহামদুলিল্লাহ..
আমার ক্লিনিকের জন্য সবাই দোয়া করবেন। এভাবে যেন উত্তম সেবা উপহার দিতে পারি।

ডা:সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল।
প্র‍্যাক্টিস- Sanjida Homeo Health Clinic

সুস্থতা মহান আল্লাহ তায়ালার সবচেয়ে বড় নেয়ামত। আপনি যখন সামান্য অসুস্থতার কথা ভেবে দুশ্চিন্তা গ্রস্থ হচ্ছেন অপর দিকে দীর্...
24/05/2025

সুস্থতা মহান আল্লাহ তায়ালার সবচেয়ে বড় নেয়ামত। আপনি যখন সামান্য অসুস্থতার কথা ভেবে দুশ্চিন্তা গ্রস্থ হচ্ছেন অপর দিকে দীর্ঘ কয়েক বছরে রোগের সাথে পাঞ্জা লড়ে শয্যাশায়ী রোগীর, মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ লড়াই চলতেই থাকে বারবার।
এই কষ্টের মাত্রা যেন সীমাহীন।

আমার অত্যন্ত প্রিয় একজন রোগী ভাই ও তার পরিবার খুব করে চাচ্ছিলেন আমি যেন তাঁকে হাসপাতালে দেখতে যাই, দেখে হোমিওপ্যাথিক মেডিসিন দেই।

সুদূর খাগড়াছড়ি থেকে তিনি এসেছিলেন।ইবনেসিনা হাসপাতালে দেখে এলাম তাকে।
ক্রমাগত অবস্থা খারাপ হচ্ছে জেনে লক্ষণ নিয়ে রোগীর জন্য মেডিসিন রেডি করে রাখলাম।

হাসপাতাল থেকে রিলিজ নিয়ে যাওয়ার সময় এম্বুলেন্সে করে তারা এলেন Sanjida Homoeo Health Clinic এ,আমার চেম্বারে।

ঠিক এই মুহুর্তে রোগীকে "প্যালিয়েটিভ কেয়ার" দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করছি আমরা। এই মুহুর্তে আর কিছুই যেন কাজ করছে না।
এম্বুল্যান্সে করেই বাড়ি পৌছালেন রোগী। রোগী সবুজ কালো পিত্ত বমি করছেন।
ফোনের স্ক্রিনে অবস্থা দেখে বুঝলাম সময় টা শেষ।
রোগীর ওয়াইফ কে সন্ধ্যায় কল করে বললাম ,মনে সাহস রাখবেন। কাছেই থাকবেন। অবস্থা ভাল নাহ।

একটু আরাম দেওয়ার উদ্দেশ্যে যেন মৃত্যুকষ্ট টা কিছুটা কমে আরো কিছু লক্ষণ সংগ্রহ করে মেডিসিন কুরিয়ার করলাম।
সেই খাগড়াছড়ি ,মেডিসিন দ্রুত এক দিনে পৌছাবে কিনা সে কি দুশ্চিন্তা আমাদের। লাস্ট মেডিসিন পৌছানোর আগেই রোগী আল্লাহর কাছে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছুই করার ছিল নাহ। রোগী এমন শেষ মুহুর্তে আমার ক্লিনিক কে স্মরণ করলেন। একদম সব কিছু শেষ করে দিয়ে। আমি যখন তিন বছর আগের রিপোর্ট গুলো দেখলাম রিপোর্ট গুলো ভাল ছিল। পৃষ্ঠা উল্টাই আর দেখি রিপোর্ট গুলো খারাপ হয়েছে।
দিনের পর দিন রিপোর্ট খারাপ হয়েছে। অথচ রোগী ডাক্তার এর আন্ডারেই ছিলেন।সার্জারি, অপারেশন , রেডিও কেমোথেরাপি সবই হয়েছে। তবুও....
আল্লাহ তায়ালা তার হায়াত রাখেন নি।

একদম সব শেষ করে এলেন আমাদের কাছে। একারনেই হয়তো বলে-
"যার নাই কোন গতি,
সে খায় হোমিওপ্যাথি।"

আহা! রোগী টা যদি আরো আগে পেতাম তাহলে কিছুটা হলেও মনে স্বান্তনা পেতাম। সুযোগ পেতাম তাকে ভাল মত চিকিৎসা করার।ওষুধ গুলো পৌছানোর আগেই রোগী আল্লাহর জিম্মায় চলে গেলেন।

এর চেয়ে যদি ভাল অবস্থায় থাকলে বলি -"আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।🙏
সবাই সবার জন্য দোয়া করবে।

ডা:সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল।

রোগীনীর বয়স ৬০+ , ডেংগু পজিটিভ, প্লাটিলেট কাউন্ট কমছে। চার দিন এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিলেন। প্লাটিলেট আশংকা জনক ভাবে কমছ...
20/05/2025

রোগীনীর বয়স ৬০+ , ডেংগু পজিটিভ, প্লাটিলেট কাউন্ট কমছে। চার দিন এলোপ্যাথিক ট্রিটমেন্ট নিলেন। প্লাটিলেট আশংকা জনক ভাবে কমছেই। রোগীর ও উন্নতি নেই। কর্তব্যরত ডাক্তার এডভাইজ করে দিলেন সেই হাসপাতালে ই ভর্তি হওয়ার জন্য।
রোগীর পরিবারের একক সিদ্ধান্ত হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করবেন Sanjida Homeo Health Clinic এ। ❤️
এ মুহুর্তে কি করণীয় বলুন তোহ, আপনি হলে কি করতেন?! 😍

হাসপাতাল থেকে কল করে ই রোগীনি কে নিয়ে এলেন আমাদের Sanjida Homeo Health Clinic ক্লিনিকে। ❤️
আলহামদুলিল্লাহ।
🌿ডেংগু চিকিৎসায় হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিন। ইনশা আল্লাহ, খুব দ্রুত সুস্থ হবেন। 🌿




সময় : রাত ২.৩০ মিনিট। রোগী দেখা শেষ করলাম। ইয়েস, ঠিকই শুনছেন। তাও আবার সরাসরি। হুম,অনলাইনে নাহ, একদম সরাসরি। রোগী কেস টে...
18/05/2025

সময় : রাত ২.৩০ মিনিট। রোগী দেখা শেষ করলাম। ইয়েস, ঠিকই শুনছেন। তাও আবার সরাসরি। হুম,অনলাইনে নাহ, একদম সরাসরি।
রোগী কেস টেকিং, রোগীর কাউন্সেলিং,মনের সব কথা গুলো আমার কাছে খুলে বলা। আমার তাড়া থাকলেও শান্ত হয়েই সময় দিতে হয় রোগীদের। একদম ঠান্ডা মেজাজে।
আজ বাড়ি ফেলা হল নাহ । আমাদের বাসায় মানে আম্মুর বাসায় আজ রাত্রিযাপন করতে হবে। কত কত কত দিন পরে আজ হুট করে এখানে থাকা।
রোগীর দেখার সময় তো ভালই লেগেছে,এখন মন টা কেমন করছে বাসায় ফেরার জন্য।

তারপর ও আনন্দের কথা হলো,এই যে আমাকে Sanjida Homeo Health Clinic এর রোগীরা এত ভরসা করে,এত ভালবাসে। আলহামদুলিল্লাহ। দিন শেষে এটাই আমাদের একমাত্র পাওয়া ❤️
#ক্লিনিকথন


"হোমিওপ্যাথিক চেম্বারে আবার বেড লাগে নাকি?"--------- 😮🌿সময় টা ২০১৭..মার্চ মাস। সদ্য BHMS পাশ করেই একটা শপ ভাড়া নিয়েছি ক্...
10/05/2025

"হোমিওপ্যাথিক চেম্বারে আবার বেড লাগে নাকি?"--------- 😮

🌿সময় টা ২০১৭..মার্চ মাস। সদ্য BHMS পাশ করেই একটা শপ ভাড়া নিয়েছি ক্লিনিক করার জন্য।
আমাদের ক্লিনিকের জন্য "একটা বেড" কিনতে হবে।এই কথা টা শুনেই অনেকে আতঁকে উঠেছিল!

হোমিওপ্যাথিক চেম্বারে বেড!?!হোমিওপ্যাথিক দোকানে (!) আবার বেড লাগে নাকি?!
রোগীকে বেডে শুইয়ে পরীক্ষানিরীক্ষা করার মত রোগী হোমিওপ্যাথি আসে নাকি?!

কই অন্য কোন হোমিওপ্যাথির দোকানে/চেম্বারর তো আর বিছানাপত্র নেই! তোমার বেড লাগবে কেনো?!

আমার প্রথম ক্লিনিক। আমাদের প্রথম স্বপ্নযাত্রা শুরুর প্রথম উদ্যোগ। আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমাদের এই ক্লিনিকের স্পেস অনেক বেশি ছোট ছিল।খুব ছোট্ট ,টং দোকান টাইপ। পজিশন টা ভাল হওয়ায় শুধুমাত্র ডাক্তারি কম্পলিট হওয়ার সাথে সাথেই প্র‍্যাক্টিস শুরুর লক্ষ্যেই স্পেস টা নিয়ে নেওয়া।

ওয়েটিং রুম ছিল নাহ। এতই ছোট্ট ছিল যে সেই পরিমাপ যে একবার শুনে দ্বিতীয় বার এর মেজারমেন্ট জানতে চাইতো শিওর হওয়ার জন্য।
খুব মাপজোখ করে কিনতে হয়েছিল প্রতিটি জিনিস।

আম্মু আর আমি মিলে সবার সব কথার জবাব না দিয়ে কিনলাম সেই পেশেন্ট বেড, চেয়ার টেবিল প্রয়োজনীয় আসবাবপত্র।
পেশেন্ট এক্সামিনের জন্য বেড,টর্চ লাইট,ওয়েট মেশিন, থার্মোমিটার ,টাং ডিপ্রেসর ইত্যাদি কত যে গুরুত্বপূর্ণ জিনিস তখন আস্তে আস্তে আশেপাশের সবাই বুঝতে পারছিল।

এভাবেই শুরু হয়েছিল আমাদের Sanjida Homeo Health Clinic এর পথচলা। আজ এই পথ চলার ৮ টি বছর পূর্ণ হলো। আমাদের ক্লিনিক পা রাখলো ৯ বছরে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
Happy Anniversary আমাদের স্বপ্নযাত্রার। দোয়া ও শুভকামনায় থাকুক প্র‍্যাক্টিস জীবন। সবাই দোয়া করবেন। আমিন

ডা:সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল।

Address

House 28, Road2, Mirpur 1 (West Side Of Mirpur 1 Eidgah Math)
Dhaka
1216

Opening Hours

Monday 13:00 - 23:00
Tuesday 13:00 - 23:00
Wednesday 13:00 - 23:00
Thursday 13:00 - 23:00
Friday 13:00 - 23:00
Saturday 13:00 - 23:00

Telephone

+8801757117998

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Homeo Health Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sanjida Homeo Health Clinic:

Share