24/05/2025
সুস্থতা মহান আল্লাহ তায়ালার সবচেয়ে বড় নেয়ামত। আপনি যখন সামান্য অসুস্থতার কথা ভেবে দুশ্চিন্তা গ্রস্থ হচ্ছেন অপর দিকে দীর্ঘ কয়েক বছরে রোগের সাথে পাঞ্জা লড়ে শয্যাশায়ী রোগীর, মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ লড়াই চলতেই থাকে বারবার।
এই কষ্টের মাত্রা যেন সীমাহীন।
আমার অত্যন্ত প্রিয় একজন রোগী ভাই ও তার পরিবার খুব করে চাচ্ছিলেন আমি যেন তাঁকে হাসপাতালে দেখতে যাই, দেখে হোমিওপ্যাথিক মেডিসিন দেই।
সুদূর খাগড়াছড়ি থেকে তিনি এসেছিলেন।ইবনেসিনা হাসপাতালে দেখে এলাম তাকে।
ক্রমাগত অবস্থা খারাপ হচ্ছে জেনে লক্ষণ নিয়ে রোগীর জন্য মেডিসিন রেডি করে রাখলাম।
হাসপাতাল থেকে রিলিজ নিয়ে যাওয়ার সময় এম্বুলেন্সে করে তারা এলেন Sanjida Homoeo Health Clinic এ,আমার চেম্বারে।
ঠিক এই মুহুর্তে রোগীকে "প্যালিয়েটিভ কেয়ার" দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করছি আমরা। এই মুহুর্তে আর কিছুই যেন কাজ করছে না।
এম্বুল্যান্সে করেই বাড়ি পৌছালেন রোগী। রোগী সবুজ কালো পিত্ত বমি করছেন।
ফোনের স্ক্রিনে অবস্থা দেখে বুঝলাম সময় টা শেষ।
রোগীর ওয়াইফ কে সন্ধ্যায় কল করে বললাম ,মনে সাহস রাখবেন। কাছেই থাকবেন। অবস্থা ভাল নাহ।
একটু আরাম দেওয়ার উদ্দেশ্যে যেন মৃত্যুকষ্ট টা কিছুটা কমে আরো কিছু লক্ষণ সংগ্রহ করে মেডিসিন কুরিয়ার করলাম।
সেই খাগড়াছড়ি ,মেডিসিন দ্রুত এক দিনে পৌছাবে কিনা সে কি দুশ্চিন্তা আমাদের। লাস্ট মেডিসিন পৌছানোর আগেই রোগী আল্লাহর কাছে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিছুই করার ছিল নাহ। রোগী এমন শেষ মুহুর্তে আমার ক্লিনিক কে স্মরণ করলেন। একদম সব কিছু শেষ করে দিয়ে। আমি যখন তিন বছর আগের রিপোর্ট গুলো দেখলাম রিপোর্ট গুলো ভাল ছিল। পৃষ্ঠা উল্টাই আর দেখি রিপোর্ট গুলো খারাপ হয়েছে।
দিনের পর দিন রিপোর্ট খারাপ হয়েছে। অথচ রোগী ডাক্তার এর আন্ডারেই ছিলেন।সার্জারি, অপারেশন , রেডিও কেমোথেরাপি সবই হয়েছে। তবুও....
আল্লাহ তায়ালা তার হায়াত রাখেন নি।
একদম সব শেষ করে এলেন আমাদের কাছে। একারনেই হয়তো বলে-
"যার নাই কোন গতি,
সে খায় হোমিওপ্যাথি।"
আহা! রোগী টা যদি আরো আগে পেতাম তাহলে কিছুটা হলেও মনে স্বান্তনা পেতাম। সুযোগ পেতাম তাকে ভাল মত চিকিৎসা করার।ওষুধ গুলো পৌছানোর আগেই রোগী আল্লাহর জিম্মায় চলে গেলেন।
এর চেয়ে যদি ভাল অবস্থায় থাকলে বলি -"আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।🙏
সবাই সবার জন্য দোয়া করবে।
ডা:সানজীদা ইয়াসমিন
বিএইচএমএস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল।