
26/02/2023
হিজামা শুধু মাত্র মুসলমানদের জন্য নয়,
বরং এটি পুরো মানবজাতির জন্য সর্বোত্তম চিকিৎসা ব্যাবস্থা।বাংলাদেশের কিছু মানুষ হিজামার বিরুদ্ধে কাজ করছে এ কারণে যে -হিজামা মুসলমানদের জন্য শুধু চিকিৎসাই নয়, বরং মহা নবী (সঃ) এর সুন্নতও বটে। আর যারা হিজামা চিকিৎসার বিরুদ্ধচারণ করে অবশ্যই তারা নির্বোধ, জ্ঞানহীন, ইসলাম বিদ্বেষি ছাড়া আর কিছুই না।